এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৪:১৪ | 122.248.183.1
  • আহা ঘন খেঁজুরের গুড়ে ডুবিয়ে ডুবিয়ে পিঠে খাবার মজাই আলাদা।
  • til | ২০ জানুয়ারি ২০১১ ১৪:০৪ | 220.253.65.196
  • ইয়েস, নলেন গন্ধের এসেন্স বেরিয়েছে। আমিই অবাক। গতবছর পাটালি (গুড়) কিনেছিলাম, পরে খেয়ে দেখি চিনির ডেলা (মিশ্রিত)। এবছর চেপে ধরাতে বললো, খেজুর গাছই কাটিনি (process) তো অত রস কোথায় পাবো +চিনির দাম ও গুড়ের দামে এত পার্থক্য যে পাইল (ভেজাল) দিতেই হয়। সত্যিই তো, হক কথা। আলু তো মাটিতে হয়, তার গায়ে সুরকীর গুঁড়ো ই বা কি করে লেগে থাকে।
    ভেলিগুড়, চিনি ও এসেন্স মিশিয়ে দিব্যি পাটালি (নলেন) হয়।
    আমার বাড়ী বর্ডার থেকে ৫ মিনিটের পথ, আমার বন্ধুর বাড়ী কাঁটাতারের ওপারে। যদিও ইন্ডিয়া তবু বাঙলাদেশের আবদারে ৫০ মিটার ছেড়ে তারের বেড়া দিতে হয়েছে বলে এই অবস্থা। কয়েকটা নির্দিষ্ট গেট পেরিয়ে তবে এদেরকে ভারতে আসতে হয় এবং ফেরা সন্ধ্যের আগেই + সর্বদা ভোটার কার্ড সঙ্গে রাখা জরুরী। এইরে অন্য প্রসঙ্গে চলে এলাম।
  • de | ২০ জানুয়ারি ২০১১ ১৪:০২ | 203.199.33.2
  • পরিবত্তনের পরবত্তি পরিবত্তনো খুব জলদি হবে :))
  • de | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৫৯ | 203.199.33.2
  • না:! এমনিই জিগালাম -- সাঁঝের খুব মজা হবে তবে কাল!!
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৫৫ | 155.136.80.174
  • না। কাল রাতে যাব।

    ক্যানো?
  • de | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৪৫ | 59.163.30.4
  • সিকি কি দিল্লীতে ফেরত গ্যাছো?

    অপ্পন :)))
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৪৩ | 122.248.183.1
  • কুমু দি যাবার ইচ্ছে ছিল কিন্তু হবে না বৌ তাড়াতাড়ি যেতে বলেছে।

    দে ধন্যবাদ। পরিবর্তন আসবেই। তবে কতদিন থাকবে জানি না। ঃ-))
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৪২ | 155.136.80.174
  • ইয়ে, আমাদের পাড়াতেও তাই। রিলায়েন্স ফ্রেশ, বিগ বাজার, স্পেনসার, ইজি ডে, সব্বাই সবজি রাখে, কিন্তু নট অ্যাজ ফ্রেশ অ্যাজ হাটের সবজি।
  • Arpan | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৪১ | 204.138.240.254
  • ঃ-)

    পেঁয়াজ - luxury ঃ খাদ্যমন্ত্রীর মন্তব্য পশ্য (পেঁয়াজ না খেলেই হয়)
    পেট্রোল - comfot ঃ না পোষালে হেঁটে বেড়ান
    বিয়ার - needluxury আর comfort না থাকলে যেটা জরুরি
  • de | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৩৭ | 59.163.30.3
  • বম্বেতে রিলায়েন্স ফ্রেশ জস্‌স্‌ট অখাদ্য -- শুকনো সব্জি পড়ে থাকে!
  • Arijit | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৩৫ | 61.95.144.122
  • একটা মেল পেলাম -

    "For the first time in the history of mankind, "need", "comfort" and "luxury" are sold at the same price in India. Onions - Rs. 65, Petrol - Rs. 65, and Beer - Rs. 65.'

    ঃ-)
  • de | ২০ জানুয়ারি ২০১১ ১৩:৩২ | 59.163.30.3
  • ব্রতীনকে হ্যাবাড্ডি! সব স্বপ্ন পূরণ হোক -- পরিবত্তনেরো!!
  • kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৩:২৩ | 59.178.39.40
  • ব্রতীনের আজ কি প্রোগ্রাম?সন্ধেবেলা ভাটে যাবে?
  • kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১২:৫৫ | 59.178.39.40
  • হ্যাঁ ,তিলস্যার জানি তো।সন্দেশে /অন্য মিষ্টিতে দেয়।গায়ে মাখার জন্য নয়।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১২:৫০ | 122.248.183.1
  • ইয়ে, গায়ে পিঁপড়ে ওঠবে তো!!
  • shrabani | ২০ জানুয়ারি ২০১১ ১২:৪৯ | 124.30.233.85
  • চটি গেস করার প্রাইজ ডিক্লেয়ার হয়েছে?
  • lcm | ২০ জানুয়ারি ২০১১ ১২:৪৭ | 69.236.184.33
  • তিল, ব্যাপারটা কি বলো তো। নলেন গুড়ের পারফিউম বেরিয়েছে নাকি?
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১২:৪১ | 155.136.80.174
  • রান্নার গ্যাসের দাম বাড়ার পর যদি বলে, রান্না না করলেই হয়, তাহলে তো ল্যাঠাই চুকে গেল! সব দলে দলে মেট্রো চ্যানেলে আর যন্তর মন্তরে গিয়ে সালোকসংশ্লেষ করব ঃ-)
  • til | ২০ জানুয়ারি ২০১১ ১২:৪১ | 210.193.178.129
  • জনগণ (কুমুদি ইন পার্টিক্যুলার) কি জানেন যে আজকাল নলেন গুড়ের গন্ধের এক্‌স্‌ট্‌র্‌য়াক্ট (সিন্থেটিক) বেরিয়েছে?
    পরে লিখছি।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১২:২৮ | 122.248.183.1
  • এবার যদি বলে পেট্রোল র দাম বাড়লে চেঁচামিচি কেন? না ব্যবহার করলেই হয়। তখন??
  • shrabani | ২০ জানুয়ারি ২০১১ ১২:২৬ | 124.30.233.85
  • খারাপ কেন বলেছে, পেঁয়াজ নিয়ে এত হইচইয়ের কী আছে! কতলোকেই তো জৈনদের মত বিনা পেঁয়াজ রসুনেই রান্না করে!
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১২:২৬ | 155.136.80.174
  • রিলায়েন্স ফ্রেশে ফ্রেশ সবজি পান আপনারা?

    ক্ষী ভালো জায়গা! আমাদের শনিবারের হাট ভালো।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১২:২৩ | 122.248.183.1
  • টিম, হুতো, কুমু দি অনেক ধন্যবাদ ঃ-))
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১২:২১ | 155.136.80.174
  • বাহ্‌, রসিক মহারাজ তো!
  • kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১২:২০ | 59.178.39.40
  • পেঁয়াজ আমাদের পাড়ায় ৮০ হয়ে গেছে।অবশ্য easyday/reliance fresh-এ দাম কম,কিন্তু পেঁয়াজ-ও বাজে।
  • kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১২:১৭ | 59.178.39.40
  • ব্রতীন,জন্মদিনে অনেক শুভেচ্ছা,ভালবসা।
    লুচি,কষা মাংস,ভেটকি ফ্রাই,নতুন গুড়ের লাল পায়েস,পাটিসাপটা।
    অনেক আনন্দ নিয়ে এই দিন অনেক বার ফিরে আসুক।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১২:১৫ | 122.248.183.1
  • গত রবিবার মহারাজ কে নিয়ে আমাদের গ্রামে যাচ্ছিলাম। উনি বললেন ' পেঁয়াজের দাম নিয়ে শরদ পাওয়ার কে অনেক প্রশ্ন করা হলে উনি নাকি বলেছেন বেশী দাম তো না খেলে ই হয়। তাই শুনে এক দুষ্টু সাংবাদিক নাকি বলেছে ভাগ্যি ভালো উনি টেক্সটাইল মিনিস্টার নন'
  • r.h | ২০ জানুয়ারি ২০১১ ১২:১৩ | 203.132.214.11
  • ব্রতীন্দাকে হ্যাবাড্ডে।
    আজ নাকি পেট্রল, পেঁয়াজ, বীয়ার- সব প্রতি ইউনিট ৬০টাকা দর। কবির সাম্যবাদের কল্পনা আজ বাস্তব।
  • lcm | ২০ জানুয়ারি ২০১১ ১২:১০ | 69.236.184.33
  • ১০০টাকা/কিলো ডালের জন্য দায়ী ডালমন্ত্রী।
  • Sibu | ২০ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 173.152.98.187
  • ইংরাজীটা বাজে। তাপ্পরে ১০০ টাকা কেজি ডাল নিয়ে কমপ্লেন করেছে। মনে হয় ছোটলোক।
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ১২:০২ | 173.163.204.9
  • ব্রতীনদাকে হ্যাপি বাড্ডে। ঃ-)
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১১:৫৯ | 155.136.80.174
  • এটা তুলে দেবার লোভ সামলাতে পারলাম না।

    এখানে এক ছেলের সাথে আলাপ হয়েছে, কট্টর সিপিয়েম। তো, জাস্ট খোরাক করবার জন্য তাকে আজকের আবাপ থেকে একটা পেজ ফরোয়ার্ড করেছিলাম, যেটায় কাল বুধো-চিদুর বৈঠকের কথা আছে।

    নিচে তার রিপ্লাই ঃ-))))))

    I don't know what anadabazar told, persons who likes bazar , suck common people daily roti -roji. may feel goods

    Pl shut up for ever!!!!!!!!!!!!!!!!!!!!!!
    These people earning lots of money, loving people is a trade for them. It is well known from start of history , US/NATO blue -eyed serbian president is now accused of illeagal trafling of human organs, He orginsed very famous revolution against Belo-russian region , killed so many people and smuggled human organs and from these one golden regime has been establised in bosnia/serbia .

    Iraq is now in heaven after discovering "utopian leathal weapon" by most admirable democracy in the world.

    In Nandigram 14 people died , 8 people died by police , who killed rest 6, why only 13 people took compensation , who is 14 th person. In netai village , all CPM supporters outcased for months and they started firing ..................Yes they are modern KALIDAS/ KHUDIRAM.

    You'll be happy that yesterday 40 people admitted to hospital and one 60 years people died. They are all HARMADs, eating one/two dry roti and carry nuclear bomb for SUJAN samaj/ elite people /Bazari media.

    If CPM people died by some TMC goon , ur BAZARI media mentioned "one person died by flower throwing by nobel wide hearted person" though in 7 th page 8th column. If SASODHAR mahato died then WB is no longer place to live for human, only HARMAD/VULTURE can stay there. And that news should be in WORLD head line.

    Only in Begal, adminstration got little successs against MAOIST over all maoist efffected state in recent times , Beacuse 340 boka HARMAD forgot thier value of life. Killing of HARMAD is human rights of MAOIST-TMC, and supporting them is bread & butter for u people,

    People may be fooled for once or twice , but when they purchase 100@kg dal , they know what is what. And u people in good disguise alwasys trying to apply boroline on the face of people.
    Why in disguise? come and keep the flag of BAZARI paper and parties.

    Again shut up!!!!!!! people are cautioning all bazari fellows .
  • lcm | ২০ জানুয়ারি ২০১১ ১১:৫৭ | 69.236.184.33
  • ছেলে ছোকরার দল
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১১:৫৫ | 155.136.80.174
  • এরা ক্যামন ডেকে ডেকে নিজেদের বয়েসে বড় বলে প্রতিপন্ন করতে চায়! দিদি বলতে হবে, দাদা বলতে হবে, হুঁঃ যত্তসব!!আমার বাপু পোষায় না ঃ(
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১১:২২ | 122.248.183.1
  • আরে সেদিন কাবলি দ র বাড়িতে বললাম না আমি ৯১ উচ্চ মাধ্যমিক। তুমি ই আমার থেকে ছোটো
  • lcm | ২০ জানুয়ারি ২০১১ ১১:১৫ | 69.236.184.33
  • সেকি! বোতিন-এর মন অপরিণত ! জন্মদিনে নিজের সিক্রেট ফাঁস!
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ১১:১৪ | 122.172.40.179
  • ব্রতীন কি ব্যাঙদি বলে ডাকা ছেড়েই দিল?
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ১১:১০ | 122.248.183.1
  • ব্যাঙ,শমীক,অভ্যু, kc, তিল দা ধন্যবাদ । ঃ-)))

    শমীক বয়েস বেড়ে গেলে ক্ষতি নেই হেমন্ত বাবু বলে গেছে 'বয়েস বাড়তে চায় বাড়ুক শুধু মনে বয়েস বাড়তে দিও না' ঃ-))
  • til | ২০ জানুয়ারি ২০১১ ১০:৪৩ | 210.193.178.129
  • ব্রতীন,
    "তু জীয়্যে হাজারো সাল"- ছবির নাম দশ লাখ, জীতেন্দ্র, ববিতা।
    --
    গানের লাইনটা দেখি কং (ই) ধার করেছে, সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানতে কিন্তু বেচারীদের সাহস হয়নি, পেয়ারসে তু বলতে! দেখলাম আপ করে দিয়েছে। ( সূঃ কলকাতায় পোস্তার)
  • kc | ২০ জানুয়ারি ২০১১ ১০:১০ | 194.126.37.76
  • ব্রতীন, শুভ জন্মদিন।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ০৯:২৮ | 97.81.87.34
  • ব্রতীন্দারে হ্যাবাড্ডি
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ০৯:২০ | 155.136.80.174
  • ব্রতীন, বুড়ো হয়ে গেলে তা'লে?

    হ্যাবাড্ডি, হ্যাবাড্ডি।
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ০৯:১৮ | 122.172.40.179
  • ব্রতীন, হ্যাপি বার্থডে।
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ০২:০৫ | 151.141.84.194
  • ঐ কবির কিছু সিগ্নেচার লাইন আছে, যেমন বর্ষাপাহাড়ের পিঠ, যেমন আখখুটে, যেমন চন্দ্রহার নদীর গল্প-ওসব দেখেই কবিরে চিনিয়া লই চিনি মিশাইয়া। ঃ-)
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ০২:০৫ | 198.82.20.86
  • হুম বুদ্ধি হ্যাজ। যাই, একগাদা কাজ। ঃ-)
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ০২:০২ | 151.141.84.194
  • বুঝলাম এরা সবাই। একই। কেন্দ্রগতং ইত্যাঃ
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ০২:০১ | 151.141.84.194
  • অচিন্টু, চমৎকার লিখেছ।

    কিন্তু আভ্যুদয়িক আর নিয়মভঙ্গ তো বললো না কেউ!
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ০২:০১ | 198.82.20.86
  • হ্যাঁ/ হ্যাঁ এবং হ্যাঁ। এবার বোঝো ঠ্যালা! ঃ-)
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ০২:০০ | 151.141.84.194
  • ইমোটা কিন্তু দারুণ। সচলে ওটা দেখেই যারে কয় আই ইম্প্রেসড।(সোডাজলের সেই চমস্কি অধ্যায় ঃ-))
    টিম, কহিপ্তাশা কি লামা-হুতো নাকি সায়ন?
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ০১:৫৭ | 198.82.20.86
  • এবার থুতনি সেপটিক হয়ে যাবো তো! ইন্দোদাও নেই ধারে কাছে, যে প্যাঁট করে একটা ছুঁচ ফুটিয়ে সারিয়ে দেবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত