এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • u | ৩১ জানুয়ারি ২০১১ ২৩:০৫ | 59.164.191.18
  • রান্নাঘর না, রান্না-বান্না ঃ)

    এবং এই ঋতব্রত বাবুর ফেকদের গালপাড়া দেখে প্রভূত মস্তি পেলুম। সেই সাথে নিজের ফেকের ফ্রেন্ডলিস্ট থেকে প্রমোদ দাশগুপ্ত, শিবদাস ঘোষ টাইপ কিছু প্রোফাইল ডেল মারলাম। দিনকাল ভালো নয়। ঃ-D
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১১ ২৩:০২ | 117.194.99.245
  • আজকে আমি যাই নি বই মেলায়। সমরান ও যেতে পারে নি। পাই ,কৌশিক ( বাংলায় যাকে কেলো বলে) দোকান খুলেছে। তারপরে আর জানি না।
  • Nina | ৩১ জানুয়ারি ২০১১ ২৩:০০ | 64.56.33.254
  • আচ্ছা আমার একটা কোচ্চেন আচে---
    সব দাড়িওয়ালা লোকেরা কি একরকম দেখতে লাগে??
    হি হি হিহি---কেউ বলে বিজয় মালিয়া কেউ বলে প্রহ্লাদ কাক্কড়----এদিকে যাকে বল্লে তার পকেট ও ফুটো আর মাথায় চুল অতিকষ্টে কয়েকগাছি এখনও আছে!
    এই মালিয়া কক্কড় যদি শোনে ন কি ক্যালান ক্যালাবে
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৫৬ | 173.163.204.9
  • আরে একদিনই এরকম হলো। অঘটন কি ঘটেনা? ঃ-)
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৫৫ | 117.194.99.245
  • টিম ঃ-))

    দারুণ ঘুরেছি।
    শুরু করেছি নীনা দি। বাড়ি তে টাইম পাই না। অফিসে বসে লিখবো ঃ-))
  • Nina | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৫২ | 64.56.33.254
  • অ! তা বড্ড দুক্কু বুঝি টিম্ভাই? কালকেই তো আসছে আবার বরপের গাড়ী --তখন আবার ছুটি?? তোমাদের দোকানে লোক নিচ্ছে??
  • Nina | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৫০ | 64.56.33.254
  • ব্রতীন বেউ বেউ কেমন হল গো? লিকবেনা সর্ষেতে?
  • Nina | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৯ | 64.56.33.254
  • কেন কেন ছুটি কেন? আমরা পেলুমনা কেন??
    ওমি, আবার এস।আমাকেও যে কোনো মুহুর্তে পালাতে হবে---সময় চুরি করে ভাটাচ্ছি
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৮ | 173.163.204.9
  • না না, বরপ পচ্ছেনা বলে! ;-)
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৮ | 117.194.99.245
  • সে কী? কেন ? কিসের? বরফ পড়ছে নাকি?
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৬ | 173.163.204.9
  • আমি আজগে একটা হঠাৎ ছুটি পেইচি।
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৬ | 151.141.84.194
  • যাহ, সায়ন দেখি নতুন করে নতুন। আমি তো ওমিক্রন, শর্টে ওমি। টইয়ে ওমিক্রন পুরোটাই লেখে। ঃ-)
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৫ | 117.194.99.245
  • কবি কয়েছেন ' ভালো কাজে কখন ও লোকের অভাব হয় না'
    ঃ-))
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৪ | 151.141.84.194
  • নিনা, তবে কথা হবে পরে। ভালো থেকো। কুমু আবার কোথায় গেল কেজানে!
    আসি গো, এখন মেলা কাজ। রাত্রে আবার আসবো।ঃ-)
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৪ | 59.164.96.211
  • ওমিখুড়ো না, http://www.imdb.com/name/nm1437925/ -এর কথা বলছি।
  • a x | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪৩ | 99.53.141.11
  • টিম কে চাঁটানোর লোক বাড়ছে।
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪২ | 151.141.84.194
  • না না সায়ন, বদ্যিখুড়োকে আম্মো পছন্দ কত্তুম, আমাদের যষ্ঠিমধু দিতো কিনা! ঃ-)
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪২ | 173.163.204.9
  • স্পেসটা তো আছেই। আন্ডারস্কোরটা না থাকলেও বোঝা যায়। ঃ-)
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪১ | 151.141.84.194
  • হঠাৎ স্পেস টা উড়ে গেলে আমার সেই স্টেটস্ম্যানের স্পেস উড়ে যাওয়া মনে পড়ে, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড বাক্যের প্রথম দুখানার মাঝের স্পেস উড়ে গেছিলো কিনা। ঃ-)
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৯ | 59.164.96.211
  • আব্বে, ইস্কুলে কখনও আর্ষপ্রয়োগ করিনি শুধু সমাস আর ধাতুরূপ দিয়েই কেটে গিয়েছিল তো!

    ওমি, হ্‌ম্‌ম্‌ফ্‌। তুমিও যে বৈদ্য (DTBHJ) নও সে আমি জানি।
  • a x | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৮ | 99.53.141.11
  • ও হ্যাঁ তাই তো, বে নয় গাল্ফ।
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৭ | 151.141.84.194
  • আহা নিনা, তুমি বুঝি এখন তুষারদুর্গার দুর্গে? এখানে সব স্নো উবে গেছে, হঠাৎ স্প্রিং এসে যেন। এদিকে এরকম ফ্লাকচুয়েশনে সবার মুশকিল। আবারো ঠান্ডা নামবে।
  • Nina | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৭ | 64.56.33.254
  • আরে ওমি যে--আমিও আবার উদয় হয়েছি----আবার বলি--ক্ষি অপূর্ব্ব যে কেউ কেউ লিকতে পারে, সত্যি!
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৬ | 151.141.84.194
  • আর অক্ষদা, বে না বে না, ওটা তো গাল্ফ। ঃ-)
  • Arpan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৫ | 112.133.206.2
  • আর্ষ মানে জানে না! কোন স্কুল রে ভাই?
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৫ | 151.141.84.194
  • না না অক্ষদা, স্পেস আর টাইম ওভাবে আলাদা ছেড়ে দিও না, মিলিয়ে মিশিয়ে ছেড়ো।
    আরে এই আন্ডার্স্কোরটা তো চিরকালই আমি মনে মনে দেখে এসেছি, স্পেসের নিচেই। কোনোদিন মনে হয় নি ওটা নেই। ঃ-)
  • Nina | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৪ | 64.56.33.254
  • অক্ষ, হে হে রিলোকেট করলে এই ফাউ স্নোডে গুলি যে মাঠে মারা যাবে? আর বরফের দূর্গে বসে বেশ নিজের মনের মতন গান শোনা, বই পড়া --নো পার্টি নো কোথাও যাওয়া weekend এ পুরো মস্তি--শুধু যা একটু বরিশেলে বরের জন্ন্যি প্রস্থে প্রস্থে এটাসেটা একগন্ডা নঙ্কা দিয়ে ভেজে দেয়া --বাকি কি আরাম---তাপ্পর ঐ বরফের পাঁচিলে যখন চাঁদের আলো ঝলমল করে--আহা!!
    ধ্যুস! সব বাজে বকছিলেম--কপালের নাম গোপাল তাই রিলোকেট হবেনি এই বরফেই ধাঁইধপাধপ আছাড় খাও আর পড়ে থাক!
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৪ | 59.164.96.211
  • আর্ষ মানে কি?

    শুক্রবার নয় শনিবার সন্ধ্যেয় দিল্লী। সাড়ে সাতটা টু সাড়ে ন'টা - ২ ঘন্টা ভাটলেট। হ্যায় কোঈ??
  • omi | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৩ | 151.141.84.194
  • এক্সপেক্টো, আমি তো পেট্রোনাম দেখে পিতৃনাম বিস্মরণ হয়ে গেছিলাম প্রায়। ঃ-)
  • a x | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩৩ | 99.53.141.11
  • বাবাহঃ এদের কি চোখ, সেই ৪ বছর আগে ছেড়ে আসা আন্ডারস্কোরের অনুপস্থিতি আজ দেখতে পাচ্ছে! ওরে এবার তো স্পেস ছাড়ার টাইম হয়ে গেল, ধীরে ধীরে সইয়ে নিচ্ছি, নইলে লোকে এতখানি ধাক্কা একসাথে নিতে পারবেনা!
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৩২ | 59.164.96.211
  • আরে তা কেন? দেখে এসো গিয়ে ট্যাগে ট্যাগে ভত্তি এখন ঃ-)
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৯ | 59.164.96.211
  • অক্ষদা', আমা হেন পাপীতাপী মানুষের জন্য পীড় রয়েছেন। তো সেই সব দুঃখের কথা উনি ছাড়া কেউ বুঝবেন না। ন্যাড়াদা বুঝেছেন কারণ উনি অনুভব করেছেন।

    * আন্ডারস্কোরখানি কোথায় ত্যাগ দিয়ে এলে?
  • a x | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৮ | 99.53.141.11
  • আমি না ভাবছিলাম এক্সপেক্টোকে জিগাব যে নাটক চলাকালীন ছবি তুললে ওনাদের অসুবিধে হওয়ার কথা না? ভয়ে জিগাইনি।
  • Arpan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৭ | 112.133.206.2
  • ঋষিসুলভ? তালে তো আর্ষবাক্য শুনেছ আশা করি! ঃ P
  • a x | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৬ | 99.53.141.11
  • ও আর নীনা, এই গত প্রায় দিন দশেক মানে ডিসেম্বরের থার্ড উইক থেকেই আমাদের জানলা দরজা খোলা, বাইরে ফুরফুরে হাওয়া, টেম্প ৬৫-৭০ এর মধ্যে ঘোরাফেরা ঃ-))

    এবার ভাব একেবারে রিলোকেট করবে কিনা!
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৬ | 173.163.204.9
  • এবার খাবি। মানে চান্স আছে। ঃ-)
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৪ | 59.164.96.211
  • আরে ন্যাড়াদা কিছু করেনি, আমিই তো সামনে বসে ফ্ল্যাশ জ্বালিয়ে খ্যাঁচাখ্যাঁচ ছবি তুলছিলাম। তাও খিস্তি পাইনি দ্যাটজ বিকজ ন্যাড়াদার মত একজন মানুষ, মানে সৌম্য, ঋষিসুলভ, সুনির্মল একজন।

    * তিমিকে চাঁটিয়ে পায়ের খিল খুলে দেবো।
  • nyara | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২৩ | 203.83.248.37
  • আচ্ছা, এই কেসিছোকরা এত শক্ত শক্ত গান শোনে কেন? আজ একটা ব্রহ্মসঙ্গীতের কুইজ দিল, সে গান যে গেয়েছে আর তার সঙ্গে যারা সঙ্গত করেছে - তারা ছাড়া আর কেউ শোনেনি। সেদিন আবার গুজরাটি ট্র্যাডিশনাল বলে একটা গান শোনাল - সে কি ধাঁই ধপাধপ তবলা রে ভাই। আমি তো কোন ছাড় তবলা-ট্রেনডরাই মাত্রা ধরতে পারল না।
  • Arpan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:২১ | 112.133.206.2
  • আহ, বলল তো অক্ষনদী। যেমতি অক্ষরেখা।
  • nyara | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৯ | 203.83.248.37
  • আমি কিছু করিনি। সায়ন করেছে। ফলের আশায় কাজ।
  • aka | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৮ | 168.26.215.13
  • আচ্ছা বরখা দত্ত, নীরা রাডিয়া কেসের কি হল? কেউ জান?
  • ax | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৫ | 99.53.141.11
  • ও তারমানে আপনিই কিছু একটা করেছেন।
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৫ | 173.163.204.9
  • না, ঐ পোস্টেই তো একটা প্রশ্ন দিলাম। সান্দা মনে হয় ইনস্টলমেন্টে কবিতা লিখছে। ঃ-)
  • nyara | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৪ | 203.83.248.37
  • আমি বুঝছি।
  • ax | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৩ | 99.53.141.11
  • সায়ন কি বলছে কেউ বুঝছ?
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১১ | 173.163.204.9
  • প্রশ্নঃ কে কাকে কখন কেন কীজন্যে বলেছিলেন? (১০)
  • a x | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১১ | 99.53.141.11
  • ভেজাল পাঠ ভবন অ্যালুমনি দেখলে বিক্কিরি শোনা যাবেনা। আমি হলুম খাঁটি পনেরো বছর পাঠাবাসের অ্যালুমনি, আমার নাম কে কাটে!
  • sayan | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১০ | 59.164.96.211
  • আচ্ছা, মানে তখনও খিস্তিত হইনি! সেই বলো। যাঁরা দুনিয়াকে আলো দেখান তাঁদের মুখে খিস্তি মানায় না। ঃ-)
  • nyara | ৩১ জানুয়ারি ২০১১ ২২:০৭ | 203.83.248.37
  • আকা সংসারধর্মের অ-আ-ক-খ শেখেনি। রান্নাঘর ও বাজারহাট সর্বদা নিজের হাতে রাখবে। নিদেনপক্ষে বাজারহাট, নইলেই হোল হুইট।
  • Tim | ৩১ জানুয়ারি ২০১১ ২২:০৬ | 173.163.204.9
  • আরিব্বাস! আমার টেলিপ্যাথির কি জোর মাইরি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত