এমন কিছু স্পেশাল ব্যাপার নয়। বড়বাজারে এখনও এই প্রথা প্রচলিত।
ডিঃ আমার 'এখন' মানে অন্ততঃ কুড়ি বছর আগে।
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২৫ | 128.103.93.236
ইয়ে, লালগড়ে যৌথ বাহিনীর গুলিতে একজন ""মাওবাদী"" মৃত ও চারজন গুলিবিদ্ধ। জনগণের কমিটি দাবী জানিয়েছে এর নিছক গ্রামবাসী, সকালে মাঠের ধারে পটি করতে গিয়েছিল।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২৩ | 151.141.84.194
অমিতের "বীচে শুয়ে থাকেন" শুনে মজা হলো। আমরা রোদ থেকে বাঁচার জন্য এটা সেটা দিয়ে ঘেরা দি, আর সায়েবেরা সীবীচে সোনামুখ করে রোদে পড়ে থাকে। ঃ-) কারুর কারুর কীরকম সানবার্ণ হয়ে পোড়া পোড়া লাল হয়ে যেতে দেখেছি চোখমুখ।
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২০ | 128.103.93.236
kc, ইন্সপায়ারাড হয়ে থাকতে পারেন বলতে চান! হে হে!
Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২০ | 66.102.14.1
কাজের জন্যি কাজ না তো! বোর না হবার জন্য কাজ।
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১৯ | 128.103.93.236
সে তো ভিকি ও কর্মযোগের কথা বলেছিল। যুগের হাওয়াতে আমরা পরিবর্তন করে বর্মযোগ করে নিয়েছি, তাপ্পর ঝেড়ে কমঠবৃত্তি চালিয়ে যাচ্ছি।
kc | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১৭ | 89.203.49.18
এই দ্যাখেন, যতই বলি মাক্কালি নিজের চোখে দেকিছি, তাও মানবেনা। তবে ঐ বৃদ্ধ মানুষটি অন্য কারুর গল্প শুনে এরকম কাণ্ড ঘটাতেন কিনা জানিনে।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১৫ | 151.141.84.194
তবেই বুঝুন। কাজের জন্য কাজ-এমন আধ্যাত্মিক একটা ব্যাপারের কথা মার্কস না কোন সায়েব কয়েছিলেন, এখন এইসব বড়লোকদের দেখে বোঝা গেল। ঃ-)
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১৩ | 151.141.84.194
এ হে কেসি গুল মারলো। আমি ঠিক এরকম গপ্পো শুনেছি আমার ঠাকুমার কাছে, ওদের দেশের এক বুড়া মোটা জমিদারের "ওরে আমাকে-" কেস! সে প্রায় বঙ্গভঙ্গ রোধের আমলের, ১৯০৫ সাল নাগাদ। ঃ-) আমার কেবল মনে হয় এদের ওবেসিটি চিকিৎসা হতো কীভাবে? অবশ্য নিশ্চয় পটল তুলেছে হার্টের কোলেস্তেরোলে।
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১২ | 128.103.93.236
অ! আমি বাকরুদ্ধ! কাজ না করলে বোর হয়ে যাবে তো! কি মুশকিল। পেতিদিন কাজ কম্ম করতে যেতে হয় বলেই তো ছুটির দিনগুলান বেঁচে থাকে। তখন আমরা ঘুপচি ঘরে আর তিনি বীচে শুয়ে থাকি/থাকেন।
Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১১ | 66.102.14.1
না না, এর টাকা যদ্দুর জানি, স্বোপার্জিত। তাই কাজ না কল্লে গা ম্যাজম্যাজ করে।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১০ | 151.141.84.194
আরে এরা সায়েব লোক! তার উপরে আবার ইহুদী বংশীয়। এদের টাকা ফেলে রাখা নেই, নানা জায়্গায় খাটানো। কিন্তু তার পরেও যে সে কাজ করে সেটাই একটা কেমন অবাকের ঃ-)
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৯ | 128.103.93.236
kc এটা কিন্তু গোলা লেগেছে পড়ে।"ওরে আমাকে ---"" হি হি হি!
Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৯ | 66.102.14.1
এ ঘটনা চর্য্যাপাদের সময়কার।
kc | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৮ | 89.203.49.18
নারে ভাই, আমি যখন দেখেছি তখন বাম ফ্রন্ট সবে ক্ষমতায় এসেছে, মানে ৩৪ বছর আগেকার কতা।
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৮ | 128.103.93.236
বিস্ময়ের কিছুই নাই, কথায় আছে, বসে খেলে কুবেরের ধন ও ফুরিয়ে যায়!
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৭ | 151.141.84.194
এক বড়লোকের কথা পল্লাম উইকিপিসির দৌলতে। তার নিজের সী-বীচ ছিলো। নারকোল গাছওলা সে ভারী সুন্দর বীচ। ঃ-) সে নৌকা করে সমুদ্র যেতো বৌমেয়ে নিয়ে আর মাছ ধরতো। ঃ-) কিন্তু উইক ডেতে লোকটা কাজ করতো, সেটাই আমার কাছে বিস্ময় লাগে। ঃ-)
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৬ | 128.103.93.236
এ ঘটনা কি চর্যাপদের সময়কার?
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৫ | 128.103.93.236
বোঝো কান্ড!
kc | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৫ | 89.203.49.18
আমার দাদু বিশাল মোটা মানুষ ছিলেন। বসে থাকতে থাকতে হাঁক পাড়তেন, ''ওরে আমাকে পাদা--'' হাঁক শুনলেই দুজন পরিচারক বা কখনো নাতিরা বা ছেলেরা এসে বৃদ্ধকে একটু চেড়ে ধরত, বৃদ্ধ আরামে বাতকম্ম করে আবার গড়গড়া টানতে লাগতেন। মাক্কালি-- নিজে দেখেছি। অসভ্য কথা লেখার জন্য নিজেকে মাইনাস।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৪ | 151.141.84.194
আহা বড় আনন্দ পাইলাম কাপড় দিয়ে মূর্তি মোছা শুনে। ঃ-) আর কাজ কী থাকবে? চাকরবাকরে রান্না- বাজার করে হয়তো। ঃ-)
Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:০৩ | 66.102.14.1
সে কাজ একটা করে (কি কাজ সেটা বলা নিষেধ)। কিন্তুক সেই কাজ না করলেও তার চলে। তাই সেটা বলার মত কিচু নয়।
আমি পাল তোলা নৌকা চালানো শেখার পর আমাকে খুব পটিয়েছিল নৌকা কিনতে। আমি পাল মুড়ি দিয়ে পাল্লে এসেচি।
আমি একজন ঐ রকম ড্রাকুলা মার্কা বড়লোকেরে চিনি। সে বাড়ীর গ্যারাজে কাঠ কেটে জিনিষ পত্তর বানায়। আর এককালে সে দুইটা অস্কার পেয়েছিল। সেই স্ট্যাচু দুটারে রোজ রোজ কাপড় দিয়ে পোঁছে।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৫৩ | 151.141.84.194
নেপোদাদারেও ওরা স্নান করাতো না তো বাইচান্স? ঃ-) নেপোদাদার জন্য নিশ্চয় স্পেশাল ব্যবস্থা ছিলো। উফ রোমান আমলের গপ্পো শুনে আর সিনিমা দেখে মাঝে মাঝে মনে হয় সাধারণ প্রজারা বরং বেশী ব্যক্তিস্বাধীনতা পেতো অন্তত এই সব ব্যক্তিগত ব্যাপারে। অবশ্য দৃষ্টিভঙ্গীর ব্যাপার। সে আমলে তারা নিশ্চয় ওগুলোকেই ভালো একটা আরামের ব্যাপার মনে করতো। ঃ-)
ওক্কে বাচ্চালোগ--আচ্ছা তো অব চলতে হ্যায়--আমার টাইম আপ--টাটা
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৪৫ | 64.56.33.254
সবই অভ্যাস রে দিদি, শরীরের নাম মহাশয় যা সয়াবে তাই সয়! পলিন বোনাপার্টের তো শুনেছি হুমদো পরিচারকরা স্নান করাত---নেপোদাদা নাকি আপত্তি করাতে যে পুরুষমানুষ কে কেন রাখ এই কাজে--পলিন বলেছিলেন পুরুষ--ওরা কি মানুষ?? কোতায় যেন পড়েছিলুম।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৪০ | 151.141.84.194
ভাবুন দিকি একবার, সকাল বেলা চোখ মেলেই দেখলেন সার বেঁধে সব পরিচারক-পরিচারিকা। তারপরে তেল মাখানো স্নান করানো কাপড় পরানো সব কিছু ওরা। উফ, বেচারা সেই বড়লোকের কথা ভাবলেই হৃৎকম্প হয়। ঃ-)
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৪০ | 64.56.33.254
জেলে থাকতেন যখন তখন যতকিছু হবি, পড়াশোনা আরও কতকি--ঐ সময়কার ডায়রিগুলো দারুণ।সব মিলিয়ে ১৯ বছর জেলে কাটিয়েছেন, একসঙ্গে নয় অবশ্য।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৩৭ | 151.141.84.194
বাপরে নিনা, জেলে তোতা কাঠবেড়ালি, এত কিছু????? ঃ-) চিড়িকদাস বলে গপ্পোটা মনে আছে কারুর? খুব সম্ভব শরদিন্দুর লেখা, চায়ের নেশা ধরে যাওয়া এক কাঠবেড়ালি নিয়ে। ঃ-)
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৩৭ | 128.103.93.236
হ্যাঁ, এইটা আমার ও ভীষণ ইয়ে লাগে, মানে ধর রাজা রাজড়া দের সময়ে। রাজা-রাণী / পরিচারিকা ইত্যাদি রা শয়ন কক্ষে আছে, দরজার গোড়াতে খান কয়েক হুমদো বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। কিরম একটা লাগে!
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৩৫ | 64.56.33.254
চারক/চরিকাদের কি মানুষ বলে ভাবত নাকি যে প্রাইভেসির চিন্তা?!
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৩৪ | 64.56.33.254
অনেক গুণ আছে ছোঁড়ার, ভাল সরোদ বাজায়, ছবি আঁকে, রান্না করে, দারুণ সেন্স ওফ হিউমার আর ঝগড়া করতেও ওস্তাদঃ-))এখন আউটলুকে আছে দিল্লীতে।
ওমি রে বড় জ্বালায় ব্যাটারা, এটা আমাদের পাড়ার সবার যন্তন্না ঃ-(( বাবার নাকি কাঠবেড়ালীও একটা পুষ্যি ছেল--নাম জানিনে--সব ঐ জেলে থাকার সময়।
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:৩২ | 151.141.84.194
আচ্ছা পুরানো ভারতীয় বড়লোকদের যাদের কিনা ২০-৩০ জন পরিচারক পরিচারিকা থাকতো, তাদের প্রাইভেসির অভাববোধ হতো না?
বিজনেস রিপোর্টার ছিল, বেশ হাসি হাসি মুখেই তো কথ বলত। অন্তত আমার সঙ্গে তার কখনো ঝগড়া তো হয় নি। কিন্তু সে আমাকে মনে করতে পারবে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:২৬ | 151.141.84.194
দূর অমিত, তারা পকেটে কিছু রাখে না। সব কার্ড। ঃ-)
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:২৩ | 64.56.33.254
ইঁদুর--বল্লেই হল! কেঁদো কেঁদো কাঠবেড়ালী, আমরা বলে কি কষ্টকরে তাড়াবার ব্যাবস্থা কল্লুম--এবার আবার যদি করে তো কুমুর বাড়ী পাঠিয়ে দেবো।
অরিন্দম 68 born আমার মাসতুতো দিদির ছেলে--খুব মজার আর বেজায় ঝগরুট্টেঃ-))স্টেটসম্যানেও ছিল বুঝি? শুরু করেছিল প্যাট্রিয়ট থেকে জানি।
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০০:২২ | 128.103.93.236
কিছুই হয় না তেমন। তারা আদা দিয়ে চা খায় না, জাহাজের ব্যবসা করে,তাদের দিনে ১২/১৪ ঘন্টা না খাটলেও চলে, আর তারা ডগি নিয়ে ঘোরে আর সামনে পিছনে অনেক লোক ঘোরে মারার (পকেট) জন্য, আর ইয়ে আর---
আমার মনে হয় বহু বহুদিন আগে আমি অরিন্দমের সঙ্গে দিল্লিতে স্টেটসম্যান পত্রিকায় কাজ করেছি। তবে আমি তখন নিতান্তই শিশু
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 151.141.84.194
নিনা, ওগুলি ইঁদুর। ঃ-)
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 151.141.84.194
না না না না। কোশ্নোটা তা না। ড্রাকুলা না হয়েও যার নিজের লেক ফাউন্টেন সী-বীচ থাকে, তার কী হয়? ঃ-) আহা এককালে ড্রাকুলার দুঃখে বিগলিত হয়ে আমি তারে মায়া মায়া মিষ্টি সুন্দরী মেরিলিনের সাথে বিয়ের ব্যবস্থা করে দিছিলাম এক গপ্পে। ঃ-)
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 64.56.33.254
আরে ওমি, স্বাস্থবান কাঠবেড়ালীগুলো তো বরফের দিনে বড়ির অ্যাটিকে ঢুকে বাসা বাঁধে, আর সারারাত দৌড়াদৌড়ি করে, খচর-মচর করে--খুব জ্বালায়!
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 128.103.93.236
ড্রাকুলা জাতীয় লোকেরা তো লাস্টে মারা যায়, ঐ ক্রশ বা গির্জা ঘরের জল ইত্যাদি ভয়ংকর অস্ত্রশত্রের আঘাতে। আর যদি না মারা যায় তাহলে-------------- আসিতেছে সেকেণ্ড পার্ট---------
ড্রাকুলা রিটার্নস
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১৩ | 151.141.84.194
আহা আমীর খানের মাথায় ফেট্টিয়ালা কানে মাকড়ি ভুবনবেশী চেহারা দেখে আমার বন্ধুরা সব ফিদা হয়ে গেছিলো। ঃ-)
Nina | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১২ | 64.56.33.254
অচিন্ত্য আউটলুকের অরিন্দম মুখার্জীকে চেন কি? আমার বাবার একটা পোষা তোতাপাখী ছিল, তার নাম রেখেছিলেন টেগার্ট আর তাকে দিনরাত বন্দেমাতরম বলে্ত শিখিয়েছিলেন---বাবা তখন কোন একটা জেলে (৪৭ এর আগে) বন্দী ছিলেনঃ-))
amit | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১১ | 128.103.93.236
""ম্যায় পেড় কে নীচে লেটা হুয়া হু ঔর শাহরুখ মেরা প্যয়র চাট রহা হ্যায়।'' --অনেকটা এই রকম ছিল আমীর খানের উক্তি, যা নিয়ে অনেক কেলো হয়েছিল। হে হে!
omi | ০৬ জানুয়ারি ২০১১ ০০:১১ | 151.141.84.194
সে কি কেউ ড্রাকুলা কোশ্চেনগুলার জবাব দিলেন না? ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন