এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২৮ জানুয়ারি ২০১১ ১৭:৩৭ | 59.178.58.220
  • ওপরে দেখুন।
    গুরুর বইমেলা সংখ্যা-লেখার আগে যে ছবিটা রয়েছে,সেটা কি পাই-এর?
  • kumudini | ২৮ জানুয়ারি ২০১১ ১৭:১৮ | 59.178.58.220
  • কল্কেতার লোকদের ক্ষী মজা!!বইমেলা এটাই শেষ কিংবা আরও আছে?সামান্য নজর দিলুম।
  • til | ২৮ জানুয়ারি ২০১১ ১৭:০৮ | 220.253.65.196
  • ব্রতীন,
    অফারটা নিলাম। আমার হয়ে গোটা কয়েক বই তবে কিনে রেখো। পরের বছর দেখা হলে নেব, ততদিন টঙ্কা ধার!
    আমার পছন্দ? বঙ্গালীর ইতিহাস, আত্মজীবনী, বঙ্গলা ভাষার ইতিহাস ও ২৪ পরগণার ইতিবৃত্ত। নিটোল প্রেমের গল্প ( বিয়োগান্তক, প্রাক IT রেভল্যুশান টাইপ) চলবে। হাজার খানেক টঙ্কা অবধি OK!
    তোমার সেলামি, বইগুলো ফ্রী পড়ে নিতে পারবে টিল উই মীট।
  • til TESTING | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:৪৮ | 220.253.65.196
  • বয়াম
  • til | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:২৩ | 220.253.65.196
  • ব্রতীন,
    বিকজ ব্রতীন ইজ এ ভাল ছেলে ইজ এ ভাল ছেলে ইজ এ ভাল ছেলে।
    তবে বড্ড বেশী ভাল ছেলে, এই যা!
    --
    এই মিলেনিয়ামে এই প্রথম দে'দি আমার কথায় সায় দিলেন, আহা কি আনন্দ! বাকী ১/৪? না থাক আজ।
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:২০ | 59.163.30.6
  • * bayaam
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:২০ | 59.163.30.6
  • স্পষ্ট লিখছি আর দেখছি "বম" --
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:১৯ | 59.163.30.6
  • আচারের তো বম নিয়ে বসা হতো রোদে পিঠ দিয়ে, সাথে গল্পের বই -- কতো বম ফাঁকা করেছি সোজা এবং ব্যাঁকাপথে তার ইয়ত্তা নেই :))

    তিলুবাবুর সাথে একমত, ব্রতীন বড্ড ভালো ছেলে!
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:০৯ | 122.248.183.1
  • দেশী/বিদেশী জনগন, আজ থেকে ই যাচ্ছি বইমেলায়। কারোর কিছু বই কেনার থাকলে জানিও। পরে আমার থেকে নিয়ে নিও।
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:০৮ | 122.248.183.1
  • যাব্বা!! কেন তিল দা??
  • til | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:০২ | 220.253.65.196
  • ব্রতীন বড় ভাল ছেলে। শুক্কুরবার সন্ধ্যে ৩/৪ ওয়াইন সাবাড় করে দিয়েছি বলে নয়, সত্যিই গুড বয়!
  • kd | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:২৯ | 59.93.199.140
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=28cal10.htm
    খবরঃ জলের সাপ্লাই কম হওয়ায় সরকারী দুধের শর্টেজ।
    আগামীকালের খবরঃ কাঁকড়ের সাপ্লাই কম হওয়ায় বাজার থেকে চাল উধাও।
    ঃ-)
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:২৪ | 122.248.183.1
  • তোমরা কতোটা খেতে শুনি??
  • pipi | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:২৪ | 92.225.145.158
  • কলকাতা ও শহরতলীতে মোমোর যা পপুলারিটি দেখে এলাম তাতে শিগগীরি মোমো ৯৫ এর দলে ঢুকছে এতে সন্দেহই নেই। এখনো যে ঢোকে নি তার একটাই কারণ সাপ্লাইএর শর্টেজ।
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:১৭ | 122.248.183.1
  • আরে ১/৩ শিশি!! ইয়ে, শিশি টা বেশ বড় ছিল।
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:১৬ | 59.163.30.6
  • কুলের আচার ১/৩ এট্টা রেকর্ড হোলো? নাকি টাইপো?
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:১৬ | 122.248.183.1
  • গুড গুড। তাহলে আমরা এক ই পাতায় ঃ-))
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:১৫ | 59.163.30.6
  • আম্মো ছাড়িনি :))
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:১২ | 122.248.183.1
  • মোমো ভালো বাসি না তবে কুলের আচার পেলে সাবাড়ে দি। এক বারে ১/৩ শিশি রেকর্ড। ৯৫% আছি তো?
  • kumudini | ২৮ জানুয়ারি ২০১১ ১৫:০৩ | 59.178.134.209
  • ব্রতীন,পুরোটা বুইতে পেরে তুমি ৯৫% তো?তবে আমি ও তাই।
    ব্যাঙ,তুমিও তাই?
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৪:৫৫ | 122.248.183.1
  • এই বার বুইতে পেরেছি। আমি ৯৫% এ। মানে যেসব সিনেমা/লাটক/গল্প/উপন্যাস কারোর ভালো লাগে না। খালি কতিপয় লোকের লাগে। আমি তাদের দলে নেই
  • pipi | ২৮ জানুয়ারি ২০১১ ১৪:৪৭ | 92.225.145.158
  • আরে ব্রতীন, সিনিমা গুল্প নাটক নভেল খাদ্য অখাদ্য সবেতেই একটা হচ্ছে ম্যাঙ্গো পাবলিকের পচ্ছন্দ (যেমন ব্যাদের মেয়ে জোস্‌না) তো এইটে হল ৯৫% আর বাকী যারা আরেকটি প্রেমের গল্প কি গোদার গদা খেয়ে আহাবাহা করে তারা হল গে বাকী ৫%। বোঝা গেল?
    তো এবার ডিসাইড করে ফেল কোন কোন ব্যাপারে তুমি ৯৫ আর কোনগুলোতে ৫।
    ঃ-)
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৪:২৭ | 122.248.183.1
  • দে , ফাঁকা হলে টই টা নামিয়ে ফেলো। এখন ও আশা ছাড়ি নি ঃ-))
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৪:২৫ | 122.248.183.1
  • আজকে ৫ টায় কাটবো। তারপরে বই মেলা যাব। ঃ-))
  • kumudini | ২৮ জানুয়ারি ২০১১ ১৪:০১ | 59.178.134.209
  • সরি ব্রতীন, ঐ ৫%এর বিষয়ে আমার কোন ফান্ডা নাই গো!অত পিছিয়ে পড়ার টাইম পাচ্চি না।
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৩:৫৭ | 203.199.33.2
  • হওয়ালেই হয় :))
    থ্যংকু, নেতাই -- এখন এক্ষপার্টের অপেক্ষা!
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১৩:৩৯ | 122.248.183.1
  • ভ্যাট!! স্যার নেই হয় নাকি?
  • Netai | ২৮ জানুয়ারি ২০১১ ১৩:২৭ | 121.241.98.225
  • ইউনিকোডে বুবুভা পড়া যাচ্ছেনা। ক্রশ চেক্‌ড।
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১৩:১২ | 59.163.30.6
  • কোন স্যার? হায়, আমার কুনো স্যার নাই!
  • til | ২৮ জানুয়ারি ২০১১ ১২:৫৯ | 210.193.178.129
  • অফিসেবুবুভাপড়া?স্যারকে বলে দেব!
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১২:৫০ | 59.163.30.4
  • ইউনিকোডে বুবুভা পড়তে পাচ্ছি না ক্যান? কেউ ক্রস চেকাবে?
  • kumudini | ২৮ জানুয়ারি ২০১১ ১১:২৯ | 59.178.134.209
  • রিমি,ত্যাজ্যপুত্র কর্লে ঐkids' love right protection law তে আটকাবে না?
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১১:২৬ | 122.248.183.1
  • ওর্কুটে গুজরাতের ফোটো আপলোডিয়েছি। মিটিং কর্তে চল্লুম ।
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১১:১৩ | 122.248.183.1
  • ও কুমু দি, ৫% র ক্রাইটেরিয়া ট একটু বুঝিয়ে বলে দাও না
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ১১:০৯ | 122.248.183.1
  • রিমি র স্ট্যাট পড়া সার্থক ঃ-))
  • de | ২৮ জানুয়ারি ২০১১ ১০:৪৪ | 203.197.30.2
  • আমি এসি! :))
  • i | ২৮ জানুয়ারি ২০১১ ১০:২২ | 137.157.8.253
  • রিমির ফ্যান হয়ে গেলাম।
  • kumudini | ২৮ জানুয়ারি ২০১১ ১০:০০ | 122.162.233.202
  • বয়েসের কতা হলেই কুমুদির রেফ!!!এরা সব পেয়েচে কি,অ্যাঁ!!ঃ-((
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০৯:৫৪ | 24.42.203.194
  • অক্ষ শুনতে চেয়েছিলে তাই ভবিষ্যৎ বইএর আরেকটি অংক দিলামঃ

    একটি ছেলে রোজ x জন মেয়েকে প্রেমপত্র লেখে, এবং y মেয়ের থেকে উত্তর পায়। গণনার সুবিধের জন্যে ধরে নেওয়া যাক xy দুটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, পোয়াঁস ল্যাম্‌ডা আর পোয়াঁস বিটা ফলো করে। যেদিন ছেলেটি মোট ১০ টি প্রেমপত্তর আদানপ্রদান করে, সেদিন সে এত ফুর্তিতে থাকে যে ঐদিন কোনো অংক পরীক্ষা থাকলে সে পুরোপুরি গোল্লা পায়। যে কোনোদিন অংকের সারপ্রাইজ টেস্ট হবার প্রোবাবিলিটি p। এদিকে ছেলের বাবা সবই জানেন, কিন্তু সম্প্রতি চালু হওয়া kids' love right protection law এর কারণে ছেলেকে ঠ্যাঙাতে পারেন না। তবে তিনি বলে রেখেছেন, তিন মাসের মধ্যে মোট N অংক পরীক্ষায় গোল্লা পেলে ছেলেকে ত্যাজ্যপুত্র করবেন। ছেলেটির ত্যাজ্যপুত্র হবার সম্ভাবনা গণনা করো।

    ডিঃ অংকটি একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত।
  • SS | ২৮ জানুয়ারি ২০১১ ০৯:৩৩ | 99.120.125.223
  • সেকি! আমি তো সাড়ে সাতশো পাতা ভাট পড়ে আপডেটিত হয়ে গেলাম, তাও জেট ল্যাগ নিয়ে!

    শমীক আর দে'র মতো আমারও আন্দামান ভ্রমণ হয়ে গেল। ব্যাপক ঘুরলাম। এর জন্য শমীককে বিশাল বড় একটা ধন্যবাদ।
  • Bratin | ২৮ জানুয়ারি ২০১১ ০৮:৩৩ | 117.194.99.245
  • ওহ। ৫ দিনে লোকে কত ভাটিয়েছে।এখনো আপডিটিত হতে পারলাম না। ঃ-((

    ৫% র ক্রাইটেরিয়া কী?

    ১। খারাপবেসে IT তে থাকা?
    ২। ভালবেসে মোমো খাওয়া?

    নাকি অন্য কিছু? পুরো ঘেঁটে ঘ হয়ে গেলাম !!ঃ-((

    শমীক এই বার লিখবো। বুদ্ধি করে ডায়েরী লিখেছি। যাতে ভুলে না যাই। আর বয়েস হল তো। কুমু দি র থেকে এই একটু খানি ছোটো !! ঃ-))

    দে, গুজরাতি থালি খাই নি, তবে পঞ্জাবি থালি থেকে ২ বার বেশ লেগেছে!!

    আর ছাঁচ জিনিশ টা গোলা লেগেছে। ম্যাথেমেটিক্যালি বলতে গেলে জিনিশ টি হল লস্যি আর ঘোলে র ওয়েটেড অ্যাভারেজ।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:৫০ | 128.48.44.141
  • বাঁশ কেন? শ্যাওলা ধরা পিচ্ছিল পাইপ বেয়ে...
  • omi | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:৪৫ | 151.141.84.194
  • তৈলাক্ত বাঁশ বেয়ে? মানুষ কি এত বোকা????
  • omi | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:৪৪ | 151.141.84.194
  • বাঁশ বেয়ে মানুষ ওঠা?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:২০ | 128.48.44.141
  • হ্যাঁ, অংক থেকে বাঁদর সরানো উচিত। মানুষের অংকে মানুষের রেফারেন্স থাকা উচিত। পেটাকে খবর দাও।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১৯ | 128.48.44.141
  • নাম না শুইন্যা বেশ করসো, তেমন কিছুই হারাও নাই ।
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১৭ | 66.102.14.4
  • বাঁদরের বেলায় বাঁশ আর মানুষের বেলায় মানুষী - এইডাও ভাল না।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১৩ | 99.53.141.11
  • এই দুটো সিনেমার একটারও নাম শুনিনি। এ নিশ্চয়ই ০.৫%!
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১৩ | 198.82.20.161
  • দুইরকম অঙ্কেই বাঁদর রাখা উচিত। বাঁশের ব্যালায় বাঁদর আর কেশ ও চুমুর ব্যালায় মানুষ, এইটা পক্ষপাতদুষ্ট হয়ে যাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত