এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪১ | 89.203.49.18
  • শমীক না। ওটা ওমি ছিল। রাইত্তিরে জিগাবেন।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪০ | 155.136.80.174
  • না না, লোটাকম্বল আমার কাছে এমনিই আছে, নামানোর দরকারই হয় নি কখনো।

    কোন সময়ে বলেছিলাম, রেফা দাও।
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৪০ | 173.129.32.171
  • এবারে এই ফিশ আউট অফ ওয়াটারের একটা অন্য থিওরেটিক্যাল ব্যাখ্যা দিতে পারি। যে তামিল দিল্লীতে থাকে, সে অন দি অ্যাভারেজ মান্দ্রাজবাসী তামিলদের চেয়ে বেশী রোজকার করে। সুতরাং সে সাহস করে বিয়ে করে ফেলবে তার সম্ভাবনা বেশী, সুতরাং সে রেভিনিউ-র বেটার সোর্স, ইত্যাদি ইত্যাদি।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৩৯ | 155.136.80.174
  • হে হে, এই লোকগুলো বেসিক তিনটে জিনিস নিয়ে কোম্পানি খুলেছে কিন্তু। নোকরি ডট কম, জীবনসাথী ডটকম, আর ৯৯একরস ডট কম, একই ছাদের তলায়। নয়ডায় ওদের আপিসটাকে আমরা বলি নোকরি ডট কম, ছোকরি ডট কম আর খোপরি ডট কম।
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৩৮ | 59.178.53.84
  • ধ্যাৎ,এই শমীকটা সব ভুলে ভুলে যাচ্চে।শরদিন্দুর বই নামনোর কথা হচ্চিল,তখন কইলে যে ঐ সাইটটাতে(দুচ্ছাই,নামটা?)যে কী নেই!তার্পর কইলে যে লোটাকম্বল নামিয়েছো-
    যাগগে,মনে না পড়লে ছাড়ান দাও।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৩৭ | 155.136.80.174
  • তিরিশে জুন, ২০১১।

    অবিশ্যি দিল্লিতে অনেকদিন ধরেই সিকি আধুলি কিসুই চলে না।

    আজ লান্‌চে যা যা খেলাম ঃ

    কেক
    ফুচকা
    স্ম্যাশ্‌ড সিঙারা, তার ওপরে ঘুগনি টাইপের কিছু ঢালা, তার ওপরে ধনেপাতা (ওয়াক্‌)
    পনীর দেওয়া ভেজ বিরিয়ানি

    বাকিগুলো নাম জানি না।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৩৫ | 61.95.144.122
  • একই লোক জীবনসাথী ডট্‌ কমের অ্যালগোও বানিয়েছে। অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে সেখেনে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো সেটা হল "ফিশ আউট অব ওয়াটার' ক্রাইটেরিয়া - নর্মাল হ্যাবিট্যাটের বাইরে থাকা কেউ। মানে একজন তামিলিয়ান, যে দিল্লীতে থাকে, intution বলে যে তার বন্ধু সার্কল খুব ছোট। সে যদি ম্যারেজ পোর্টালে প্রোফাইল বানায়, তার বিয়ে করার সিরিয়াসনেস বেশি - অর্থাৎ তার প্রোফাইল থেকে পয়সা আসার চান্স বেশি। সিম্প্‌ল নিয়ম, কিন্তু একদম খাপে খাপ। এবং বাস্তবে জীবনসাথীর রেভেনিউ-এর ৮২% আসে এই "ফিশ আউট অব ওয়াটার'-দের থেকে।

    আমি এই প্রথম একটা স্ট্যাট-বেজড সেমিনার অ্যাটেন্ড করলুম যেটা বেশ বুঝতে পেরেছি। খটকা আছে, কিন্তু তাও ফান্ডামেন্টাল ব্যাপারগুলো বোঝা গেছে।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:৩১ | 124.247.203.12
  • একটা মিষ্টি মতম,ছোটো মতম মিটিন'।
    সেটা শেষ হলেই লুরুর পথে যাত্রা- তিন দিন ধরে হুলিয়ে ইসে।

    মনটা বেশ খুসী খুসী। লাঞ্চে অবহেলে চিচিংগা খেয়ে নিলাম।
  • shrabani | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:২৬ | 121.245.65.219
  • কম্বল আর লোটা কি একইসাথে নামানো হয়। সাগর যাত্রী!
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:২২ | 173.129.32.171
  • সিভির দৈর্ঘ্য নিয়ে ব্যাপারটা একটা থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় কি না ভাবচি। আপনাগো যাগো অংকে অরুচি ইগনোর করেন।

    ভাবেন এমপ্লয়ার java programmer খোঁজে। তাইলে রেসুমের পাঁজা ঐ java programmer প্লাস ফিউ আদার রিলেটেড টার্মসের এগেনস্টে র‌্যাংক করনের লাগবো। তা কমন রেলেভ্যান্স র‌্যাংকিং ফাংশন যা ব্যবহার হয় তার মধ্যে tf-idf বেসড র‌্যাংকিং হইলো কমন। এই ক্লাসের র‌্যাংকিং ফাংশনগুলা DLN (ডকুমেন্ট লেংথ নর্মালাইজেশন) বইলা একখান কায়দা ইউজ করে। তার মোদ্দা কথা হইল, দুই পাতা সিভিতে একখান টার্ম দুইবার থাকা, চাইর পাতার সিভিতে সেই টার্ম দুইবার থাকার চাইতে বেশী ভাল।

    তাই বইলা কি দুই পাতা জোড়া java programmer টাইপ কইরা জমা দিলেই ভাল হইব। তা কিন্তুক নয়। পেথম কথা, সিভি সার্চ হইব মেইন ইন্টারেস্ট (এইখানে java programmer) প্লাস আদার অক্সিলিয়ারী টার্মের বেসিসে। আদার টার্মসে শূন্য পাইলে ব্যাথা আছে। তার উপর, সফট লিমিটিং বইলা আর একখান টেকনিক ইউজ করা হয়, যার মোদ্দা কথা হইল java programmer দুই-বারের জায়গায় তিন-বার থাকা যত ভাল, একশ বারের জায়গায় পাঁচশ বার থাকা তত ভাল নয়। আর স্প্যাম ডিটেকশন তো থাকবই।

    সুতরাং আপনে এই লাইনে স্পেশালিস্ট না হইলে ঐ অ্যালগো হ্যাক করনের চেষ্টা কইরা লাভ নাই। আর আপনে সেই লেভেলের স্পেশালিস্ট হইলে লোকে আপনেরে ডাইকা চাগরি দিব। তাইলে আপনের হেই অ্যালগো হ্যাক করনের প্রয়োজন নাই।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:২০ | 122.248.183.1
  • আরে তাই তো বলছি। বলছে 'লোটা-কম্বল' নামাই নি!!
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:১৯ | 122.248.183.1
  • কিন্তু খবর দেখেছো কি?? বলছে কদিন পর থেকে ' সিকি' অচল হয়ে যাবে!!
  • shrabani | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:১৮ | 121.245.65.219
  • শীত শেষ, কে বলে! দেখছি ফ্রিজের বাইরে আর ভেতরের এক অবস্থা। খাবার ভেতরে কষ্ট করে কেন ঢুকিয়েছিলাম তাই ভাবছি!
  • PB | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:১৬ | 121.245.127.191
  • কৌশিকবাবু প্লীজ আমাকেও। e-mail address বোধ হয় আপনার কাছে আছে। তবুও - ndlo98 এট hotmail.com
    ধন্যবাদ
  • d | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:১৬ | 14.99.19.67
  • এই অচিনবাবুই কি 'অচিন রায়' নামেও লেখেন?
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:১৩ | 155.136.80.174
  • হুম্‌ম্‌। অজ্জিত ও শিবুদার পয়েন ভ্যালিড।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:১০ | 122.248.183.1
  • সে কী সিকি, শীত তো শেষ হতে চললো হে??
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:০৫ | 61.95.144.122
  • মনে করে দেখলাম আমিও মোটামুটি তাই দেখি, এবং সত্যিই দু পাতায় হয়ে যাওয়া উচিত। তাহলে ধরা যাক দশ বছরের এক্ষপিরিয়েন্স যার, তারও শুধু শেষ বছর তিনেক, বা শেষ দুটো চাকরির একটু ডিটেইল্‌স থাকা উচিত, বাকি পুরনো চাকরি সব বুলেট পয়েন্ট গোছের। কিন্তু কেউই সেটা করে না।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:০৩ | 155.136.80.174
  • আমি তো লোটাকম্বল নামাই নি কখনও! বাংলা বই নামানোর সাইট আবার কোনটা? আমি তো এমনিতে ইস্নিপ্‌স থেকে নামাই।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১৩:০১ | 122.248.183.1
  • কে খেতে চাইছে? কাফিলায় যাও। দাম একটু বেশী হলেও খাবার টা জাস্ট গোলা

    গেলে কী কী খাবেন

    ১। ভেটিকি র নজাকত ( গোটা ভেটকি
    তন্দুর করা)

    ২। কান্ডাহারী লাম্ব ( লাম্ব র এক পিস ঠ্যাং - ৪ জনের পক্ষে যথেষ্ট)

    ৩। শেষ দিন খেলাম তন্দুরি কেঁকরা ( অসাধারন)

    ৪। তবে ভিন্দালু লবস্টার না খাওয়া ই ভালো। ২ পিসের প্লেটের দাম ১২৪৫ টাকা।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৫৯ | 61.95.144.122
  • Naukri আগে ছিলো কস্ট-পার-ক্লিক, তাপ্পর কস্ট-পার-সিভি - দুটোতেই রেভেনিউ খুব ভালো কিছু ছিলো না। এখন হচ্ছে কস্ট-পার-কোয়ালিটি-সিভি - রেভেনিউ অনেক বেশি। কোয়ালিটি সিভি বের করাই হল ওদের অ্যালগো-র usp। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে - তার মধ্যে একটা লেংথ। ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটা দুটো-তে কনভিন্সড নই। আর এই লেংথের পিছনের থিওরিটা বোঝা যাচ্ছে না।
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৫৩ | 173.129.32.171
  • আমি যখন সিভি দেখি, তখন আমি খুঁজে-খুঁজে কয়েকটা জিনিষ দেখে নেই। এডুকেশন, রিসেন্ট এক্সপিরিয়েন্স (লাস্ট বছর তিনেক, কোম্পানীর নাম, প্রজেক্ট, কϾট্রবিউশন, রেসপন্সিবিলিটি), ডঃ হলে পাবলিকেশন লিস্ট। দশ পাতা সিভি হলেও আমি এই-ই দেখব। বাকী যাহা দিবেন তাহা সাক্ষাৎকারের কালে আপনাকে চাটিবার কাজে ব্যবহৃত হইবে।

    বাকীরা কে কি দেখে জানতে পাল্লে ইন্টারেস্টিং হত। আমি যা দেখি সেটা ৯০% ক্যান্ডিডেটের বেলায় দু'পাতায় ধরে যায়।
  • shrabani | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৫১ | 121.245.65.219
  • অর্কজ এগুলো কি খাবার জায়গা?
  • sana | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৪৮ | 58.106.18.8
  • ধন্যবাদ,kc,পেয়েছি।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৪৭ | 61.95.144.122
  • অর্কজ বাজে। আফ্‌রা শুনেছি ভালো, কিন্তু বেশ কস্টলি।
  • shrabani | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৪১ | 121.245.65.219
  • দম,
    পেয়ে গেছি।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৪০ | 61.95.144.122
  • আমি কিছু করছি না - জাস্ট অ্যাকাডেমিক ইন্টারেস্টঃ-) একটা থিওরি নিশ্চয় আছে - নয়তো এই প্রেডিক্টিভ অ্যানালিটিক্‌স লাগাচ্ছে কি করে?
  • d | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:৩৮ | 14.99.76.112
  • বেথে, উটো মোর বাহন বট্যে।

    শ্রাবণীকে আমি পাঠিয়ে দিয়েছি। শ্রাবণী মেল চেকাও।

    অজ্জিত, আমার অভিজ্ঞতায় দেখেছি কড়াকড়ি করে খুব কিছু লাভ হয় না। যা দেওয়া দরকার মনে করবে তাই দেবে ব্যাস! পরামর্শ সবই মন দিয়ে দেখো, পড়ো, কিন্তু চলো স্রেফ নিজের মতে।

    আচ্ছা অর্ক'জ আর আফরার মধ্যে কোনটা বেটার? অর্ক'জ এ আমরা ৩০% ছাড় পাই, কিন্তু আফরা যদি বেটার হয় ....
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 59.178.53.84
  • শমীক,আর ঐ বাংলা বই ডাউনলোডাবার সাইটের নামটাও,যেখান থেকে তুমি লোটাকম্বল নামিয়েছিলে।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:১২ | 61.95.144.122
  • আম্মো তাই দেখেছি (নিজের এবং অন্যের)। কিন্তু যদ্দুর মনে পড়ছে এর আগেও কোথাও এরকম শুনেছিলাম, সেদিন প্রেজেন্টেশনটা দেখে ফের মনে হয়েছিলো, আজ একে সরাসরি জিগ্গেস করে কনফার্ম করলাম। এর প্রোফাইলটা এমনই যে উড়িয়ে দেওয়া মুশকিল।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:০৮ | 155.136.80.174
  • যাঃ, আমার তো কোংপানির নাম লিখতেই দেড় পাতা লেগে যাবে। দু পাতায় সিভি বানাবো কী করে?
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১২:০৭ | 155.136.80.174
  • তাইলে বাকি রইল শ্রাবণী, আর পটাশম্যাম।

    আজ রাতে।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৫৮ | 61.95.144.122
  • সেই সিভি-র লেংথ-এর ব্যাপারে -

    অ্যাকচুয়ালি কোশ্চেনটা মাথায় এসেছিলো প্রেডিক্টিভ অ্যানালিটিক্‌সের কিছু প্রেজেন্টেশন দেখতে দেখতে। একজন দাবি করেছিলো যে জব সাইটে সিভির অপ্টিমাম লেংথ হল দু পাতা। সেই লোক (Naukri.com-এর চিফ অ্যানালিটিক্‌স অফিসার - নওকরি-র অ্যালগোগুলো যে বানিয়েছে) আজও তাই বল্ল - তবে ইন্ডাস্ট্রিয়াল সিভির ক্ষেত্রে। দু পাতার বেশি নাকি কেউ দ্যাখে না - স্ট্যাটিস্টিক্যালি। ইন ফ্যাক্ট, নওকরি তে সিভির ওয়েটেজ দেওয়া হয়, তার মধ্যে এই লেংথটা একটা বড় ফ্যাক্টর।

    আরো কিছু টিপ্‌স দিলো, হাউ টু মেক ইওর সিভি মোর সার্চেব্‌ল;-)
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৫১ | 117.194.34.176
  • সার্কাস আমার প্ল্যানে নেই। আর ছেলের ডাক্তারের তীব্র বারণ আছে ধুলো ধোঁয়া এসবের থেকে সাত হাত দূরে থাকতেই হবে।তাইলে কয়লাখনি তালিকা থেকে বাদ দিলাম।
  • Raj | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৪৬ | 202.79.203.59
  • কেসিদা পাইসি , থ্যাংকু ঃ-)
  • shrabani | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৪৫ | 121.245.65.219
  • শেরি শেরি! (শমীককে)।
    পার্ক সার্কাসের সার্কাস শুনলেই কেমন আনচান হয় মন। লাঞ্চের পরের ক্লাসে ইজির বকুনির সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে সার্কাসের ঝম্প! মনে হত এক ছুটে এইসব হাবিজাবির থেকে পালিয়ে গিয়ে সার্কাসের গ্যালারীতে ঢুকে পড়ি!
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৪২ | 59.178.53.84
  • শমীক,কেসির লিং-টা এট্টূ ফরোয়ার্ড করে দেবে আমার ইমেলে?
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৪১ | 117.194.34.176
  • এই ওয়াই টা কে

    আর কতৃপক্ষ এক খরতর মহিলার কাঁধে হলের কিছু একটা রক্ষার গুরুদায় চাপিয়েছেন- তিনি মাঝে মাঝেই টর্চ জ্বেলে সরু গলায় চিৎকার করছিলেন।শো চলাকালীন নীরবতা রাখার দায় না উনি না ওনার ওপরওলা সবার ই সরু মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৩৮ | 155.136.80.174
  • মানেকা গান্ধি আসার পর থেকে সার্কাসের আর সে সুদিন নাই। যে সব বাঘ সিঙ্গি হাতিরা খুব অসুস্থ, জঙ্গলে ছেড়ে দিলে নিজেরা শিকার ধরে খেতে পারবে না, তাদের দিয়েই এখন সার্কাস চালানো হয়।
  • byaang | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৩৭ | 59.93.170.104
  • ঘুপচি অন্ধকার কয়লাখনির মধ্যে একশো লোক গুঁতোগুঁতি করছে, ভিড়ের ধাক্কায় বাচ্চারা হাত ছেড়ে চলে যাচ্ছে, ভয় পেয়ে কাঁদছে, বিতিকিচ্ছিরি ব্যাপার একদম।

    আর পার্ক সার্কাসের সার্কাস খুব নোংরা আর খুব ধুলো। আর সার্কাসের মানও খুব ভালো কিছু নয়।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 122.248.183.1
  • লিখুক না । না পড়লেই হলো !!
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 155.136.80.174
  • ছেরি, ছেরি।

    (ওকে, ওকে)
  • Raj | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৩০ | 202.79.203.59
  • শমীক আমাকেও পাঠিও
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:৩০ | 155.136.80.174
  • এখন তো অ্যাক্সেস নেই। আজ রাতে দিল্লি পৌঁছচ্ছি। রাতে ফরোয়ার্ড করে দেব। কেমন?
  • shrabani | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 121.245.65.219
  • শমীক, ফরোয়ার্ড করতে পারবে কেসির লিঙ্ক?
  • sana | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:২৩ | 58.106.18.8
  • kc,আমাকেও,প্লীজ..
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:২৩ | 122.248.183.1
  • কাবলি দা ও পাড়ায় ডিটেলস লিখে এসেছি। একটু পরে আপনাকে ফোনাচ্ছি। সুন্দরবন কেমন ঘুরলেন??
  • y | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:২২ | 61.12.12.83
  • বিড়লা তারামণ্ডলের চেয়ে ফালতু শো কমই আছে। মূলত পঞ্চাশ বছর আগের ফান্ডা। উন্নততর পাঁজি।
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:২১ | 117.194.34.176
  • কয়লাখনিটা দুজন কে নিয়ে দেখা অসম্ভব কেন
    ( জিজ্ঞাসা চিহ্ন মায়া হয়ে গেছে)
  • byaang | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:২১ | 59.93.170.104
  • শোগুলো আমার তো খারাপ লাগে নি, সেগুলো ভালো ই। কিন্তু খুব অব্যবস্থাপনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত