এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১২:১৮ | 122.248.183.1
  • 'অতি' কথা টা আছে ঃ-))
  • kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ১২:১২ | 59.178.45.177
  • ঠক বাছতে গাঁ উজাড়।আর ব্রতীন নিজে কি ঐ নারীপ্রিয়দের দলে নয়?
  • siki | ১৪ জানুয়ারি ২০১১ ১২:০৮ | 155.136.80.174
  • হুতো, তাতিন, মামু,

    একখানি ছোট্টো মেল করেছি। একটু দেখে নিও।

    ইপিস্তাখুক্স তো এখন আকাশে উড়ছে। তারে আর ডাকলাম না।
  • r.h | ১৪ জানুয়ারি ২০১১ ১২:০৭ | 203.99.212.53
  • হুঁ, আমাকেও।
    যাউগ্গা।

    'কবিরা কেন নারীর ক্রীতদাস/ সুলতা জানে সুলতা জানে ভালো'

    (প্রকারান্তরে আমার কবিপরিচয় স্মরণ করিয়ে দিলাম। লোকজনের যা ভুলো মন। )
  • siki | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৫৮ | 155.136.80.174
  • তার মানে ব্রতীন আমায় অপচুন্দো করে।

    হুঁঃ। আর কোনওদিন কলিভাটে যাবো কিনা ভেবে দেখতে হবে ঃ(
  • Samran | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৪২ | 117.194.97.39
  • http://www.orkut.co.in/Main#Album?uid=1128011603714529254&aid=1294957712

    শিশুদের অধিকার নিয়ে একখানি চলমান প্রদর্শনীর আয়োজন করেছেন ফটো জার্নালিস্ট নীলায়ন দত্ত, CRYকে সঙ্গে নিয়ে। একাডেমীর সামনে প্রদর্শনীর সূচনালগ্নের কিছু ছবি। অর্কুটে, সকলের জন্যে। ছবি সৌজন্য নীলায়ণ দত্ত। প্রদর্শনী আজ থাকবে শ্যামবাজারে।
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৩৮ | 122.248.183.1
  • ১। ডিঃ অনেক দিন আগেই দেওয়া

    ২। অতি নারী প্রিয় লোকেরা আবার আমার অপছন্দ - ভেবে দেখি।
  • kd | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৩২ | 59.93.255.130
  • আরে ব্রতীন, রেগে গ্যালে নাকি? আরে বাবা, একটু পা টানছি। তা নিজের লোকের পা টানবো না পরের মেয়ের?

    আমার টাইপ করতে সময় লাগে। তোমার 'ডিঃ' পড়ার আগেই লিখেছি। (আবার তখন কুড়মুড় করে মৌরলা মাছ ভাজাও খাচ্ছিলুম - পাঁচ-ছটা পাটিসাপটা খেয়ে মুখটা বড্ডো মিস্টি হয়ে গিয়েছিলো তো, তাই)।

    আজ আসছো তো? লাইভ ডেমো দিও। ঃ-)
  • til | ১৪ জানুয়ারি ২০১১ ১১:১২ | 210.193.178.129
  • ধন্যবাদ অরিজিতকে, রেডিও ট্যাক্সির খবর দেবার জন্য, এক্কেবারে ফার্ষ্টক্লাশ সার্ভিস; কলকাতাত অভাবনীয়! পরে আরও লিখবো। (এখন ডানকানা)।
    ছবি বাঁধানোয় Chemould এর কাজ ভাল কিন্তু অত্যন্ত দাম নেয়, এখানে হাই কষ্ট ইকনমিতেও একই প্রায়! অবশ্য ওদের ক্লায়েন্ট যারা, দশ/বিশ হাজার বা লাখে বেচে ছবি, তাদের গায়ে লাগার কথা নয়!
    খবরটা যে দিয়েছিল, তাকে ধন্যবাদ (নাম গুকিয়ে ফেলার জন্য ক্ষমাপ্রার্থী)।
    ভুতো ও কল্লোলের সঙ্গে ব্যাঙ্গালোর স্টেশনে দেখা, দুজনকেই ধন্যবাদ আসার জন্য।
    আর কি! সবই ভাল কাটলো, কিন্তু রাস্তা পার হবার সমস্যার কোন সমাধান আছে? সে ব্যাঙ্গালোরই হোক বা কলকাতা!
    (ব্যাঅদির সঙ্গে ফোনে কথা হলো, ব্যা নয় ব্যাঙাচি উপযুক্ত নাম, একেবারে বালিকা!, স্ট্যাম্পগুলো আর দেয়া হলো না, সেই ভাবই ব্যাগের ফ্ল্যাপে পড়ে আছে।)
  • siki | ১৪ জানুয়ারি ২০১১ ১১:১১ | 155.136.80.174
  • আজ পোঙ্গল। আপিস ছুটি। কাল বাংলা ক্যালেন্ডারের হিসেবে সংক্রান্তি।
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১১:০২ | 122.248.183.1
  • নারী বিদ্বেষ যেমন খারাপ তেমন নারী দের বেশী টেনে খেলানো খারাপ ( রেফ ঃ নারী যা বলে অন্ধ ভাবে বিশ্বাস করা ) রেফঃ আমার ডি ক্লে ঃ দেওয়া সঙ্কেÄ ও একই কথা র পুনরাবৃত্তি!!
  • kd | ১৪ জানুয়ারি ২০১১ ১১:০০ | 59.93.255.130
  • ব্রতীন, আজ ""পৌষ-সংক্রান্তি-ইভ''।
  • kd | ১৪ জানুয়ারি ২০১১ ১০:৫৮ | 59.93.255.130
  • হ্যাঁ, তাই তো জানি। কিন্তু ব্রতীন যে লিখলো 'আজ'। তবে এও হ'তে পারে, ব্রতীন একদিন আগে 'সাবমিট' টিপে ফেলেছে।

    মঃ- যে ডান-বাঁ, সামনে-পাশে গুলিয়ে ফ্যালে, তার পক্ষে সবই সম্ভব (রেফঃ বুধবার মেলাতে)। ঃ-)
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১০:৫৬ | 122.248.183.1
  • ওত শত জানি না বাপু। পৌষ সংক্রান্তি মানে আমার কাছে পিঠে খাবার দিন!! ঃ-))
  • lcm | ১৪ জানুয়ারি ২০১১ ১০:৩৩ | 69.236.173.47
  • স্যাক্সোফোন, ল্যাটিন পার্‌কাশ্‌ন, ওবো, আলজিরিয়ান চেলো, বীণা, পাখোয়াজ - এই সব বাদ্যযন্ত্র সহযোগে রবীন্দ্রসংগীত তৈরী হবে।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১১ ০৯:৫৩ | 122.252.231.10
  • মাসের শেষদিনই তো। আজ ২৯শে পৌষ। কাল ৩০।
  • kd | ১৪ জানুয়ারি ২০১১ ০৯:২৭ | 59.93.255.130
  • সেকি? সংক্রান্তি মাসের শেষদিনকে বলে না?
  • nyara | ১৪ জানুয়ারি ২০১১ ০৮:৫৪ | 203.110.238.16
  • আকা, ইশকিয়া ভাল লেগেছিল।

    ডি১ঃ আমি খুব অল্প ছবি দেখি।
    ডি২ঃ অর্শাদ ওয়ার্সি আর বিদ্যা বালান আমার পছন্দের অভিনেতা। নাসিরুদ্দিন ভগবান।
    ডি৩ঃ প্লেনে দেখা।
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ০৮:৪০ | 117.194.97.178
  • পৌষ সংক্রান্তি আজকে।
  • sinfaut | ১৪ জানুয়ারি ২০১১ ০৮:২৪ | 117.194.224.129
  • জয় বাবা ওমনাথের জয়। কিন্তু প্রশ্ন জাগে, ওমনাথতো আবার যেকোন হটকে গায়ককেই ভালো বলে, যেমতি পল্লব কীর্তনিয়া। :P
  • Abhyu | ১৪ জানুয়ারি ২০১১ ০৬:১৫ | 97.80.156.83
  • খুশি থাকার ভিডিও

  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১১ ০৪:৩৩ | 59.93.245.29
  • নষ্টচন্দ্র কেউ নাই?
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১১ ০২:২০ | 66.102.14.1
  • সব্বাই চন্দ্রাহত।
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০১:১৩ | 151.141.84.194
  • এ আবার কোন কালপ্যাঁচা আসি ঢাকিয়া দিলো ও চন্দ্রমা!
    মানে ভাটে গ্রহণ লেগে গেল কেন????? কারুর চন্দ্রবদন নাই, কিন্নরকন্ঠ নাই!
    ঃ-)
  • arnab | ১৪ জানুয়ারি ২০১১ ০০:৪৭ | 223.223.142.168
  • চিটে গুড় ছিটে দিয়ে পিঠে খান কোষে
  • arnab | ১৪ জানুয়ারি ২০১১ ০০:৪৫ | 223.223.142.168
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১১ ০০:৩৯ | 121.241.214.38
  • মানুষ বড় কেরপন
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:২৮ | 151.141.84.194
  • পাটিসাপ্টার ভিতরে যে ক্ষীরের পুর দেয়, সেটা কেন যে মাঝমধ্যিখানে দেয়? বেশ ভিতরে সবটা জুড়ে মোটা করে দিলে পারে তো!
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • আহা, বড় ভালো ছিলো। পৌষ পার্বন, মাঘে চড়িভাতি আর ইস্কুল স্পোর্টস,ফাল্গুনে রাধার কি হৈল অন্তরে ব্যথা আর তাপ্পরে চৈত্র পরব, বৈশাখী মেলা। আহা। একেবারে বেহেস্ত হামিনস্ত।
    আর সেই পিঠা, যা লোকে প্রাণ বাজি রেখে খায়, সে কি এমনি রে রে পাগল, সে যে আরো আরো আরো প্রভু আরো আরো----
  • byaang | ১৪ জানুয়ারি ২০১১ ০০:২৪ | 122.172.19.31
  • পরশু মানে তো শনিবারই হল।
  • a x | ১৪ জানুয়ারি ২০১১ ০০:২১ | 99.50.247.222
  • এইযো ছিঁটেফোঁটা, সবার বোঝার আগে যে মহাপুরুষটি বুঝেছিলেন এবং এই নাদান পাব্লিকবর্গকে বোঝানোর অক্ষম প্রচেষ্টা করে গেছেন, তিনি হলেন নান আদার দ্যান ওমনাথ ঠাকুর।
  • kd | ১৪ জানুয়ারি ২০১১ ০০:২১ | 59.93.208.31
  • সে কী? পোষ-সংক্রান্তি তো শনিবার। তবে এখন থেকেই বোধহয় পিঠে বানানোর ট্রায়াল রান চলছে। আজ দিদি বেশ কয়েকটা পাটিসাপ্টা পাঠিয়ে দিয়েছে।
  • byaang | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 122.172.19.31
  • পৌষ সংক্রান্তি কাল/পরশু। চৈত্র সংক্রান্তি ১৪ই এপ্রিল।
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১৬ | 121.241.214.38
  • সয়েচে বলে কেউ কিন্তু দাবী করেনি ;-)
  • Tim | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১৫ | 198.82.19.169
  • খুব পিঠে সয়েচে দেকচি সবার। ঃ-)
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১০ | 151.141.84.194
  • আম্মো ভাত খেতুম না, সেদিন না, পরের দুদিনও না। তিনদিন পিঠে খেতুম খালি। পাটিসাপ্টা পুলি আর চিত্তা।ঃ-)
  • byaang | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৮ | 122.172.19.31
  • হ্যাঁ ওমি, এটাই মকর সংক্রান্তি। ছোটোবেলায় এই দিনে বাড়িতে ভাত হত না, মানে হত কিনা খোঁজ রাখতুম না, কম করে দশ-বারো রকম পিঠে খেয়েও আশ মিটতো না। খেয়েই যেতুম, খেয়েই যেতুম, .....
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৮ | 151.141.84.194
  • বলি পোষ-সংক্রান্তি কবে? চৈত্র সংক্রান্তি কবে? মেলা কবে?
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৭ | 121.241.214.38
  • ঠিক ঠিক
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৬ | 151.141.84.194
  • কতকাল যোষিতার লেকা পড়ি না।
    তাপ্পরে কৃষ্ণকলির কেক বানানো পড়ি না, হনুর বামপন্থা পড়ি না, স্যানের ব্যাকরণ পড়ি না।কালের ফের। কালের ফেরে শুনিচি এক ঘোর রাউলিংবিরোধী ঘোর রাউলিং-ভক্ত হয়ে গেছে!
  • byaang | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৫ | 122.172.19.31
  • মিসবিহেভ কোথায় করলো সে! সে নিজের কাজ করছিলো, আপনাদের বড়াই তার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা সঙ্কেÄও সে বুঝিয়ে দিয়েছে কাজের প্রতি নিষ্ঠা কাকে বলে! দেখে শিখুন।
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 151.141.84.194
  • ওদিগে রঞ্জন তো দেখি কেবল টইয়ে টই টই করে, এদিগপানে আসে না।
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০২ | 151.141.84.194
  • পৌষ সংক্রান্তি কবে? এটাই সেটা না যখন কপিল মুনির ওখানে গঙ্গাসাগরে লোকে জলে ডুব দিয়ে চান করে?
  • kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০২ | 122.162.244.98
  • ছিলাম মানে দশ মিনিট আগে এসেছিলাম।টইতে দেখলাম,বড়াইএর সাতে বিষ্ণুপুরের একজন মিসবিহেভ করেচে,তা বঢ়াইকে সিম্পেথি দিলুম,অচিন্ত্যরূপ খাসা, খাসা বলে চেঁচাচ্ছিলেন,তাঁকে থামালুম,তাপ্পর এখানে এসে গুন্নাইট্‌বলে গেলুম।

    ব্যাঙ,খুব সরি,আজ আর হবে নি, পোবোল ঘুম্পাচ্ছে।
  • omi | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০১ | 151.141.84.194
  • আরে আপেনেরা কতা কন না কেন? চাঁদমুখ তো দেখতে পাই না, কতা না কইলে কেমনে বুঝি?????
  • achintyarup | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৫৯ | 121.241.214.38
  • মানে কতা কয় না
  • byaang | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৫৯ | 122.172.19.31
  • আজ যখন ব্যাগ গুছিয়ে বাড়ি আসছিলুম, সবাই সবাইকে এমন "হ্যাপি সংক্রান্তি', "হ্যাপি সংক্রান্তি' বলে চেঁচাতে লাগলো, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলুম।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৫৭ | 122.172.19.31
  • যারা থেকেই ছিল, তারা আর কেমন করে আসবে?
  • achintyarup | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৫৬ | 121.241.214.38
  • আমি উঁকিঝুকি মাল্লে দেখি কেউ আসে না ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত