এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১২:০১ | 173.163.204.9
  • নাহ আমাকেও রিকনসিডার কত্তে হচ্ছে! ভুতো যদি পারে তবে আমরাই বা পারবোনা ক্যানো!
    আপাতত ঘুমোতে যাই। সক্কলকে গুন্নাইট।
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ১২:০০ | 184.225.63.37
  • শিঙ-ওলা ব্যাং!!!
  • kd | ২১ জানুয়ারি ২০১১ ১২:০০ | 59.93.196.5
  • ব্যাঙদিদি, ডিডিকে 'ডিডি' বলে ডাকতে অসুবিধে কী? 'দা' তো বিল্ট-ইন। ঃ)
    আর ইচ্ছে হ'লে আমায় 'কাবলে' বলে ডাকতেই পারো। এই ভিকিই তো 'কাবলেবুড়ো' বলে। খারাপ লাগে না তো!

    (শিং ভেঙে বাছুরের দলে ভিড়েছি। আমার কাছে acceptanceই বড় কথা - সেটাই আসল পাওয়া। কে কী বলে ডাকলো তা totally immaterial)।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১১:৫৮ | 122.172.44.90
  • ভূতো ভালো ছেলে!!! সে ব্যাটাও আজকাল আমাকে তুইতোকারি করা শুরু করেছে। ধমক দিলে কান এঁটো করে হেসে আবার তুই তোকারি শুরু করে। এমন নির্লজ্জ!! ঃ-(( আমারই ভুল হয়েছিলো, শিং ভেঙ্গে বাছুরদের দলে আড্ডা দিতে আসাটা।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:৫৩ | 173.163.204.9
  • এইরে! তাইলে তো আবার মামুকে টইতে চাইল্ড লক লাগাতে হবে কাত্তুজের জন্য! কাজ বাড়ালো দেখছি।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:৫১ | 173.163.204.9
  • এইযে এজ গ্রুপের কথা বল্লি, এইটা সবারই মোটামুটি কমন লজিক। শুধু একেকজনের জন্য কাট-অফটা একেকরকম।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১১:৫০ | 121.244.209.245
  • আবার কাত্তুজ বলে। আমি এখন থেকে কাজু।

    মাসি বলতে বলে নিজেই বিপদ বাধাচ্ছ কিন্তু। আমার কিন্তু মাসিমা বললেই মালপো মনে চলে আসে। তার চেয়ে বরং ব্যাং জেঠিমা বলব খন। তা সেই হিসেবে অন্যদেরও কাকু কাকিমা জেঠু জেঠিমা বলব না হয়। একটু বেশী টাইপ করতে হবে এই যা। সে ঠিকাছে। আপত্তি নেই তো কারুর?
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১১:৪৫ | 155.136.80.174
  • এইসব দিক দিয়ে ভূতো খুব খুব ভালো ছেলে। ঃ)
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১১:৪২ | 122.172.44.90
  • ওরে কাত্তুজ, তোকে আমার হিসেবে ধরবো কি! তোর তো আমাকে ব্যাঙমাসি বলে ডাকার কথা।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১১:৪১ | 122.172.44.90
  • হুঁ, আমারও অনেকদিন ধরে নীনা, কল্লোল, ডিডি, কাবলে, এসব বলে ডাকার শখ। কিন্তু কতটা ক্যাল খাবো আন্দাজ করে উঠতে পারি না বলে ডেকে উঠতে পারি না। তবে আজ থেকেই নীনা বলে ডাকতে শুরু করলাম। নীনার ক্যালকে পরোয়া করি না।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:৩৮ | 173.163.204.9
  • ঃ-)
    না না চাটছিনা। তবে স্টেটমেন্টটা এতক্ষণে একটু সলিড হলো। ঃ-))))
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১১:৩৫ | 155.136.80.174
  • টিম যদি চাটতে চাস, তো চাট। ঃ)

    তবে আমার মনে হয় শ্বশুর শাশুড়ি অবধি যাবার আগে এই প্রশ্নটা করা উচিৎ ছিল, ব্যাংদি যদি নয়, তবে নীনাদি কেন, ন্যাড়াদা কেন, কল্লোলদা কেন, দীপ্তেন্দা কেন।

    সম্ভবত এজ গ্রুপ বলে একটা ব্যাপার আছে। সেটা ধরে একটা অ্যাভারেজ কষলেই উত্তরটা পেয়ে যাবি।

    বয়েসের দিক থেকে ধরলে ব্রতীন, সৈকত, অরিজিৎ, রঙ্গন, বোধি, দময়ন্তী, এরা প্রত্যেকে আমার থেকে বয়েসে বড়। এমংকি অর্পণও। কয়েক মাস থেকে কয়েক বছরের বড়। তা, ফ্র্যাংকলি বলতে গেলে, আমি তো এখানে দাদাভাই সম্পক্কো পাতাবার জন্য আসি নি, এসেছি সমমানসিকতার কিছু লোকজনের সঙ্গে ভাটাতে। সেখানে, আমার মনে হয়, নামই কাফি। যাঁরা একেবারেই আমার এজগ্রুপের বাইরে, তাঁদের দাদা-দিদি বলে ডাকি, সেটা ঠিক সম্পর্কের খাতিরে নয়, সেটা নিশ্চয়ই তোকে আলাদা করে বোঝাতে হবে না ঃ-))))
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১১:৩২ | 121.244.209.245
  • আমার এক কোলিগেরও উক্ত অভ্যেস আছে। শ্বশুর-শাশুড়ীকে কি ডাকবে এখনো ঠিক করে উঠতে পারেনি বিয়ের ৪ বছর পরেও। সে তাই সম্বোধন করাটাই কাটিয়ে দিয়েছে। কোনোক্রমে কাজটা চালিয়ে নিচ্ছে আর কি। তো আমি একদিন পরামর্শ দিয়েছিলাম, ওনাদের যথাক্রমে শশ আর শাশ বলে ডাকতে। বেশ নতুনত্ব হবে।

    ব্যাংদি যে দিদি শোনার জন্যে এত উদগ্রীব, আমি তো এখানে সব মহিলাকেই দিদি বলে ডাকি। তাও যদি একটু নেকনজরে পড়তে পারি। তা কোথায় কি। ব্যাংঅদি আমারে ধর্তব্যের মধ্যেই আনে না।
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ১১:৩০ | 184.225.63.37
  • কোলা ব্যাং, সোনা ব্যাং, গেছো ব্যাং ইত্যাদির পর কলিযুগে বিশ্বাসী ব্যাং।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:২৮ | 173.163.204.9
  • আহা দুঃখু কোরোনা। এক্‌খুনি বিপ্লব হচ্ছেনা। ইপ্পি ফিরুক, তারপর আমরা একটা মিটিন করে ঠিক করবো।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১১:২৫ | 122.172.44.90
  • ইপ্পির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, সে কক্ষনো আমাকে অমন দুঃখু দিতেই পারবে না।
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ১১:২৩ | 184.225.63.37
  • ব্যাঙের ডানা গজায় না। ইস্‌স্‌স্‌, কি দুঃখ, কি দুঃখ। সিমপ্যাথি দিলুম।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:২২ | 173.163.204.9
  • সেইটা তো বুইলাম। কিন্তু মিঃ অমুকের বদলে কাকু ক্যানো? ঃ-)
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:২১ | 173.163.204.9
  • এইযে দিদি বলা বন্ধ করা, এইটাও ইভোলিউশন। এইটা এক একটা স্টেপে হচ্ছে। এখনও অবধি অপ্পন, শমীক এরা দিদি বলা বন্ধ করেছে। এরপরের স্টেপে আমি অভ্যু আর ইপ্পি। এইভাবে কের্মে কের্মে হবে। ;-)
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১১:২০ | 155.136.80.174
  • লজিকটা এক্ষপ্যান্ড করলে দাঁড়ায় নিজের বাপ-মা ছাড়া অন্যলোককে বাপ-মা বলে ডাকতে আমার ইচ্ছে করে না। ঃ)
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১১:১৯ | 122.172.44.90
  • দ্যাখো! শিবু সব জানে, কিন্তু জেনেশুনেও কোশ্নো করে! আর তাছাড়া শমীক, অর্পণ, আকা, ব্রতীন এরা সবাই আমাকে ব্যাঙদি বলেই ডাকতো আগে। ইদানীং সব কটার ডানা গজিয়েছে, দেখছি।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১১:১৬ | 173.163.204.9
  • বেথের লজিকটা ঠিক বুঝলাম না। বাবা-মা র থেকে কাকু-কাকিমা কিভাবে আলাদা? মানে, কিছু ডাকতে ইচ্ছে না হলে তো কাকু-কাকিমাও ডাকার কথা না। জাস্ট একটা খটকা আর কি। ঃ-)
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ১১:০৭ | 184.225.63.37
  • ওহে ব্যাং, ইভোলিউশনে ব্যাঙেরা আগে এসেচে বলে সব মানুষই পিচ্চি পিচ্চি ব্যাঙদেরও দিদি ডাকবে নাকি?
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১১:০৫ | 122.172.44.90
  • ভুলেই গেছিলাম, শিবুরও আমাকে ব্যাঙদি বলে ডাকার কথা।
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ১১:০৩ | 184.225.63.37
  • ব্যাং সব্বাইকে সহবৎ শেখাচ্ছে, কিন্তু আমাকে শিবুদা না বলে শিবু ডাকে কেন?
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১০:৫২ | 155.136.80.174
  • ক্ষী আকুলি-বিকুলি ঃ)

    (ফ্র্যাংকলি, আমার কাউকে দাদা-দিদি বলে ডাকতে ইচ্ছে করে না, আমাকে কেউ দাদা বলে ডাকুক, তাও পছন্দ হয় না। আমি নিজের শ্বশুর-শাশুড়িকে পজ্জন্ত বাবা-মা বলি না, কাকু-কাকিমা-ই বলি)
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:৪২ | 122.172.44.90
  • গ্রাহাম স্টেইন্স হত্যার রায় বেরিয়েছে। দারা সিংয়ের যাবজ্জীবন হল।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:৩৮ | 122.172.44.90
  • ব্রতীনের দেখাদেখি তুই আর অর্পণ দুজনেই দিদি বলা বন্ধ করে দিয়েছিস। (শমীককে বললাম)
    এখন শুধু অভ্যু, তিমি, হুচি, ইপিস্তা এরাই আমার ভরসা।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:৩১ | 122.172.44.90
  • *মান দিতে জানে।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:২৯ | 122.172.44.90
  • কারণ তিমি তোর মত অসভ্য নয়, ভদ্রতা-সভ্যতা জানে, মান্যি মানুষকে মান দিতে জনে। আমাকে ব্যাঙ না বলে ব্যাঙদি বলে ডাকে। এবার বুঝলি?
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ১০:২৩ | 97.81.104.75
  • জলচর বা উভচরদের ব্যাপারই আলাদা!
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১০:২১ | 155.136.80.174
  • কাল রাতের ভাট পড়ে একটা কূট প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।

    ব্যাং তিমিকে "বর' দিতে চাইছে কেন? তিমি কি ... ???
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১০:১৪ | 155.136.80.174
  • ইন্টারনেটের মায়াপাতার মোহ যে কী জিনিস ... আমরা যারা নেট নিয়ে দিনরাত্তির ঘাঁটাঘাঁটি করি তারা অল্পস্বল্প বুঝি, কিন্তু ম্যাঙ্গো জনতার যে কী ঝাড়!!

    গেল মাসে আমাদের সোসাইটির এক পাব্লিকের দেড় লাখ চোট গেছে। যেমন হয়ে থাকে, ঠিক আইসিআইসিআই-এর লগিন পেজের মত দেখতে একটা পেজ বানিয়ে তার কাছে মেল করেছে, সিকিওরিটি চেকিংয়ের জন্য আপনার আইডি পাসওয়ার্ড এখানে এন্টার করুন। নইলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সে পাবলিক ব্যাংকে ভেরিফাই না-করেই সোজা সেখানে লগিন করে সাবমিট করে দিয়েছে। পরদিনই তার ট্যাঁক থেকে দেড় লক্ষ হাওয়া। সবাইকে আবার সেই মেলটা ফরোয়ার্ড করেছে। একটিবার যদি খেয়াল করত যে ওপরে অ্যাড্রেস বারে আইসিআইসিআইয়ের বদলে অন্য কিছু ইউআরেল দেখাচ্ছে ...
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:১০ | 122.172.44.90
  • হ্যাঁ, আমিও এবার উঠবোই।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৯ | 97.81.104.75
  • এই যদি এখন ট্যান থাকত তো দু কথা শুনিয়ে দিত। ঘ্যাঙোর-ঘ্যাঙ বেশিক্ষণ চলবে না - তাছাড়া আমিও আজ্জোর পথ অনুসরণ করব, নইলে আজ ঝগড়া করে দেখিয়ে দিতাম, হ্যাঁ।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৮ | 122.252.231.10
  • আর কারো যদি এইরকম হঠকারিতা করার পরে নিজের উপর ঘেন্না জন্মায় তাহলে তো ভালোই লাগা উচিত। ছেলে মেয়ে নির্বিশেষে। খারাপ লাগবে কেন?
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৮ | 122.172.44.90
  • এতে স্বজাতীয়প্রীতির ব্যাপার নেই। একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি। মেয়েটা একটা ঘোরের মধ্যে থেকে এই কাজটা করেছে। ওর স্বাভাবিক বিচারবুদ্ধিযুক্তি এগুলো যদি কাজ করতো, এরকম কিছু করতো বলে মনে হয় না।
    ব্রতীন, উত্তর দিয়েছি।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৬ | 122.252.231.10
  • হ্যাঁ, আমিও আপিসে গেলুম।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৬ | 97.81.104.75
  • কেন? বরের জন্যে নয় কেন?? তার সঙ্গে প্রতারণা কী কম হল? হয়তো বা বিষটাও তারই টাকায় কেনা। কম্পিউটারটা তো বটেই, আমি মোটামুটি শিওর।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৫ | 122.252.231.10
  • লাস্ট লাইনটা ব্যাঙ কোত্থেকে জানল?
  • aka | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৫ | 24.42.203.194
  • যাক চল্লুম। গুন্নাইট।
  • aka | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৪ | 24.42.203.194
  • সরি অতি প্রবল হবে ওটা।
  • aka | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৪ | 24.42.203.194
  • প্রবল স্বজাতীয় প্রীতি।
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ১০:০৩ | 122.172.44.90
  • মেয়েটার বরের জন্য আমার মোটেই খারাপ লাগছে না। মেয়েটার বাচ্চাদের জন্য খুব খারাপ লাগছে, যার কিনা তাদেরকে সব বিপদ থেকে আগলে রাখার কথা ছিল, সেই তাদের সঙ্গে এরকম প্রতারণা করলো! বাচ্চাগুলো আর জীবনে কাউকে বিশ্বাস করতে পারবে বলে মনে হয় না।
    আর মেয়েটার এখন নিজের উপর কতটা ঘেন্না হচ্ছে ভেবে খারাপ লাগছে।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১০:০০ | 117.194.99.245
  • কালকের করা সেদ্ধ পিঠে গুড়ে ডুবিয়ে খেয়ে এলাম। লোভ দিও না যেন!!

    ব্যাঙ মেলিয়েছি।
  • aka | ২১ জানুয়ারি ২০১১ ১০:০০ | 24.42.203.194
  • কি আর হবে অনেকদিন আগে যা হওয়া উচিত ছিল এবারে তাই হবে অর্থাৎ পাগলাগারদে দেবে অথবা জেলে দেবে। অন্যান্য লোকেদের পক্ষে বিপজ্জনক। নিজের ছেলে-মেয়েকে যে বিষ দিতে পারে সে খুব স্বাভাবিক নয়।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ০৯:৫৯ | 97.81.104.75
  • বাপু হে, খারাপ লাগলে মেয়েটার বরের জন্যে লাগা উচিত। এই মেয়েটার আর কী হবে - কিছুদিন মামলা চলবে - হয় তো বা ক'বছর জেলও হতে পারে - আর কী?
    তারপর পারলে আবার হয়তো ফেসবুক অ্যাকাউণ্ট খুলবে !
  • byaang | ২১ জানুয়ারি ২০১১ ০৯:৫৬ | 122.172.44.90
  • কী হওয়া উচিৎ, জানি না। কিন্তু খুব খারাপ লাগছে মেয়েটার কথা ভেবে। মানুষ কোন মানসিক অবস্থায় কোন কাজ করে বসে, তার হদিশ পাওয়া খুব শক্ত বলে মনে হয় আমার।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ০৯:৫৪ | 97.81.104.75
  • তো এই রকম মেয়ের কী হওয়া উচিত?
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ০৯:৫৩ | 122.252.231.10
  • ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

    আমি কেন ভাবতে যাবো!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত