এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Raj | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:১৫ | 202.79.203.59
  • ব্যাংদি, মৈত্রেয় কোথায় ? এরকম একজন ফ্যান না থাকলে ডারবানে জিততই না, আজকে ও যা খেতে ভালবাসে খাইয়ে দিও ঃ-)
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:১৩ | 122.248.183.1
  • জিতে গেল। 'আহা কী আনন্দ আকাশে বাতাসে' ঃ-))
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:০৯ | 122.248.183.1
  • ২১৫/৯। আর একটা ঃ-))
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৬:১৯ | 122.248.183.1
  • বলতে বলতে হ্যারিস আউট। ঃ-))
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৬:১৮ | 122.248.183.1
  • দুঃখের কথা আর বলো না কুমুদি। প্রিন্স বেটা আউট ই হয় না ঃ-((
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১৬:০৯ | 59.178.36.12
  • বৎস ব্রতীন,শিবু,সিকি ও আর যে আছে,

    চাপ সর্বত্র আছে।কুম্ভমেলায় হা-আ-আ-ড় কাঁ-হা-পা-নো শীতে লক্ষ চক্ষুর সম্মুখে স্নান করা(ইয়ে, টাওয়েল অ্যালাওড?),নিরামিষ আহার,মাছ-মাংস-চিকেন বর্জিত জীবন,(ভরসা এই যে, ইসে চলে),দীপিকা/করিনা/ক্যাট্রিনা/বিপাশার কুশল-মঙ্গল নিয়মিত না পাওয়া-ইহাদের কোনটি-ই সহজ নহে।
    ইদিকে তো ম্যাচের খপোর ছাড়া এক সেকেন্ড চলে না।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১০ ১৫:১৫ | 155.136.80.174
  • টইপত্তরের লিস্টিতে "শিশুদিবস গুরু স্পেশাল' থ্রেডটা দুবার দেখাচ্ছে কেন?
  • siki | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:৫৩ | 155.136.80.174
  • বল্লে কি ভার্চুয়াল চাপটা কমে যায়? ঃ-))
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:৪৮ | 122.248.183.1
  • চাপে না থাকলেও ওমন বলতে হয় ঃ-))
  • siki | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:৪৫ | 155.136.80.174
  • আচ্ছা, লোকে বে করাকে, বিবাহিত জীবনকে এত চাপ মনে করে কেন? মানে, অবশ্যই এক্ষপিরিয়েন্স পার্সন টু পার্সন ভ্যারি করবে, কিন্তু আমি ভাই বে করে কোনও চাপে নেই। দিব্যি বিন্দাস জীবন কাটাচ্ছি। এই যে এতদিন ধরে বউ বেহনে পরবাসে ভাগাড়ে পড়ে আছি, মনে কত যন্তন্না হচ্ছে, একবার ভেবে দেখেছেন?
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:৪৫ | 122.248.183.1
  • ৭ টি উইকেট গেল। আবার জাহির। এবার স্টেইন । ঃ-))
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:২৭ | 122.248.183.1
  • ইয়ে, মুক্ত ( লক্ষ্য করুন বদ্ধ নয়) সন্ন্যাসী জীবনে কী বৈবাহিক জীবনের মতন এত চাপ আছে??
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:২৪ | 59.178.48.74
  • অ্যাদ্দিনে এক্টা বিয়া করনের সাহস জোগাড় কর্তে পারলো না,সে কি সন্নেসী জীবনের কটিন কটিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে?বোতীন,শিবু-আপ্নেরা কি বলো?
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:২৩ | 122.248.183.1
  • আহা সিকি, এখানে শিবু দার কথা হচ্ছে!!
  • siki | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:২২ | 155.136.80.174
  • হুঁ, পটাশম্যাম ভিসার খচ্চা আর প্যাসেজ মানি দেবে, আমরা আম্রিগার কোর্টে সাক্ষী দিতে যাবো।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:২১ | 155.136.80.174
  • টিম, তুই নাকি গোলগাল নিষ্পাপ স্বামী? সত্যি???
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:২০ | 122.248.183.1
  • বললেই হল কুমু দি । আমরা সব আছি কী করতে? সাক্ষী দেবো তখন !!
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:১৯ | 122.248.183.1
  • আরে বৌ থাকলে তো পারমিশন নেবে টিম!!
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:১৮ | 59.178.48.74
  • পার্মিশান(লিখিত) এট্টা নিয়ে রাখা ভাল।
    বিষ্‌ণুপ্রিয়া(বানাম???)কাঁদে নিমাই,নিমাই,
    প্রতিধ্বনি কহে আজ থিক্যা নাই।
    সেদিন কি আর আছে রে পাগলা?
    দুদিন বাদে আম্রিগার কোর্টে কেস ঠুকে দিলো যে আমার সরল,ভোলেভালা, গোলগাল,নিষ্পাপ স্বামীকে ঐ দশাসই মহিলা কিডন্যাপ করেচে, ত্যাখোন?
  • Ishan | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:০৫ | 122.248.182.16
  • বৌএর পার্মিশান নিয়ে সন্নিসি? গৌতম বুদ্ধের দেশের একি হাল।
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১৪:০২ | 59.178.48.74
  • টিম্ভাই,তোমার বৌ জানে তো যে তুমি সন্ন্যাস নিচ্চ?
  • Tim | ২৯ ডিসেম্বর ২০১০ ১৩:৫৩ | 173.163.204.9
  • আমার নামটা বোতিনদা কেমন চেপে গ্যালো। কল্কেতা যাই, চিমটে নিয়ে অ্যায়সান তাড়া করবো.....

    ঘুমোতে গেলুম। কালকের মধ্যেই কুমিদি যেন কনট্র্যাক্ট পেপার রেডি করে ফ্যালে।
  • KUMUDINI | ২৯ ডিসেম্বর ২০১০ ১৩:৪৩ | 59.178.48.74
  • না,না ছিঁড়ে ফেলে কি শেষে scam এর দায়ে পড়ব?এম্নিতেই চাদ্দিক থেকে এট্টু ফেঁসে রয়েচি।
    তবে অ্যাতোজন কো-সন্নেসী হতে চায়?ক্যামোন বিশ্বেস হচ্চে না।এদের বৌরা পার্মিট করেচে?
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১৩:০২ | 70.7.251.93
  • ঠিক হ্যায়, আর গড়বড় কিছু না হলে রাধাবল্লভী আর ওয়াইন।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৫৮ | 122.248.183.1
  • ঠিক আছে। তোমর কেস টা ভেতর থেকে ব্যবস্থা করে দিলাম । পরের মাসে কলকাতায় এলে খাইয়ে দিও। ঃ-))
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৫৬ | 70.7.251.93
  • ঃ))) বেশ, ভাল। এইবারে ফাইল থেকে বাকী অ্যাপ্লিকেশনগুলো বোতিনকে দাও, পুড়িয়ে ফেলুক।
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৫৩ | 59.178.48.74
  • ঠিকাছে,শিবুর অ্যাপ্লিকেশন-ও ফাইলে বেঁধে রাকলুম।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৪৯ | 122.248.183.1
  • হ্যাঁ । এমন করা তোমার মোটেই উচিত হয় নি কুমু দি।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৪৭ | 70.7.251.93
  • ঐ যে, অ্যাপ্লাই করতেই কুরিয়েরে রিজেকশন লেটার চলে এল ঃ((।
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৪৫ | 59.178.48.74
  • চড়?ক্যান?
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৪২ | 70.7.251.93
  • আমি অ্যাপ্লিকেশন উইথড্র করে নিয়েছি তো। যেচে চড় খাবার দরকার কি বাবা!
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৪০ | 122.248.183.1
  • অনেকে

    ১। অচিন্ত্য বাবু
    ২। ইন্দো দা
    ৩। শিবু দা
    ৪ ???
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:৩৮ | 59.178.48.74
  • শিবু,এট্টু রোগা হতে পাল্লেও তো বুজতাম,একটা কাজ অন্তত হোলো!
    কোসন্নেসী হতে চেয়ে কেউ কি অ্যাপ্লাই কল্ল? পিছিয়ে পড়ার টেইম পাচ্চি না তাই জিগিয়ে নিচ্চি।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:২৭ | 122.248.183.1
  • ঃ-))

    তাহলে সেই ছেলে টাই বা কি দোষ করেছিল - 'তোমার দেখা একটি ফুটবল ম্যাচ র বিবরন । ছেলে টি লিখলো 'বৃষ্টি র জন্যে ম্যাচ পন্ড হয়ে গেল'।

    রবীন্দ্রনাথ পড়ে এসে পরীক্ষায় কয়লাখনি রচনা সামনে উপস্থিত বুদ্ধি র পরিচয় দিতে আমরা দেখেছি। তবে এই সিরিজে আমার সব থেকে পচ্ছন্দের হল 'কুমীর'। একটা ছেলে কে যাই দেওয়া হয় সে শেষ অবধি 'কুমীর' চলে যায়। শেষে স্যার খচে গিয়ে দিলেন 'সিরাজদৌল্লা'। ভেবেছিলেন ছেলেটিকে খুব জব্দ করেছেন। হা হতোস্মি। ছেলে টি এই ভাবে শুরু করল। সিরাজদৌল্লা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচুর খ্যতি লাভ করেছিলেন। কিন্তু তিনি জীবনে একটি ভুল করেছিলেন - সেটা হল মিরজাফর কে সেনাপতি করে। বলা যায় মিরজাফর কে সেনাপতি করে তিনি খাল কেটে কুমীর আনেন। তারপরে......
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:১৬ | 70.7.251.93
  • এদেশে একটা চালু জোকের অনুসরনে।

    প্রশ্নঃ XXXXXX ভাব সম্প্রসারণ কর।

    উঃ
    ভাব
    ভা .
    ভা . . . .
    ভা . . . . . . . .
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:১৪ | 122.248.183.1
  • এইটা গোলা দিয়েছে!!

    শমীক পেট বুঝে খেয়ো । মেনু তো যাতা রকমের ভালো ঃ-))
  • Samik | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:০৯ | 155.136.80.174
  • এসব তো "আম-বাত'। গার্ল্‌স ইশকুলে এ রকম অনেক কেস পাওয়া যায়। একশো টাকার নোট, সাথে হাতে লেখা নোট, দিদিমুনি, পাশ করিয়ে দেবেন, নইলে আমার বিয়ে হবে না ... এইসব।

    আমাদের কলেজের একটি ছেলে ছমাস ফাঁকি মেরে হাপিয়র্লির সময়ে হল্‌-এ বসে বুঝতে পারল, সে থার্মোডিনামিক্সের একটি কোশ্চেনেরও উত্তর জানে না। ছেলেটা খুব ভালো আঁকত। একটা সীনারি আঁকল উত্তরপত্রে। দুদিকে গাছপালা, মাঝে নদী বয়ে চলেছে, সেই নদীতে একটা নৌকা, নৌকার মাঝি দু হাত তুলে বসে আছে।

    নিচে ক্যাপশন লিখে দিয়েছিল ঃ "আমি হাল ছাড়িয়া দিলম'।

    এর পরে থার্মোডিনার স্যার তাকে ডেকেছিলেন নিজের ঘরে, তারপরে কী হয়েছিল জানে শ্যামলাল।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:০০ | 122.248.183.1
  • আমার পাশের বাড়ি নিত্য জেঠু ( বাবার বন্ধু) বিদ্যামন্দিরের ইতিহাসের অধ্যাপক। একবার এক অকালপক্ক ছাত্র আম এঁকে লিখে দিয়েছিল স্যার বেশী রাগ করবেন না, আম খান। আরেক বার তিনি এক একশ টাকার নোট খাতার মধ্যে পান পাস করিয়ে দেবার অনুরোধ সমেত।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৪৯ | 70.7.251.93
  • আমাদের চঞ্চল ইংরাজী খাতার শেষে লিখেছিল -

    বারংবার প্রণিপাত চরণে তোমার,
    হে মহতো মহীয়ান, হে একজামিনার।

    আরো অনেকগুলো লাইন ছিল, কিন্তু সে মনে নেই আর।
  • Samik | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 155.136.80.174
  • অবশেষে ভগমান আজকের জন্য মুখ তুলে চেয়েছেন।

    আজ দুকুরের লাঞ্চের মেনু ঃ নিউ ইয়ার স্পেশাল ঃঃ

    Chapatti
    Panneer mutter masala
    Chettinad Chicken curry
    Chicken tikka
    Veg salad
    Mughlai dhum biriyani (veg)
    Mix veg raitha
    Plain rice
    Mango sambar
    Tomato Pepper rasum
    Curd rice
    Aloo Kara curry
    Pickle
    Masala pappad
    Fruit Plum cake


    ধুম বিরিয়ানিটা পড়ে থেকে আমার বেজায় হাসি পাচ্ছে। এদের নিয়ম হল, দ উচ্চারণ হলে সেটা dh হয়, ধ উচ্চারণ হলে সেটা d হয়। ব হলে bh হয়, ভ হলে b হয়। থাম্ব রুল। আস্তে আস্তে তামিল শিখে ফেলছি।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 122.248.183.1
  • পাগল না মাথা খারাপ এক বার রিভিউ করে আমার ২ নম্বর কমে গিয়েছিল ঃ-((
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৪০ | 122.248.183.1
  • নম্বরের কথায় দুটো ঘটনা মনে পড়লো

    ১। তখন ক্লাশ থ্রি তে পড়ি। প্রশ্ন এলো 'শিবাজীর চরিত্রে এ সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে সে গুলো অঙ্কন কর - প্রীতম, পাতি শিবাজী জে ছবি ট পাঠ্য পুস্তকে ছিল সেটাই এঁকে দিল

    ২। মাধ্যমিক পরীক্ষা - বাংলায় রচনা এল ' তোমাদের আদর্শ স্থানীয় ব্যক্তি' । সেবারে 'জহরলাল নেহুরু কত বছর এর কী একটা ছিল' - সেটা আমি নামিয়ে দিলাম। পরে শুনলাম আমাদের এক বুদ্ধিমান বন্ধু স্থানীয় কাউন্সিলার কে নিয়ে ভাটিয়ে এসেছে।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৪০ | 70.7.251.93
  • আহারে, ক'দিন সন্নিসী হয়েই বেচারী মরে যাবে মরে যাবে শুরু করেছে। খুব ক্কি রোগা হয়ে গেছ?
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৩৮ | 59.178.48.74
  • নতুন বচর অব্দি যদি বেঁচে থাগি,তখন ঐ কি বলে রেজলু নোবোখন।
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৩৬ | 70.7.251.93
  • টাকা কিন্তু ড্রাফটে দিতে হবে। ভুল করে পার্সোনাল চেক পাঠিও না যেন।
  • kumudini | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৩৪ | 59.178.48.74
  • ব্রতীন,রিভিউর জন্য ২৩৪ টঙ্কা পর্ষদ আপিসে জমা করুন।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৩৩ | 122.248.183.1
  • কুমু দি র নতুন বছরের রেস্যুলিউশন কী? বেশী রাগবে না??
  • Sibu | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 70.7.251.93
  • ২০/২০ সব ভাল ছাত্তরদের জন্য। আমাদের মত ফেলটুসদের জন্য ৭০% হি কাফি। আর বোতিনের সাথে কম্পেয়ার কর!! আজকাল তো কার্ভে গ্রেড হয় ঃ)।

    কাবাব বল্লে তুমি চটবে কেন? সে তো কাঠবিড়ালীদের চটার কথা।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:৩০ | 122.248.183.1
  • আর আমাকে আরেক তু বেশী নাম্বার দিলে হত না ? আসল কারন টাই তো লিকেচিনু ঃ-((
  • y | ২৯ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 61.12.12.83
  • শুকিয়ে যাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত