এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১২:২৬ | 155.136.80.174
  • যাহা দেখিতে হইবেঃ

    বাং ঃ
    অটোগ্রাফ
    মনের মানুষ

    হিং ঃ

    নো ওয়ান কিল্‌ড জেসিকা
    ধোবি ঘাট

    দেখি, কবে দেখা হয়।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ১১:০৪ | 173.117.133.35
  • এই ভদ্রলোকের, মানে রবিদা ওরফে রবিউল ইসলাম, ভয়ানক মুখ ছিল। এবারে বোতীনের হাতে কিল খাবার মত একটা গপ্পো বলি।

    ইন্দিরা গান্ধী মারা গেছেন, টিভিতে দিনরাত্তির ওনার দেহ দেখাচ্ছে। রবিদার বাড়ী আড্ডা দিতে গেছি। দেখি চেয়ারের ওপরে আসনপিঁড়ি হয়ে রবিদা একদৃষ্টে টিভির দিকে তাকিয়ে আছেন। মুখে বাক্যি নেই, চোখে পলক নেই, বাহ্যজ্ঞান মনে হয় নেই।

    খানিক বসে থেকে ডাকলাম, ও রবিদা, রবিদা, আপনি কিনা এত বড় মাকু হয়ে সারাদিন ইন্দিরা গান্ধীর সামনে বসে আছেন? আপনার পার্টির ছেলেরা শুনলে কি বলবে?

    পর্দা থেকে চোখ না সরিয়ে রবিদা উত্তর দিলেন - কারোক্কে বলিস না শিবু, যত্ত দেখছি ততই ভাল লাগছে।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১১ ১০:৫৪ | 122.248.183.1
  • শিবু দা, এই টা জাস্ট যাতা দিয়েছেন উনি।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ১০:৩৬ | 173.117.133.35
  • এইবারে কিল খাবো, তবু বলেই ফেলি। রবিদা বলে আমার এক বন্ধুর জামাইবাবু, তাকে একবার রবিঠাকুরের এই বহুমুখী প্রতিভা প্রসঙ্গে বলতে শুনেছিলাম - 'একেবারে কার্বংকল প্রতিভা, হাজার মুখে ফেটে বেরোচ্ছে।'

    অচিনকুমার হে, ঐ পরের বইদুটো পড়িনি। সামারি করবে নাকি?
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১০:০৫ | 155.136.80.174
  • ইন ফ্যাক্ট, ঐ সময়ে অনেকেই বাড়িতে ভুট্টো নামে কুকুর পুষত।
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ১০:০৪ | 155.136.80.174
  • কুম্ভমেলা আবারও প্রমাণিত হল ঃ-)
  • Lama | ০৬ জানুয়ারি ২০১১ ০৯:৫৪ | 203.132.214.11
  • ভুট্টো
  • Lama | ০৬ জানুয়ারি ২০১১ ০৯:৪৮ | 203.132.214.11
  • ক্ষি আশ্ছর্য! আমার ঠাকুর্দারও তিন প্রজন্মের পোষা কুকুরদের নাম ছিল আয়ুব, জিয়া এবং ভুত্তো
  • siki | ০৬ জানুয়ারি ২০১১ ০৯:১৫ | 155.136.80.174
  • একটু লেটে এলাম, তাই পুরনো কথার ল্যাজ টেনে বলি,

    আমার মা যখন ছোটো ছিল, তখন পাকিস্তানে ছিল জুলফিকার আলি ভুট্টোর রাজত্ব। ভুট্টো নাকি একবার ভারতীয়দের কুত্তার জাত ইত্যাদি বলেছিলেন। তাতে রেগে গিয়ে দাদু একটা ভালো ব্রীডের কুকুরের বাচ্চা কিনে নিয়ে আসেন আর তার নাম দেন ভুট্টো।

    ১২ বছর বাদে ভুট্টো যখন মারা যায়, শোকে কষ্টে আমার ছোটোমামা দুদিন খাওয়াদাওয়া করে নি। ভুট্টোকে ও-ই রোজ খাওয়াতো কিনা!
  • utture hawa | ০৬ জানুয়ারি ২০১১ ০৮:৩৩ | 96.33.89.68
  • শিবু বাবুর ৬ জানু ০২ - ০৯ এ এম এর পোস্ট এর প্রসঙ্গে এই কথা বল্লাম।
  • utture hawa | ০৬ জানুয়ারি ২০১১ ০৮:২৯ | 96.33.89.68
  • শিবু - বাবুর কথা একেবারেই মেনে নেওয়া যায় না । রবীন্দ্রনাথ এর সাথে কি তারা শংকর বা মানিক বাড়ুজ্যের কোনো তুলনা হয় ? আপনার মতে ,রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন বলে ওনাকে স্মরন হয় , কিন্তু তা না ,তিনি কি ছিলেন না বলুন তো ?উপন্যাস ,ছোট গল্প ,বড় গল্প , গান , গানে সুর , কবিতা , দর্শন , সব ক্ষেত্রেই তার অবদান এর সাথে কি মানিক বাবু বা তারা শংকরের অবদানের কোনো তুলনা চলে ?
  • achintyarup | ০৬ জানুয়ারি ২০১১ ০৫:২১ | 59.93.241.156
  • বেশ।

    আরো দুটো বই-এর কথা মনে পল্লঃ
    ১। ঈশ্বর পৃথিবী ভালবাসা
    ২। ভালবাসা পৃথিবী ঈশ্বর

    মুগ্‌ধ হয়ে পড়েছিলুম
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০৫:১০ | 66.102.14.1
  • নির্বাসিতের আত্মকথা আমারও চমৎকার লেগেছিল। খানিকটা যে কারণে নীরদ সি চৌধুরীকে চমৎকার লাগে, সে কারনে। অর্থাৎ আইকনক্ল্যাস্টিক লেখা। বেশীর মধ্যে, নীরদবাবু শুধু বাঙালীর আইকন ভাঙতেই উৎসাহী ছিলেন। উপেনবাবু তুলনায় সমদর্শী।

    তো অচিন, এবারে বাবু ছেড়ে দাও। দাদাটাই ভাল। নইলে কাকু।
  • achintyarup | ০৬ জানুয়ারি ২০১১ ০৪:৩৪ | 59.93.241.156
  • @ ওমিঃ গোরস্থানে সাবধান দেখিনি, দেখার ইচ্ছেও নেই, কিন্তু হয়ত দেখব

    @ শিবুবাবুঃ নির্বাসিতের আত্মকথার মত চমৎকার বই আমি কম পড়েছি। জেলের ভেতরে অরবিন্দএর সঙ্গে সময় বিতানোর ভারি ইণ্টারেস্টিং বিবরণ ছিল সেথায়
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০২:৪৫ | 128.103.93.236
  • এই ভুতটাকে খতম করা দরকার যার পাল্লায় পড়ে প্রথমে প্রত্যুষা গেল, তারপর তনু, ট্যান---এইবার পালা হল ওমির। কি কাণ্ড!!
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০২:৩৯ | 66.102.14.1
  • মানে পেততুন্নী ঃ))))।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:৩৯ | 151.141.84.194
  • অমিত, আপনিও তো লিখতেন। তাছাড়া মান্যগণ্য আরো লেখক আছেন। তাঁরা লিখবেন।
    ট্যান মরে গেছে, ভুত হয়ে গেছে।
    এইবারে আমারও ভুত হতে হবে মনে হয়।
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০২:৩১ | 128.103.93.236
  • ওমি, তবু একবার বলে দেখো। যদি মন ওঠে আর কি! ঃ)
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:২৭ | 151.141.84.194
  • গোপালচন্দ্র ভট্টাচার্য।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০২:২৬ | 66.102.14.1
  • জাফর ইকবাল লিখেছেন। তাঁর দাদাও লিখেছেন। আমাদের সত্যেন বসু, গোপাল হালদারও (হালদার তো? বাংলার কীট-পতঙ্গ বলছি) কি লেকেননি? কতা হল এরকম লোক ফিউ অ্যান্ড ফার বিটুইন। দু-চাট্টি কিউরিয়সিটি পিস দিয়ে কি এত বড় দেষের কাজ চলবে?
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:২৪ | 151.141.84.194
  • অমিত, চাকরি যখন পেয়ে গেছে আর সে কোন দুঃখে লিখবে এসব? ঃ-)
    চাগরি করবে আর সোম থেকে শুক্কুর, আর শনিরবি সোনামুখ করে সমুদ্রের ধারে পড়ে থাকবে। ঃ-)
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০২:২১ | 128.103.93.236
  • আমাদের এখানে এইসব লেখালিখির ভরসা ছিল একজন, সে চাকরি পেয়ে চলে গেছে গিয়া। নাম আছিল তনু। দেখা হলে খবর দিও।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:২০ | 151.141.84.194
  • শিবু, একেবারে সত্যি কথা। সমাজে চাহিদা নাই, দামও দেয় না কেউ। তাই মানুষেও লিখতে আগ্রহী হয় না।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:১৮ | 151.141.84.194
  • চাপের মনে করলেই চাপের। ওপারে তো মুহম্মদ জাফর ইকবাল দিব্যি বিজ্ঞানের কথা সহজবোধ্য ভাষায় লিখছেন ছুৎমার্গ বাদদিয়ে।
    আর পপুলারাইজেশনের লেখা লিখলে স্ট্যাটাস নেমে যায় ধরনের ধারণা যে বাঙালি বিজ্ঞানীদের মধ্যে, তাদের মিচিও কাকুর লেখা পড়তে বলি। সব। তার লেখা ফিল্ড থিওরির টেকস্ট বই আর পপুলারাইজেশনের জন্য লেখা হাইপারস্পেস। তারা দেখবেন পুরো সিরিয়াসনেস বজায় রেখে গুলগাপ্পা না দিয়ে অথচ গণিত না এনে কীভাবে বিজ্ঞানের জটিল্‌তম জিনিস বোঝানো যায়।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০২:১৮ | 66.102.14.1
  • আবাপতে বাংলায় বিজ্ঞান লেখার ইনসেনটিভ নাই। তাচ্চে পেপার লিখলে কেরিয়ারে উন্নতি হবে। তাই বাঙালী বিজ্ঞানী পপুলার সায়েন্স লেকে না। বিদেশেও কম বিজ্ঞানীই লেকেন। তবে ইংরাজী ভাষা অনেক জায়গায় চলে, বই পোচ্চুর বিক্কিরি হয়, তাই ইঞ্জিরিতে পপুলার সায়েন্স লেকার তবু কিচু ইনসেনটিভ আচে।
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০২:১২ | 128.103.93.236
  • তার একটা কারণ আছে মনে হয় ( হে হে)। কবিতা, গল্প ইত্যাদি নিয়ে আলোছায়া মার্কা ধোঁয়া ধোঁয়া অনেক কথা লেখা যায়, কিছু না হলে সাব অলটার্ন/ প্রান্তিক/ মায়াজগত/যাদু-বাস্তবতা / পরাবাস্তবতা ইত্যদি প্রচুর কিছু লেখা যায়, কিন্তু বিজ্ঞান নিয়ে এরম লেখা চাপের।
    কি মনে হয় ওমি?
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:১১ | 151.141.84.194
  • ভেবে দেখুন এমনকি সর্বজনবোধ্য বিজ্ঞান লেখালিখির পপুলারাইজেশনেও কোনো বিজ্ঞানী আসে না। বেচারা বুড়ো পথিক গুহ যে নাকি কমার্সের লোক, তার ঘাড়ে লেখালিখির ভার! ঃ-)
    এক বাঙালি বিজ্ঞানী যিনি কিনা বসে বসে নিজের বেড়ানোর গপ্পো করা ছাড়া আর কোনো কাজ করেন না(সিকিওর পজিশন)আবার ঠোঁট বেঁকিয়ে কন যে তিনি এইসব জিনিস বাংলায় লিখতে চান না, তাতে ধর্ম নষ্ট হবে।তিনি "পেপার" লেখেন।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০২:০৯ | 66.102.14.1
  • রবিঠাকুর নিয়ে এত কথা হয় তারও কারণ ঐ নোবেল প্রাইজ। তারাশঙ্কর বা মানিক বাঁড়ুয্যে নিয়ে হয় না তো।
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০২:০৭ | 128.103.93.236
  • হক কথা। পথিক গুহ ছাড়া কেউ ভাবে না এসব কথা।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০২:০৫ | 151.141.84.194
  • একদম। দেখুন রবীন্দ্রনাথের জন্মদিনে অনে অফে ঝড় বয়ে যায় স্মরণের। তিনি বিরাট মানুষ, সন্দেহ করছি না। কিন্তু জগদীশ প্রফুল্ল বা সত্যেন নিয়ে তার শতাংশের একাংশও হয়? আসলে আমাদের ভাষা ও কালচারটাই গানকবিতা র দিকে হেলে পড়া মানে কিনা শিবু যারে কন ইনক্লাইনড।ঃ-)
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০২:০২ | 128.103.93.236
  • সে তো এখন ও তাই। বিজ্ঞানের ছাত্র/ছাত্রী / শিক্ষক /শিক্ষিকা "ছন্দের বারান্দা" পড়ছে রাত জেগে। আইটি সেক্টরে কর্মরত ব্যক্তি কাজ সামলে গুরুগম্ভীর প্রবন্ধ লিখছেন, আমরা ভাঁটাচ্ছি ইত্যাদি। সবই তো ডিস্ট্রাক্টেড তাইলে মৌলিক চিন্তা ভাবনা বা নতুন কিছু তৈরি হবে কি করে শুনি!
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০২:০১ | 66.102.14.1
  • ঐ বোমা বানানো নিয়েই উপেন বাঁড়ুয্যের একটা বই আছে, নির্বাসিতের আত্মকথা। আর হেম কানুনগোর-ও কিছু একটা কখনো পড়েছি মনে হচ্ছে। তাতে বারীন ঘোষের বোমা বাঁধার প্রায় কমিক বর্ণনা আছে।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৫২ | 151.141.84.194
  • আর ন্যাকা কবিরা সব কলকাতায় বসে প্যানপ্যানানি কবিতা আর গান করতো, গোটা দেশে মহিলা ডাক্তার নেই, হতে দিতে ও চাইতো না। ছেলেরা দখল করতো না ফিজিক্সের দুনিয়া, সত্যেন টত্যেন জে একটা দুটো বেরিয়েছে, তাদেরো নানারকম আড্ডা ফাড্ডায় ফাঁসিয়ে কাজকর্ম থেকে ডিস্ট্র্যাক্ট করতো। এই করে করে ইনকম্পিটেন্ট হয়ে গেল আর নেপো দই মেরে চলে গেল, সিভিবাবু কলকাতার কাজকর্মের জন্য নোবেল নিয়ে হাম চলে হাম চলে করে কিষ্কিন্ধ্যা চলে গেলেন। ঃ-)
    বাঙালীর সমাজটাই ভেজা ভেজা,কাব্যকবিতা গান নিয়ে লোকে মুচ্ছো যায়, অন্য ব্যাপারে সাগরপারের দিকে চেয়ে বসে থাকে।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪৭ | 151.141.84.194
  • আর কিছু না পাওয়া গেলে সুশি, এই আমার ফিলো। নইলে হাবাচি অনেক ভালো। বেশ সামনে রেঁধে দেবে, আগে মিসো দেবে। ঃ-)
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪৭ | 128.103.93.236
  • এম্মা, বারীন ঘোষ তো বোমা বানাতো বলে পড়েছিলাম। তাছাড়া আমাদের যতীন দা তো গোলা গোলা বোমা বানাতো।
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪৬ | 128.103.93.236
  • সুশি আমি বার দুয়েক খাবার চেষ্টা করে দেখেছি, ভালো লাগাতে পারিনি।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪৬ | 151.141.84.194
  • বারীন টারীনরা বোমা যে বানাবে, কম্পিটেন্সি তো এমনি আসে না। ভালো ভালো ল্যাব দরকার! ভালো ভালো ছেলেপিলেরা তো সব ক্লাসিকাল ল্যাটিন সাহিত্য নিয়ে লড়তো,আর বিলেত গিয়ে আইসিএস দিতো, কেউ আইন পড়তো। ফিজিক্স কেমিস্ট্রি সব সায়েবে সায়েবে ছয়্‌লাপ, জগদীশ প্রফুল্ল অনেক লড়ে ঢুকতে পাল্লো। প্রচুর বাঙালি ছেলেপিলে তখন থেকে টেকনিকাল বিষয়ে পড়তে পারলে স্বাধীনতা আরো অনেক আগেই আসতো মনে হয়।
  • amit | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪৫ | 128.103.93.236
  • গোরস্থানে সাবধান কি ইউটিউবে এসে গেছে?
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 66.102.14.1
  • নাঃ, দেখিনি। অনেক সুশি খেয়ে এখন গোরস্থানে যেতে ইচ্ছে করছে না। মিসো স্যুপ ছিল না ঃ(।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪০ | 151.141.84.194
  • গতকাল দেখলাম "গোরস্থানে সাবধান"। অচিন্টি, শিবু, কেসি কেডি আপনারা দেখেছেন ?
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪০ | 66.102.14.1
  • অরবিন্দের কথা জানি না। কিন্তু তার ভাইয়ের পোচ্চুর বোমা না বানানোর একটা কারণ ইনকম্পিটেন্স। যদ্দুর মনে পড়ছে হেম কানুনগোর একটা বই আছে।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩৭ | 151.141.84.194
  • অবশ্য, এসব নিজস্ব দর্শন। আমাদের অরবিন্দের ব্যাপারেও তো বৃটিশরা সন্দো করতো সে বোমা বানায়। ঃ-)
    হয়তো বানাতেন, কেজানে।
    তারপরে কৃষ্ণদর্শন হতেই পন্ডিচেরির দিকে চলে গেলেন "হাম চলেঁ হাম চলেঁ" বলে নাচতে নাচতে। ঃ-)
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩৪ | 151.141.84.194
  • শিবু, সুশিটা মিসো সুপে ধুয়ে নিলে পারতেন। ঃ-)
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩৩ | 66.102.14.1
  • এর আমারটি অস্করোলা। বীচওলা কেউ কি ছিল? খুঁজে পাচ্ছি না।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩১ | 66.102.14.1
  • ডোন্ট থ্রো গুড মানি আফটার ব্যাড মানি মানে কি সেটা বুঝলাম। সুশি খেতে খেতে একটা সয় সসে একটু বেশী ডুবে গেছিল। নষ্ট না করে মুখে দিলুম। নুন কাটা। নুন কমানোর জন্য আর একটা সুষি মুখে দিলাম। তাতেও নুন কাটা।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২৯ | 151.141.84.194
  • শিবু, অস্কারোলা না, সী-বীচ ওলা।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২৮ | 151.141.84.194
  • কেডি, ঃ-)
    বড়বাজারে এখন বসবার টেবিল চেয়ার সিস্টেম হয়ে গেছে কি?
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২৮ | 66.102.14.1
  • কে বোমা বানাতো? অস্কারোলা? কভি নেহি।
  • omi | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২৬ | 151.141.84.194
  • শিবু হে, এই লোক বেশ টেনশনের কাজ করতো, বোমা বানাতো! বোর না হবার জন্য এতখানি দাম দেওয়া পড়তায় পোষায় কিনা কেজানে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত