এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩৭ | 121.241.214.34
  • আমাকে তো প্রতিশ্রুতি দেয় নাই, তাওঅ পাটিসাপ্টা দিয়াছে। কুমুদেবীর জয় হৌক
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩৬ | 151.141.84.194
  • কুমু কয়টি করিয়া পিঠা দিবে বলিয়া কথা দিয়াছিলো?
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩৪ | 151.141.84.194
  • হত্তুকী নিয়ে বনবাস? ও তো হিমালয়ের অরণ্যে যত্রতত্র পাবে। ঃ-)
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩৩ | 66.102.14.1
  • মাত্র চারিটি? বড়ই অল্প হইল।

    কুমুদিনী কথার খেলাপ করে নাই, কিন্তু কৃপনতা করিয়াছে।
  • kumudini | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩১ | 122.162.173.235
  • বৎস ওমিকান্ত,
    না,শমীক ও ব্রতীনকে পাটিসাপ্টা খাওয়াইব প্রতিশ্রুতি দিয়াছিলাম।আমার বিলম্বের হেতু হইও না,বিশেষতঃ যখন আমি হরিতকীর কৌটা খুঁজিয়া পাইতেছি না।
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩১ | 151.141.84.194
  • কুমুর চারিটি ওকে চারিটি তাকে দিবে শুনে পরশুরামের পুনর্মিলন গপ্পোটা মনে পড়লো। হিড়িম্বা তার পাচিকাকে বলছে, "মনুষ্যটিকে বড় বড় করিয়া কর্তন করো, কিঞ্চিৎ গন্ধক স্ফোটন দিয়া সন্তলন করো। বক্ষ ও বাহু পুত্র ঘটোৎকচকে দিবে, পদদ্বয় তোমার, মুন্ডটি আমি খাইবো।"

    ঃ-)
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:২৭ | 151.141.84.194
  • দ্রি প্লীজ সিক্রেট সোসাইটি নিয়ে লিখুন কিছু একটা আলাদা টই খুলে। প্লীজ প্লীজ প্লীজ।
    ইলুমিনাতি আর স্কাল অ্যান্ড বোনস নিয়ে নিচ্চয় করে লিখুন।
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:২৬ | 121.241.214.34
  • বছর কয় আগে এক সায়েব কলকাতায় এসে পাটিসাপ্টা খেয়ে বলেছিল নারকেলের সসেজ
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:২৫ | 151.141.84.194
  • সে কি কুমু, এরা তিনটিও তোমার কাঠবেড়ালী নাকি? ???
    ঃ-)
  • kumudini | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:২২ | 122.162.173.235
  • বৎস শিবু,,অলরেডি লইয়াছি।
    ন্না,সন্ন্যাস লওয়া জয়েন্ট প্রজেক্ট হইতে পারে না।
    বৎস,অচিন্ত্যরূপ ,ফ্রিজে বারোখানা পাটিসাপ্টা রাখিয়া গেলাম।চারিটি শমীক-কে,চারিটি ব্রতীনকে দিবে,অবশিষ্ট চারিটি তোমার রহিল।দেখিও কেহ যেন না বলে কুমুদিনী কথার খেলাপ করিয়াছে।
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 151.141.84.194
  • দ্রি ফেরায় ওমি বড় আনন্দ পেয়েছে।
    দ্রি, আপনি কি এখন দেশে?
  • kd | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:১৪ | 59.93.242.86
  • দ্রি ফিরেচে!!!!
    বেল্কাম বেল্কাম বেল্কাম
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:১৩ | 151.141.84.194
  • কাব্লিদা কইতেছিলাম এইসব সূক্ষ্ম কোডিং নিয়ে তো বলতে বলে আর মন্ত্রগুপ্তি ফাঁস করতে বলতে পারিনে। তাই কইতেছিলাম যদি প্র্যাক্টিকাল দিকগুলো নিয়ে বলেন, কেন এই কালী বৈষ্ণবী, এখানে চৈতন্য এসেছিলেন আর গান করেছিলেন কিনা এখানে কেন সাহেবেরা ঢুকতে পারতো ("সেই সময়" এ পড়লাম) কোন মন্ত্রে চুপ করানো হয়েছিলো সমাজকে(যারা নাকি পুরীর মন্দিরে বড় বড় সব লোককে ঢুকতে দেয় না, এমন ছুৎমার্গ)-এইসব আরকি।
    তন্ত্র নিয়ে গল্পগুলো শুনলেই কেন জানি ডি ফ্যাব্রিকা মনে পড়ে, সেই যে ইউরোপে শবব্যবচ্ছেদ বে-আইনি বলে সেই ডাক্তার গোপণে কবর খুঁড়ে শব তুলে ব্যবচ্ছেদ করে অ্যানাটমি শিখতো, সেই গল্প। সেই তো পরে ডি ফ্যাব্রিকা লিখলো। প্রাচীন তান্ত্রিকেরাও কিছু শিখতো কিনা কে জানে!
  • kd | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:১০ | 59.93.242.86
  • এই জন্যেই বাঙালিদের কোনো কাজ দিতে নেই। দিলুম সুপুরি, নিলো সন্ন্যেস!

    আচ্ছ, কুমুদিনী, চুপি চুপি বলো তো, এই সন্ন্যেসী ব্যাপারটা কি 'কাজ'টা ঠিকমতো করার জন্যে ডিসগাইজ? দারুণ কভার কিন্তু।
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০৭ | 66.102.14.1
  • মামা না হয় পয়সা পড়ার হিসাব, কিভাবে পালাদারেদের মধ্যে পালা ভাগ হয় - এই সব নিয়েই লিখলেন।
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০৫ | 121.241.214.34
  • তাহলে তো সন্ন্যাস পুরোপুরি হবে না
  • kd | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০৪ | 59.93.242.86
  • ওমি যে এটা কী বল্লো, বুইলুম না। আমি কীভাবে কালীর টইতে লিখবো? হ্যালের 'ভাবে' না স্পকের 'ভাবে'? আর লিখবোটাই বা কী নিয়ে? যা জানি, যদিও সেটাও বেশী কিছু না, সেটা হ'লো কোন কোন দিনে বেশী পয়্‌সা পড়ে, ব্যস্‌! স্বার্থসিদ্ধি।

    আর জানি
    বম্‌ কালী কলকত্তেওয়ালি,
    খাও পাঁঠা আর বাজাও তালি

    এই যে ২০০১ নিয়ে লাফাচ্ছো, স্ট্রাউসের 'অলসো স্প্রাখ জরথুস্ত্র' কেমন লাগে, লেখো নি তো! সেই যবে আম্রিকা যাই, এইটা শুনে পুরো পেগলে গেছিলুম।
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০৪ | 66.102.14.1
  • তো সেই বৃদ্ধ এক মিতিনের সাথে মিটিন করলেই পারতেন। আমি তো আর তার আপিসে মিটিন করতে যাই নি।

    কুমু ঝোলা নিয়ে ভিক্ষে করতে যাবে, আর কাঠবিড়ালীরা ঝোলা থেকে মুখ বের করে হাত জোড় করে বলবে - চালের সাথে দুটি বাদাম দিও মা।
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০২ | 198.82.17.28
  • অন এ সেকেন থট, কাঠবেড়ালীরা রসদ হিসেবে হ্যান্ডি। ওমি ঠিকই কইসে। সঙ্গেই যাক।
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০১ | 151.141.84.194
  • আহা টিম, শিবুকে ভয় পাইয়ে দেওয়া উচিত হচ্ছে না। ঃ-)
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০০ | 151.141.84.194
  • কাঠবেড়ালীরা সঙ্গে যাবে নিশ্চয়। ঃ-)
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০০ | 198.82.17.28
  • সেটা ঐ বৃদ্ধ সম্পর্কে ভালো করে না জেনে বলা ঠিক হচ্চেনা। টু আর্লি।
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫৯ | 198.82.17.28
  • কুমিদি, সন্ন্যাস নিলে কাঠবেড়ালীদের কি হবে?
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫৮ | 151.141.84.194
  • বেচারা সেই বৃদ্ধ! তিনিও তো আপনাকে না পেয়ে এক মিতিন পেলে খুশি হতেন!
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫৬ | 66.102.14.1
  • আমরা হলুম সফো ঃ((।

    মিটিনে মিতিন থাকলে কাজে-কামে অরুচি হবে কেন? মিটিন হল আর এক বৃদ্ধের সাথে। তিনি আসছেন আর এক আপিস থেকে।

    কুমুদিনী সন্ন্যাস নেবে? আসবো নাকি সঙ্গে? আর ভাল্লাগে না এই চাগরী ঃ((।
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫৩ | 151.141.84.194
  • সাংবাদিকের আবার ছুটি কী? সংবাদের কি ছুটি আছে? নিত্যই সংবাদ জেনারেট হয়ে চলেছে।
    ডাক্তারেরো ছুটি থাকার কথা না, কারণ রোগের কোনো ছুটি থাকে না।
    কিন্তু শিবু আপনারা কী? ডাক্তার না সাম্বাদিক?????
  • kumudini | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫২ | 122.162.173.235
  • কমণ্ডুলু ইত্যাদি গুচিয়ে নিচ্চি,চারটে(এ এম) নাগাদ সন্ন্যাস নোবো।

    শিবু,এ যাত্রা বেঁচে গেলে।
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 151.141.84.194
  • মিটিন ফিটিনে গুলি মরুন। আর মিটিনে যদি মিতিন মেলে তাইলে তো চিন্তা নেই, খুশি হবার কথা। ঃ-)
    আপিসে কেউ নেই, একথা তো তাইলে সত্যি না। মিটিনে তারা আসবেন, হাসবেন,আহা।
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 121.241.214.34
  • আমাকে কেষ্টমাসের দিনও আপিস করতে হবে। এবং ৩১ এবং ১
  • Tim | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 198.82.17.28
  • শিবুদা, আমি। যেদিকে দুচোখ যায়, সব ফাঁকা। একা কুম্ভ রক্ষা করে ইত্যাদি।
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 66.102.14.1
  • আপিসে মিটিন বলে একটা অতি বিচ্ছিরি ব্যাপার থাকে ওমিকান্ত।

    আর কুমুদিনী ব্ল্যাঙ্কিনী হয়ে গেল কেন?
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৩৬ | 151.141.84.194
  • বাড়ী যান, চমচম খান, চমচম খেতে খেতে চোখের কোনা দিয়ে টিভি দেখুন। ঃ-)
    আপিসে বসে আছেন কেন শিবু?
  • kumudini | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৩৫ | 122.162.173.235
  • Sibu | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৩২ | 66.102.14.1
  • আমার মত দুর্দশায় কে কে আছেন? আপিসে আর কেউ নাই, কাজে-কামে (পান ইনটেন্ডেড) মন বসেনা। তবু কম্পিউটার সামনে নিয়ে বসে থাকা এই ছুটির মরশুমে ঃ(((।
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৩০ | 151.141.84.194
  • কাব্লিদা, হ্যাল না হ্যাল না, ওমি মি. স্পকে মজে আছে। উতুব ভরা দেখি স্পক স্তবকারিণীরা, নাকি সেই ৬০ এর দশক থেকেই মহিলারা কার্ককে বাদ দিয়ে সবাই প্রচ্ছন্ন গোপিণীর মতন স্পকবন্দনা করে গেছিলো। অসাধারণ একটা চরিত্র, রহস্যময় অথচ দারুণ যুক্তিশীল, মানবিক আবার অতিমানবিক, কোনোভাবে তুলনাই করা যায় না অন্য কারুর সঙ্গে। ঃ-)

    কিন্তু আপনি যে কেন সেভাবে লেখেন না কালী টইয়ে সেটা বুঝি না।
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ২২:২৭ | 121.241.214.34
  • পাইসি, অহনো পরি নাই
  • omi | ২২ ডিসেম্বর ২০১০ ২২:২৩ | 151.141.84.194
  • অচিন্তি, মেইল পেয়েছিলেন?
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ২২:১৭ | 121.241.214.34
  • কোথায় পাই
  • Mani | ২২ ডিসেম্বর ২০১০ ২১:৫৯ | 202.54.102.201
  • আমি বেশ কিছুদিন হল গুচ-এ আসি। লেখা হয়ে ওঠে না। পাই-এর গান কোথায় পাওয়া যাবে কেউ একটু বলবে/বেন প্লীজ।
  • ranjan roy | ২২ ডিসেম্বর ২০১০ ২১:০৭ | 122.168.19.39
  • কেডিদা ঠিক ধরেছেন। দেখি'র সম্পক্ক আঁখো'র সঙ্গে নয়, হাল'এর সঙ্গে। ফলে আঁখো দেখা হাল, আঁখো দেখি ঘটনায়েঁ, হাদসা--- তিনটেই সঠিক প্রয়োগ।
  • Nina | ২২ ডিসেম্বর ২০১০ ২১:০১ | 64.56.33.254
  • বাঁচাইলা অক্ষদা ঃ-)) এবার মনের আনন্দে কাজ কত্তে চল্লুম--মন কা খচখচানি খতম!
    হিন্দীর এই স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ একটি জবরদস্ত দাস্ত করাইবার জিনিষ!আমার মা কে কত্ত করে বলতাম মা প্লিজ আমার বন্ধু নীলমকে তুম আয়া হ্যায় বোলোনা--বলো আয়ি হো--এবার এল হেমন্ত মা তাকে বলে তুম আয়ি হো----কি জ্বালা অথচ এই মার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বিহারেঃ-))
  • a x | ২২ ডিসেম্বর ২০১০ ২০:৫৪ | 99.53.140.72
  • হামি হিন্দি একেবারে জানতা নেই। কিন্তু গুগল চাচাকো খোঁজ কর মেইনে ইয়ে সমঝা - অগর হাল হ্যাঁয় তো উও হোগা আঁখো দেখা হাল। লেকিন হাল নেহি হ্যাঁয় তো উও আঁখো দেখি হো সাকতে হায়। জ্যায়েসে কি আঁখো দেখি টিভি প্রোগ্র্যাম। হাল থাকনে সে, উও দেখা এবং স্রিফ দেখা।
  • Nina | ২২ ডিসেম্বর ২০১০ ২০:৩৫ | 64.56.33.254
  • http://www.bing.com/search?q=ankho+dekha+haal&go=&form=QBRE&qs=n&sk=
    কি বিপদ--হয় তো! আঁখো দেখা হাল দিন্নরাত শুনতাম, শুনি--এ শমীক কেনো হবেনা?
    ধ্যুস! আজ মনে হয়না আর অসতে পারব ভাটপাড়ায়---আজ পোচ্চুর কাজ আর কাল থেকে ছুটি--
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ১৯:৩৭ | 121.241.214.34
  • কুমুদিনী, বৈষ্ণবী হয়ে যাচ্ছ নাকি?
  • kumudini | ২২ ডিসেম্বর ২০১০ ১৯:৩০ | 122.162.173.235
  • পাই,মেল দেখো।
  • kumudini | ২২ ডিসেম্বর ২০১০ ১৯:২৭ | 122.162.173.235
  • জেবনে বড়ই চাপ।ইচ্ছা হয় সাঁই-এর নাম লইয়া -----------
  • mita | ২২ ডিসেম্বর ২০১০ ১৯:১৮ | 173.73.20.133
  • ও দীপ্তেন্দা, আছো নাকি? তোমার সাথে এক্টা দরকার আছে, কোথায় ফোনে কর্বো ?
  • achintyarup | ২২ ডিসেম্বর ২০১০ ১৮:০৬ | 121.241.214.34
  • হগ্গলরে গুডিভনিং
  • r.h | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:৪৯ | 203.99.212.54
  • আকাদা, ঃD। কিন্তু থ্যাঙ্কু দ্যান ক্যানো? আমি আপ্নের কোন পাকা ধানে মই দিলাম?
    টিকেন্দি মর্মে হেল্প চান তো মর্মপীড়কে বল্লেই হয়।
  • Samik | ২২ ডিসেম্বর ২০১০ ১৭:২০ | 155.136.80.174
  • কেউ ভাটাচ্ছিল না দেখে পুরনো টই পচ্চিলাম মন দিয়ে, এখন ফিরে এসে দেখি একপাতা ভাট হয়ে গেছে।

    তেকোনা, ফাফতে গুরুচন্ডালি বাংলা দেখার জন্য বাংলা ফন্ট ইনস্টল করতে হয়। বাংলাপ্লেন ফন্টের হদিশ পাবে এই পাতায় বাঁদিকে মেনুর নিচে "Can not see Bangla'-তে ক্লিক করলে। বাংলাপ্লেন ফন্টটি নিয়ে উইন্ডোজের ফন্ট ফোল্ডারে ফেলে দাও, ফাফ-তে বাংলা আসবে। কপি পেস্ট করলে ওয়ার্ড ডকেও বাংলা আসবে।

    কাব্লিদা, ও তো ওয়াই ফাই, যত খুশি কম্পু একসাথে চালানো যায়। আমারো তাই ঃ-)

    আর ইয়ে, হিন্দিতে "আঁখো-দেখি' কথাটা একটা ফ্রেজ। ওটার "আঁখো-দেখা' হয় না। আঁখো-দেখি হল্‌ (হাল নয়, হল আর হাল দুটো আলাদা শব্দ হিন্দিতে) আঁখো-দেখি ঘটনায়েঁ, আঁখো-দেখি হাদসা ইত্যাদি। গুগুল ট্র্যানস্লেটরের লিংক দিলাম তো ঐজন্যেই, তুমি আঁখো দেখা লিখলেই অটোমেটিক সাজেশন দিচ্ছে, ডিড ইউ মিন আঁখো দেখি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত