এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ১২:১৫ | 99.53.141.11
  • তোমার খুউউউব খারাপ অবোস্তা তাইলে সিঁফো।
  • Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১২:০৫ | 121.244.209.245
  • *তথাকথিত
  • Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১২:০৫ | 121.244.209.245
  • পুরো ক®¾ট্রালে আসেনি এখনো যা দেখলাম। কালও সন্ধ্যে অব্দি বেশ ভালো রকম ঠেলাঠেলি চলেচে। বাড়ি ফেরার সময়ও দেখলাম দমকলের গাড়ি দাঁড়িয়ে। আজ সকালেও আসতে দেখলাম। এখন বেশ কিছুদিন বাতাস দূষিত তো থাকবেই। কাল স্টারানন্দে রাত্তিরবেলা ওখানেই এলাকার সমস্ত অধিবাসী আর তথকথিত জনদরদী নেতাদের নিয়ে আলুচানাসভা বসেছিল দেখলাম।
  • kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১২:০১ | 59.178.142.107
  • কাজু,অ্যামোনিয়া লীকের ব্যাপারটা এখন ক®¾ট্রালে?
  • kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১১:৫৯ | 59.178.142.107
  • কল্লোল,আপনার গান শুনে বড় আনন্দ হল।আপনি এত বড় গুণী,এতদিন বুঝতেই দেন নি।অবশ্য প্রকৃত মহতের সেটাই লক্ষণ।
    আমি অতি সাধারণ মানুষ,টেস্ট টিঊব নেড়ে জীবন গেল।ভাগ্যিস গুরুতে এসেছিলাম,তাই এত গুণী ব্যক্তির সাথে মায়াপাতায় আলাপ হওয়ার সৌভাগ্য হল।
  • Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১১:৪৩ | 121.244.209.245
  • মনের মানুষ-এ এগুলো এক্ষপ্লোর করে নাই? করা উচিত ছিল। :-P
  • kallol | ২৫ জানুয়ারি ২০১১ ১১:২৭ | 220.226.209.2
  • বম্ম। বাউলদের চারিচন্দ্র সাধনা অমনই। ওটাতো একটা মাত্র। অন্য আরও তিনটে আছে। সুধীরবাবুর বইতে, গভীর নির্জন পথে, বিস্তারিত আছে।
    ওদের সাধনার এই ""অন্য"" রকমের জন্যই গ্রাম বাংলার উচ্চবর্ণের হিন্দু-মুসলমান এদের ঘেন্না করে।
  • kallol | ২৫ জানুয়ারি ২০১১ ১১:২১ | 220.226.209.2
  • কলকাতায় গিয়ে আর একটি প্রেমের গল্প আর মনের মানুষ দেখলাম। মনের মানুষ দেখে ভালো লাগলো। এর বেশী বলার কিছু নেই। খুব ভালো চেষ্টা। মানুষ (শহরের মধ্যবিত্তরা) আবার লালন নিয়ে ভাববেন। তবে এটা লালন মেড-ইzই। ব মধ্যবিত্তর প্রশ্ন- উত্তরে লালন।
    আর একটি প্রেমের গল্প, সত্যি ভালো কাজ। ঋতুপর্ণ ফাটাফাটি। কিন্তু সাবটাইটেল বাংলায় হলে, ভীষন ভালো হতো। আমি ব্যাঙ্গ বা ইয়ার্কি করছি না। আমার সামনে, পাশে ও পেছনে এমন অনেকে ছিলেন যাঁরা তাদের সঙ্গীদের বারবার জিজ্ঞাসা করছিলেন - এটা কি বললো? সকলে তো ইংরাজি শুনতে অত দড় নন। এঁরা সকলেই মহিলা। হলে মহিলা ছিলেন প্রায় ৮০%।
    এরকম একটা বিষয় (যাতে অন্য যৌনতা পরতে পরতে জড়িয়ে আছে) সেটা নিয়ে বাঙ্গালী মধ্যবিত্ত (বিশেষতঃ মহিলারা) এতটা খোলামনে নিচ্ছেন - এটা এই ছবিটার কৃতিত্ব।
  • sinfaut | ২৫ জানুয়ারি ২০১১ ১১:০৩ | 203.91.193.5
  • আমারও মানে, ইয়ে, নন্দনাকে ভালোই লেগেছে। এমনকি অটোগ্রাফ সিনেমাটাও। প্রসেনজিতকে তো বটেই।
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১১ ১০:৪৬ | 68.27.255.96
  • অটোগ্রাফ ইউটিউবে ওঠে নি?
  • i | ২৫ জানুয়ারি ২০১১ ১০:৩৭ | 137.157.8.253
  • পারমিতাকে ক্কয়ে ক্ক।
    দুপুরের শোয়ে বহুৎ দিন পরে ঝকঝকে একখান বাংলা সিনেমা ।একটি প্রেমের গল্পও খুব ভালো লেগেছে। সেইটা ম্যাটিনি শো ছিল। কতদিন দুপুরে সন্ধ্যায় বাংলা সিনেমা দেখি নি।

    গানের ওপারে নিয়ে কোল্কাতায় মারমার কাটকাট। স্লাইট নিন্দে শুরু করলেই পাবলিক রেগে যাচ্ছে।
    এই হচ্ছে কোল্কেতার সমাচার।

    গুরু, চন্ডালগণ-সব কুশল?
  • aka | ২৫ জানুয়ারি ২০১১ ১০:১১ | 24.42.203.194
  • মানছি না মানব না। নায়ক বাঙলা সিনেমার একমেবাদ্বিতীয়ম। নন্দনার জিভের আড় ভাঙে নি, আর ছবিটার গানগুলো ভালো, কিছু সিকোয়েন্স ভালো। ব্যাস। তাবলে নায়ক, মানে নায়ক। উফফ। এরপরেও অটোগ্রাফ ভালো, কিন্তু গানের ওপারে কি হল। ঠাকুর্দা তো ঝুলিয়ে দিলে। একেবারে।
  • Paramita | ২৫ জানুয়ারি ২০১১ ০৯:১৭ | 202.3.120.9
  • সাক্ষাৎকারে শ্রীজিত(নাকি সৃজিৎ?)আর কি করবেন? কোশ্চেনের যা ছিরি!
  • Paramita | ২৫ জানুয়ারি ২০১১ ০৯:১১ | 202.3.120.9
  • এইত্তো, সবকিছুতে তোমরা নেপোটিজম দেখতে শুরু কর। মানছি লোকাল পাবলিসিটির কারণে খুঁজেপেতে দেখতে শুরু করেছিলাম। কিন্তু দিব্য লাগলো। পেঁয়াজের মত সিনেমার ভেতরে সিনেমা তার ভেতরে নাটক - তাই বলে তোমরা আর কে কে সিমিলার থিং করে গ্যাছে আগেই তার লিস্টি দিয়োনাকো। ভেতরে এসে লেগেছে - সেটাই আসল কথা আমার কাছে। তবে শুভব্রতর তিনটে ট্রানজিশনই বড় আকস্মিক আর ঠিক বিশ্বাসযোগ্য নয়। নন্দনাকে তো আমার খারাপ লাগে নি? সে তো রবীন্দ্রনাথের নায়িকা নয় - যেমন ক্যারেকটারাইজেশন তার সঙ্গে মানানসই বাংলা বলা। চুপি চুপি বলি, নায়কের থেকে এই সিনেমা আমার বেশী ভালো লেগেছে। নায়কের সঙ্গে কোন মিল পেলাম না। যোগ পেলাম। গানগুলো নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। স্ট্রং লিরিক।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ০৬:৪৩ | 59.93.247.223
  • বড়ম কি আমাকে ধন্যবাদ দিলেন? কিন্তু কেন?
  • Nina | ২৫ জানুয়ারি ২০১১ ০৬:১২ | 68.84.239.41
  • এ কিকিয়া কোথায় শুনলি বলে যা--আম্মো শুনব--কই গেলি
  • M | ২৫ জানুয়ারি ২০১১ ০৬:০৩ | 59.94.2.210
  • আমার সকাল বেলাটা পাই আর কল্লোলদার গান শুনে দিব্যি কাটলো, এবার যাই ছেলের সাথে যুদ্ধ করতে।
  • M | ২৫ জানুয়ারি ২০১১ ০৫:৪৫ | 59.94.2.210
  • বৈজয়ন্ত আর চিন্টুবাবুকে ধন্যবাদ।

    কাব্লিদা মশায়, আপনে পারেন ও, এই না আপনাকে কে এসে বকে দিয়ে গেলো, তাও....... তবে ইসে, ট্রেন লাইনের পাশে যারা বসে তারাও ঘেন্না পায় তো, মানে ছোটবেলায় বাঁশবাগান কেসে যা মনে আছে বললাম। তবে লজ্জা নাই , এই যা।

    কল্লোলদা একি শোনালেন! আমি বলে সবে একটু বাউল ব্যাপারে ট্যান যেতে শুরু করেছিলাম। ওয়াক!
  • Nina | ২৫ জানুয়ারি ২০১১ ০৫:৪২ | 68.84.239.41
  • যাঃ, আস্তে আস্তে কত গুনিজনেরা গানের জগত ফাঁকা করে চলে যাচ্ছেন! মনটা খারাপ হয়ে গেল।
  • amit | ২৫ জানুয়ারি ২০১১ ০৪:৩০ | 128.103.93.169
  • পণ্ডিত ভীমসেন যোশী মারা গেলেন!
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ০১:৪৭ | 99.53.141.11
  • বেঙ্গালুরু ঝোল টানছে।
  • omi | ২৫ জানুয়ারি ২০১১ ০১:২২ | 151.141.84.194
  • সমাপ্য সমাপ্য করে গাজর ঝোলানোর মানে হয়? আরে দিয়ে দাও না অচিন্ত্য।
  • omi | ২৫ জানুয়ারি ২০১১ ০১:১৯ | 151.141.84.194
  • কুমু, এনার নাম ছিলো অরুণ সেন। চেহারা দেখলে পুরানো চাঁদমামার পৌরানিক গল্পের বাণরাজের ছবির কথা মনে পড়তো। মনে আছে সেইসব চাঁদমামার কথা? ঃ-)
    তুমি গুরু নিয়ে কথা কইছিলে কিনা, তাই ভাবলাম গুরু ভজার এ গান দিয়ে দিই। ঃ-)
  • Paramita | ২৫ জানুয়ারি ২০১১ ০০:৫৫ | 202.3.120.9
  • অটোগ্রাফ হেবি লাগলো।
  • bhoot | ২৫ জানুয়ারি ২০১১ ০০:৪৮ | 59.93.196.13
  • নাঁ।
  • aka | ২৫ জানুয়ারি ২০১১ ০০:৪৪ | 168.26.215.13
  • আপিসের মেশিনের হার্ড ডিস্কটা ক্র্যাশ করেছে, মানে করবে করবে করছে, কোন মানে হয়!
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 59.93.254.195
  • ওমি, নেমোন্তন্নের গল্প আর বেশি নেই। এই সংখ্যায় সমাপ্য মনে হয়
  • kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ০০:০৮ | 122.163.144.122
  • কামরাঙার চাটনি শেষ,এরি মধ্যে?
  • kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 122.163.144.122
  • নীনা,মুখবইতে হ্যাঁ বলেছি তো,আবারো বল্লাম।অনেক থাঙ্কু,ডেকেছ বলে।
    ওমি,কে ছিলেন তোমার গুরু?এই গানটা গাইলে কি ফললাভ হবে???
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:৫২ | 151.141.84.194
  • আজকে আমড়ার কোরো অভ্যু। ঃ-)
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 128.192.7.51
  • কালকের সব রান্নাই ভালো হয়েছিল - আর কেসিকে তো থ্যাঙ্কু বটেই নেমন্তন্নও করেছিলাম।
  • Nina | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:৩৮ | 64.56.33.254
  • আরে KC একে লেডিজ ফার্স্ট আর তায় দিদি --তাই অভ্যু থ্যাকু করেছে--নইলে ভাটের আসরে কি আমাকে পাত্তা দেয় নাকি ঃ-)) আর তুমি কি সেই পাঁউরুটিএ দহিবড়া করেছিলে ট্রাই--না ভুলেই গেছ?
    আজ আমার সোসোনের দিন--নো আড্ডা।পালাতে হবে।
    কুমু, কি হল--মুখবইর দরজায় দাঁড়িয়ে আছি যে সেই কখন থেকে-----
    ওমি দারুণ! আরও চাই ----
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:২৪ | 151.141.84.194
  • আরে অচিন্ত্য, সন্ন্যাসীদের নেমন্তন্নের গল্পটা এগোচ্ছ না যে বড়ো? এর পরে দেখো বড়াই এসে হুড়কো দেবে। ঃ-)
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 151.141.84.194
  • ঈশ! গন্ডগোল করে ফেলেছি। কুমড়ো না, ঢ্যাঁড়শ।
    আসলে একটা রেডিও নাটকে ছিলো এক সাহেব বিরাট বাগান করে কুমড়ো ফলাতো আর প্রতিযোগিতায় পাঠাতো।ঃ-)
  • achintyarup | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:১৮ | 59.93.212.188
  • ওমি, কুমড়োর প্রতি বিশেষ দুর্বলতা আছে নাকি? ঐটে বোধ হয় ছিল "ঢ্যাঁড়শ ফলাবি'
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:১৪ | 151.141.84.194
  • আসলে ট্র্যাডিশন। নিনা বুদ্ধি করে সর্ষে বাটা টইয়ে রেসিপিটা দিয়েছে খুব ফর্মাল রূপে, তাই ওখানে থ্যাংকু দিয়েছে অভ্যু।
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 151.141.84.194
  • আহা সেতো সবই।
    মহেশের মহাযাত্রা গল্পে মহেশ হরিনাথ কুন্ডুকে বলতেন,
    "সার হয়ে যাবি/কুমড়ো ফলাবি।"
    ঃ-)
  • kc | ২৪ জানুয়ারি ২০১১ ২২:৫০ | 89.203.49.18
  • চাটনির রন্ধনকৌশল আমিই আগে বললাম তাও অভ্যু গিয়ে থ্যাঙ্কু দিলে নিনাদিকে। আর বিউলির ডাল দিয়ে আইদার বড়ি দিতে হয় নয়তো পচিয়ে গাছের সার হিসেবে ব্যভার কত্তে হয় এরম একটা ফান্ডা এককালে ট্যান বলে একজন দিয়েছিলেন, তাইনা?
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২২:৪৪ | 151.141.84.194
  • অভ্যু, কামরাঙার চাটনি শেষ অবধি কেমন হয়েছিলো? ঃ-)
  • omi | ২৪ জানুয়ারি ২০১১ ২২:৩৯ | 151.141.84.194
  • কুমু, রোজ সকালে উঠে গাইবে---

    গুরু ভজলি না রে মন আমার-
    একদিন তুই দেখবি অন্ধকার।
    সেদিন কোথা রবে তোর জমিদারি
    কোথা রবে সুন্দর শাড়ি
    কোথা রবে সুন্দরের বাহার?
    গুরু ভজলি না রে মন আমা-আ-র.....

    আমাদের রসায়নগুরু প্রতিদিন ভোরে এ গান শুনতেন টেপে। গানটা ছিলো পুরুষ ভক্তদের জন্য প্রযোজ্য, আমি একটা জায়গায় স্পিন মেরে মহিলাদের করে দিয়েছি। ঃ-)
  • kumudini | ২৪ জানুয়ারি ২০১১ ২২:২৯ | 122.163.144.122
  • কেসি,অসংখ্য ধন্যবাদ,অসংখ্য।অসাধারণ বললে কল্লোলের গানকে খুব কমই বলা হয়।
    গুরুতে এতসব মহাগুণী মানুষেরা রয়েছেন,মাঝে মাঝে মনে হয় আমি কি এঁদের সঙ্গে আলাপের যোগ্য?
  • Arpan | ২৪ জানুয়ারি ২০১১ ২০:৫৮ | 122.252.231.10
  • * ভৈরোঁ
  • Arpan | ২৪ জানুয়ারি ২০১১ ২০:৫৪ | 122.252.231.10
  • এইটাও উইশলিস্টে ছিল। হল না।

    http://www.sulabhtoiletmuseum.org/
  • Arpan | ২৪ জানুয়ারি ২০১১ ২০:৫৩ | 122.252.231.10
  • ভৈঁরো মন্দির বাইরে থেকে দেখলাম। আর মণিকরণেও বরফের দাপটে যাওয়া হল না।

    আফসোস।
  • kc | ২৪ জানুয়ারি ২০১১ ১৯:২৯ | 89.203.49.18
  • সে সামরানদির কাছে চাইবেনতো নিশ্চয়ই। আপাততঃ এগুলো শুনে ফেলুন, ''আমার হৃদয় ভেঙ্গে টুকরো করে ছড়িয়ে দেব তারায় তারায়......''

    http://www.shapludu.com/1416/album.php
  • kumudini | ২৪ জানুয়ারি ২০১১ ১৮:১৭ | 59.178.44.87
  • বাঃ,সামরানের কাছে চাইতে হবে।
    এবারের দেশ দেখেছেন কেউ?সুচিত্রা মিত্রকে নিয়ে দুটি লেখা আছে(সুভাষ চৌধুরী,সোমেন্দ্রনাথ),আর আছে বিকাশ ভট্টাচার্য্য-র আঁকা সুচিত্রার ছবি।
    তবে আমি একটি সম্পূর্ণ প্রবন্ধ আশা করেছিলাম।
  • kd | ২৪ জানুয়ারি ২০১১ ১৮:১০ | 59.93.194.100
  • সামরান তো ওর ফোনে রেকর্ড করছিলো দেখলুম।
  • kumudini | ২৪ জানুয়ারি ২০১১ ১৭:৫৭ | 59.178.44.87
  • কেন জানি না,আমি ভাবতাম কল্লোল খুব গম্ভীর মানুষ।"হেব্বি পেম"দেখে নিশ্চিন্ত হওয়াগেল।
    কলিভাটে কল্লোল,পাইএর গান কেউ তুলে রেখেছেন?
  • siki | ২৪ জানুয়ারি ২০১১ ১৭:১৪ | 122.162.75.37
  • হ্যাঁ, দিল্লিতেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত