এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 64.56.33.254
  • থেকেথেকেই আবার লক করে দেয়--বলে দিলুম--তখন আবার গিয়ে বল্লে খুলে দেয়--
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 64.56.33.254
  • আচে তো, আর ছবিগুলো মনে হয় FBbuzz থেকে পেয়েছি--মোটমাট ফেসবুকেই
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 121.241.214.38
  • দাঁড়াও দেখি। তার ফেসবুকে আছে বুঝি?

    ঃ)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০০:১২ | 64.56.33.254
  • আবিষ্কার করি নাই--আম্মো দিলুম তোমায় ঐ নামটি--মানানসই ;-)
    আমি সামরুর চত্বরে ঘুরে ঘুরে খুঁজে বার কল্লুম তো--বইমেলার ছবি। জম্পেশ--তোমার ভেস্টটি খাসা!
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:০৫ | 121.241.214.38
  • আর বইমেলার ছবিগুলো আমি খুঁজে পাইনি এখনো। কোথায় আছে আরেকবার বলবে?
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ০০:০৪ | 121.241.214.38
  • এই নাম আবার কোত্থেকে আবিষ্কার কল্লে? এটা আমার আপিসের ডাক নাম
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৫৮ | 64.56.33.254
  • তুমি আচ তো বুঝলুম চিন্টু (তোমার বইমেলার ছবি দেকে এটাই ডাকব--এনি আপত্তিস?) কিন্তু নট গেল কই?
  • achintyarup | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৫৫ | 121.241.214.38
  • আমি আছি আশেপাশেই, শুধু টাইপ করে উঠতে পারছিলুম না এতক্ষণ
  • amit | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৫৪ | 128.103.93.180
  • ধোনি আর কবে ম্যাচ জেতাবে!!
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 122.163.144.137
  • বঢ়াই আজকাল আর আসেন না?নাকি ঘাপটি মেরে অপেক্ষা করচেন কখোন ব্যাং আর কুমু বিদেয় হবে।
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৩৪ | 122.163.144.137
  • হ্যাঁ,পাটিয়ে দাও।
    আজগের মতো গুড নাইট,সবাইকে।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৩০ | 64.56.33.254
  • ঠিকচে ঠিকচে-মেইলিং অ্যাড্রেস দ্যাও--পাঠাচ্ছি এই অসব্য কাঠবেড়ালি গুলোকে --দিল্লী
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:১৮ | 122.163.144.137
  • ও নীনা,আমার মাথার দিব্যি,ঐ কাঠবেড়ালীদের কিচু বোলো নাগো।আর টিমের ঐ ওষুধ দেবার কথাও ভেবো না গো!
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:১৮ | 122.172.13.98
  • গেলাম, ফাইনালি।
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:১৪ | 122.172.13.98
  • নীনাদি, আমার অর্কুট অ্যালবামে সবচেয়ে পুরনো অ্যালবাম্‌টা একবার দেখো। তারপর কুমুকে বলে দিও, কী দেখেছ সেখানে।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 64.56.33.254
  • কুমু
    কত কাঠবেড়ালী চাই? ফেডেক্ষ করে পাঠ্যে দিমু--জ্বালিয়ে মারে এখানকার কেঁদো কেঁদো কাঠবেড়ালীগুলা---অ্যাটিকে সারাক্ষণ খচরমচর উফ!
    টিম্ভাইর ঐ ঘ্যাঁটটা ওদেরকে দিতি হবে
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 122.172.13.98
  • আচ্ছা গুন্নাইট সব্বাইকে (তিমিকে বাদ দিয়ে, বিশ্বাসঘাতকদের জন্য কোনো শুভেচ্ছা নেই)। আমার এখন খুব সিংহসেনাপতি পড়তে ইচ্ছে করছে। তাই চললুম আমি। এক প্যাকেট চকোলেট ক্রিম বিস্কুট, এক বোতল জল, আর গল্পের বই, এই হল আজকের রাতভোজন আমার।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:১০ | 64.56.33.254
  • হা হা হা হা , ব্যাং তাইলে গোড়য় গলদ--কিন্তুক বিভীষণেরে কিচু বলবনা, গাঙ্গুই যে ;-))

    ওমি, ওটা আজ বাড়ী ফিরে রাতের প্রজেক্ট! আবার প্রিন্ট করে স্টেপল কল্লুম এখেনে, মানে আপিশে---ভাল জিনিষ আমি ভাল করে ইউজ করি বুইলা!
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:০৮ | 122.163.144.137
  • ব্যাঙ,না,পরে বুন্টুলির কাছে দেখে নেবখন।
    ওমি,কাঠবেড়ালীরা ভাল আছে।শীত অভ্যাস হয়ে গেছে-মনে হয়।
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:০৫ | 122.163.144.137
  • অচিন্ত্যরূপ সন্ন্যাস নিলো কি,ফাইনালী? আহা,ছেলেটা বড়ো কুমুদি কুমুদি করতো গো!
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:০৩ | 151.141.84.194
  • পাকেচক্রে কুমুর কাঠবেড়ালিদের খবর নেয়া হয় না। কুমু, কাঠবেড়ালিরা কেমন আছে এই শীতে?
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:০২ | 122.172.13.98
  • কুমু আজ দেখলে না?
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫৮ | 122.163.144.137
  • বা,বা,চমৎকার ড্রাইভার।আগে স্যারকে নামাবে,তারপর অন্য কথা।
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫৮ | 151.141.84.194
  • নীনা, তোমার ফীড ব্যাকের কী হইলো? (রাগের ইমো)
    অচিন্ত্য, আজ নিরুদ্দেশ????(প্রশ্নবোধক ইমো )
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫৭ | 122.172.13.98
  • অ্যাই, নীনাদি, তোমার জন্য আমার গানের ওপারে মিস হয়ে যাচ্ছে। এখন আর কিছু জিগাবে না।
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫৬ | 151.141.84.194
  • ব্যাং, ওরে বাবা ঃ-)
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫৪ | 122.172.13.98
  • মুথু কিনবে গাড়ি! তার মোবাইলের বিল দিতেই সব মাইনে খরচ হয়ে যায়। সারাক্ষণ মোবাইল বেজেই চলেছে তার। সেদিন হিসেব ঠিক রাখতে না পেরে ভুল করে বিভীষণকে একটা প্রেমবার্তা পাঠিয়ে দিয়েছিলো, ""হে বেবি, আই লাভ টু চ্যাট উইথ ইউ। ফার্স্ট আই উইল ড্রপ স্যার, দেন কল ইউ''। আর স্যার তখন গাড়ির পিছনের সিটে বসে বসে নিজের মোবাইলে এই এসএমএসটি পেলেন সামনের সিটের চালকের থেকে।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫৩ | 64.56.33.254
  • ব্যাং, তোর কি জিগাইলাম?
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৫১ | 122.163.144.137
  • নীনা,অত ভেবোনি,ও ঠিক হয়ে যাবে।যদিও কেউ ভাবলে খুব ভালো লাগে।
    কেডিদা,চিন্তা কইরেন না।ডান হাতটা আগেই শালের ভেতর ঢুকিয়ে নেব তো।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪৯ | 64.56.33.254
  • ব্যাঙের টোটকাটা একটু সামলে কুমু---ব্যাঙের মতন কি সবাই পারে--আবার চন্দ্রবিন্দু দিয়ে দিয়ে লিকতে এসনা রক্ষক ভক্ষক হইলে---ভাল কতা কইঅলাম তো শুনবে কেন--ঘোর ক্ষলি!
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪৮ | 151.141.84.194
  • আরে একটা ওয়েবজিনে লোকে সম্পাদকের দফতরে চিঠি লিখতো আর এডিটর সেগুলো টাইপ করে করে তুলতো! সেসব কী চিঠি রে বাবা! এত র, এত গালাগালওলা চিঠি যে মানুষে লিখতে পারে তা জানা ছিলো না। সব গালাগাল ছিলো এডিটরের শত্রুদের প্রতি আর কয়েকটা চিঠিতে থাকতো এডিটরের লেখা(ওয়েবজিনের বেশীএরভাগ লেখাই এডিটর লিখতো) নিয়ে স্তুতি। এইটুকুর জন্য ঐসব র গালাগাল উনি নিজে টাইপ করতেন। ভাবা যায়????
    এ বড় হয়ে কী হতো? লক্ষ্মণ না, এ বড়ো হয়ে কুম্ভকন্ন হতো!!! ঃ-)
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪৬ | 64.56.33.254
  • তা এ কেমন মুথু? একটা বড় গাড়ী কিনছেনা! গাড়ী ম্যাচিং উইথ নারী
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪৬ | 122.163.144.137
  • হ্যাঁ,ব্যাঙের টোটকাটা বেশ পচন্দো হোল,কাল ট্রাই নেব।
    লামার পথ সত্যের পথ,তো অসত্যের পথ বলতে কোনটা রইল?
  • kd | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪৬ | 59.93.169.225
  • না না কুমুদিদি, ব্যাঙের কথা শুনো না। ব্যাঙের ব্যাঙের মতোই বুদ্ধি। বাঁহাতে হাতুড়ি মারতে গিয়ে মিস করে সেটা ডানহাতে হিট করার চান্স বেশ ভালোই।
  • Tim | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪৫ | 198.82.25.124
  • না এখনও ডীসাইডেড না। দর কষাকষি চলছে। ;-)

    ব্যাংডি বড়ো হয়ে সুনীল শেসি্‌ট্‌ট হবে। ক্ষি তেজ ক্ষি তেজ!
  • omi | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪২ | 151.141.84.194
  • ছেড়ে আমার দল
    ধরলি লামার দল?
    ঃ-)
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৪১ | 122.172.13.98
  • নীনাদি, আমি প্রায় এরকমই করে থাকি মাঝে মাঝেই। এই বিশাল চেহারা নিয়ে ঐটুকুনি গাড়ির ভিতর ঢুকতে/বেরোতে প্রায় রোজই মাথা ঠুকে যায়, কাঁধে, কনুইয়ে লাগে। তখন রেগেমেগে গাড়ির দরজাটকে টেনে টেনে কয়েকটা কষাই। ঐ জন্যই তো গাড়ির দরজাগুলো অনেকগুলো টোল খাওয়া। আর আমার গাড়ি যিনি চালান, তাঁর নাম মুথু। তিনি তো আমি গাড়িতে থাকলে ভয়ে নিজের ফোন ধরেন না।
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৩৫ | 122.172.13.98
  • বোঝো! লামার পথ নাকি সত্যের পথ!!! তুই তাহলে আমার দল ছাড়ছিস?
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৩৫ | 64.56.33.254
  • ব্যাং , সব্বোনাশ! আমারই চোখ বিস্ফারিত হয়ে গেল---কি দুর্দান্ত ওষুধ! তা এটার এক্ষপেরিমেন্ট কার ওপর করেছিস সাকসেসফুলি ?!!
  • Tim | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৩৪ | 198.82.25.124
  • আমি ভাবচি লামাদার দলেই ভিড়ে যাবো। লক্ষণের পোস্টটা অবশ্য খালি নেই, কিন্তু সে আর ক্ষি করা যাবে। অন্তত সত্যের পথে থাকা যাবে। এখন একটা অফার পেলেই হয়।
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৩২ | 122.172.13.98
  • কুমু, আমি ব্যথা কমার একটা দারুণ ওষুধ জানি। কালকে ঐ গাড়িতে ওঠার সময়ে ব্যাগে একটা ছোটো হাতুড়ি বা শিলনোড়া নিয়ে উঠো। তারপর যেই গাড়ি চলতে শুরু করবে, চালককে দেখিয়ে দেখিয়ে দরজাটা হাতুড়ি/নোড়া দিয়ে ঠুকে ঠুকে ভাঙ্গতে শুরু কোরো। চালকের বিস্ফারিত চোখের ভয়ার্ত দৃষ্টি আর তোব্‌ড়ানো দরজা দেখলেই দেখবে ব্যথা ম্যাজিকের মত ভ্যানিশ হয়ে গেছে।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:৩০ | 64.56.33.254
  • কুমু, দুধে হলুদ দিয়ে ফুটিয়ে খাও--ব্যাথা কমে যায়---ট্রাই করে দেখ। আর ঐ ডেরাইভারকে দিয়ে একটা আর্ণিকা আনাতে পারছনা?
  • kumudini | ১৮ জানুয়ারি ২০১১ ২২:২৪ | 122.163.144.137
  • সকলকে অশেষ ধন্যবাদ,এত সিম্পেথি পাব ভাবিনি,সত্যি বলচি।
    নীনা,ঘরে চুন, আর্ণিকা নেই। শুধু হলুদগুঁড়ো আছে।
    ব্যাং,ঐ পোটাসিয়াম সায়্‌নাইডের ফোড়নটা অব্যর্থ ছিল,যাগ্গে।
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:২২ | 64.56.33.254
  • তা হনুমান হলে খুশি হতিস ব্যাং? হুতোটাকে তো বেশ লক্ষণ লক্ষণ ই দেখতে ঃ-))
  • byaang | ১৮ জানুয়ারি ২০১১ ২২:২১ | 122.172.13.98
  • অ্যাঁ! লামা কাগজ-কলমে লেখে, আর তুই সেগুলো টাইপ করে পোস্ট করিস!! বড় হয়ে তো লক্ষ্মণ হবি দেখছি! (হুতোকে বললাম)

    শ্রীবরফি, কিছু একটা কর, বৈজ্ঞানিককে ডাক দাও, শিগ্গিরি হুতোর মগজধোলাইয়ের ব্যবস্থা কর।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১১ ২২:১০ | 122.252.231.10
  • এ মা! বোতিন বউকে পটিয়ে পাটিয়ে খেলা দ্যাখে!!
  • Nina | ১৮ জানুয়ারি ২০১১ ২২:০৬ | 64.56.33.254
  • ওমাগো! আহারে! কুমু, ক্ষি ক্ষষ্ট যে হচ্ছে শুনে তোমার গাড়ীর দরজার, অ্যাই দ্যাকো, মানে তোমার আঙুলের জন্যি---ষাট ষাট! ( আমার ঐ স্লিপ অফ টাঙ্গ গাড়ীর দরজা, ক্ষ্যামা কোরো গো , বরএর জন্যি এইটি হয়েচে, আমার অ্যাকসিডেন্ট হলেই জিগায় তো গাড়ীর কি অবোস্তা")
    হাতে একটু চুনহলুদ গরম করে লাগিও শোবার আগে, ব্যাথা কমবে আর আর্ণিকা 30 খাও---তাই তো ভাবি কোতায় গেলে--গতকাল খোঁজ কল্লুম, আমার ছুটি ছেল।
    তাড়াতাড়ি সেরে ওঠ গো।
  • r.h | ১৮ জানুয়ারি ২০১১ ২২:০২ | 117.194.234.193
  • যেটুকু নেমেছে সেটাও আমি কানপট্টিতে ঘোড়া রেখে লিখিয়েচি। তারপর নিজের পিসি থেকে বকলমে পোস্ট করেছি। আইপি মিলিয়ে দেখো। আর ব্যাংদি কিনা আমাকে কত কি কুকথা বললো।
  • Bratin | ১৮ জানুয়ারি ২০১১ ২২:০২ | 117.194.99.245
  • আমি ও খেতে যাই। তারপরে বৌ কে একটু পটিয়ে পাটিয়ে পুরো ম্যাচ টা দেখতে হবে। আজকে জেতার চান্স বেশ ভালো ঃ-))
  • sriborfi | ১৮ জানুয়ারি ২০১১ ২১:৫৬ | 198.82.25.124
  • হ্যাঁ আছেই তো। কিন্তু আগে উপসংহার চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত