এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:১৯ | 117.194.34.176
  • তার মানে শো গুলো ভালো নাকি সেগুলো ও
    আহামরি না।
  • kd | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:১৭ | 59.93.164.232
  • এইত্তো, পেয়েছি! দুপুরগুলো ভালো কাটবে।
  • y | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:০৬ | 61.12.12.83
  • কেসিকে ধন্যবাদ।
  • byaang | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:০৪ | 59.93.170.104
  • আর মিঠু, আরেকটা কথা, পার্ক সার্কাসের মাঠে সার্কাস দেখতে গেলে দুই ছানার মুখে নতুন মাস্ক পরিয়ে নিয়ে যেও।
  • byaang | ৩১ ডিসেম্বর ২০১০ ১১:০২ | 59.93.170.104
  • লোকের উপদ্রব এবং শো টাইমিংয়ের কোনো মাথামুন্ডু নেই। একটা দেখতে গেলে আরেকটা মিস হয়ে যায়, প্রচুর মাথা খাটিয়ে একটা শোয়ের ডিলে টাইম ক্যালকুলেট করে অন্য শোয়ের টিকিট কাটতে হবে। আর কয়লাখনিতে তুমি একা দুটো ছানাকে নিয়ে ঢোকার চেষ্টাই কোরো না, সঙ্গে আরেকজন বড় না থাকলে।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫৬ | 155.136.80.174
  • লিংটা বাড়ি গিয়ে চেক করব। এখানে তো সম্ভব নয়। একটা কথা কও, মনের মানুষ আর অটোগ্রাফ কি সেথায় আছে? না থাকলে, কেং কয়ে পাওয়া যায়? কলকাতায় কি ডিভিডি ইত্যাদি এসেছে এসবের? তাইলে কাউকে দিয়ে আনানোর ব্যবস্থা করতাম।
  • y | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫৬ | 61.12.12.83
  • তবে আমাকেও পাঠানো হোক। aikikniyom@gmail.com
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫৩ | 117.194.34.176
  • ব্রতীন, এখনি আমি ভাজা ভাজা হবার আগেই পাঠাওঃ)
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫২ | 122.248.183.1
  • মিঠু, ঠিক আছে । ভেজে দিচ্ছি
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫১ | 117.194.34.176
  • এই রে,বি আই টি এম তো লিস্টিতে আছে। তবে সোমবারে।
    ব্যাং একটু ডিটেলে লিখবে,শো টাই খারাপ নাকি লোকজনের উপদ্রব।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৫০ | 155.136.80.174
  • ধন্যযোগ আমার তরফেও।

    ইয়ে, এই মতুয়া সম্প্রদায়টা কী জিনিস? এরা কোথা থেকে এল? একটু আলো দিতে পারে কেউ?

    প্রো বৈ চ থাকলে এক্ষুনি পাঁচ প্যারা লিখে দিতেন।
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪৮ | 117.194.34.176
  • ব্রতীন,
    চেষ্টা করবো।
    তুমিই ফরোয়ার্ড করে দাও আমাকে কেসির লিংক টা।তুমি আমার আইডি জানো তো, জিমেলের।
  • byaang | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪৬ | 59.93.170.104
  • ঃ-)) মিঠু, আমারও বিআইটিএমে গিয়ে প্রায় একই অভিজ্ঞতা হল। আজকে লিস্টিতে আছে, সায়েন্স সিটি আর মেগামাইন্ড সিনিমা।
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪৫ | 117.194.34.176
  • কেসি, আমারো চাই। জিমেলে।
    ধন্যবাদ।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪৪ | 122.248.183.1
  • মিঠু, প্লিজ একটু ম্যানেজ করার চেষ্টা করো।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪২ | 122.248.183.1
  • কেসি, ধন্যযোগ। ঃ-))
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪২ | 89.203.49.18
  • হ্যাঁ, তোমার, ব্রতীনের, কাবলিদার সবারটাতেই গেছে।
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৪১ | 117.194.34.176
  • এখন মা হয়ে নিজের ছোটবেলার কথা মনে পড়ে বাপমার কষ্ট বুঝতে পারছি।এখন আমার সেই সুখের সময় যাচ্ছেঃ)

    কটায় ইংরেজি শো থাকে জেনে গতকাল সকালে প্ল্যানেটোরিয়ামে গেলাম- গিয়ে শুনি সাড়ে বারোটা না দেড়টায় শো।বল্লাম আমি কাল আপিশে ফোন করে জেনেছিলাম,কেউ কনফার্ম করেছিলো সাড়ে বারোটায় শো। যাকে বল্লাম সে যথারীতি বোবাকালা নিথর- মনে হচ্ছিলো ঠুসে দি।দুটোকে নিয়ে তখন কোথা যাই।গেলাম পার্ক স্ট্রীট- খিদে পাবার আগেই পিৎজাহাটে খাইয়ে দিলাম লাঞ্চ। ফেরার পথে আবার বিভিন্ন কায়দায় ওয়ান ওয়ে টুওয়ে পেরিয়ে ল অ অ ম্বা লাইনের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা। ঢোকার আগে সিকিউরিটি বলে, দৌড়ে যান দৌড়ে যান।যেখানে খুশি বসার জন্যে প্রায় ধাক্কাধাক্কি। শোয়ের সময় বহিয়া যায়,এদিকে লোক্‌জন কাচ্চাবাচ্চার ক্যালোর ব্যালোর চলছে। শো শুরু হলো দেরিতে,কমেϾট্রর সঙ্গে কথাবার্তা সমান তালে চলেছে।
    মাথার উপরে তারা আর সঙ্গে দূর থেকে অনেক মৌমাছি ভনভন করলে যেমন শুনতে লাগবে অবিকল সেই রকম- পাশে ছেলের অনুযোগ,কিছু বুঝতে পারছি না- আমিও কি ছাই বুঝেছি।পেছনে চলছে ঐ যে সিংহ রাশির সাইন,তুলা কৌন সা হ্যায় রে-
    সেল বন্ধ রাখার শোকেই সম্ভবত লোকে পাশের লোকের সঙ্গে ঐ সময় শান্তিতে গপ্পোগাছা করে নিয়েছে।
    অবশেষে শো শেষ হবার পর আবার একপ্রস্থ ঝড়ের পাশ কাটিয়ে বাড়ি ফেরা।হতাশা আর শো দেখার পরিশ্রম থেকেই সম্ভবত বইমেলার প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়ে কাল বিকেলে ওরা মোনোপলি খেল্লোঃ))
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৩৮ | 155.136.80.174
  • কেসি, বুঝলাম।

    আমার ইমেলে গেছে তো?
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:৩২ | 89.203.49.18
  • দমদি, জিমেলে গেছে।
  • d | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:২৬ | 14.99.76.112
  • কেসি, আমাকেও প্লীজ
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ১০:২৫ | 89.203.49.18
  • শমীক, যে ছেলেটি সিনেমাগুলো আপিয়েছে, সে অনুরোধ করেছে কোনও পাবলিক ফোরামে না দেওয়ার জন্য, তাই ওখানে তুলিনি লিংটা।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:৩৯ | 155.136.80.174
  • ইয়ে, নিজের আইডি দেবার থেকে এখানে আন্তর্জাল থ্রেডে লিংকটা তুলে দিলেই তো হত ঃ(

    mukherjee.samik জিমেল।
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:৩৮ | 117.194.34.176
  • ব্রতীন,
    এখনো জানি না। ছেলেমেয়ে ট্যাঁকে নিয়ে বইমেলা,তারামন্ডল,গোরস্থানে সাবধান, মিলেনিয়াম পার্ক ইত্যাদি হয়েছে। এখনো সায়েন্স সিটি,বোট রাইড, নিক্কোপার্ক বাকি.. দেখা যাক।
  • byaang | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:৩৭ | 59.93.212.138
  • মিঠু, ঃ-) তুমি বলে দেওয়ার আগে অব্দি তো চার নম্বর ছোট্ট মানুষটিকে দেখতেই পাই নি। তাই তিনই বলেছিলাম। আর অতক্ষণ ঐ একই স্টলে দাঁড়িয়েছিলাম কারণ ছোটা ভীম পড়া তখনো শেষ হয় নি।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:৩০ | 117.194.99.145
  • মিঠু রবি বার আসছো তো?
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:২৮ | 117.194.34.176
  • সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর একটা করে ভেঁপু।
  • m | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:২৬ | 117.194.34.176
  • ব্যাং,
    গপ্পো টা একটু ঠিকঠাক করে দি। তিনজন নহে, আমরা ছিলাম চারজন। বল্লুম তো ছেলের সাগরপারের বন্ধু এসেছে আমাদের বাড়ি। বইমেলা দেখা নিয়ে তাদের উৎসাহ ছিলো তুঙ্গে। আর দুজনকে সবগুলো স্টল দেখানোর গুরুভার আমার কাঁধেই ছিলো,ফলে চলে যেতে হলো।
    তবে তোমার আলোচনা যে ভালো জমেছিলো বুঝতেই পেরেছি, ঐ পথ দিয়ে আমি বার তিনেক গেলাম।শিশুসংসদে ঢুকে দেখলাম তুমি তখনো জয়ে দাঁড়িয়ে কোনো জটিল বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছো।
    তাই আর বাই বলা হলো না;)
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:২৩ | 117.194.99.145
  • kc আমাকে ভেজে দিও bratin.das @ জিমেল. কম
  • kd | ৩১ ডিসেম্বর ২০১০ ০৯:১৪ | 59.93.254.179
  • আম্মো বাংলা সিনিমা দেকতে চাই। জিমেলে subroto

    (ibollytvতে কিছু দেখেছি, কিন্তু আরও আরও দেখতে চাই)
  • y | ৩১ ডিসেম্বর ২০১০ ০৭:৩১ | 59.164.98.85
  • এটা কি র‌্যাপিডশেয়ার প্রিমিয়ামের কালেকশন? লিংকটা এখানে দেওয়া যায়?
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ০৪:৫৭ | 59.93.247.45
  • কেউ আচে নাকি?
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০৩:৪২ | 89.203.49.18
  • ধুৎ, ওসব অ্যাপ্লি ফ্যাপ্লির কী আছে। ওতে নজ্জা বাড়ে।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০৩:২৩ | 128.103.93.235
  • ধুত্তোর!! application
    কালেকশন টা সত্যি ব্যাপক।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০৩:১৬ | 128.103.93.235
  • হে হে, kcর কাছে অনেক aplication আসছে।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১০ ০২:৩৭ | 59.93.243.183
  • ব্যপক কালেকশান তো!
    আজ বেশ সন্ধ্যে সন্ধ্যে বাড়ি এলাম, এই ঘন্টা খানিক আগে।

    ঠাম্মা
    Haruki Murakami পড়ে ফেলো না পড়ে থাকলে। আমার আজকাল ভাল্লাগছে
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০২:২৯ | 89.203.49.18
  • বুনান, আজ রাতে ডিউটি নাকি?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১০ ০২:২০ | 59.93.243.183
  • আমিও চাই

    dwaipayan.basu

    জিমেলে
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০২:১৬ | 89.203.49.18
  • ওমি, লতুন গপ্প দ্যান না!!!
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০২:০৮ | 89.203.49.18
  • ও সব বেশীরভাগটাই বকোয়াস। কারণ আপনি যা ডাউনলোডাচ্ছেন সেগুলো বেশীরভাগই কম বিট রেটের মাল। ও জিনিষ ডাউনলোডাতে অসুবিস্তা কিসের?
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০২:০৫ | 128.103.93.235
  • বেশ বেশ, সাহস পেলাম। হিমালয়ে গিয়ে কাজ নাই, জীবন সবে শুরু।হে হে!
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 151.141.84.114
  • আপনেও বিন্দাস অনলাইনে দেখুন, দেখা হয়ে গেলে মুখ মুছে ফর্সা। :-)
    ভবের বোঝা ভারী করে লাভ কী? কদিন বাদে তো হিমালয়ের দিকেই যেতে হবে। :-)
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 128.103.93.235
  • আরে হেই লিঙ্কটা ইউটিউব না তো, কিন্তু অনেক অনেক সিনেমা আছে, তাই লোভ হচ্ছে। সাজেশন দাও। ভেবে বলো, তাড়া নাই, আমি বিড়ি খেয়ে আসি একখান।
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৫২ | 151.141.84.114
  • ইউটিউবে যদি তোলা ই থাকে, আর নামানোর পথ যদি থাকে, তবে তো তখন তখন সিনামা দেখার কোনো বাধা থাকার কথা না! কারণ, কাপিরাইটে কিছু ঝাম থাকলে ইউটিউব নিজেই সরিয়ে ফেলবে কদিন বাদে।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৫০ | 128.103.93.235
  • প্রেথম আসার পরে জনগণ বলেছিল যত খুশী অনলাইন দেখ, ক্ষতি নাই, ডাউনলোড এর দিকে যাইবা না!! তাই জিগাইতেছি।
    kc কেও একই প্রশ্ন। রাগ কইরেন না।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 128.103.93.235
  • kc এর কাছ থেকে গুচ্ছ সিনেমার লিঙ্ক পেলুম। তা সেগুলান ডাউনলোড করে দেখতে হইব। এখন কথা হইল, আম্রিগাতে শুনি ডাউনলোড ইত্যাদি কপিরাইট আইন বিরোধী তথা রিস্কি। হেইডা কি ঠিক, মনে হইল গিয়া, কেস খাওনের চান্স আছে কি?
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৪৬ | 151.141.84.114
  • করেন। :-)
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৪৪ | 128.103.93.235
  • এইটা ভালো কাজ, উপকথা গুলান পড়তে দিব্য লাগে।
    একটা প্রশ্ন ছিল, করি?
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৪৩ | 151.141.84.114
  • উপকথার সুতায় তুলছি গপ্পো। আফনেরা সময় পাইলে দেইখেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত