এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 168.26.215.13
  • বিখ্যাত বাবার ছেলে হবার জ্বালা, তার ওপরে বাবা আবার সুখ্যাতি করেছিল ছেলেবেলায়। পারি না এটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন।
  • omi | ২৬ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 151.141.84.194
  • কুমু, আমার অরুণ সেন??? ঃ-)
    না, ইনি সিটি কলেজে বা আনন্দমোহনে পড়াতেন।
  • a x | ২৬ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 99.53.141.11
  • আচ্ছা কেউ যদি সিনিমা বানায়, কি গপ্প লেখে, সে আর পাঁচটা ওরম জিনিসের থেকে আমি আলাদা কিছু করব বলেই তো করে, নাকি? নইলে আরো একটা হয়ে লাভ কি? তাইলে এত মধ্যবিত্ত অডিয়েন্স কি নেবে আর কি নেবেনা, কোনটা বাজারে চলবে ও কোনটা চলবেনা, এই দিয়ে সব ঠিক হয় কেন? এই যে বাউল দর্শনের রজঃ রেতঃ পান ইত্যাদি নিয়ে বললে যদি লোকে না নেয়, তাইলে লালন নিয়ে সিনেমা করারই বা কি দরকার? অলরেডি তো দুটো আছে বোধহয়। সেইগুলার থেকে আলাদা হব কিসে আমি, কি আমি বলব, যা অন্যে বলেনি এইটা নিশ্চয়ই ভাবে লোকে সিনিমা বানানোর আগে? সন্দীপ কেই বা কে মাথার দিব্বি দিয়েছিল সিনিমা বানাতে? দেখাচ্ছে লোকের হাতে সেল-ফোন ওদিকে ডায়ালগ হচ্ছে একটা ট্রান্‌ক-কল করে দাও! একবার ভাবেও না?
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 168.26.215.13
  • অরুণ চ্যাটার্জী হলে বলে দিতে পারতাম। কমন পড়েছিল। বলব?
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 122.162.148.183
  • কুমুর বাগান??হেইডা আবার কোতায়?কুমুর যদি গাছ,ঝর্ণা,নদী,পাহাড় এতসব থাগবে,তাইলে কুমু দুটি পয়্‌সার লাইগ্যা দিনভর ল্যাবে পইচ্যা মরে ক্যান?
    না গো,কুমুর আছে কেবল কাঠবেড়া৯রা।

    ওমি,তোমার অরুণ সেন কি প্রেসির?
  • omi | ২৬ জানুয়ারি ২০১১ ০০:০৮ | 151.141.84.194
  • মনের মানুষ নিয়ে পুবের লোকেরা ক্ষেপে লাল। এর মধ্যে আবার কারা কোন বড়লোকের নাতি না নাতনি বানিয়ে ফেলেছে মেহেরজান। সেই নিয়ে মার মার কাট কাট চলছে। খুবই মিথ্যা রকম ব্যাপার দেখিয়ে জাতীয় চেতনার বিরোধী ব্যাপার দেখানো হয়েছে নাকি।
  • omi | ২৬ জানুয়ারি ২০১১ ০০:০৪ | 151.141.84.194
  • বড়াই, মাহফুজের কী কিনলে?
  • omi | ২৬ জানুয়ারি ২০১১ ০০:০২ | 151.141.84.194
  • আরে বিপ্রদাসরে আনলে তো মোটাসোটা টাইপ মোহিনী গরু লাগবে, পাটনাই। সেই যে ন্যাকা বিপ্রদাসের চাদর চিবিয়ে ফেলেছিলো! ঃ-)
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৫৬ | 14.96.183.90
  • মধুসূদন রায়। নাম দেবে যোগাযোগ। ওরফে ওমিলতা।
    বিপ্রদাসের রোল কে কর্বে ভেবে রেখেছেন? তারে কিন্তু ভ্যাঁপ্পো ভ্যাঁপ্পো করে ব্যায়লা বাজাতে হবে। অর্জিতরে নিয়া নেন।
  • bhoot | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৫৫ | 117.194.208.90
  • টঁঅই থেঁকে বঁইদায় নিলাঁম।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৫২ | 121.241.214.38
  • থ্যাঙ্কু অক্ষ। কিন্তু এই টই অবশেষে শেষ করেছি ঃ-)
  • omi | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৪৯ | 151.141.84.194
  • কুমুর বাগানে একদিন বিকেল-পিকনিক করার ইচ্ছে হয় কুমু, সায়নকবি আর গুটিকয় পোষা কাঠবেড়ালির সঙ্গে। আহা বাগানে একদিকে বানানো পাহাড়, বানানো মিনি ঝর্ণা,মিনি নদী, গাছের ছায়ায় রঙীন মাদুরে বসে আমরা চা আর সদ্য ভাজা সিঙারা খেতে খেতে গপ্পো করছি। আহা কুমু, কবে হবে????
    এই সিনেমাটা বানাবে কে?
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 14.96.183.90
  • অঃ ! তাই বল। আমি ভাবছি আমার রিকেটি কম্পু-র গোলমাল।
  • omi | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 151.141.84.194
  • ধুয়ে মুছে গেছে টই।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৪৩ | 121.241.214.38
  • টই কে খেল?
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৪২ | 14.96.183.90
  • না না আদিবাসী মেয়ে না। বাঙালী মেয়ে। শ্যামল গঙ্গো'র যৌনতা আসত বটে, কিন্তু সেই লেখায় যৌনতা ছিল না।

    আমি আর কি কিনব, গপ্পের বই কিনলাম। চাট্টি মার্কেজ, চাট্টি কোয়েটজি, এট্টু মাহফুজ, এট্টু লোসা। আর রবীন্দ্রকুমার দাশগুপ্ত, দয়াময়ী মজুমদার,সুধীর চক্র, লীনা চাকী-র সম্পাদনায় এট্টা "বাঙালীর আড্ডা'।
    অ্যাভিড-এ আমারে পঁচিশ পাস্‌সেন্ট ডিসকাউন্ট দেছে ইংরাজী বইতে।
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৩২ | 99.53.141.11
  • বইএর কোটা শেষ কেন? কি কিনলে? কবে কিনলে?
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৩০ | 99.53.141.11
  • অভ্যু, কি মনে হচ্ছে? কোনো একটা দেশে তো বটেই। এদেশে আবার বাঁধানো উঠোনের সাথে এসিও মেলে বইমেলাতে ঃ-)
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২৮ | 121.241.214.38
  • তিনটের মধ্যে ঢোকার চেষ্টা করব। সন্ধে নাগাদ বেরিয়ে যাব
  • ax | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২৭ | 99.53.141.11
  • পেটে খিদে আদিবাসী মেয়ে হলেই বাঙ্গালীর কলমে যৌনতা চলে আসে, তার সিনেমাও লোকে চেটে পুটে খায় ঃ-)
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২৭ | 97.81.76.190
  • অক্ষদা এখন দেশে?
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২৬ | 14.96.183.90
  • আরে! বই কিনতে কে যাবে? যাবো তো আড্ডা দিতে। কাব্লে-র বাড়ি তো আর যাওয়া হয় না ! তাছাড়া, আমার এবারের বইয়ের কোটা শেষও। আবার ছ-মাস পরে।

    অচিন্টি, কখন থাকবা?
  • ax | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২৫ | 99.53.141.11
  • অ তোমাদের ওদিগে ম্যালা আজকাল চক মেলানো দালানে হয়? তার আবার লোভ দেখাচ্ছে ছোঁড়া!
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২৩ | 121.241.214.38
  • লোক বেশি, টিকিট নাই
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 121.241.214.38
  • ধুলো কম। পথ বাঁধিয়ে দেছে
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২০ | 99.53.141.11
  • নাহ! ভেবে দেখলাম, যাওয়াই যেত, কিন্তু ঐ ধুলোর মধ্যে, ভীড় ঠেলে, চারটে পচা মাছের চপ খেয়ে, গুঁতোগুঁতি করে বই দেখে আর কি হবে! :-|
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:২০ | 121.241.214.38
  • আমি কাল মেলায় থাকব খানিক
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:১৯ | 14.96.183.90
  • লেট ল্যামেন্টেড শ্যামল গঙ্গো'র একটা লেখায় পড়েছিলাম, ভরা সবুজ ধানক্ষেতের মাঝখানে আলপথ দিয়ে একবার আসছেন, একটা সরু সিড়িঙ্গে মত মেয়ে এসে পথ রুখে বলল-বাবু, আমায় রাখিতো রাখো।

    খিদা ও অন্নের কী কনট্রাস্ট !
    লোভ দেখানোর কথায় মনে পড়ল।
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:১৮ | 14.96.183.90
  • হ্যাঁ, বইমেলা যাবো, কিন্তু বই কিনব না। তবে যদি কোনো বই খুব করে লোভ দেখায়, তাহলে.....

    leT lyaamenTeD shyaamal ga`Mgo'r ekaTaa lekhaay parhechhilaam, bharaa sabuj dhaanaxeter maajhakhaane aalapath diye ekabaar aasachhen, ekaTaa saru sirhi`Mge mata meye ese path rukhe balal-baabu, aamaay raakhito raakho.

    khidaa o anner kee kanaTraasT !
    lobh dekhaanor kathaay mane parhal.
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:১৪ | 14.96.183.90
  • দেখি। একদিন বুকে অনেক বল নিয়ে বসে পড়ব।

    ভালো কথা। কাল বইমেলা যাব। যাবে?
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:০৩ | 99.53.141.11
  • দেখেছি ঃ-)) ভরসা দেবনা! ও জিনিস ভরসার মোটে না!
  • I | ২৫ জানুয়ারি ২০১১ ২২:৫৮ | 14.96.183.90
  • অক্ষদা, আন্দালুশীয় কুত্তা দ্যাখছেন? কাল শুরু করেছিলাম, বাপ রে!

    আমনে ভসসা দ্যান তো রি- চেষ্টা দ্যাখতে পারি।
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২২:৫৭ | 99.53.141.11
  • আজ্জোকে বিক্রি কর পটিয়ে পাটিয়ে। বল ওতে পুরে কুকি-পপ্‌কর্ণ ক্রিস্টমাসে গিফট করলে হেবি এথনিক একটা ইসে ব্যাপার হবে।
  • d | ২৫ জানুয়ারি ২০১১ ২২:৫১ | 14.96.220.215
  • নাঃ বেড়াল ধরা যাবে না। কঠবেড়ালি ধরলেও ধরা যেতে পারে। স্টাইলের ব্যাগ, গায়ে হয় আঁকা নয় ক্রস স্টিচে নকশা বোনা। মুখটা খুব বেশী ফাঁক হয় না। এই সেই আমাদের সময়কার বাজারের ব্যাগ নয় হে।
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২২:৪৫ | 99.53.141.11
  • চটের ব্যাগ কাজের জিনিস। কাঠবেড়ালি ধরা যায়। বেড়ালও ধরা যায়।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২২:৩৭ | 121.241.214.38
  • সেটা ঠিক হবে না পিপি। এর থেকেও অনেক খারাপ বিজ্ঞাপন অনেকে বানান। আর বিজ্ঞাপনে ফেলুদা আমি আর কখনো দেখিনি। আমার তো বেশ লাগে
  • d | ২৫ জানুয়ারি ২০১১ ২২:৩৬ | 14.96.220.215
  • নাঃ তাকেই নিজের মত থাকতে বলেছিলাম। ;-)

    এদিকে আমি চটের ব্যাগ কিনতে কিনতে নাজেহাল হয়ে গেলাম। প্রায় প্রতি মাসেই আফিসে কোন না কোন বুতিক থেকে আসে, নাকি বিক্রয়লব্ধ অর্থ চ্যারিটিতে দেবে। টিমকে উদ্বুদ্ধ করার জন্য আমাকে প্রতিবারই কিছু না কিছু কিনতে হয়। এখন এমন হয়েছে বন্ধুবান্ধবদের বই দিতে গেলে সেটা একটা চটের ব্যাগে ভরে দিয়ে দিই। নাহলে অচিরেই আমার ঘর বিভিন্নপ্রকারের চটের ব্যাগের গুদাম হয়ে যাবে।
  • pipi | ২৫ জানুয়ারি ২০১১ ২২:২৭ | 92.225.144.154
  • সন্দীপ রায় মহায়কে গিয়ে বলা দরকার যে মহায় এবার রিটায়ার করুন। আমরাও বাঁচি।
  • aka | ২৫ জানুয়ারি ২০১১ ২২:২৬ | 168.26.215.13
  • আচ্ছা এমন কোন স্ট্যাট আছে আম্রিগায় প্রতি বছর পার ক্যাপিটা ফান্ড রেইজার স্পেন্ডিং কত ডলার?

    কুকি, পপকর্ণ কিনতে কিনতে তো পাগল হয়ে গেলাম। এরপরেও সোশাল কমিটি,জন্মদিন কমিটি, কমিউনিটি ডেভলপমেন্ট কমিটি বাকি আছে। এগুলো ট্যাক্স সেভিং হিসেবে মনে হয় ক্লেম করা যায় কিন্তু ঐ অতশত বিল রাখলে তো এদ্দিনে প্রোজেক্ট ম্যানেজার হিসেবে নাসায় কাজ করতাম।
  • achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ২২:২৪ | 121.241.214.38
  • তখন কি আপনি তাকে বলেছিলেন আমাকে আমার মত থাকতে দাও?
  • d | ২৫ জানুয়ারি ২০১১ ২২:১৯ | 14.96.220.215
  • না না আমি ২০০৫ এই বোর হয়ে ক্যাঁচ ক্যাঁচ .... ঃ)
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২২:০৭ | 99.53.141.11
  • অটোগ্রাফ দেখার পর আর লিস্টিতে নাই? ;-)
  • d | ২৫ জানুয়ারি ২০১১ ২২:০২ | 14.96.220.215
  • সে কিসের কানেকশান তা তোমরা পরিচালককে জিগাও বাপু। এই পরিচালক ছোকরা ২০০৪ ২০০৫ এ আমার অর্কুটের বন্দুক লিস্টিতে ছিল। তা তখন আমি বেশ হাঁদু ছিলাম, অর্কুটে দিব্বি জম্মোদিন, দোকানের নাম এইসব লিখেতিখে রেখেছিলাম। এ ছোকরা তখন তো ব্যাঙ্গালোরে থাকত, আর নিজের ঢাক নিয়ে গদাম গদাম করে পোচ্চুর পেটাত। তো, আমার আপিসে ফোন করে কথাবার্তা বলেছিল। সেইসময় বলেছিল সে কিছু 'সৃষ্টি' কল্লে নাকি যাদবপুর আর জে এন ইউয়ের জনতা জান দিয়ে প্রচার করে ফাটিয়ে দেবে।
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২১:৪৫ | 99.53.141.11
  • আর একটা হয়েছে এই সন্দীপ রায়। উফ্‌ফ্‌ফ! কিছু বলতে গেলে যা বেরোবে, মামীকে আবার ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে।
  • a x | ২৫ জানুয়ারি ২০১১ ২১:৪২ | 99.53.141.11
  • বরঞ্চ প্রেসিডেন্সি কানেকশন আছে।

    কিন্তু পামিতে, তুমি সৃজিৎরে চেননা? ঐ রঞ্জনদার ইয়েলো সাবমেরিনে গানও গাইত তো সৃজিৎ, নাটক ছাড়াও। অনুপমও গাইত ইয়েলো সাবমেরিনে। অনুপম অনেক দিন ধরেই গাইছে।
  • sayantan | ২৫ জানুয়ারি ২০১১ ২১:৪১ | 59.164.96.211
  • কুমুদি', দেরী ক'রে চোখে পড়ল, থ্যাঙ্ক্যু ফর দ্য নোট অফ অ্যাপ্রিসিয়েশন :-)
  • kc | ২৫ জানুয়ারি ২০১১ ২১:১৩ | 89.203.49.18
  • সিনেমাটার সঙ্গীত পরিচালক অনুপম যদুপুরের ছাত্র। পামিদির পাশের ডিপার্টমেন্টের। দ'দি কি এটাই বলতে চাইল?
    সিনেমাটা কিন্তু ভালোই।
  • Paramita | ২৫ জানুয়ারি ২০১১ ১৯:১০ | 122.172.5.59
  • দ ওটা কি বললো? যাদবপুরীরা টেনে খেলাবে অটোগ্রাফকে স্বাভাবিক? মানেটা কেউ যদি বলে দিতো! আমি কোন JUর কানেকশান জানি না।
  • sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৫১ | 59.164.96.211
  • পিপি, ঃ-)))

    যাই এট্টুস দহি-মুর্গ'এর উপায় করে আসি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত