kumudini | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০৭ | 122.162.176.47
আমি বড় নরম মনের মানুষ,তাই টিম্ভাইকে বলে যাই,ওষুদ-বিষুদ খেয়ে নাও কিচু।
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০৬ | 151.141.84.194
কেউ তো জিগালো না কুম্ভকর্ণমেলা কী?
pi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০৫ | 72.83.86.24
আরে আমি মোটে রাগ করিনা। খালি বকা দি। তাও অবিশ্যি স্বপ্নে।
হ্যাঁ, আমি তো ইবে কে এম্নি এম্নি ই সাপোট করি ঃ)
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০৪ | 198.82.19.2
আগের পোস্টটা অপ্পনের পোস্টের উত্তরে।
কুমিদি, শুভ্রাত্রী। ঃ-)
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০২ | 198.82.19.2
তাই? থাক তাহলে কিচু বলবোনা। ঃ-)
kumudini | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০২ | 122.162.176.47
নীনা,ভাল লোকেদের নিয়ে ঐরকম বিচ্ছিরি স্বপ্ন আমি দেখি না। পাই,চশমা থাগলে বকাটা বেশ সলিড হয় ,তাই----- ওমি,কাঠবেড়ালীরা ভাল আছে,আজকাল কফি ধরেছে। টিম,ভাল থেকো।
সব্বাইকে গুড নাইট।
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০২ | 67.133.199.254
ওমি, আম্মো এখনো চশমা পড়িনা--আমি তাইলে তোদের মা ( সেই হিন্দী সিনিমার মতন--দীওয়ার না কি যেন)
Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০০ | 122.252.231.10
হু হু বাওয়া, এমনিতে অমন হলে কী হবে অমনিতে ইপিস্তা ইবেকে সাপোট করে!
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২৩:০০ | 151.141.84.194
তুই বল্লাম বলে রাগ কল্লো নাকি রে বাবা! কেজানে!
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫৯ | 67.133.199.254
তুই টুয়েলভ এ উঠেছিস বুঝি ? দেকলুম তো , কই মনে হলনি তো? আর ভুতুটা তো এখনও হাফ প্যান্ট পড়ে দৌড়াদৌড়ি করে কন্নরিদের সঙ্গে--একটাকেও এখনও ধরতে পল্লনি
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫৭ | 151.141.84.194
ওহ পাই, তুই আমার কুম্ভকর্ণমেলায় হারানো মাসতুতো বোন। ঃ-) আম্মো চশমা পরি না। ঃ-)
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫৬ | 67.133.199.254
ইপিস্তো ঃ-)) দের আয়ে দুরুস্ত আয়ে--(অ্যাই মরেচে, অপ্পণ না আবার রেগে যায়) প্যাকেট পেলি, ইপি?
M | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫৬ | 59.93.246.39
দিদিয়া, যখন আমি লালপাড় শাড়ী পড়ে দু বেনী ঝুলিয়ে স্কুলে যেতুম, মানে ইলেভেন টুয়েলভ আর কি, তখন ভুতুটা সবে ন্যাপী ছেড়ে হাফ প্যান্টু পরে, আমাদের খেলার মাঠে দৌড়া দৌড়ি করতো।
সে আমি তো ক্লাস সিক্সের পর থেমে গেছি, তাবলেকি আমার বয়স ও থেমে গ্যাচে নাকি গা?
pi | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫৩ | 72.83.86.24
কিন্তু আমার তো চশমা নাই। বাড়িতে মা, বাবা, ঠাকুমা, দাদা আর হবু বৌদির চশমা দেখে সেই যে একবার শখ জাগলো আর লাস্ট দুটো রো দিব্বি পড়তে পারা সঙ্কেÄও ডাক্তারের কাছে হোঁচট খেয়ে খেয়ে পড়ার অভিনয় কল্লুম, আর একটা চশমা হলো ( যদিও অভিনয়ে নিগ্ঘাত কোনো গলতা হয়েছিল, নৈলে কি আর মোটে 0.25 এর চশমা জোটে ঃ( ... ) , কিন্তু তারপর তো দেখি সে কী হ্যাপা ! চোখে না রাখলেই উঠতে বসতে মা র বকা খাই। আর চোখে রাখাটাও বেশ বিচ্ছিরিমতন ব্যাপার। তার উপর যখন তখন হারাতে লাগলো, দুবার ভাঙ্গলাম, তার জন্য বকা। তারপর যখন চশমায় ডালের দাগ পাওয়া নিয়ে এক ক্লাস জনতার সামনে দিদিমণি হেনস্থা করলেন, তখন স্থির করলাম, আর সয় না, আর রাখবো না এ .. চশমা। এই বার ফ্রেম ভেঙ্গেছিলাম। তার পর খুব করে কনভিন্স করালাম, চশমা না পরলে চোখ সেরে যায়। স্বপক্ষে কী প্রমাণ ছিল ? মোক্ষম এক খান। চশমা পরে কি আজ ইস্তক আরো চোখ সেরেছে। একখান উদাহরণ দেখাও দিকিনি। কেউ পারলোনা। অতএব আমার যুক্তি না মেনে আর তাদের উপায় কী ! মুক্তি পেলাম। কিন্তু হায়, সে ছিল সাময়িক। মাথা ধরা বাড়তেই মাথার টানে চোখ এলো। আবার সেই ডাক্তারের কাছে টেনে নিয়ে যাওয়া। তো, এবারে দেখা গ্যালো আমার আগেরবারের প্লাস পাওয়ার এখন শূন্যের ওপারে, ( যদিও এবার আবার আমি সব ঠিকঠাক পড়ার চেষ্টা করেছিলাম, মানে যাতটা যা দেখতে পাচ্চিলাম ঃ( )। তারপর আর কী, যা হবার তাই হলো। জোর জারি করে আবার সেই চশমা পরানো ও হারানো পর্বের পাঁশুটে পুনরাবৃত্তি। হারানোর পর যথারীতি আবার চেক আপ করানো। নতুন চশমা যখন করতেই হবে। এবার আঅমি জোর করে আরো সব ঠিকঠাক বলার চেষ্টা করেছিলুম। দেখা গ্যালো মাইনাস পাওয়ার গেছে বেড়ে। খবরটাতার প্রাথমিক অভিঘাত বেশ নেগেটিভ হলেও, পরে স্থির মস্তিষ্কের চিন্তায় দেখলাম, নাঃ, এর দু দুখানি জ্বলজ্বলে পজিটিভ দিক। এক তো, এতদিন ঐ যে, .২৫ পাওয়ার বলতে ১০০ এ পঁচিশ পেয়েচি বলার মত লজ্জা হতো, সে থেকে মুক্তি। বেশ ঘ্যাম নিয়ে বলার মত পাওয়ার একখান। দ্বিতীয়তঃ , আমার থিয়োরীর প্রমাণ এবার চোখের সামনে। আগেরবারে কানের কাছে কনস্ট্যান্ট ঘ্যানঘ্যানানির চোটে স১র্বক্ষণ ( অন্তত মায়ের চোখের সামনে যতক্ষণ) চশমা চোখে করে এই তো হাল হল ! এবার বাপু আমার দাওয়াই টা কিছুদিন প্রয়োগ করতে দাও !
এবং কীমাশ্চর্য্যম !
এবারে ডাক্তারে সার্টিফাই কল্লেন, চোখ এক্কেবারে ঠিক ! ( এবার আবার আমি কোনোরকম কিছু সচেতন চাপ ই নেই, লেখা দেখতে পাবার বা না পাবার ) ।
আর এরকম সলিড থিয়োরী, এরকম ক্লিন এক্সপেরিমেন্টাল রেসাল্ট জীবনে ল্যাবে পাইনি। আজ অব্দি আমার পাওয়ার নাই। জানি,হবেও না। যদি চশমা না পরি।
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫২ | 67.133.199.254
আর কুমু ঝ্যাঁটা নিয়ে দুটোকেই সাবড়ে দিল?
omi | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৫১ | 151.141.84.194
কুমুর কাঠবেড়ালী গুলোর কী হোলো?
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৪৯ | 198.82.19.2
স্বপ্নটা বরম কুমিদির মাথায় ভরেই দি। ঃ-) দেখবে, নীনাদির ঘরে একটা ডাইনোসর সাইজের শ্যামাপোকা আর একটা হাতি সাইজের গন্ধিপোকা চরে বেড়াচ্ছে। ওরা ফ্রিজ খুলে খাবারদাবার চেটে দিচ্ছে, সোডা আর ওয়াইনের বোতল শুঁকে দিচ্ছে, এইসব।
kumudini | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 122.162.176.47
হাঃ,হাঃ,প্রতিশোধ। বলে কিনা আর্শোলারে কুমু ভয় পায়! এর্পর ঐ শিবুর পালা।
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 67.133.199.254
উফ! কেসির বন্নণাটা কি নিষ্ঠুর!
kumudini | ২০ ডিসেম্বর ২০১০ ২২:৪৪ | 122.162.176.47
নাহ! ফেলুদার ফলুদাগুলো আমি পড়িনি, দেখিওনি, দেখবওনা!
M | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 59.93.246.39
কাব্লিদা, হিসেবটা গড়বড়ে, কারন আমি গুচ-৫ থেকে পেয়েছি, সেই হিসাবে, ১০+৪০+২০=৬০ এবং কুরিয়ার চার্জ, যেগুলো মিনিমাম ২৫ হয় বোধহয় কাজেই আর কিভাবে পাবো কেজানে!যাকগে আমি এখনো দ্বিতীয় বর্ষ পাই নি, আর চাই না, আমি বইমেলায় বা অন্যভাবে দ্বিতীয় বর্ষেরটা দিয়ে আসবো নাহয়।তারপরে আবার পাঠাবেন।
আর ভুতু, লজ্জায় মরে আছি বলে, ঐটুকু পুঁচকে ভাই, আর পাকামো করিসনা।
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 198.82.19.2
গন্ধি পোকা ফোরণে দেয়। দেখবে ফ্রিওয়েতে টুপটাপ ঢুকে পড়ে গাড়ির মধ্যে। ধরে রেখে মুসুর ডালে বা হিঙ এর কচুরিতে দিতে পারো। ডানা ছাড়িয়ে নেবে।
a x | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 99.188.92.190
আরে দেখব দেখব। দেখতে তো ৫ মিন। দেখব, দেখে খিস্তি করব, আবার দেখব। অনেকটা ঐ চাইনিজ বাফে খাওয়ার মত। প্রতিবার খেয়ে বেরিয়েই প্রবল গাল পাড়ি, জঘন্য, বিশ্রি খাওয়া, খালি ঠুসে খাওয়ার জন্য খাওয়া, আবার দেখি সুর সুর করে সেখানেই গেছি!
আর এই ইন্দো ডাক্তারদের ভয় দেখাচ্চে! হুঁঃ ভারী তো ডাক্তার! কত ডাক্তার দেখলাম! এই তো একটা দেখছি, রুলটানা খাতায় দশবার মুকুটমণিপুর লিখতে বসিয়ে দিয়েছে কেউ।
Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৮ | 122.252.231.10
আরে না! টিনটরেটোর যিশু পড়নি নিনাদি?
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৮ | 67.133.199.254
আরে আপ্পন, আমি তো হিন্দী বলছিনা, তাইলে আমার সঙ্গে আড়ি কেনো?
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৮ | 198.82.19.2
হে ভগবান.....
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৭ | 67.133.199.254
শ্যামাপোকাকেই কি গন্ধিপোকা বলে? বিটকেল গন্ধওয়ালা?
Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 122.252.231.10
অক্ষদা, যা-আ-ও পড়া করে আসো। ইউটিউব খুলে।
Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 198.82.19.2
শ্যামাপোকা কিন্তু ভেজ ডিশ। যাঁদের ভেজ নন-ভেজ কনফুশন হয় তাদের জন্য বলে দিলাম।
Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২৩ | 67.133.199.254
ইশ! আজ সব কত্ত রকমারি কুকি এসেছে, আপিসে, অঢেল, যত খুশি খাও-- একটা খেতে গিয়ে মুখে মৌরি পড়ল আর কেয়ং যেন গা টা করে উঠল----
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন