ধোবিঘাট দেখলাম। এক্কেবারে লতুন ধরনের সিনিমা। আর জানেনই তো লতুনের উপরে কথা নেই।
প্রথমেই অ্যাক্টিং। আমীর ছাড়া সবাই হাত্তালি। অ্যামন ক্ষি যারা দু এক মিনিটের জন্য এসেছেন, তারাও ক্ষি চেহারায়, বা অভিনয়ে মন ভরিয়ে দেয়। ফাটাফাটি কিছু স্টিল ছবি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে।
আমি খুব বৃষ্টি প্রেমিক,জানেন। আর এই সিনেমায় হুলিয়ে বৃষ্টি দেখিয়েছে,বার বার। খুব ভালো। তুমুল বৃষ্টি,মদ আর ক্লাসিকাল গানের একটা দুর্দান্ত সীমফনী হয়,যারা জানে তারা জানে। এইখানে অমন একটা সীন ও ছিলো। অন্তরাত্মা কেঁপে যায়।
আমীরের যে পেইন্টিং গুলো দেখাচ্ছিলো সেগুলো প্রথম দিকে ছিলো সেমি অ্যাবস্ট্র্যাক্ট। লাস্ট ছবি, যেটা সিনেমার প্রায় কনক্লিউশন সেটা ঝুলে গ্যালো সহজবোধ্য করবার জন্য আর পুরো অ্যাবস্ট্র্যাক্ট না দেখিয়ে এক পাশে গাব্দা করে সিনেমার পোস্টারের মতন একটা পোর্ট্রইট করে দিলো। যাগ্গেঃ।
কিন্তু কি জানেন, বইটা দাগ কাটে না। ঐ, দেখলাম, চমৎকৃত হলাম , বাঃ, বেশ তো, বল্লাম। নতুন ফান্ডা।
তাও। যান্না, গিয়ে নিজে নিজে দেখে আসুন।
byaang | ২৭ জানুয়ারি ২০১১ ১২:২২ | 122.172.26.112
ঃ-) তাহলে তো আমরা ৩ হলুম! ঃ-)
আম্মো কাটি। আজ অনেক কাজ।
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ১২:১৮ | 173.163.204.9
না না আমি আছি তো, এখনও দলবদল করিনি। ঃ-) রাত্তির হলো। ঘুম্পাচ্ছে। কাটি।
byaang | ২৭ জানুয়ারি ২০১১ ১২:১৫ | 122.172.26.112
কুমু, আম্মো ভাবছি কোন দিকে যাই! তাও তোমায় দেখে ভরসা পেলুম! তিমি তো কবেই আমায় ছেড়ে লামার দলে ঢুকেছে। ঃ-(
kumudini | ২৭ জানুয়ারি ২০১১ ১২:০৫ | 59.178.41.94
৯৫-৫ গুলিয়ে গেছে।ব্যাঙ,তুমি যে দিকে,আম্মো সেই সাইডে।
tatin | ২৭ জানুয়ারি ২০১১ ১২:০৩ | 70.177.55.6
@ kaaju হ্যাঁ একই, সকালে খেয়াল করিনি পোস্টটা
Kaju | ২৭ জানুয়ারি ২০১১ ১১:৫৯ | 121.244.209.245
বুঝলাম। না বলার কারণটা আর জিগাবো না। তবে আমার বিশ্বাস একই। কারণ কবিতার লাইনগুলো এক। সেই দেখেই মনে হয়েছিল আর কি। যাকগে। জানলে কারুর যদি কোনোরকম অসুবিধে হয়, তাহলে না জানাই শ্রেয়।
kd | ২৭ জানুয়ারি ২০১১ ১১:৫৮ | 59.93.196.244
কাজু, তুমি যে কলকাতা বা কাছাকাছিই থাকো জানতুম না। তাহ'লে তুমি গানভাটে এলে না যে বড়! বড্ডো ইয়ে হয়েছে, না!
এই সব গুলোতে এলেই তো তোমার প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ পাবে।
বইমেলায় আসছো তো? ওখানেও অনেকের সঙ্গে দেখা হওয়ার বেশ চান্স। টাইমিং ঠিকঠাক হ'লে তোমার প্রশ্নের উত্তরও পেয়ে যেতে পারো।
হ্যাঁ, আর একটা কথা। পাতা নম্বর দিলে খুঁজে পেতে সুবিধে হয়।
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ১১:৪৪ | 173.163.204.9
কাজু, এই প্রশ্নটার উত্তর নামের মালিক(/রা)ই দিতে পারে। অন্য কারুর এই উত্তরটা দেওয়ার কথা না। জানলেও।
kd | ২৭ জানুয়ারি ২০১১ ১১:৩০ | 59.93.196.244
বুদ্ধবাবু (এমনিতে বুদ্ধদা বলি, কলেজের সিনিয়র তো) দারুণ মাইডিয়ার লোক। ওনার ছেলে শৌরি (অনির্বান) নিপাট ভালোমানুষ, ও'ও ভালো সরোদ বাজায় (লোকে বলে, আমি বলার কে), কগনিজ্যান্টে ছিলো, এখন কোথায় জানি না। শৌরির বউ খুব মজার মেয়ে (অনেকটা আমাদের সুতোর মতো)। বুদ্ধদার ছাত্রী ছিলো, উনি নিজের ছেলের জন্যে ওর বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। বেহালার কট্টর বামুনবাড়ির মেয়ে এলো কেয়াতলায় এক বাঙাল বদ্যিবাড়িতে। কালচারাল ক্ল্যাশের গপ্পো শুনতে শুনতে হেসে হেসে আমরা ফ্ল্যাট। শৌরীর ভীষণ ভয় আমাদের তঙ্কেÄ - ওরা দেশে ফেরার সময় আমি ওকে বলেছিলুম এয়ারপোর্টেই শ্বশুরবাড়ি থেকে 'প্রত্যাবর্তন তঙ্কÄ' আসবে - আমাদের এই নিয়ম। বেচারা এত ভালোমানুষ, শ্বশুরকে ফোন করে নাকি কঠোরভাবে জানিয়েছিলো, ও'সব চলবে না। আমি ফোনের অন্যপারে বেচারা শ্বশুরের টোটালি পাজ্ল্ড মুখটা ভেবে শিউরে উঠছি।
Sibu | ২৭ জানুয়ারি ২০১১ ১১:৩০ | 184.234.176.27
কি চ্চাপ, কি চ্চাপ। এত্ত পিছিয়ে কে পড়া করবে?
Kaju | ২৭ জানুয়ারি ২০১১ ১১:২৩ | 121.244.209.245
Date :26 Jan 2011 -- 06:46 PM এক জিনিস দুবার বলবই না।
kd | ২৭ জানুয়ারি ২০১১ ১১:০৬ | 59.93.196.244
ঠিক ঠিক। সেমিস্টার না, কোয়ার্টার। সেই কদ্দিন আগেকার ব্যাপার, গুলিয়ে গ্যাছে। ঃ(
সত্যি বলতে কি, ভেরি কনফিউজিং। কোয়ার্টারও তিন মাসের, সেমিস্টারও প্রায় তাই। হার্ভার্ডে দু'টো সেমিস্টার, ফল সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শুরু, আর স্প্রিং জানুয়ারির শেষ থেকে এপ্রিল। আর নর্থইস্টার্নে তিনটে কোয়ার্টার, ফল সেপের শেষ থেকে ডিসে, উইন্টার জন থেকে মার্চ, আর স্প্রিং এপ্রিল থেকে জুন। এমনই তো ছিলো (যদ্দুর মনে পড়ে), কে জানে এখন কী।
byaang | ২৭ জানুয়ারি ২০১১ ১০:০০ | 122.172.26.112
বু দা গুকেও (সিনেমা পরিচালক না) এত বছর বাদে এবছরে দেওয়ার কথা মনে হয়েছিল, উনি ফিরিয়ে দিয়েছেন।
nyara | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৫৪ | 203.110.238.16
শঙ্খ ঘোষ পদ্মভূষণ পেলেন - এ কথা আগে কেউ জানায়নি তো। দ্বিজেন মুখোপাধ্যায়-ও পেলেন, কিন্তু সেটা কাগজে দেখেছি। অজয় চক্রবর্তীর পদ্মশ্রীর কথাও আগে চোখে পড়েনি। আজ রিডিফে দেখলাম।
nyara | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৫২ | 203.110.238.16
কাবলিদা, আপনি বোধহয় কোয়ার্টারের কথা বলছেন। আমাদের স্প্রিং সেমেস্টার ছিল জানুয়ারি থেকে মে, আর ফল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর।
til | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৪৩ | 210.193.178.129
সেক্রেটারীকে ইমেল দিয়েছি, দেখি কি বলে। প্রফ। দাদার সাইটে অন লীভ লেখা কিনা!
kd | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৪২ | 59.93.196.244
মানে তোমার ব্যাড লাকটা ভালোই।
kd | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৪০ | 59.93.196.244
না না তিল, কলেজের স্প্রিং সেমেস্টার তো এপ্রিল/জুন। জানুয়ারি/মার্চ তো উইন্টার সেমেস্টার। দু'টোর মধ্যে মনে হয় স্প্রিং ব্রেক - যখন কচিকাঁচারা ফ্লোরিডা গিয়ে উধম মস্তি করে।
kd | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:২৯ | 59.93.196.244
তিল, এ ব্যাপারে আমেরিকার পুব-পশ্চিম আছে কি? স্প্রিং এখানে ২১শে মার্চ (vernal equinox) থেকে ২১শে জুন (summer solsticeএর আগে অবধি)। শুরু/শেষের exact time মনে হয় গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর - শুরু বোধ হয় Aries যখন উঠছে (আরোহন) আর শেষ Gemini ডুবলে (অবরোহন)। ঠিক জানি না, তবে মোটামুটি এইরকমই।
til | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:১২ | 210.193.178.129
aka থ্যাকু। ইউনির স্প্রিং, অতএব জান-অপ্রিল। ব্যাড লাক আমার। যার সঙ্গে দেখা করার ইচ্ছে তিনি অন লীভ!
aka | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:৪৪ | 24.42.203.194
রঞ্জনদা ঘাবড়ায়েন না। এই যে ডিফেক্ট অ্যানালাইজ করতে, ক্লায়েন্ট পটাতে, কথা খুঁজে না পেয়ে গোঁজা দিতে এই আমাদের লোকনাথ বাবা।
ranjan roy | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:৩১ | 122.168.213.149
প্যারেটো চার্ট! এটা কি ওয়েলফেয়ার ইকনমিকসের প্যারেটো অপটিমালিটির সঙ্গে সম্পর্কিত? আহা, কতদিন পরে কেউ ইকনমিকসের ভাষায় কথা কইল? প্রো বৈ চ দূরদর্শন হবার পরে আর দ্রি অদৃশ্য হওয়ার পরে আমাদের সুদিন গিয়াছে। কিন্তু ব্যাপারটা কি? আই টি গাইজ্ সব আমাদের লিঙ্গো আত্মসাৎ করিল? যেমন দিদি অজকাল দাদার ভাষায় বক্তৃতা দিতেছেন!
aka | ২৭ জানুয়ারি ২০১১ ০৭:৩০ | 24.42.203.194
স্প্রিং সেমিস্টার বললে এই জান-এপ্রিল (ডেট ইউনি টু ইউনি ভ্যারি করে), ওয়েদার বললে সেটাও বছর থেকে বছর ভ্যারি করে।
til | ২৭ জানুয়ারি ২০১১ ০৭:১৪ | 210.193.178.129
আম্রিকায় (ইস্স্ট) spring বলতে কোন কাল (মাস) বোঝায়? অফিসিয়ালি।
ক্লাসিফিকেশন কোশ্নো। হারাম কি রাম না নারাম? আরাম আর বিরামেরই বা কি অবস্থান?
omi | ২৭ জানুয়ারি ২০১১ ০৩:১৮ | 151.141.84.194
রাম খাওয়াতে চান, হবে। ঃ-)
aka | ২৭ জানুয়ারি ২০১১ ০৩:০৯ | 168.26.214.12
পৃথিবীর সমস্ত কিছুর মতন এটাও ২x২ ম্যাট্রিক্স দিয়ে সহজেই বের করে ফেলা যায়
রাম নারাম বাঁচা
মরা
সব মিলিয়ে ১০০ হবেই হবে। এই বলা যায়। বাকিটা যে ঢপ খাওয়াতে চান তার ওপর ডিপেন করছে।
omi | ২৭ জানুয়ারি ২০১১ ০৩:০১ | 151.141.84.194
মানে রাম ছাড়া ৯৫ বাঁচন ৫ মরণ, উল্টোটাও হতে পারে (শিব্রামীয় হিসাব) ঃ-) ওনার নিজের ক্ষেত্রে রামের জায়গায় রাবড়ি বসবে। ঃ-)
aka | ২৭ জানুয়ারি ২০১১ ০২:৫৪ | 168.26.214.12
যাঃ! এরপরে বলবে রাম ছাড়াও ৯৫ বেঁচে থাকে। এসব ঢপের স্ট্যাটিস্টিক্স।
Sibu | ২৭ জানুয়ারি ২০১১ ০২:৪৩ | 66.102.14.4
৯৫ কম্পূ ছাড়া বেঁচে থাকে। এরপর বলবে রাম ছাড়া বাঁচবো কি করে?!!
aka | ২৭ জানুয়ারি ২০১১ ০২:৩৩ | 168.26.214.12
কম্পু ছাড়া বেঁচে থাকি কি কঠিন দাদা। গত কয়েক ঘন্টা আমার কম্পু ডাক্তার্খানায় গেছে, খুঁজে পেতে একটা ল্যাপি নিয়ে এলুম। যেন কতই কাজ, আসলে অ্যাডিকশন, কি যেন নেই মনে হচ্ছিল।
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ০২:১৬ | 198.82.25.122
সার্ভের এই আইডিয়াটা আমার খুবি পছন্দ হয়েছে
a x | ২৭ জানুয়ারি ২০১১ ০১:৫৯ | 99.53.141.11
সবকটা অংকে ৯৫, একেবারে একশো ভাগ ৯৫!
omi | ২৭ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 151.141.84.194
না হে না, তোমরা কেউ ৯৫ না, তোমরা ৪। আমরা যে যেখানে আছি, যা যা দেখতে পাই বা আমোগো যন্তর যা দেখে, সব মিলে ৪। বাকী ৯৬ হলো তেনারা, তেনাদের দেখা যায় না। ঃ-) বিশ্বাস না হায় গুগলাইয়া দেখো।
omi | ২৭ জানুয়ারি ২০১১ ০১:৩৩ | 151.141.84.194
এই যে সায়ন, কালকে আমি কইছিলাম কুমুর কুমুদ- কহ্লার সেবিত সরোবরওয়ালা ময়ূর ঘুরে বেড়ানো উদ্যানে কাঠবেড়ালিদের নিয়ে বিকেল-পিকনিক করবো, চীনা মাদুরের উপরে বসে চা ও সিঙারা সহযোগে। এই ব্যাপারে সায়ন কী বলতে চাও? কিছু অ্যাড করতে চাও? ঃ-)
omi | ২৭ জানুয়ারি ২০১১ ০১:২৭ | 151.141.84.194
আই-ক্রাইসিসে আইসক্রিম খেতে হয়। ঃ-) এখানে এত বরপচ্ছে, গাছে গাছে আইসক্রিম ঝুলে আছে। ঈশ, আজ কী হবে!
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ০০:২১ | 198.82.25.122
এইটা তো তোমরা বলবে। অঙ্ক করে দ্যাখো। ততক্ষণ আমার দুঃসহ আই-ক্রাইসিস।
aka | ২৭ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 168.26.215.13
কিন্তু প্রশ্ন হল ৯৫ এর ৫ না ৫ এর ৯৫?
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 198.82.25.122
অন্ধের কিবা দিন কিবা রাত্রী। আমি তো ৯৫ ই। কবিও তাই বলেছেন। ""আমি রব নিস্ফল ৯৫ দলে...."" ঃ-)
kc | ২৭ জানুয়ারি ২০১১ ০০:১২ | 89.203.49.18
পচা গন্ধোয়ালা খপরের লিং পোস্টানোর জন্য তিমি কে ৯৫এর দিকে বহিষ্কার করার ডাক দিলাম। ঃ-))
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ০০:০৯ | 198.82.25.122
আরো এক ৯৫% এর খবর রেখে যাই। আঁক কষতে কাজে দেবে। পেজ ঘঁএটে যাবে কি? দেখা যাক।ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন