ধুর ধুর!! বিহারী দের জায়গা থেকে কে থাকবে? এই বা আশা করি নীনা দি রেগে যাবে ঃ-))
Nina | ১০ জানুয়ারি ২০১১ ২২:১৫ | 64.56.33.254
আম্মো জানি খড়দা! ন্যাড়াবাবুর কাকী কৃষ্ণার বাড়ী।
Nina | ১০ জানুয়ারি ২০১১ ২২:১৩ | 64.56.33.254
ধ্যুস!! কেউ পাটনা থেকে বলেনা ঃ-(((((
Nina | ১০ জানুয়ারি ২০১১ ২২:১২ | 64.56.33.254
কি হে কুমু আচ না নিজেও নেপের তলায় সেঁধুলে?
Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২২:১০ | 117.194.96.158
ইয়ে , প্রভাকরন আর রাজীব গান্ধী কি এক হল ?
হ্যাঁ। কোন্নগর কে টেনে খেলানো চলবে না। বেলুড় কি দোষ করলো? শান্তনু দা? অচিন্ত্য দা পাখি দা তোমরা সবাই কোথায় গেলে?
kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২২:০২ | 122.162.148.160
আহা,খড়দাও চমৎকার জায়গা। কে কে খড়দা থেকে?
Sibu | ১০ জানুয়ারি ২০১১ ২১:৫৯ | 66.102.14.1
সব্বাই খালি কোন্নগর কোন্নগর কচ্চে। আর খড়দা থেকে আমরা যে এত্তগুলি আচি সেদিকে কেউ নজরই দিচ্চে না ঃ(((। বলি একনো কি সেই গঙ্গার পশ্চিম পাড়কে বেশী গুরুত্ব দেবার ব্যাপার আচে?!?!
মিটিনে গেলুম, এসে ভাটাবো।
sda | ১০ জানুয়ারি ২০১১ ২১:৫৬ | 117.194.210.86
শমীকদার দোকানে আমার জন্য একটি চেয়ার বরাদ্দ হইলো।
kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২১:৫৫ | 122.162.148.160
ভাট আজ খালি?অচিন্ত্যরূপ নাহয় বাংলাদেশ গেলেন,বাকীরা?সব কি এর মধ্যেই নেপের তলায়?ঐজন্য বল্লুম নীনাকে,বেশি ভূতের গল্প টল্প নিখোনি,বাচ্চা বাচ্চা ছেলে সব,ভয় পাবে।
kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২১:৩৯ | 122.162.148.160
সরি,রেল লাইনের পূবে।
kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২১:৩৭ | 122.162.148.160
ওমি আছো? আমাদের বাড়ী ছিল কোন্নগরে,রেল লাইনের পশ্চিমে।সারদা আশ্রম-(দুর্গা পূজা হতো),তার কাছে।বাড়ীটাতে ছিল তিনভাগ জায়গা জুড়ে গাছপালা আর একভাগ জায়গায় ছোটমত বাড়ী।সে বাড়ী এখন আর নেই। নাঃ,আমার কোন্নগরে কিছু চাই না।
Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ১৯:৩৩ | 97.80.156.230
আমি এবার পাসপোর্ট রিনিউ করিয়ে ফিরলাম
aka | ১০ জানুয়ারি ২০১১ ১৯:১৭ | 24.42.203.194
ছুটি না? অ্যাকসিডেন্ট হলে কে দেখবে?
Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ১৯:১৬ | 97.80.156.230
কি বরফ - কী বরফ চাদ্দিকে! আজ্জো কি ফিরে এসেছো? আজ স্কুল ছুটি?
siki | ১০ জানুয়ারি ২০১১ ১৭:১৬ | 155.136.80.174
এখনকার দিন হলে তাঁর নাম করে নিতেন ক্যালিস বা ঐ ধরণের কিছু। এরা নিজেরাও এত বড় নামের বোঝা বইতে পারে না সবসময়ে, তাই সুব্বু, ভেংকি, সীথা, ম্যালিস ইত্যাদি হয়ে যায়।
kumudini | ১০ জানুয়ারি ২০১১ ১৬:৪৮ | 59.178.37.175
আমাদের আপিসে একজন ছিলেন"মিঃ-----কল্যাণসুন্দরম---------" খুব তাড়াহুড়োর সময়েও ওঁকে ঐ কল্যাণসুন্দরম বলে ডাকতে হতো।তাই ছোটবড়ো সবাই ওঁকে স্যার বলে ডাকা চালু করেছিল।চেয়ারম্যানও দুবার কল্যাণসুন্দরম ডেকে,তারপর স্যার ধরেছিলেন। স্যার মানুষটি ছিলেন বড়ো ভালো।
siki | ১০ জানুয়ারি ২০১১ ১৬:০২ | 155.136.80.174
প্রসঙ্গত, তামিলরা অ-তামিলদের নাম মাঝে মাঝে পছন্দ করে ফেলে। যেহেতু এদের নামের লেংথের কোনও লিমিট নেই (অনন্থরামন বাসুদেবন সুব্রহ্মনিয়ম গুরুরাজন থ্যাগরাজন অ্যান্ড সো অন অ্যান্ড অন অ্যান্ড অন ...) এরা মাঝে মাঝে অ-তামিলদের নাম বেমালুম নিজেদের নামে ঝেঁপে নেয়।
সেদিন গল্প শুনছিলাম এক বাঙালি ভদ্রলোকের কাছে। তাকে মীট করতে বলা হয়েছে কোনও শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্কর ঘোষের সাথে দেখা করে এই ভদ্রলোক বাংলায় কথা শুরু করতেই শঙ্কর ঘোষ জানান যে তিনি বাঙালি নন, তামিল। তাঁর পুরো নাম শঙ্কর ঘোষ রঙ্গরাজন।
এখানে নেথাজি সুবাষচন্ধ্র বোস দোরাইরাজন কিম্বা মহাথ্মা গান্ধি সুব্রহ্মনিয়ম ইত্যাদি নাম দেখতে পাওয়া যায়।
শনিবার আমার নিজের দোকানে গেছিলাম, কিছু কাজ ছিল। একজনকার ইমেলে দেখলাম sivasankara gandhi। জিজ্ঞেস করলাম, হাইব্রিড নাকি? জানলাম, না, বিশুদ্ধ তামিল, নিশ্চয়ই কোনও গান্ধিকে ভালোবাসে, তাই গান্ধি নামটি আপন করে নিয়েছে।
ঃ-)
siki | ১০ জানুয়ারি ২০১১ ১৫:৫৩ | 155.136.80.174
তাতে কী? রাজীব গান্ধিও তো দেহ রেখেছেন। তাজ্জন্য কি কংগ্রেসের ফ্লেক্স ব্যানারে রাজীব গান্ধির মুখ দেখা যায় না?
ছিপিয়েমও ছবি কালচারে চলে এল। কাল বুদ্ধ ও'ডায়ার সিঙ্গুরে সভা করতে গেছিলেন। সভামঞ্চের ওপরে বাঁদিকে দেখি জ্যোতি বসুর বিশাল বড় কাটআউট।
Bratin | ১০ জানুয়ারি ২০১১ ১৫:৪৯ | 122.248.183.1
কিন্তু তিনি তো দেহ রেখেছেন??
siki | ১০ জানুয়ারি ২০১১ ১৫:৪৭ | 155.136.80.174
এ তল্লাটে দেখি প্রভাকরণ খুব জনপ্রিয়। চতুর্দিকে কোনও এক তামিল নেতা, তার বিশাল বিশাল ফ্লেক্স হোর্ডিং, প্রভাকরণের সঙ্গে সোফায় বসে হেসে হেসে গল্প করছে, প্রভাকরণের সঙ্গে একটা তলোয়ারের ধার পরীক্ষা করছে, এইসব। লোগো দেখলাম একটা গোলমতো, তার মধ্যে বাঘের মুখ, ওটাই বোধ হয় LTTEর লোগো। আগাপাস্তলা তামিলে লেখা, তাই বক্তব্যটা বুইতে পরলাম না।
চেন্নাই পন্ডিচেরি ভর্তি প্রভাকরণ আর সে।
Bratin | ১০ জানুয়ারি ২০১১ ১৫:৩৩ | 122.248.183.1
রাহুল দেব বর্মন শোনো নি??
' শোন মন বলি তোমায় সব কোর প্রেম কোরো না, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না"..
ব্যাঙ, কালকে সৌরভের জন্যে প্রতিবাদ জানিয়ে SMS করলাম। উত্তর নেই কেন?
siki | ১০ জানুয়ারি ২০১১ ১১:৪০ | 155.136.80.174
আমি তো দিনের বেলায় জিমেল চেক করতে পারি না। পাই জেগে থাকলে আমার আপিস আইডিতে ফরোয়ার্ড করে দেবে?
নয় তো আমায় ফোন করো।
byaang | ১০ জানুয়ারি ২০১১ ১১:৩৫ | 122.172.46.200
শমীক/পাই মেল চেক কর। এক্ষুনি।
kd | ১০ জানুয়ারি ২০১১ ১০:৫৬ | 59.93.245.89
এই ক্যালরির কথায় মনে পড়লো। ও'দেশে একটি মেয়ে আমায় বলেছিলো, সেলেরিতে নাকি -১০ ক্যালরি - এমনিতে জিরো ক্যালরি আর চিবোতে খরচা হয় ১০। আর একটাও বলেছিলো, কিন্তু সেটা অসুব্বো, লেখা যাবে না, গুরুতেও না।
Bratin | ১০ জানুয়ারি ২০১১ ১০:৪৬ | 122.248.183.1
অনেক প্যারামিটার আছে। যথা গোলাপ টি কত দিনের পুরোনো, কি রঙের, কত বড় ইত্যাদি ইত্যাদি ঃ-))
Bratin | ১০ জানুয়ারি ২০১১ ১০:৪৩ | 122.248.183.1
ইয়ে ব্যাঙ কেমন নাকের ব্যাপার টা চেপে গেল ঃ-(((
pi | ১০ জানুয়ারি ২০১১ ০৯:০৪ | 72.83.86.24
গোলাপভাজায় কত ক্যালোরি ? হিসেব তো কত্তেই হবে। শুঁকলেও তো নয় নয় করে তার অদ্ধেক ক্যালোরি আপটেক হবেই। তবে ? বিবেচনার জন্য শুধু মিষ্টি কে রাখলেই হবে ?
kumudini | ১০ জানুয়ারি ২০১১ ০৮:৫৭ | 122.162.148.160
ইন্টেলি,আপনি-ই না "রোগা হইবার সহজ পদ্ধতিতে"র্যাট্স্স্স্দাদার সাথে চমৎকার সঙ্গত করেছিলেন।বেশ,বেশ দেখা হয়ে বড় আনন্দ হল।
বিলম্বিত শুভেচ্ছা,কিন্তু আন্তরিক।ক্যালরিফ্রী মিষ্টির বাসকো আর গোলাপের তোড়া।
M | ১০ জানুয়ারি ২০১১ ০৮:৪০ | 59.93.243.165
ইন্টেলিকে, বিহ্যাবাড্ডে............
achintyarup | ১০ জানুয়ারি ২০১১ ০৫:০৫ | 59.93.242.44
কিন্তু পত্রকার এবার ঘুমুতে যাবে। সক্কাল সক্কাল একটা আপিসে গিয়ে লাইন দিতে হবে। মন দিয়ে লাইন দিলে তবে যাওয়া যাবে বাংলাদেশ।
achintyarup | ১০ জানুয়ারি ২০১১ ০৫:০১ | 59.93.242.44
একটা জম্পেশ কবিতা পড়লাম। ওমিক্রনের লেখা
omi | ১০ জানুয়ারি ২০১১ ০৪:৪৭ | 151.141.84.194
অচিন্ত্য, কাজকর্মের ফাঁকে ফাঁকে কটা গপ্পো তো বলতে পারো টইয়ে টইয়ে বা কটা জম্পেশ কবিতা তো লিখতে পারো! তাইলে কেন লেখো না? ঃ-?
omi | ১০ জানুয়ারি ২০১১ ০৪:৪৫ | 151.141.84.194
আমি আছি। ঃ-) এই শেষ রাত হলো পত্রকারদের মহাযজ্ঞ। ঃ-)
achintyarup | ১০ জানুয়ারি ২০১১ ০৪:৩০ | 59.93.242.44
কেউ নেহি হায় ঃ(
achintyarup | ১০ জানুয়ারি ২০১১ ০৩:৩৬ | 59.93.242.44
ক্ষৈ হ্যায়?
omi | ১০ জানুয়ারি ২০১১ ০২:০৭ | 151.141.84.194
অক্ষদা, অনেক ধইনবাদ। এত কষ্ট করতে হবে না। ঃ-)
omi | ১০ জানুয়ারি ২০১১ ০১:৪৬ | 151.141.84.194
এই রে টাইপো হয়েছে। ফলহারিণী কালিকা।
omi | ১০ জানুয়ারি ২০১১ ০১:৪৪ | 151.141.84.194
কুনুডিনী, বাড়ী নবগ্রাম। জিওগ্রাফিটে বোঝাতে বলি, রেললাইন চলে গেছে উত্তর থেকে দক্ষিণ, লাইনের পুবে কোন্নগর, সেদিকে গঙ্গা আর পশ্চিমে নবগ্রাম, সেদিকে মহৎ সব ব্যাপার। মহাদেশ পরিষদ, সেবকসংঘ, সোশাল স্কোয়াড আর হরিসভা সব কাছাকাছি। ধর্মে ও জিরাফে আমাদের অনায়াস চলাচল বহুকাল থেকে। ঃ-) আছে গণবিজ্ঞান সংসদ, তারা সায়েন্স ফেয়ার আয়োজন করেন পূজার সময়, বেশ কয়েকদিন ব্যাপী চলে হয় বিদ্যাপীঠে(এটা বাংলা বয়েজ)আর নাহয় হীরালাল পাল বালিকা বিদ্যালয়ে। আরো পশ্চিমের দিকে চলতে থাকলে আছে জুনিয়ার স্কুল, এটি কোএড। মাঝে শিশুভারতী(সারদা স্মৃতি বিদ্যামন্দির) আছে সেটার একাংশ প্রাইমারী স্কুল, কেজিওয়ান থেকে ফোর আর অন্য অংশ হাইস্কুল। আর একটু দূরে উত্তর দিকে আছে সত্যভারতী, সেটিও ওরকম। শিশুভারতীর কাছে আছে অনুকূল ঠাকুরের খুব এক চকমক করা আশ্রম, সেখানে রোজ ভোরে "রাধাস্বামী " গান হয়। আশেপাশের লোকে কিন্তু খুব সাবধানে থাকে, পাছে শিষ্য করে ফেলতে চায়। ঃ-) আছে বর্গী আসার রাস্তা, সেখানে এখন বাস চলে। আরো পশ্চিমে চলতে থাকলে বাঁশ্বন ও ধানক্ষেত তারপরে বিরাট বটগাছ, তার নিচে ফলহরিনি কালির থান। গ্রীষ্মকালে বিশেষ তিথিতে পূজা হয়। আছে পহেলা বৈশাখের পথমেলার মাঠ, সেখানে নাগরদোলা-সেটা বাংলা গার্ল্স স্কুলের কাছে। এই হলো সংক্ষেপে বলা বিবরণ। আরো অনেক কিছু আছে, গোলোক মুন্সী পাড়া, গোলোক মুন্সী হসপিটাল, তাদেরই এক কীরকম নাতি সত্যজিৎ দা, তার কাছে আমরা ম্যাট্রিক্স আর সেট থিওরি শিখতাম। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন