এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omi | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:৩৬ | 151.141.84.114
  • নিনাদি আজ প্রচুর ঝাল ঝাল রান্না করছেন।
  • omi | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:৩৫ | 151.141.84.114
  • কী ক্যারোল গাইলেন উনি?
  • achintyarup | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:৩৫ | 121.241.214.34
  • নিনা কি আশেপাশে আছেন?
  • achintyarup | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 121.241.214.34
  • অস্‌সাধারণ গান ঃ))
  • Tim | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:২৬ | 198.82.17.91
  • গাছের নামে বানান ভুল হলেও অসুবিদে নেই। আমার বাংলা নেই কিন্তু গাছের প্রাণ আছে, ওরা বুঝে নেবে।
  • achintyarup | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:২৬ | 121.241.214.34
  • অ্যাত্তোগুলো মোম্বাতি নেভালে তো খুবই অন্ধকার হবে
  • Tim | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 198.82.17.91
  • সবই যদি হলো, তো ব্যান্ডপাটির গানও হোক।

    বারান্দায় অষ্বথ্‌গাছ
    (সেথা)কাঠবিড়ালী আছাড় খেয়ে
    হল্লা মাচায় রে....
    দারুন তেজ, তাদের লেজ
    কাবাবের মশলা রেডি, তোদের বাঁচায় কে
    কলিং এর শব্দ শুনে পাটিসাপ্টার বাকসো খুলি
    শমীকের মুচকি হাসি
    (কু)মুদির দেখা নাই
    মুদির দেখা নাই রে মুদির দেখা নাই.....
  • kumudini | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 122.162.244.159
  • হ্যাঁ,ক্যারোল শোনেন সবাই।এর পর আবার ২০১০ খান মোমবাত্তি নিভানোর হাঙ্গামা।
    গুড নাইট,সকলকে।
  • Tim | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 198.82.17.91
  • কল্কেতার শব্দে আমার অসুবিধে হয়্‌না। ইদিকে আম্রিকায় ছুঁচ পল্লে বেজায় বিরক্ত হই। তাবলে আমাকে নিন্দুক ভাব্বেন্না!
  • aka | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 117.194.5.130
  • আর বেশিদিন নাই, বর্ষপূর্তি হইলেঅই হল। যাবার দিনটি বড় বাজে।

    হ্যাঁ সবাই কারণে অকারণে শব্দ করে।
  • kc | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 89.203.49.18
  • কলকাতাতে ধোঁয়া ধুলোর চাইতে আমার বেশী অসুবিধে হয় আওয়াজে, শব্দে,- মফস্বলের লোক হলে যা হয় আরকি!
  • omi | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 151.141.84.114
  • মুক্তবেণীর গঙ্গা ছাড়িয়া মহাসিন্ধুপারের যুক্তবেণীতে ফির্ৎ যাইবেন কবে আকাজী?
  • achintyarup | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 121.241.214.34
  • সবাই চুপ! এখন ক্যারোল গেয়ে শোনাচ্ছেন মমতা ব্যানার্জী।
  • omi | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০৯ | 151.141.84.114
  • হ্যাঁ, আইজকাইল লোটাকম্বল না ল্যাপীমোবা লইয়া যাইতে হয়। :)
  • aka | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০৯ | 117.194.5.130
  • কলকাতা খুব ভালো, শুধু ধোঁয়া আর ধুলোটা যদি একটু কম হত। আর একটু কম টাকা লাগলেঅই সব ভালো। তবে কিনা আমি তো কলকাতায় বেড়াতে যাই, কাজে যাই, থাকি অন্যখানে। সেখানটা মন্দের ভালো।
  • achintyarup | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 121.241.214.34
  • ল্যাপিলিপ্ত সন্ন্যাসী? আমার এক বন্ধু আছে এই রকম
  • kumudini | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 122.162.244.159
  • মাথাই নাই,তার আবার----------
    বিষয় সম্পত্তি-ই নাই,আর তার কেয়ারের চিন্তায় পোলাপ্পানগুলি চুল পাকাইয়া ফ্যালে ক্যান!
    ঈশান,সং-সার ছাড়লে ভাটপাড়াও ছাড়তে হইব?ক্যান?সন্নেসীরা আজ কাল ল্যাপি লইয়াই ঘোরে,তবে কো-সন্নেসীরা এই ফেসিলিটি পায় না।
  • omi | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০৫ | 151.141.84.114
  • কলকাতায় কেমন বুঝছেন আকাজী? ক'দিন আছেন ওখেনে?
  • omicron | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০৪ | 151.141.84.114
  • যীশুচন্দ্র।
  • aka | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 117.194.5.130
  • বোঝো! জেসি কে?
  • kd | ২৫ ডিসেম্বর ২০১০ ০০:০০ | 59.93.193.140
  • হ্যাবা, জেসি।
  • aka | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫৯ | 117.194.5.130
  • হাল ছেড়ে দিয়েছে, জানতাম। কেয়ার টেকারের হার্ডকোর রিয়ালিটির সামনে ওসব কাব্যিক কেয়ার গিভার যে ধোপে টিঁকবে না সেকথা জানাই, আর ভাবার কিছু নেই।
  • aka | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 117.194.5.130
  • ওসব কেয়ার গিভার টিভার দিয়ে চলবে না।

    কম পায়সায় দুটো ঘরাঞ্চি যোগাড় করতে হলে কেয়ার টেকারই লাগবে। হাতে গরম এক্সপেরিএন্স। ভেবে দেখুন।
  • Ishan | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৯ | 14.96.164.15
  • ও কেয়ার টেকার। আর আমি কেয়ার গিভার।

    ভেবে দেখুন।
  • Ishan | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৮ | 14.96.164.15
  • এই নিয়ে আধুনিক গানঃ

    কুমু ভাটপাড়া ছেড়ে দিয়ে নীরবে
    কোন চুলো দোরে গিয়ে জিরোবে
    সেতো হায়
    বোঝা দায়...
  • aka | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪৬ | 117.194.5.130
  • কি নিয়ে কথা বার্তা হচ্ছে তা জানি না। কিন্তু বিষয় সম্পতির কথা ভাবলে আমাকে কেয়ার টেকার ভাবতে পারেন। তবে তাড়াতাড়ি যোগাযোগ করুন, ভালো লোকেরা বসে থাকে না জানেনই।
  • kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:১১ | 122.162.244.159
  • আহা,আহা তেকোনা,আর কেঁদোনা গো,চোখ মোছো।আমি কি আর এক্ষুনি যাচ্চি!(তুমি ছিলে,তাই পেস্টিজ খানিকটা বাঁচলো।)
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৫৯ | 173.163.204.9
  • আর বিষয়সম্পত্তির বিলি বন্দোবস্তের জন্য আমায় ইমেল কত্তে পারো। (এইটা কো-সন্নেসিকেও বলছি) :P
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 121.241.214.34
  • এই যে সব খাদ্যবস্তু চাইছি তার একমাত্র কারণ হল কুমুদিদির এই মায়ার সাংসারের ভার যাতে খানিকটে লাঘব হয়। আমার অন্য কোনো উদ্দেশ্য ছেল না
  • tkn | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 122.162.42.123
  • কুমু(দি)নীইইইই
    যেও নিইইইইইই
  • kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 122.162.244.159
  • ইন্সেনটিভ -বৈরাগ্য সাধনে মুক্তি।
    সে কি এই তুচ্ছ সংসারের জিনিস রে পাগলা!!
  • Sibu | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 184.235.152.220
  • তিমি আবার পে-চেকের খপোর নিচ্চে। পে-চেক হল গে হত্তুকির পাটিসাপটা। পেটরোগা লোক হলে পথেই থেকে গেল। আর নইলে টই-য়ের পেসাদ। সে জিনিষ করো হজম হয় না।
  • Sibu | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৪ | 184.235.152.220
  • বয়ে গেছে আমার অ্যাপ্লাই করতে। আগে থেকে রিজেকশন লেটার ধরিয়ে দিয়ে এখন বলছে অ্যাপ্লাই কর। ইল্লি আরকি।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৩ | 173.163.204.9
  • কুমিদির কো-সন্নেসি হওয়ার ইনসেনটিভ কেমন? পেচেক ক্যামন না দেখে ভালো ক্যান্ডিডেটরা কি কেউ আসবে?
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪১ | 173.163.204.9
  • আমারে পাটিসাপ্টা দাও নাই, নইলে এখন দুটো সান্ত্বনাবাক্য কইতাম।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৪০ | 173.163.204.9
  • রাত্তিরদি আর কলিদিকে হ্যাপি বার্থডে। টিরামিসু দিলুম দুজনকেই। ঃ-)

    ইপিস্তোকে আগাম হ্যাপি বাড্ডে, সাথে একটা ভাচ্চুয়াল তানপুরা আর দুয়েকটা সোসনহীন দিন। ঃ-)
  • kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:৩৯ | 122.162.244.159
  • আচ্ছা,এই যে একটা মানুষ মনোকষ্টে বিবাগী হচ্চে,তাকে সাধ্যসাধনা করে থামাবেন,তা নয়,কেবল খাইখাই !!!শমীক তো আবার রানাঘাট না কোদ্দিয়ে রাস্তাও দেখিয়ে দিল।

    হায়,এরই নাম সংসার!!!
  • kc | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:১৪ | 89.203.49.18
  • বিনায়ক সেনের খবরটা সব মিডিয়াই দিয়েছে, কিন্তু কেমন যেন কোনও রকম ইম্পর্ট্যান্স না দিয়ে দেওয়া। সরকার খুব বড় চান্স মিস করল। সরকারের থিঙ্ক ট্যাঙ্কগুলো কোনও রকম ভাবনাই আর ভাবেনা বোধহয়।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:১১ | 121.241.214.34
  • কুমুদিনী, যাওয়ার আগে একটু হত্তুকির পায়েসও রেখে যাচ্ছেন নাকি?
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:১০ | 121.241.214.34
  • বিনায়কদের কেস হায়ার কোর্টে টিকবে না
  • kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:০৯ | 122.162.244.159
  • শিবু,আগের পাতায় সন্নেসীর essential qualificationsদেওয়া হইয়াছে।

    যদি আপ্নে তাহাতে ফিট করেন, তবে অ্যাপ্লাই করিতে পারেন।।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১০ ২২:০৮ | 121.241.214.34
  • যাদের যাদের জন্মদিন আজ এবং আগামীকাল, তাদের সক্কলকে শুভেচ্ছা আর দুটো করে জয়নগরের মোয়া (সঙ্গে এক টুকরো পাটালি গুড় ফাউ)
  • Ishan | ২৪ ডিসেম্বর ২০১০ ২১:৫০ | 14.96.164.15
  • আর পাইকে গুরুর প্রথম সংখ্যাটা দেব। স্পেশাল ট্রিট। ঃ)
  • Ishan | ২৪ ডিসেম্বর ২০১০ ২১:৪৮ | 14.96.164.15
  • ওহো রঞ্জনদা লিখেই দিয়েছেন।

    বাড্ডে গার্লদের কি দিই কি দিই? তিন পাঁচে পনেরো টাকা দিয়ে তিনটে "কী কিনি' কিনে দেব। কলকাতায় এলেই। তারপর যা খুশি নিজেরা কিনে নিন। ঃ)
  • Ishan | ২৪ ডিসেম্বর ২০১০ ২১:৪২ | 14.96.164.15
  • বিনায়ক সেনদের যাবজ্জীবন কারাদন্ড হল।
  • hu | ২৪ ডিসেম্বর ২০১০ ২১:২১ | 71.201.25.54
  • রাত্রিদি আর কলিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

    বাঘু বেকার ক্রিসমাস বেকিংগুলো একটু সামলিয়ে নিলে সে যেন কলিকে ছবি আঁকার দিকে মন দিতে বলে। ব্ল্যাংকের খোলা সেই ভার্মিয়েরের টইটার কথা আজ হঠাৎ ভারি মনে পড়ছে।
  • Sibu | ২৪ ডিসেম্বর ২০১০ ২১:০২ | 174.145.188.107
  • দেখেছ, এই কুমুটা কি ছোটলোক!! বল্লুম, চল দুজনে সন্ন্যাসী হই। তখন ভালমানুষী দেখিয়ে বলল, সন্ন্যাস জয়েন্ট প্রজেক্ট না। আর যেই আমি পেছন ফিরেছি, এখানে এসে সন্ন্যাসী খুঁজতে লেগেছে। যদি পোষ্কার করে বলত - আপনাকে সন্ন্যাসী হিসেবে আমার পচোন্দো নয়, তবে কি আমি ওকে কামড়ে দিতুম??ঃ((
  • raatri | ২৪ ডিসেম্বর ২০১০ ২০:২২ | 59.93.218.68
  • ওরেব্বাবা!!ঝুলি ভরে গেল আমার!!!সক্কলকে থ্যাংকু!!
    ছোটাইকে বিলেটেড শুভেচ্ছা!!kk আর পাইকে অনেক অনেক আগাম শুভেচ্ছা!!
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১০ ১৯:৫৭ | 203.88.11.132
  • বেউ বেউ কত্তে বেরিয়ে পড়েচি। ইন্দ্রণীদিকে বিলেটেড হ্যাবাড্ডি। মেরি ক্রিসমাস আর হ্যাপি হলিডেজ।
  • ranjan roy | ২৪ ডিসেম্বর ২০১০ ১৯:১৬ | 122.168.23.185
  • কৃষ্ণকলি ও ইপি/পাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে মেরি ক্রিসমাস,
    কিন্তু মনটা খারাপ, লোয়ার কোর্ট আজ নারায়ণ সান্যাল, বিনায়ক সেন ও পীযুষ গুহকে রাষ্ট্রদোহের অপরাধে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে।
    আমি নিশ্চিত এসব হয় হাইকোর্ট নয় সুপ্র্রীম কোর্টে টিঁকবে না। কারণ এই ধরণের শাস্তি দিতে হলে যে লেভেলের প্রমাণ চাই তা পুলিশ দিতে পারেনি বলেই আমার ধারণা।
    স্ত্রী ইলিনা সেন একটি মেসেজ করেছিলেন জনৈক ক্রিস্টোফারকে আই এস আই ( ইন্ডিয়ান্ব সোসিওলজিক্যাল ইনস্টিটিউট,) দিল্লিকে ।
    পুলিশ বলচে ওটা পাকিস্তানের আই এস আইয়ের সঙ্গে যোগাযোগের অকাট্য প্রমাণ! কালকে ওরা কোলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটকে পাকিস্তানের আই এস আই বললেও আশ্চর্য্য হব না।
    আমার দুঃখ বিচারব্যবস্থার তামাশা দেখে, আর এ'ব্যাপারে স্থানীয় মিডিয়ার রোল দেখে।
    আজ ভাস্কর পত্রিকার প্রথম পেজের ছেলেটির সঙ্গে কথা হল।
    ও মানছে এর ফলে আজ ছত্তিসগড়ে কেউ মানবাধিকারের কথা বলবে না, বঅলছেও না।
    কিন্তু ওর মতে সরকারের আরও কড়া হওয়া উচিৎ। মাওবাদীদের সমর্থকদেরও একধারসে মেরে সাফ করা উচিৎ। লিট্টে সংহারের মত। নাহয় কিছু আদিবাসী, সাধারণ লোক, বনসম্পদ ক্ষতিগ্রস্ত হবে। কোল্যাটারেল ড্যামেজ!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত