এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৪৪ | 122.172.9.171
  • কোম্পানী তো জানি না। তবে দোকানটা চিনি। উল্টোডাঙ্গা স্টেশনের কাছে বাপির দোকানের ইঁদুরের বিষ অব্যর্থ। আমি উচ্চমাধ্যমিকের আগে একবার কিনতে গেছিলাম, কিন্তু দোকানদার আমাকে আগাপাশতলা মেপে বললো, "তোমাকে তো দেওয়া যাবে না'। খচে গিয়ে বললুম, "দেওয়া যাবে না কেন? বিনে পয়সায় কিনতে এসেছি নাকি?'
    ওমা, লোকটা বিচ্ছিরি করে হেসে বললো, "এইবয়সের ছেলেমেয়েদের আমি ইঁদুরের বিষ বেচি না'।
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৪১ | 151.141.84.194
  • এদের সেকেন্ডারি বা টার্শিয়ারী স্মোকিং লাগিয়ে মারতে হয়। ঃ-)
  • pipi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩৯ | 78.52.233.134
  • ব্যাংদি, ইঁদুরের বিষে মানুষ মরে?? তুমি ঠিক জান? মানে, ইঁদুরের বিষে তো ইঁদুরই মরে না দেখতে পাই। কোন কোম্পানী একটু বল না গো।
    তিমির ও বিষ ঢোঁড়া, মনে হয় না সুপুরি গাছের গোড়ায় লাগালে সুপুরি মরে ঝরে পড়বে।
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩৮ | 151.141.84.194
  • নিনা, এরেই তুমি পিলে বলেছিলে না? ঃ-)
    পিলে চমকে দিয়েছে।
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩৭ | 151.141.84.194
  • যাহা ইঁদুর তাহাই তিমি তাহাই বানর তাহাই কাঠবেড়ালি। কেন্দ্রগতং নির্বিশেষং। ঃ-)
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩৬ | 68.84.239.41
  • ওমি, আমার বাড়ীতে চুরি হয়েছে ঃ-((--আমি একজোড়া গপ্প প্রিন্ট করে স্টেপল করে গুচিয়ে রাখলুম--বরটা ট্রিপে বেরুলেই মন দিয়ে পড়ব---বর রওনা হল--কিন্তু গপ্পও কোথায় রওনা দিল রে বাবা! বরব্যাটা এয়ার্পোট থেকে ফোন করে খ্যা খ্যা করে হেসে বল্ল কি খুঁজছ? পাবেনা ওটা আমি নিয়ে এসেচি প্লেনে পড়ব ----রাগে আমার মাথা ধরে গেছে
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩৬ | 122.172.9.171
  • পিপি, বুঝলি না? ওটা হল গিয়ে প্লাসিবো বিষ। তিমির বিষ বললেই, লোকে চেখে দেখার আগেই টেনশনেই মরে যাবে। ইঁদুরের বিষ খেয়েই মানুষ মরে যায়, আর এ হল তিমির বিষ!
  • pipi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩৩ | 78.52.233.134
  • তা সে নয় ট্রেড সিক্রেট বুইলুম কিন্তু ক'টা মরেছে আজ অবধি সেইটা না জানলে খদ্দেরই বা নিতে যাবে কেন আর পাবলিকই বা সুপুরি দেবে কেন।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ০০:৩০ | 68.84.239.41
  • না দিলে মাথায় অত্ত চুল হয় কি করে শুনি? বাপরে ক্ষি চুলভর্তী মাথা!! চোখটোখ সব ঢেকে যায় থেকে থেকেই--
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:২৯ | 122.172.9.171
  • সত্যি, কুমু যে কোথায় গেল! বোধহয় রোগা হতে গিয়ে মুচ্ছো গেছে।
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • লামা নাকে তেল দেয়?????
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ০০:২৪ | 68.84.239.41
  • কিন্তু লামার এই বিচ্ছিরি অব্যেসটা কি করে বদলানো যায় বলতো? কুমু কই? ও কি বলে?
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 122.172.9.171
  • খ্যাক খ্যাক। এইটা হেব্বি দিয়েছ, নীনাদি। ঃ-))
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 68.84.239.41
  • কিন্তু সুপারিটা নিল কে?? ঐ টিম্ভাইর (এক্ষপেরিমেন্টেড কিনা তাও বলবে নিকো) ঘ্যাঁটের জন্যি এক ঠোঙা ডলার --তাপ্পর লামা ঘ্যাঁট খেয়ে, নাকে তেল দিয়ে লম্বা ঘুমুলো----তখন??
  • Tim | ১৮ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 198.82.18.205
  • ঃ-(
    বাড়ি যাই। মিলতে হ্যায় ব্রেককে বাদ।
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 122.172.9.171
  • পেমেন্টের আমি কী জানি? পেমেন্ট দেবো বলেছিলাম নাকি? আমার সংগঠনে কাজ করেছিস, এইটা জীবনপঞ্জিতে লেখার চান্স পাচ্ছিস, সেটা বুঝি ফ্যালনা? অর্থ নয়, মানই বড়। তাও যদি অর্থলোভ জয় না করতে পারিস, তাহলে নীনাদি এক ঠোঙা ডলার ফেডেক্ষ করে দেবে তোকে। ও আমার সংগঠনের ট্রেজারার কিনা।
  • Tim | ১৮ জানুয়ারি ২০১১ ০০:০৮ | 198.82.18.205
  • না না সেসব ট্রেড সিক্রেট। তাছাড়া ক্লায়েন্টের বারন আছে। কিস্যু বলা যাবেনা।
    ব্যাঙদি, আমার পেমেন্টটা কবে হবে?
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:০৬ | 122.172.9.171
  • নীনাদি, আমার বয়ে গেছে ও হতচ্ছাড়াকে খাওয়াতে। নেহাৎ হুতোটা বড্ড ভীতু, নার্ভের জোর নাই। নয়তো ভাতৃঘাতী হওয়ার সুপুরি পেয়েও কেউ হাতছাড়া করে!!
  • pipi | ১৮ জানুয়ারি ২০১১ ০০:০৫ | 78.52.233.134
  • হাট্টিমা, এই সল্যুশন টি কি ট্রায়েড অ্যাণ্ড টেস্টেড? কার উপরে টেস্ট করা হয়েছে জানান হোক আগে।
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ০০:০৪ | 122.172.9.171
  • কাগের ডিমের এক্সট্র্যাক্টটা বড্ড থকথকে। একটু ভুট্টার আটা মিশিয়ে নেব কি? ভালো আঁট বাঁধবে।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ০০:০১ | 68.84.239.41
  • আরে ব্যাং, গান্ধীবাণী হলঃ
    দোষি কো উতনা হি দন্ড দেনা চাহিয়ে তাকি য়ো অপাহিজ না হো জায়ে"
    তো লামাকে বরং এমন খাবার খাওয়া যে বেশ কসকে পেটটা খারাপ হয়--আর বড়ী বসে সারাদিন ধরে একবার করে বাথরুম আর ফিরে এসে একটু একটু করে কম্পুতে গল্প শেষ---ছাড়া আর কিচ্ছু না করতে পারে।
  • Tim | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৫৮ | 198.82.18.205
  • এক আউন্স হ্যান্ড স্যানিটাইজারের সাথে তিন আউন্স রাবার সিমেন্ট মেশাও। তাতে পৌনে দুই আউন্স করে মার্কারি, অরেঞ্জ ফ্লেভার আর কাগের ডিম এক্সট্র্যাক্ট দিও। এই পুরো সলুশনটা তিনশো পঁচাত্তর ফারেনহাইটে রাখো একরাত। তারপর ঠান্ডা করে তাতে আর্সেনিক মিশিয়ে পরিবেশন করো। চিনিও দেওয়া যেতে পারে, সামান্য।
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪৯ | 122.172.9.171
  • চুক্কর। এখন এপাড়ায় হেব্বি টেনশন। এখানে এখন একটা খুন করা হবে। হুতোকে খুনটা করার জন্য সুপুরি দিয়েছিলাম। কিন্তু হুতো নিল না। তাই এখন তিমি একটা মানুষমারার বিষ বানাচ্ছে। পারলে তুইও হাত লাগা। মানে সহজে খুন করার পদ্ধতি বল?
  • aka | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪৭ | 24.42.203.194
  • তবে বউ বলল, আমি নাকি হাইই তুলছি। এই এট্টু আগে ঘুম থেকে উঠলাম।
  • aka | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪৬ | 24.42.203.194
  • হাই তুলছি কই? হাই কইছি। একে বলে ভদ্রতা, কিসুই তো জানিস না দেখি।
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 122.172.9.171
  • তিমি, কদ্দূর?
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 122.172.9.171
  • সক্কাল সক্কাল হাই তুলছিস কেন?
  • aka | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪৩ | 24.42.203.194
  • হাই।
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৪২ | 122.172.9.171
  • ব্রতীন আজ অ্যাত্তো তাড়াতাড়ি পাততাড়ি গোটালি যে!
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৮ | 117.194.99.245
  • যাক!! এই বার আমি কাটি। সব্বাই কে শুভ রাত্রি।
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৬ | 117.194.99.245
  • তুমি বেনামে দিয়েছিলে তাই ফেরত যাওয়া যাবে না ঃ-))
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৫ | 122.172.9.171
  • লামার জন্যি। বালমুরুগনের পরে ভারবেলি! আরো একটা সম্ভাবনাময় নবীন গল্পের অকালমৃত্যু ঘটালো ব্যাটা। আর তার উপরে আমার পয়সায় দুনিয়ার ভালো ভালো খাবার খেয়ে নিল!! ঃ-((
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৫ | 117.194.99.245
  • কলি কলি ঘোর কলি!!
  • Tim | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:৩২ | 198.82.18.205
  • কার জন্য ব্যাঙদি? ঃ-)
    কার জন্য জানলে একটু সুবিধে হয় আরকি।
    বিটিডব্লু, ব্যাঙদিকে কাউন্টার কত্তে সেকেন ব্যাঙ এসেছেন। বালকবাবা শেষে ব্যাঙ হয়ে এলেন? ঘোর কলি।
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:২৮ | 117.194.99.245
  • আমার চেতল মাছের কেস টা সলভ করে দিলে হত না?
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:২৮ | 122.172.9.171
  • তিমি, একটা নেটবাহিত বিষের ফর্মুলা বানা তো, কুইক!
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:২৬ | 117.194.99.245
  • ধুর!! সে তো বিয়ের add এ । যেমন -উ.মা..
  • Tim | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:২৫ | 198.82.18.205
  • আরে বিজ্ঞাপনে ওরমই লেখে। আংশিক সময়ের জন্য। ঃ-)
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 122.172.9.171
  • আঃ সঃ জঃ!!!!!! তিমি, শরীর খারাপ লাগছে বুঝি? কাশিটা কি আজ খুবই বেড়েছে? এত বিসর্গের ছড়াছড়ি কেন?
  • Tim | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:১৮ | 198.82.18.205
  • আমি তো মাঝে মাঝে আসছি। সময় বড়োই কম।
    দে-দিকে একখানা বড়ো করে ক। ইঁদুর দৌড়ই বটে।

    হুতোদা (নববর্ষের বোনাস, আঃ সঃ জঃ), তরজাটা বন্ধ হয়ে গ্যালো?
  • byaang | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:১৭ | 122.172.9.171
  • কেন? আছি তো। যদিও লামা ভূতের গল্পের লোভ দেখিয়ে অ্যায়সান বোর করল বলে বেদম ক্ষেপে আছি।
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:১৫ | 117.194.99.245
  • আরে কাবলি দা ওনার কথাই তো আমি বলছিলাম। আমি ভেবেছিলম ২ লাইনের পদ্য লিখি তাই আমর মতন মহান কবি বুঝি আর নেই । তা উনি এক লাইনের বলে মহাভারত শোনালেন। কমা,দাঁড়ি,সেমিকোলন কোথাও কিচ্ছু নেই। ঃ-))
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১১ ২৩:১০ | 117.194.99.245
  • সকাল বেলা তেও ফাঁকা । রাতেও ফাঁকা । ভাটুরে রা সব গেল কোথায়?
  • r.h | ১৭ জানুয়ারি ২০১১ ২২:১৯ | 117.194.230.69
  • ডেঁপো ছেলে। যাও একটা পদ্য লেখো।
  • Tim | ১৭ জানুয়ারি ২০১১ ২২:১৫ | 198.82.18.205
  • হুঁ লামাদার ছবি দেখে এট্টু ঘাবড়ে গেছিলাম তো। আর হুতোকে কাবলিদার বাড়িতে দেখা ইস্তক দাদা বলা নিয়ে প্রবল অনুতাপ হয়। ;-)
  • Lama | ১৭ জানুয়ারি ২০১১ ২১:২৩ | 117.194.243.156
  • কোথায় যেন পড়েছিলাম, একাক্ষরী শ্লোক-

    ঝি,
    কি?
    ঘি!
    দি।
  • Lama | ১৭ জানুয়ারি ২০১১ ২১:২১ | 117.194.243.156
  • হ্যাঁ হ্যাঁ। কাবলিদাকে আর আমাকে তো ছোকরা ছোকরা দেখতে বটেই
  • kd | ১৭ জানুয়ারি ২০১১ ১৮:৩২ | 59.93.204.3
  • আরে কার্তুজ। বলো বলো কী কোশ্ন আছে। আমি তো বেকার, সারাক্ষণই ভাটে আছি। তবে কিছু পোস্ট করতে গেলে এত আস্তে টাইপ করি যে ভাট বেশ কিছু পাতা এগিয়ে যায়।

    তবে তুমি তো কীসব ছন্দ-টন্দ নিয়ে জিগাও, সেসবের উত্তর দেওয়া দূরে থাক, আমি তো প্রশ্নটাই বুঝি না।

    কবিতার কথায় মনে পড়লো, মেলার মুক্তমঞ্চে এই ক'দিনে কমকরে লাখখানেক কবি/কবিনী নিজেদের কীর্তিকলাপ হাজির করলেন। আমাদের টেবিলটা ছিলো মুক্তমঞ্চের প্রায় মুখোমুখি। তাই আমাদের ভাগ্য (সু না দু, পসন্দ অপনা অপনা), সে সব শুনতে হয়েছে।

    এর মধ্যে একজনের কবিতা স্মরণীয়। উনি পাঁচটি 'এক লাইনের কবিতা' শোনালেন (শোনাবার আগে তাই তো বললেন)। তো ভাবলুম, আইডিয়াটা মন্দ নয়, কীসব মেলাতে টেলাতে হয়, তার ঝামেলা নেই - হয়তো এই স্টাইলে আমিও কব্‌তে লিখতে শুরু করতে পারি।

    ওরে বাবা! এক লাইনে যে উপন্যাস লেখা যায়, জানতুম না। সত্যিই তো, একটা লাইন যে কত বড় হতে পারে, তার কি কোনো লিমিট ধার্য করা আছে?
  • kumudini | ১৭ জানুয়ারি ২০১১ ১৭:৪৬ | 59.178.57.151
  • রাইট,দুদিনের জীবন,মনকে মুষড়ে যেতে না দেওয়াই ভাল।
  • Kartuj | ১৭ জানুয়ারি ২০১১ ১৭:৩৯ | 121.244.209.245
  • আরে না না, মনখারাপ করব কেন? তবে ছবিগুলো দেখছিলাম তো। কিছু জিগেস করলে উত্তর পেলে ভালো লাগে। বিশেষ করে যখন অনেকেই আছে দেখতে পাচ্ছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত