এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২১ | 198.82.19.2
  • খেতে খেতে..... দেখতে তো শ্যামাপোকার মত। ঃ-)
  • Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:২০ | 67.133.199.254
  • দেখতে না খেতে, টিম্ভাই? (বেচারা মৌরি)
  • Tim | ২০ ডিসেম্বর ২০১০ ২২:১৭ | 198.82.19.2
  • কুমিদির চায়ে আর্শোলা সেদ্ধ তো ছিলোই, এমনকি কয়েকটা শ্যামাপোকাও পেলাম। শ্যামাপোকা খেতে অবশ্য ভালোই, অনেকটা মৌরির মত লাগলো।
  • Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২২:১৩ | 122.252.231.10
  • ডিডিদা, ফাফ ব্রাউজারের মেনুতে Tools - > Add-ons -> Extensions Tab-এ গিয়ে দেখুন বঙ্গলিপির স্টেটাস কী দেখাচ্ছে? যদি অ্যাক্টিভেট থাকে তাহলে Disable বাটন দেখতে পাবেন। আর যদি তা না হয় তাহলে Enable বাটন দেখতে পাবেন। ওই Enable বাটন ধরে ক্লিক করে দিন। তাহলে আবার সব ঠিকঠাক চলবে।

    সমস্যা হলে ফোং করে দেবেন একখান। এখন শুধু বাড়িতে এসে গুরু খুলতে পারি।
  • Nina | ২০ ডিসেম্বর ২০১০ ২২:১৩ | 67.133.199.254
  • বাপ রে আজ দেকি অপ্পন বেজায় ঝগরুটে মুডে আছে---
  • Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২২:০৫ | 122.252.231.10
  • চেন্নাইয়ের লোক হিন্দি নিয়ে এঁড়েমো করে, বেশ করে!

    দিল্লির লোক হিন্দি নিয়ে এঁড়েমো করে না? গুরগাঁওয়ের কাস্টমার কেয়ারের লোকজন ইংরেজিতে রিপ্লাই দিলেও ত্যাদোড়ের মত হিন্দিতেই কথা বলে যায়।
  • Arpan | ২০ ডিসেম্বর ২০১০ ২২:০২ | 122.252.231.10
  • কেডিদা, লুরুতে সেটল হতে গেলে নার্ভাস হবার কী আছে? এ কি কলকাতা পেয়েছ!

    আমার নং ভুতোর কাছে পেয়ে যাবে।
  • kd | ২০ ডিসেম্বর ২০১০ ১৯:৫২ | 59.93.218.165
  • লুরু'র গুরু বা চন্ডালদের জন্যে -

    আমার এক বন্ধুর ছেলে অনিন্দ্য সেন (বাবুয়া) সদ্য বিয়ে করে নতুন বউ বৈশালীকে নিয়ে লুরু'তে সেট্‌ল করছে। একটু নার্ভাস আছে। আমি বলেছি, ঘাবড়িও না, আমার কিছু কমবয়সী বন্ধুবান্ধব থাকে ওখানে, তারা তোমাদের হেল্প করবে'খন। ঠিক বলেছি তো?

    বাবুয়া কেম্ব্রিজ ইউ থেকে ফাইনান্সে পিএইচডি করে আইআইএমে পড়াতে ঢুকেছে। বৈশালী ওখান থেকেই গাইনোতে পিএইচডি প্রায় শেষ করে ফেলেছে। লুরু'তেই কিছু করবে আরকি। সবচেয়ে বড় কথা হ'লো বাবুয়া যেমন হ্যান্ডসাম (যাকে বলে একদম রাজপুত্তুর), তেমনই সরল আর যাচ্ছেতাই ভালো গানের গলা।

    আমি বৈশালী বলেছি বরকে অন্য মেয়েদের থেকে আগলে রাখতে হাতের গুলি-টুলি পাকাও। ঃ-)

    পরে তোমাদের মেল করে ওদের ইমেল-আইডি দিয়ে দেবো। সুযোগ পেলে কন্ট্যাক্ট কোরো। ভুতো, শুনছিস তো?
  • pi | ২০ ডিসেম্বর ২০১০ ১৯:১৮ | 72.83.86.24
  • ব্রতীনদা একটা ঠিক পয়েন্ট তুলেছে। এই টাকা গুলো অ্যাডজাস্ট কীভাবে হবে, ভাবতে হবে। তবে এতো অনেক কম টাকার তফাত , আসল খরচা তো আরো বেশি পড়ছে ডাকের জন্য যেখানে ১০ টাকা ধরা আছে, সেটা কোনোদিন ই ১০ হয়নি। প্রথমদিকে ১৫-২০-৩০ থেকে শুরু করে এবারে ক্যুরিয়ারে ৫০ টাকা অব্দি খরচ হয়েছে, একেকটা বই পোস্টের জন্য।
  • a x | ২০ ডিসেম্বর ২০১০ ১৯:০৪ | 99.188.92.190
  • কাঁচকলার খোসা একদম ঝিরি ঝিরি করে কাটবেন। কেটে হলুদ জলে ডুবায়ে রাখবেন। তেলে জিরে তেজপাতা, ইচ্ছে হলে শুকনো লংকা ফোড়ন দেবেন, চিটপিট করলে, অল্প নারকোল গ্রেটেড দেবেন। এই স্টেজেই ঐ খোসা কুচি দিয়ে নুন দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নামিয়ে ফেলতে পারেন। নয়ত গো টু স্টেপ টু - অল্প নার্কেলের সুগন্ধ বেরোলে জিরে গুঁড়ো/বাটা, হলুদ দেবেন, নাড়বেন চাড়বেন, আদা দেবেন, আরেকটু ভেজে ঐ খোসা ভাজা, নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ। একটু তেল বেশি দেবেন। মাখা মাখা করবেন।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:১০ | 155.136.80.174
  • আজকের পাট আমারো চুকোলো। আবার কাল।
  • kd | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:০৫ | 59.93.218.165
  • ব্রতীন, এর আগের সংখ্যা অবধি ১০ টাকাই ছিলো (ডবল বলে ২০)। শুধু এইবারেরটার দাম বেশী, বোধহয় প্রফেশনাল ইস্যু বলে (মানে কালো তো!)
    ঃ-)
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:০৪ | 122.248.183.1
  • যাক। আজকের মতো দোকান বন্ধ করলাম।
  • Bhuto | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:০৪ | 203.91.193.7
  • হে হে বুঝলাম। আমিও মজা করেই জিগিয়েছিলাম। তা ঠিক তা ঠিক।

    আর বম্মা পয়সা পয়সা কচ্ছে ক্যান। আমি দিয়েছি তো কি হয়েছে ( একই ব্যপার তুই দিস আর আমি), বেশ করেছি দিয়েছি ,আবার দেব। এবার ভাবছি তোর একটা লাইফটাইম কার্ড করিয়ে দেব গুরুর মেম্বারশিপের ঃ)
  • shrabani | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:০৩ | 124.30.233.102
  • আচ্ছা "কালী" টইটা পড়ে একটা কথা মনে পড়ল, রতনপুরের (ছত্তিশগড়) মহামায়া মন্দিরে আমি মাকে নিয়ে গেছি বারকয়েক। মায়ের খুব পছন্দের জায়গা ছিল। মন্দিরের পুরোহিতের সঙ্গে গল্পে উনি একবার মাকে বললেন (গ্রামের লোক ছিলেন) "এই মা তো তোমার কালীঘাটের মায়ের বোন, এরা তিন বোন, আরেক বোনও আছে কোথায়"। কথাটা গ্রাম্য পুরোহিতের ক্লায়েন্ট খুশী করা কথা ভেবে মাথায় রাখিনি।

    পরে বিভূতি মুখোর "কুশীর চিঠি" পড়তে গিয়ে পড়লাম এক ওদিকের (বোধহ্য মাহসীর) কালী মন্দিরের কথা যা নাকি কোনো অদৃশ্য ত্রিভূজের এক ভূজে যার অন্য ভূজে আছে কালীঘাটের কালী, আর তৃতীয় নাকি মধ্যপ্রদেশের কোথাও আছে। আগে রতনপুর মধ্যপ্রদেশেই ছিল, আমার মনে পড়ে গেল সেই পুরোহিতের তিন বোন থিওরী। এ সম্বন্ধে কেউ কিছু জানেন, ডিডিদা?
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:৫৮ | 122.248.183.1
  • কুমু দি , ছি মিটিংএ ঘুমোয় না!!
  • kd | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:৫৮ | 59.93.218.165
  • এই রে! ""এবার যখনই'' লাইনটা ডুপ্লি হয়ে গ্যাছে। ছরি।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:৫৩ | 122.248.183.1
  • প্রথমে আমাদের একটা সংখ্যার দাম ধরা হয়েছিল ১০ টাকা। সেই মতো হাতে নিলে ১২০ না হলে ১৮০ এই গ্রাহক চাঁদা নেওয়া হয়েছিল। কিন্তু এখন তো একটা সংখ্যার দাম ৩০ টাকা ও হচ্ছে । এগুলো হিসেব করতে হবে।
  • kd | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:৪৯ | 59.93.218.165
  • বম্ম, এই দ্বিতীয় বর্ষ ব্যাপারটা আমি ঠিক বুঝি না, ওটা কাগুজে গুরু'র সম্পাদকেরা ভালো বলতে পারবে। তবে আমি নিজে গ্রাহক হিসেবে যা বুঝেছি যেভাবে বুঝেছি সেটা হ'লো -

    ম্যাগাজিনের ওপর যা লেখা থাকবে তার সঙ্গে ৭ যোগ করবে (প্রথম বর্ষে সপ্তম সংখ্যা অবধি বেরিয়েছিলো)। এবার তার সঙ্গে ১ যোগ করবে (কেনো জিগিয়ো না, অঙ্কের ব্যাপার, বুঝবে না)। এবার যে সংখ্যা গ্রাহক হিসেবে প্রথম পেয়েছিলে, সেটা বিয়োগ করো (ধরো সেটা তৃতীয় সংখ্যা, তাহ'লে ৩ বাদ যাবে)। তাহ'লে মোট কী দাঁড়ালো? ৫, ঠিক?
    এবার যখনই এই বছরের সংখ্যা হাতে পাবে, তার সঙ্গে এই ৫ যোগ করবে। তার মানে যখন দ্বিতীয় বর্ষ, ৭ম সংখ্যা হাতে পাবে (মানে ওপরের ফর্মুলা অনুযায়ী তুমি ১২টা সংখ্যা পেয়ে গ্যাছো), পরের বারোটার জন্যে send money (এখনই কত জানিতে চাহিয়া লজ্জা দিবেন না)। ব্যস্‌!

    তৃতীয় বর্ষ শুরু হ'লে জিগ্গেস কোরো, নতুন ফর্মুলা বলে দেবো। দ্বিতীয় বর্ষে কটা সংখ্যা বেরোয়, তার ওপর পুরো ডিপেন্ড করছে।

    এবার যদি দ্বিতীয় বর্ষে শুধু ৫টা সংখ্যা বেরোয়, পুরো কেলো। এ ফর্মুলা তো চলবে না! নতুন ফর্মুলা আবিস্কার করতে হবে। ঃ-(

    সব থেকে ভালো হয় যদি অর্পণ বা শমীক বা অন্য কোনো গুরু একটা এক্ষেল স্প্রেড্‌শীট করে দ্যায়।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:৩২ | 155.136.80.174
  • আর, আমাদের মত বেসচা সফটওয়্যার প্রো-দের ক্ষেত্রেও যেমন পে-প্যাকেজটাই একমাত্র ক্রাইটেরিয়া নয়, আমার বৌ-দের মত কেসচা-দের ক্ষেত্রেও মাইনেটাই সব নয়। ওদের চাকরির যে প্রোফাইল, যে সুযোগ সুবিধা, যে নিরাপত্তা, আর যে কানেকশন ইত্যাদি তৈরি হবার সৌভাগ্য হয়, সেই জিনিসগুলো ঠিক পয়সা দিয়ে তুলনা করা যায় না, পয়সা দিয়ে রিপ্লেস করা যায় না। ওর লেভেল আলাদা।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 155.136.80.174
  • ভূতো, না রে। কোনও প্রতিযোগিতা নেই। সরকারি চাগ্রিতে, আফটার সিক্সথ পে কমিশন, আমার বৌয়ের এখন যা মাইনে, সেটা আমি ২০০৬ সালে টিসিএস ছাড়ার মুখে যা পেতাম তার থেকে কয়েক হাজার টাকা বেশি। সেদিনের তুলনায়, অনেকবার চাগ্রি পাল্টানোর কারণেই হোক বা যাই হোক, এখন আমার মাইনে অনেকটা বেশি।

    তবে, কয়েকটা কথা কওনের আছে। আমি কখনওই বেশি পয়সার জন্য চাগ্রি পাল্টাই নি। পয়সার প্রয়োজন আছে খুব ঠিক কথা, কিন্তু পয়সার লোভ নাই। আমি মনে করি যে কোনও কোম্পানিতে টিকে যাবার জন্য তিনটে স্তম্ভের দরকার হয়। জব স্যাটিসফেকশন, জব সিকিওরিটি, আর কমপেনসেশন। তিনটের মধ্যে দুটো স্তম্ভ নড়বড়ে হয়ে গেলে তবেই লোকে ছাড়ার কথা ভাবে। অন্তত দুটো টিকে গেলে লোকে চেঞ্জ করার কথা ভাবে না। আমিও ভাবি নি। শেষ যে দোকানটা ছাড়লাম, সেখান থেকে এখানে খুব সাংঘাতিক বেশি মাইনে বাড়ে নি। কেটেকুটে হাতে একই পাচ্ছি। বরং আগেরটা বাড়ির পাশে ছিল, এটা বাড়ি থেকে চল্লিশ কিমি দূরে, এখন তো ভারতের অন্যপ্রান্তে দুমাসের জন্য নির্বাসিত। কিছু সিচুয়েশন অ্যারাইজ করে, যে জন্য লোকে বাড়ির পাশের কোম্পানি ছেড়ে দূরের কোম্পানিতে জয়েন করে। এর মধ্যে বৌদির সাথে কম্পিটিশন, একেবারেই নেই। ঃ)
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:২৩ | 122.248.183.1
  • ইয়ে আমার হুমম টা ভুতো র পোস্টের আগে
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:১৯ | 122.248.183.1
  • হুমমম .....
  • Bhuto | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:১৯ | 203.91.193.7
  • ইয়ে হ্যাঁ মানে খেয়ে সাহস সঞ্চয় করে এলাম। মানে বলছিলাম কি কদিন আগে সরকারী আপিসের হেব্বি মাইনে টাইনে বাড়ল, আর বৌদির তো সরকারী চাগরী। তাই ভাবছিলাম তোমার স্যাট স্যাট চাগ্রী পরিবর্তনের পেছনে কোনো প্রতিযোগিতামূলক উৎসাহ ছিল কিনা ঃ)

    অমিতাভদা আর জয়া বৌদির 'অভিমান' এর মতো ?
  • kumudini | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:১৬ | 122.162.176.47
  • মিটিনে বসে,বসে,বসে এই স্বপ্নটা দেখলুম-
    পাই নাকে চশমা দিয়ে আমায় ভীষণ বকছে,শমীক পাঁঠার ঝোলে ডুবিয়ে ইডলী খাচ্চে আর মাঝেমদ্যে নাপিয়ে উঠে লা-জওয়াব বলে চেল্লাচ্চে,অচিন্দা বারন্দায় স্কিপিং করছেন ও মাঝেমাঝে নীচে রাস্তায় উঁকি দিয়ে কি দেখছেন,আমায় দেখে দৌড়ে এসে বল্লেন"ব্যারোমিটার যদি হবে তো মার্কারি নাই কেন?",ব্যাং মৃদুভীষণ গলায় কাকে বলচে করোটিগুলো ভাল করে গরম জলে ধুতে,আর এই সময় টিম্ভাই কোত্থেকে কাঁদতে কাঁদতে ছুটে এসে বল্লো,"এই কুমুদি আমায় কাল আর্শোলা-সেদ্ধ দিয়ে চা খাইয়ে দিয়েচে।আবার গন্ধ ঢাকতে এলাচ,তুলসী ইত্যাদি দেয়া হয়েছে!!কিসব হিংস্র মহিলারা আজকাল গুরুতে আসে!!!"

    শেষ অংশটা কেমন চেনা লাগাতে তন্দ্রা ভেঙে গেল,আর উঠে দেখলাম লোকেরা ২০১১ নিয়ে কত প্ল্যান ভাঁজছে।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:০৮ | 155.136.80.174
  • লুরুর বাগানগুলো এক ঝলক দেখলাম যেতে আসতে। শহরের মধ্যে অত পাইন গাছের আধিক্য দেখে হেব্বি ভালো লেগেছে।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:০৭ | 155.136.80.174
  • কলকাতাও বোধ হয় চেন্নাইয়ের তুলনায় পরিষ্কার।

    আমি আছি শহরের বাইরের দিকে, আম্বাত্তুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের দিকে।

    আর ইয়ে, টি নগরে গিয়ে শপিং টপিং সারা হয়ে গেছে আমার ঃ)

    ব্যাঙ্গালোরের সাথে চেন্নাই জাস্ট কোনও কমপ্যারিজনে আসে না। লুরুর রাস্তাগুলো কেবল একটু সরু। রাস্তাগুলো চওড়া হয়ে গেলেই লুরুকে দিল্লির পাশাপাশি রাখতে পারি। ... দুদিনের দেখা, অর্পণের সাথে ঘুরে ঘুরে, খুব সুন্দর, খুব ওয়েল মেনটেইনড শহর লাগল লুরু। একপিস কোরামঙ্গলা আছে, সেখানে ভজহরি মান্না ইত্যাদি আছে, এর পরেও লুরু খারাপ লাগতে পারে?
  • P | ২০ ডিসেম্বর ২০১০ ১৭:০৩ | 193.28.178.61
  • বেথে , তোর আপিস/বাসা ইত্যাদি কোথায় ? এককালে চেন্নই বেশ পরিচ্ছন্ন লাগত আমার। কোলকাতা , ব্যাঙ্গালোর , হাইদ্রাবাদের আর মুম্বাই এর সাথে কমপেয়ার কল্লে। দিল্লীতে আমি শুধু মীটিন কত্তে গেছি আর এসেছি কাজে লিস্টিতে রাখলুম না।
  • P | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৫৯ | 193.28.178.61
  • বেথে , কম পয়সায় বৌকে খুশি কত্তে চাইলে একদিন এগমোরে অফ প্যানথিয়ান রোডের "কটন স্ট্রীটে" চলে যাস। জলের দরে অসাধারণ সব কটন ফ্যাব্রিক ইত্যাদি পাওয়া যায়। মানে যেত , আজ থেকে বছর দশেক আগে !
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৫৫ | 155.136.80.174
  • দীপ্তেন্দা, অর্পণকে জিগাও। আমি বঙ্গলিপি প্রাচীনকালে তিন্দিনের জন্য ইউজ করেছিলাম, তারপরে আর কখনও করি নি।

    নেতাই, না বাপ, এ বয়েসে জলু অবধি যাওয়া আর পোষাবে না। দূর থেকে আঁচ নেব।

    পাল্লিন, জেবনে অনেক দুস্কু, তাই গাল পেড়ে একটু মন হাল্কা করছিলাম। আসলে এত নোংরা পরিবেশের মধ্যে থাকার অভ্যেস চলে গেছে তো। ঝাঁ চকচকে শহর দেখে চোখে বসে গেছিল, চেন্নাই প্রচন্ডভাবে কুৎসিত লাগছে আমার চোখে, কী করব।

    লোকগুলোকে দোষ দিই নি, ওগুলো মজা করেই বলেছিলাম, আদারওয়াইজ তামিল লোকজন দিল্লিওয়ালাদের থেকে অনেক অনেক গুণ ভদ্রলোক, হিন্দি নিয়ে এঁড়েমোটা বাদ দিলে আর ত্যামন কিছু নিন্দে করার নেই। শহরটা অত্যন্ত নোংরা। বিবর্ণ। রাস্তায় রাস্তায় নোংরা, মোড়ে মোড়ে নোংরা। কাদা, পাঁক, জল।

    ভূতো কই গেল?
  • M | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৫১ | 59.93.166.179
  • আর তেকোনা আবার পাশ ফিরলো মানেটাকি? ওর মাথায় এক কলসী ঠান্ডা জল ঢালার প্রস্তাব দিয়ে গেলাম।
  • byaang | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৪৭ | 59.93.210.66
  • কদিন আছি সে কি এখনি বলা যায়! জীবন বড় অনিত্যময়। এখন যেমন আমি জয়নগরের মোয়া খাওয়া শুরু করতে যাচ্ছি, অথচ আধ ঘন্টা আগেও আমি জানতাম বেশি মিষ্টি খাওয়া উচিত নয়।
  • M | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৪৭ | 59.93.166.179
  • আমারো কি যেন অনেককিছু বলার ছিলো, এই ভুতুটাকে দেখে মনে পড়ে গেলো, কাব্লিদা, দ্বিতীয় বর্ষের জন্য আলাদা পয়সা দিতে হবে তো, নাকি?যা এসে গ্যাছে তাতে তো আগের পয়সা হয়ে গ্যাছে মনে হয়, যদিও আমার এক পয়সাও না খসে বই পাওয়া হলো তিনটে, মানে ভুতু ব্যাটা আমার পয়সা দিয়েছে, আমার এখনো ব্যাটাচ্ছেলেকে দেওয়া হয়নি।
  • P | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৪৬ | 193.28.178.61
  • বেথে ঠিক টিপিক্যাল বাঙ্গালী কায়দায় চেন্নইকে গালিয়ে যাচ্চে ! ই কি রে !
  • Netai | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৪২ | 121.241.98.225
  • শমিকদা- জলুর সুবর্ণজয়ন্তী উৎসবে যাচ্ছো নকি?
  • dd | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৪০ | 124.247.203.12
  • শমীক। ধাঁ করে পেসকিপশন দিতে পারো তো কও।

    আমার ল্যাপীতে বংগোলিপি অর্গ শ্রীমান অর্পন দ্বারা রোপিত হয়ে জ্বল জ্বল করছে। সে ও প্রায় মাস তিনেক হয়ে গেলো।

    হঠাৎ করে হপ্তা খানিক আগের থেকে দেখছি সেটা আর ঠিক মতন চলছে না। ডেস্কটপ থেকে কিলিক মেরে খুলে রাইট কিলিক কল্লে আসা উচিৎ ছিলো বংগোলিপি অ্যাকটিভেট করবে ক্ষি না ? ঠিক ?

    কিন্তু এদানী সেসব এসছে না। তার বদলে দিচ্চে স্পেল চেক আর শুদু ইংরাজীর অপশন।

    পুঃ আজ আমি ল্যাপী বাড়ীতে নিয়ে যাচ্ছি না।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৩৬ | 122.248.183.1
  • শমীক কে ভয় পেও না। ভারী চমৎকার ছেলে।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৩৫ | 155.136.80.174
  • ভূতো কি সাহস সঞ্চয় করতে গেল?
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:৩৩ | 122.248.183.1
  • ব্যাঙ কলকাতায় কত দিন আছো?

    ভুতো ঃ-))
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:২৬ | 155.136.80.174
  • কিল, কিল, কিচি কিচি, পিব, পিব।

    এইটা হেব্বি পছন্দ হয়েছে ঃ)
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:২৩ | 155.136.80.174
  • বেশ, বেশ।

    কোশ্নো হ্যাজ।

    ফ্রিং থেকে স্কাইপ হটে গেছে। এমনি স্কাইপ দিয়ে নোকিয়া স্মার্টফোং (যেমতি নোকিয়া এক্ষপ্রেসমিউজিক) থেকে ভিডিও চ্যাট করা যায় না, কেবল অডিও টক হয়, সে তো এমনি ফোং কল্লেও হয়। কোশ্নো হল, বাজারে কি আর কোনও অ্যাপ্লিকেশন আছে, যা দিয়ে নোকিয়ার সিম্বিয়ান ওএস থেকে কোনও পিসিতে ভিডিও কল করা যায়?

    কেউ যদি জিগাতে বসেন ফ্রিং কী, তো পরে কইব। আগে সমস্যাটা মিটুক। আপাতত এইটা দেইখা লয়েন ঃ http://www.fring.com
  • r.h | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:১৯ | 203.99.212.53
  • সুতো ভালোই আছে, মানে সুবিশাল প্লাস্টার নিয়ে শয্যাশায়ী হয়ে যদ্দুর সম্ভব আরকি।
    শুক্রবার ছুটি দিয়েছে, আগামী সোম্বার সেলাই কাটবে।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:১৩ | 155.136.80.174
  • হুতো, সুতোর কী খবর?
  • byaang | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:১৩ | 59.93.210.66
  • ব্যাঙদিকে আবার কিসে দরকার? ব্যাঙদি একটু বেরিয়েছিল ছাত্র ধর্মঘট দেখতে, আবাপ পড়ে এখনকার ছাত্রসমাজ সম্পর্কে ব্যাঙদির ধারণাগুলো ঘেঁটে গেছিল কিনা । যাই হোক, ব্যাঙদি আজ মণীন্দ্র থেকে শুরু করে জয়পুরিয়া, স্কটিশ, সিটি, সেন্ট পলস, প্রেসিডেন্সি, বিদ্যাসাগর এইসব কলেজগুলোর সামনে দিয়ে ঘুরে এল। কোথাও কিস্যু নাই, শুধু কলেজ স্ট্রিটে অনেক অনেক পুলিশের ভ্যান আর এক গাদা পুলিশকে নিজেদের মধ্যে জমিয়ে আড্ডা দিতে দেখে এল।

    কুমু তো সকালেই বলে গেছিল, বিকেলের আগে আজ আসতে পারবে না।
  • Samik | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:১৩ | 155.136.80.174
  • ক'রে ফ্যাল।
  • Bhuto | ২০ ডিসেম্বর ২০১০ ১৬:১১ | 203.91.193.7
  • এহে হে, ব্রতীনদা মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে ঃ)
    আচ্ছা শমীকদা তো অনেকগুলো চাগরী পরিবর্তন করলে। আমার একটা খুব কোচ্ছেন পাচ্ছে বেশ কিছুদিন ধরে, ভাবছি পাব্লিক প্লেসে জিগাবো কিনা। যদি অভয় দাও তো বলি।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৫:৫৮ | 122.248.183.1
  • আরে ভুতো যে!

    'কত দিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো"
  • Bhuto | ২০ ডিসেম্বর ২০১০ ১৫:৫৬ | 203.91.193.7
  • ঠান্ডা লেগেচে বোধহয়
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১০ ১৫:৫৩ | 122.248.183.1
  • হুতো নাক ঝাড়ছে নাকি?? ঃ-))
  • r.h | ২০ ডিসেম্বর ২০১০ ১৫:৫০ | 203.99.212.53
  • ফৌঁ ফৌঁ কিরি কিরি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত