এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 151.141.84.114
  • লেটেস্ট স্টার ট্রেক দেখলাম কালকে। দূর দূর, খালি খালি স্পেশাল এফেক্ট। হায় হায় পুরানো ওরিজিনাল সিরিজের তুলনায় কিছু না! ওরিজিনাল সিরিজের তিন চরিত্র কার্ক স্পক আর ম্যাককয় ছিলো যারে কয় জীবন্ত চরিত্র। সাধে লোকে এত ভালোবাসে! তুলনায় নতুন কার্ক স্পক ম্যাককয় তো একেবারে প্লাসটিক পুতুলের মতন। যাহ, এরা সব সিনেমাগুলির জাত মেরে দিলো হাইটেক করতে গিয়ে। এদিকে দেশে তো ৫০০ জন লোক মিলে হিন্দি নাচ নয়তো বাংলা পাগলামি আর বিলাপ। শেষে দেখা যাবে ভালো সব সিনামা ইরানে, কী সুন্দর বাগানগুলো দেখায়! চিলড্রেন অব হেভেনে দেখছিলাম।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৩৬ | 128.103.93.235
  • কিন্তুক মেটামরফসিস কোথা থেকে আইলো? (এটা সিরিয়াস)
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৩৬ | 89.203.49.18
  • বাংলা শিনিমা, আদ্যিকাল থেকে এখন অবধি। মানে ঐ যেগুলো লোকে মনে রেখেছে। আফনি দেখবেন?
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:৩৩ | 151.141.84.114
  • আরে কেসিচরণ যে! একদম ঠিক। দ্য গোল্ডেন অ্যাস, কেউ কেউ বলে মেটামরফোসিস।
    তা আপনে এই পোলাপানদের কী সিনামা দেখাইলেন?
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:২০ | 89.203.49.18
  • ওমি কি দ্য গোল্ডেন অ্যাসের কথা কইছেন? বড়ই সুন্দর বই।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 128.103.93.235
  • ভালো অনুবাদ হইলে খবর দিও না হয়! কোন ভাষায় অনুবাদ (বাংলা নাকি ইংরাজী ইত্যাদি বিবরণ সমেত), প্রাপ্তিস্থান এর মধ্যে ইন্টারনেট ইনক্লু ডেড কিনা ইত্যাদি। হে হে! নিছক ফক্কুড়ি কল্লুম।
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 151.141.84.114
  • বড়াই দিলের ডাক্তার? এদিকে আ উ বা র পরে আর শত বলার পরেও কিছু লিখলো না! দিলে বড় চোট পাইলাম! :-(
  • omi | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:১৬ | 151.141.84.114
  • কিন্তু দেড়ফুটি গলি দিয়া ব্যাঙ গলে না ? এ কতো বড়ো ব্যাঙ ?
  • omicron | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:১৩ | 151.141.84.114
  • আহা, আপনেরা কেউ লুসিয়াস আপুলেইয়াসের সোনালী গাধা নামের বইটা পড়েন নাই বুঝি? পড়েন, পড়েন, খুব মজা পাইবেন। :-)
    ভালো অনুবাদ খুঁজবেন, নাইলে মজা মাটি।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:১২ | 128.103.93.235
  • পাইসি পাইসি!!
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:০৮ | 128.103.93.235
  • হুয়াহ!! helloamitmajumdar জিমেইল ডট কম
    থ্যাঙ্কু!!!
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:০৬ | 128.103.93.235
  • নাকি পারি না?
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:০৬ | 89.203.49.18
  • ইমেল আইডি না দিলে কেমনে পাঠাই? অমিতো?
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:০৫ | 70.7.242.2
  • পাইলাম ঃ)))))))))))))))))))।

    ডাগদারের ২৩০ ক্র্যাশ হউক, কেসি ভাই যুগ-যুগ জ্জিও।
  • amit | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:০৪ | 128.103.93.235
  • kc প্রদত্ত সিনেমার লিঙ্ক আমি কি পাইতে পারি?
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০১:০২ | 89.203.49.18
  • পাইলেন তো?
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:৫৭ | 70.7.242.2
  • থ্যাঙ্কিউ, থ্যাঙ্কিউ। siburay অ্যাট জিমেল ডট কম।
  • kc | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:৫১ | 89.203.49.18
  • শিবুদা, ডাগতার ভাও খায় বুঝি? আফনের মেল আইডি বতাও। তাইলে ২০০খান ভালো ভালো বাংলা শিনিমার লিং দিই।
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:১০ | 70.7.242.2
  • অন্ততঃ তোমার ঐ ৩২০ থেকে কিছু তো শেয়ার কর। কোতাও একটা আপলোড করে দাও।
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:০৮ | 121.241.214.34
  • খুবই কঠিন উত্তর ঃ(
  • I | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:০৪ | 59.93.206.91
  • ঃ-)
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:০৩ | 121.241.214.34
  • ডাক্তার, আমার একটা ১ টিবি হার্ড ডিস্ক আছে, প্রায় পুরোটাই খালি। তোমার ডিস্ক থেকে কপি কর্তে চাই (যদি কখনো দেখা দাও অবিশ্যি)
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 70.7.242.2
  • কানের ডাগদারি না শিকে দিলের ডাগতার ক্যামনে হলে? বলি যতো কিচু পলিউট্যান্ট তো কানের ভিতর দিয়াই মরমে পশে!
  • I | ৩১ ডিসেম্বর ২০১০ ০০:০০ | 59.93.206.91
  • নাঃ, আমি কানেরো ডাগদর না। দিলে চোট পাইলে আমারে এত্তেলা দিবেন।
  • Sibu | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৫৮ | 70.7.242.2
  • এসি নাগানোর হলে আর তোমাকে কইবো ক্যানো? তুমি কি এসির ডাকতার? তুমি তো কানের ডাকতার।
  • I | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৫৬ | 59.93.206.91
  • ক্যানো, আপনার এসি লাগানো হেডফোং নাই? ই কি কতা !
  • I | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 59.93.206.91
  • কিসের রেমেডি ? অ শিবুদা, তাড়াতাড়ি কন। রাত্তির জেগে এই আপনাদের সঙ্গে রাজা-উজির মারি বলে ঘরে-বাইরে কত নিন্দা রটছে। ঘুমাইতে যাইগা।
  • Sibu | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 70.7.242.2
  • পরে নাপিও, একন আমার সমিস্যে শোন।

    আত্তিরে বউ ঘুমোয়, আর আমি পাশে কানে হেড ফোং দিয়ে গান শুনি। কান ঢাকা হেডফোং, ভারী ভাল আবাজ। কিন্তু খানিক শোনার পর কান ঘেমে যায়। তকন আর গান শুনতে ইচ্চে করে না।

    এর কি পোতিকার?
  • I | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 59.93.206.91
  • ৩২০ জিবি, বুইলেন ! ইদিকে ডিডি কি না কি ২১ খান সিনিমা পেয়েছেন বলে নাপানাপি কচ্ছেন । আমি ত একবারো কাউকে বলতেও যাই নি। অজিতেশ, টিনের তলোয়ার, হ্যানা ত্যানা। সবে তো বাংলা বল্লাম। আরো ক্কত বিদিশি আছে।
  • Sibu | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৪৭ | 70.7.242.2
  • ডাকতার আছো নাকি? রেমেডি বাতলাও।
  • aka | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৫ | 117.194.1.208
  • অথচ আমাকে যারা চিনত তারাও চিনতে পারে না। অচেনা রা তো পারেঅই না। ঘোরকলি, আমার দোষ নয়।
  • I | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:৩৩ | 59.93.206.91
  • আমারে একজনা ৩২০ জিবি এক্সটার্নাল হার্ড ডিস্ক ভর্তি করে ছবি, গান, নাটক এইসব দেছেন। মনের সুখে পান্নালাল, রামকুমার এইসব শুনছি। গতকল্য রামকুমারের মাত্রা এট্টু বেশী হয়ে গিছিল। কুমুদিদি কিছু মনে কইর‌্যেন না। পুণ্যক্ষেত্রে কূপ খননের জন্যে ক্ষমাপ্রার্থনা।
  • I | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 59.93.206.91
  • আমার ধর্মাধর্ম হইল কোদণ্ডস্বরূপ/ পুণ্যক্ষেত্রমাঝে কাটিলাম কূপ
  • ranjan roy | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 122.168.182.199
  • অ্যাই রাজদীপ,
    সম্ভবতঃ ফেব্রুয়ারির শেষ তিনদিনে দিল্লি আসবো বল্লুম যে! একদিন সনঝেবেলা একটু আড্ডা হতে পারে কি না বল্লে নাতো?
    গুড়গাঁও ৫৬এ থাকবো, তোমার কাছেই।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:০৭ | 117.194.100.170
  • মোটেই নয়!!
  • byaang | ৩০ ডিসেম্বর ২০১০ ২৩:০১ | 59.93.196.104
  • অভ্যুকে অ্যামন একখানা থাপ্পড় মারবো না! গুরু পড়লে মনে হয় ছেলেটা কেমন নরম-সরম, মনে কত মায়া-দয়া! তা সেই ছেলে আমাকে একখানা বই দেওয়ার লোভ দেখিয়ে এমন একটা গলি দিয়ে দশ মিনিট ধরে হাঁটালো, যে গলি চওড়ায় ঠিক দেড় ফুট। এদিকে আমি আবার প্রস্থে দুই ফুট। সে কি অবস্থা, দম বন্ধ হয়ে মরি আর কি! তারপরে মোট্টে একটা চপ খাওয়া কি খুব বেশি!
  • byaang | ৩০ ডিসেম্বর ২০১০ ২২:৫৩ | 59.93.196.104
  • আমি মামুর থেকে আরেকটু বেশি ডিটেলে বলি, কেমন?

    যে স্টলে দেখা হয়েছিল, সেটার নাম ছিল, জয় বুকস। আমার ছেলে মন দিয়ে ছোটা ভীম পড়ছিল, আমি আর আমার জা এট্টু শ্বশুরবাড়ির নিন্দে করে নিচ্ছিলুম সেই ফাঁকে। এমন সময়ে দেখি মিঠু প্রায় কুড়ি হাত দূরে দাঁড়িয়ে আছে। আর পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে খুব মন দিয়ে বেন টেন বা সুপার সামুরাই ঐ জাতীয় কোনো একটা রঙচঙে বই পড়ছেন। ভদ্রলোকের মনোযোগে আমি মোটেই ব্যাঘাত ঘটাতে চাই নি, তাই মিঠুকে দেখেই পরম আহ্লাদে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, ""মিঠু ভালো আছ?'' মিঠু বেজায় চমকে গেল, তারপর ভ্যাবাচ্যাকা মুখে অনেকক্ষণ ধরে মাপতে লাগলো । আমি ততক্ষণে ""আর তুমি সৈকত আর এইটা টিনটিন'' বলে নিজে নিজেই চিনে নিয়েছি সকলকে। মিঠু বললো ""কিন্তু আমরা তো আপনাকে চিনতে পারলাম না।'' আমি বড়ই আমোদ পাচ্ছিলাম কত্তা-গিন্নির ঘাবড়ে যাওয়া মুখগুলো দেখে। তাই বললাম, "চিনতে পারলে না তো, ঠিক আছে, ভাবো ভাবো। আজকে সারা রাত ধরে ভাবো, কাল বলবো আমি কে?'' কিন্তু মিঠু সব রহস্যের অবসান ঘটিয়ে দিল, "আমি একটা গেস করতে পারি, তুমি ব্যাঙ'' বলে। ততক্ষণে ভদ্রলোকের কাঁপুনি একটু কমেছে, কোনোমতে বললেন ""ফটো দেখেই চিনে ফেললে?''
    তারপর টিনটিনের সঙ্গে কিছুক্ষণ জম্পেশ আড্ডা দিলাম। অমন চমৎকার, বুদ্ধিমান পুঁচকে দেখে বেজায় কিডন্যাপ করার লোভ হচ্ছিল, মিঠু বোধহয় সেটা আঁচ করতে পেরেই ছেলে নিয়ে অন্য স্টলে পালিয়ে গেল। পড়ে রইলো একটা চশমা, একটা কম্পমান লোক, আর একটা মহেঞ্জোদারোর খননকার্যে উদ্ধার হওয়া ব্ল্যাকবেরি।
  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০১০ ২২:৪৬ | 117.194.193.238
  • হ্যাঁ ইতিমধ্যে তিনি এক দিন আমাকে রাস্তায় ধরে পুরোনো আনন্দমেলা নিতে চেয়েছিলেন। শেষে একটা কালিকার চপ খেয়ে চলে গেলেন।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ২২:০৯ | 117.194.100.170
  • তখন ই বলেছিলুম 'হাইলি সাসপিসাস'
  • Lama | ৩০ ডিসেম্বর ২০১০ ২২:০৫ | 117.194.224.217
  • ব্যাং তাহলে ইদানীং কলকাতায়
  • Lama | ৩০ ডিসেম্বর ২০১০ ২২:০৩ | 117.194.224.217
  • অ! ঐ মহিলার কথাটাই তোরে জিগাবো ভাবচিলাম। ওটা তাহলে ব্যাং ছেল।
  • achintyarup | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:৫২ | 121.241.214.34
  • Big Bang
  • Ishan | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:৪৯ | 117.194.34.22
  • যা বলছিলাম।

    তা, কাল, শিশু বইমেলায় এক মহিলা দেখি দুমদাম করে আমার দিকে এগিয়ে এলেন। তাকাতেই চোখাচুখি, আর তিনি আমার দিকে তাকিয়ে গড়গড়িয়ে বললেন, হুম, তুমি সৈকত, ও মিঠু, আর এইটা টিনটিন।

    তা তো হল? তুমি কে মোশাই? -- সারা রাত ভাবো, ভালো করে ভেবো।

    আমি তো ঘাবড়ে ঘ। সিআইডি নাকি? আর কথার কি জোর, কি পুলিশি মেজাজ, বাপ্রে। সারা রাত টেনশনে জেগে কাটাবো কিনা ভাবছি, ওমা, মিঠু পাশ থেকে বলে, আমি জানি তুমি কে।

    -- কে?

    -- তুমি ব্যাং।

    ওদিকে মিঠু আর ব্যাঙের নাকি এই প্রথম দেখা হল। ক্কি ক্কান্ড।
  • amit | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:৩৩ | 128.103.93.235
  • আমিও খুঁজছি,সেই ছোট্ট বেলায় পড়া। ও হ্যাঁ, এইটা দেখলাম বিনায়ক সেন সংক্রান্তঃ
    http://www.hindu.com/2010/12/30/stories/2010123054751000.htm
  • achintyarup | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:৩০ | 121.241.214.34
  • খুঁজে দেখতে হবে। হপাপা বোধ হয় পাওয়া যায়
  • amit | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:২৮ | 128.103.93.235
  • পদীপিসী কোথাও অনলাইন পাওয়া যেতে পারে?
  • achintyarup | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:১৯ | 121.241.214.34
  • লালমাটি লীলা মজুমদার রচনা সমগ্র বার করছে। একেবারে প্রথম থেকে শুরু করে কালানুক্রমিক ভাবে। উইথ পুরোনো ছবি, প্রচ্ছদের ছবি ইত্যাদি। প্রোডাকশন যথেষ্ট ভাল। গত বৈমেলা পয্যন্ত ৪-তে খণ্ড বেরিয়েছিল।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ২১:০০ | 117.194.101.57
  • খানিক টা পড়েছি।বাকি টা আবার কালকে ঃ-))। এমন প্ল্যান টা ত্যাগ করলে কেন?
  • kumudini | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:৫৮ | 122.162.176.229
  • বোতীন,রাত ভোর হলেই পরীক্ষা,পড়াশুনোয় মন দাও।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০১০ ২০:৪২ | 117.194.101.57
  • লীলা মজুমদার
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত