এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৩৬ | 117.194.96.72
  • সে কি? তোমার বাড়ি কোথায়?
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৩২ | 151.141.84.194
  • ব্রতীন, বাঃ। আমার বাড়ীর কাছে। ঃ-)
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৩০ | 117.194.96.72
  • আমি বেলুড়ে থাকি।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৩০ | 151.141.84.194
  • অক্ষদা,
    আসলে স্ট্রিং থিওরির শুরুর ফ্যানফেয়ারের পরে যখন আটকে গিয়ে ভাটা পড়ে গেছিলো, লোকজন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিলো তখন যারা হাল ধরে রেখেছিলো তাদের মধ্যে মিচিও একজন সত্যিই। কিন্তু পরে কালের চাকা ঘুরলো যখন আবার স্ট্রিং নিয়ে লোকে উৎসাহী হলো তখন যারা বড়ো বড়ো ব্রেকথ্রু এনেছেন তারা অন্য লোক। তারা নো ডাউট খুব ভালো গণিতজ্ঞ ও পদার্থবিদ, এড উইটেনকে তো বর্তমানের সেরা তাঙ্কিÄক বলেও বলা যায়। হুয়ান মালদাসেনা ও খুব ভালো কাজ করেছেন।
    তবু কিন্তু মিচিওদের কাজকর্মও একেবারে এলেবেলে না, এরাও সিরিয়াসলি কাজ করেছেন তখন।
    আর সর্বজনবোধ্য বিজ্ঞান লেখার ব্যাপারে কিন্তু মিচিও কন্সট্যান্ট কাজ করছেন, রেডিও শো তো অবধি করেন, সেই প্রচেষ্টাগুলো'ও কিন্তু অগ্রাহ্য করা যায় না।
  • a x | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:২৩ | 99.50.247.222
  • ওমি, আরে তোমার গাইডের ঐ কথাটাই আমিও শুনলাম।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 151.141.84.194
  • ব্রতীন তুমি আছো কোথায়? কলকাতা বা তার কাছাকাছি?
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:১৯ | 122.163.188.62
  • আহা,লাউয়ের তরকারী (চিংড়ি ছাড়া) আমার খুব ভাল লাগে।
    আর আমি তো সেই ক-অ-খ-ন সিরিকাস কথাবার্তা বন্ধ করে স্বমূর্ত্তি ধরেচি।
    ওপাড়ার ঝগড়াটা পুরো পড়তে সময় চাই,যেটা এখন নেই।

    অতএব,গুন্নাইট।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:১৮ | 151.141.84.194
  • অক্ষদা,মিচিওর ব্যাপারে আমার গাইড ছিলো একেবারে খড়্‌গহস্ত। ঃ-)
    নাকি মিচিও দাবী করে যে সে স্ট্রিং তঙ্কÄ নিয়ে কাজ করেছে খুব ফ্রন্টিয়ার লেভেল পাইওনিয়ার কাজ, কিন্তু ইট ইজ নট!(গাইড ওরিএন্টাল, কিছু কিছু ইংরেজী শব্দে অসুবিধা ঃ-), ইট ইজ নটের পরে ট্রু আর বলেন না ঃ-) ) তার এত স্ট্রং ওপিনিয়নে আমেরিকান ছাত্র আড়ালে কইলো ডাল মে কুছ কালা, ইনি নিজে বোধহয় মিচিওকে দেখতে পারেন না। ঃ-)
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:১০ | 117.194.96.72
  • খেঁজুরের গুড় ছিল ও ই দিয়েই খেয়ে নিলাম।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৯ | 117.194.96.72
  • ও পাড়ায় খুব ঝগড়া হচ্ছে। কাজেই আর তুমি সিরিয়াস থেকো না। একটু হাসি মুখ করো।
  • a x | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৮ | 99.50.247.222
  • এইও ওমি, আমারে একজন বলল, মিচিও সম্বন্ধে নাকি বলা হয় - "সিম্পলিফাই, প্লিস ডু নট ফলসিফাই"।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৭ | 151.141.84.194
  • চিংড়ি ছিলো না? তো লংকার আচার দিয়ে খেলেই হতো। ঃ-)
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 151.141.84.194
  • ওহে অচিন্ত্য, অদাহ্য অছেদ্য অভেদ্য, আছো?
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৫ | 117.194.96.72
  • আরে না না চিংড়ি ছিল না। মা, শরীর ঠান্ডা হবে এই সব বলে কয়ে ও আমাকে খাওয়াতে পারে নি ঃ-))
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৪ | 151.141.84.194
  • কুমু আজকে খুব সিরিয়াস। আমাদের পাড়ায় এইরকমকে বলে সিরিকাস। ঃ-)
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:০৩ | 151.141.84.194
  • লাউয়ে কোনো অসুবিধা নাই কাঁকড়া কি চিংড়ি মিশিয়ে নিলে। ঝাল চাইলে কাঁকড়া আর একটু মিষ্টিমতম চাইলে চিংড়ি। ঃ-)
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৫৯ | 117.194.96.72
  • কুমু দি, উপস্থিত। আজকে লাউ র একটা তরকারী হয়েছিল । খুব চাপ ঃ-((
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৫৯ | 151.141.84.194
  • আমি ভেবেছিলাম আন্তন। কিন্তু তিনি তো অনেকদিন আগে মারা গেছেন! ঃ-?
    সে যাই হোক, আন্তনের অধস্তন তৃতীয় চতুর্থ কি পঞ্চম প্রজন্মের কেউ হতে পারে। ;-)
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৩৯ | 128.103.93.236
  • এম্মা, আমি কাজে ছিলাম তো। কম্পু তে সবসময় বসা হয় না যে। এই যেমন এখন আছি, আবার একটু পরেই উঠে যাব, ইত্যদি। তার পরে এসে লিখেছিলাম। যাক গে বলে দি, চেখভ আমার বসের সেক্রেটারীর পোষা কুকুর। শুনলাম হৃদয়ে স্ট্রোক হয়েছিল।
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৩৩ | 122.163.188.62
  • আবার জিগাচ্ছেন ""কেন""?

    জিগালাম চেখভ কে,জবাব দিলেন না,চুপচাপ মজা দেখতে লাগলেন।অকারণে টেনশন তৈরী করার অপরাধে তিন্দিনের জেল।
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ২২:২৫ | 128.103.93.236
  • কেন ??
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ২২:২০ | 122.163.188.62
  • অমিতকে বলে যাই,কাল ঐ চেখভ মারা গেছে পোষ্টটা করা অত্যন্ত অন্যায় হয়েছিল।
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ২২:১৩ | 122.163.188.62
  • ব্রতীন,আছ নাকি?
    তেনার অত সাহস কদাচিৎ হয়,যে আমায় বকবেন।গম্ভীর গম্ভীর কথা লিখলাম তো,তাই বল্লুম।
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ২২:১০ | 122.163.188.62
  • পাই,আমার মেল দেখেছ তো?
  • pi | ০৬ জানুয়ারি ২০১১ ২১:৫৯ | 72.83.86.24
  • মামু, ফোনটা একটু ঠিক করো।
  • a x | ০৬ জানুয়ারি ২০১১ ২১:০৯ | 99.53.140.72
  • তোমরা যারা বেড়াও টেড়াও, তাদের জন্য একটা সাজেশন - মাইকেল ইয়েটস্‌এর - cheap motels and a hotplate
  • I | ০৬ জানুয়ারি ২০১১ ২০:৪৭ | 59.93.211.126
  • পাই , আছিস?
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১৮:১৪ | 155.136.80.174
  • উফ্‌ফ্‌, একটা দুর্দান্ত ট্র্যাভেলগ শেষ করে উঠলাম BCMTতে।

    এবার বাড়ি যাই।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ১৭:৫৪ | 122.248.183.1
  • কেন কেন গম্ভীর কেন? হাসি মুখ ই তো ভালো !! তিনি বকেচেন নাকি?
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৭:২৩ | 59.178.57.251
  • আজগের পু-উ-রো দিনটা যে আমি গম্ভীর হয়ে ছিলাম,সেটা কি কেউ খ্যাল কল্ল?
  • Raj | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:৪৫ | 202.79.203.59
  • Rediff থেকে এই লাইভ আপডেটটা ""Inflation jumps to 18.32% on rising onion prices: Good news for those wanting to lose weight. Food has become so expensive, you may automatically want to cut down on your intake. A report says that soaring onion and other vegetable prices have led to a sharp rise in inflation at 18.32 per cent for the week ended December 25. In figures, it means, food inflation jumped up by 3.88 percentage points from 14.44 per cent recorded in the previous week, and edged closer to the high level of 19.90 per cent, last witnessed a year ago! Here's a break-up.

    Vegetables: Rise of 58.58 per cent rise in the wholesale market.

    Onion: 82.47 per cent on annual basis

    Egg, meat and fish: costlier by 20.83 per cent.

    Fruits by 19.99 per cent

    Milk by 19.59 per cent.

    This is how the storming of the Bastille and the French Revolution began...
    ""
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:১০ | 59.178.57.251
  • কিন্তু এটা বর্তমান আলোচনার বিষয় নয়। আমি বলতে চাইছিলাম যে এমনই বহু বহু বিষয় আছে,যা সাধারণ মানুষের জানা উচিত।অভিজ্ঞ বৈজ্ঞানিকদের নিরপেক্ষ দৃষ্টিতে বাংলা/অন্য প্রাদেশিক ভাষায় লেখা ফিচার বা প্রবন্ধ এক্ষেত্রে খুবই উপকারী হবে,এবং ক্রেতা সচেতনতাও বাড়বে।
  • Manish | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:০৮ | 59.90.135.107
  • Holistic thinking কথাটা শুদ্ধ বাংলায় কি হবে ?
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৫:২৪ | 59.178.41.166
  • ওয়েবসাইটটা জৈনদের তৈরী,কিন্তু যে তথ্য দেয়া হয়েছে, তার অনেকটাই সত্যি।এই নিয়ে একসময় প্রচুর আলোচনা হয়েছিল এবং ঐ তবক নিষিদ্ধ করার প্রস্তাবও হয়েছিল-তারপর যা হয়।
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১৫:০৬ | 155.136.80.174
  • না ঠিক আছে, লিং খুলেছে।

    কিন্তু এটা সত্যি লেখা কিনা কেং কয়ে বুঝব? লেখাটায় মূল এমফ্যাসিস তো দেওয়া হয়েছে দেখলাম ইহা ভেজি জ্ঞানে খাওয়া হলেও আদতে এর উৎস ঠিক ভেজি নয়। সেটাই প্রধান। সোর্সটা ঠিকঠাক তো?

    ওয়েবসাইটটা আবার জৈনদের।
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:৪৮ | 59.178.41.166
  • শমীকের বোধহয় লিং খোলার অসুবিধে।মেলাতে পারি।
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:৩১ | 155.136.80.174
  • ব্রতীন,

    তিন্তিড়ি তিন্তিড়ি তিন্তিড়ি ...

    রূপোর তবকটা অ্যালুমিনিয়ামের ফয়েল টাইপের কিছু কি?পানেও তো দেওয়া হয়।
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:২২ | 59.178.41.166
  • আপনারা কি জানেন,মিষ্টির ওপর রুপোলী তবকটা কিভাবে তৈরী হয়?
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:১৯ | 59.178.41.166
  • বাংলায় বিজ্ঞান বিষয়ে চমৎকার লিখছেন পথিক গুহ,স্বাতী ভট্টাচার্য্য,পলাশবরণ পাল,বিমান বসু ইঃ।দূরদর্শনের অনুষ্ঠানে আবহাওয়া দপ্তরের এক ভদ্রলোক চমৎকার ব্যাখ্যা করেন,নামটা মনে পড়ছে না,তবে লেখা দেখি নি।NBT,CSIR ,PENGUIN BOOKS,NISCAIR ইত্যাদি সংস্থা থেকে যেসব বই বেরিয়েছে,সেখানেও বাঙালী লেখকদের সংখ্যা বেশী নয়।সুকন্যা দত্তের একটি বই ভাল লেগেছিল-মনে আছে।
  • kumudini | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:০১ | 59.178.41.166
  • শিবু, এক্টু দেরীতে এসেছি।বাংলায় বিজ্ঞান বিষয়ক সাধারণবোধ্য লেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা নিয়ে কথা হচ্ছে দেখে আনন্দ পেলাম।
    বাংলায় বিজ্ঞানভিত্তিক লেখার অত্যন্ত প্রয়োজন আছে।বহু বাংলা পাক্ষিক/মাসিক পত্রিকা বেরোয়,কোথাও মাঝে মঝে স্বাস্থ্য,খাদ্যাদির গুণাগুণ ইত্যাদি বিষয়ে দু-একটি লেখাও বেরোয়।কিন্তু সেগুলির অধিকাংশই অভিজ্ঞজনের যত্নও পরিশ্রমে বিজ্ঞানসম্মত তথ্যের ভিত্তিতে লেখা নয়,ঘন্টাখানেক ইন্টারনেট ঘেঁটে যা পাওয়া গেল,তার ওপর কোনোক্রমে খাড়া করা।উদাহরণস্বরূপ বলা যায়,আমাদের দেশে অনেক খাদ্যতেল ব্যবহার হয় এবং সব উৎপাদকই নানা ভাষায়(বৈজ্ঞানিক/অবৈজ্ঞানিক) বোঝাতে ব্যস্ত, যে তাঁদের তেলটি-ই সর্বোৎকৃষ্ট ।কিন্তু দেশে যত বাঘা বাঘা বিজ্ঞানীরা এইক্ষেত্রে কাজ করছেন/করেছেন, তাঁরা যদি সহজবোধ্য করে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে কোন বহুলপ্রচারিত পত্রিকায় একটি সিরিজ লেখেন,তাহলে বহু মানুষের উপকার হয়।তেমন কোন উদ্যোগ আমার চোখে পড়ে নি,আপনাদের কারো চোখে পড়ে থাকলে বড় আনন্দের কথা।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ১৩:২৪ | 122.248.183.1
  • তা এই গন্ধগোকুল ভদ্রলোক কোন প্রদেশের?
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১৩:১৯ | 155.136.80.174
  • নাহ্‌, তেমন লোমশ তো নয়! হাত মানে হাতের তেলোয়। সেখেনে তো বনমানুষেরও লোম হয় না।

    অবিশ্যি ম্যাঞ্জারদের কথা আলাদা!
  • Lama | ০৬ জানুয়ারি ২০১১ ১৩:০৭ | 203.132.214.11
  • হাতে আফটারশেভ? লোমশ হাত বুঝি?
  • aabaap | ০৬ জানুয়ারি ২০১১ ১৩:০৭ | 155.136.80.174
  • গোয়ার সমুদ্র সৈকতে রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। আর এই ছবির জেরে ৩ চিত্রসাংবাদিককে ডেকে
    পাঠাল স্থানীয় পুলিশ। রাষ্ট্রপতি ব্যক্তিগত সফরে এসেছিলেন তাই তাঁর ছবি তোলা নিষেধ। তবু ঐ
    সাংবাদিকরা ছবি তোলায় পুলিশ তাঁদের ডেকে পাঠিয়ে জেরা করেছে। কিন্তু স্থানীয় চিত্রসাংবাদিকরা
    পুলিশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ।—পিটিআই
  • Sags | ০৬ জানুয়ারি ২০১১ ১২:৫০ | 114.143.7.146
  • ইউনিকোড নাই, তাই কমেন্ট-টা লিখে দিলে ভালো হয়
  • a x | ০৬ জানুয়ারি ২০১১ ১২:৪৭ | 99.53.140.72
  • ঐ গোঃ সাঃ'র ইউজার দেখলাম অটোগ্রাফের দুটো পার্ট তুলেছেন, ঐ দুখান দেখে আর দেখার ইচ্ছে নাই।
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১২:৩০ | 155.136.80.174
  • আমার ম্যাঞ্জার এসেছিল দেখা করতে। কী ভয়ঙ্কর কোলন পারফিউম মাখে মাইরি লোকটা! সেই চল্লিশ মিনিট আগে হ্যান্ডশেক করেছিলাম, এখনো আমার হাত থেকে ভুরভুর করে আফটার শেভ না কীসের কে জানে, গন্ধ বেরোচ্ছে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত