ডাকাইতরা তো খালি গায়ে তেল মেখে মাথায় লাল ফেট্টি বেঁধে, চোখে কাজল লেপে, কানে জবাফুল গুঁজে, মালকোঁচা মেরে হাঁটুর উপর খেটো ধুতি পরে আসত। ও, কেউ কেউ আবার কানে মাকড়িও পরত। সিল্কের কূর্তা কোত্থেকে এল?? ভাংড়া নাচের ভিডিও ইউটিউবে দেখে নিলেই বুঝে যাবে ডেরেসটা কেমন। সিল্কের ঢোলা কুর্তা আর সিল্কের লুঙ্গি (কিভাবে যে পরে এখনো বুঝে উঠতে পাল্লাম না। চমৎকার লাগে। মেয়েরাও ওভাবে পরে)।
dd | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০০ | 124.247.203.12
সবাই গুলায়ে ফ্যালসে। আর্ত্তো পারি না।
বা প্র তো বাংলা । হোথায় কালী কালী করে ডকাইতে চেঁচাইবে। দেবী সরস্বতী এসবেন। পুরো বাংলা কেস। মালকোচা ধুতি ও বৃহৎ গোঁপ ই প্রশস্ত। আঁচিল - চলতে পারে।
তবে ফিউশন কত্তে চাইলে ভাংরার ড্রেস পর্বে। ছানা পোনাদের কোনো ব্যাকরণ থাকে নাক্ষি?
kc | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৮ | 194.126.37.76
ডাকাত কে সাজবে? তুমি না ঋক?
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৭ | 61.95.144.122
কালো কুর্তা, লাল ধুতি। গড়িয়াহাটে ওই ধারের দিকে ফ্ল্যাপওয়ালা কুর্তা পেলুম না, পাঞ্জাবী দিয়ে কাজ চালাতে হবে। শাড়ি হলে চলবে না - শাড়ির পাড় হয়। পেলেন লাল ধুতি চাই - তাই এম্নি কাপড়।
shrabani | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৫ | 124.30.233.86
হ্যাঁ, একটু উঁচু করে হাঁটুর ওপরে পরালে আর লাল রঙের ধুতি (চওড়া পাড়ের শাড়ী ) হলে মনে হয় ভালো হবে। ডাকাতরা কি উর্ধাঙ্গে কিছু পরত? নাহলে ভাংরার মত কালো বা ডার্ক সিল্কের কুর্তা পরতে পারে।
যাঃ কুমুদি গুলায়ে ফ্যালাইসে দ্যাহো। সোহাগের বাবা হইল গিয়া কবি হুতো, তিনি মর্মপীড়ের প্রধান সেবাইত। আর ইনি সায়ংকবি বলিয়া পরিচিত। তবে মিল এই, দুজনেই দুর্ধর্ষ কবি।
rabaahuta | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৩ | 203.99.212.53
এইও সব সায়ন আলাদা আলাদা। ইনি প্রাচীন সায়ন। আমি অপেক্ষাকৃত নতুন। প্রায় সবুজ অবুঝ কাঁচা ইত্যাদি, মর্মপীড়ের স্নেহধন্য। আর ইসে, বৌয়ের পা আমি ভাঙলাম কোথা? কোন সে অচেনা বাইকোলা পা ভেঙে দিল, দোষ পড়লো আমার ঘাড়ে? ভালো মানুষের জমানাই নেই। হায় পীড়।
rabaahuta ওরফে r.huto ওরফে r.h
d | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৫১ | 14.96.5.193
ডাকাতরা মালকোঁচা মেরে ধুতি পরত। আর গুটিয়ে হাঁটুর উপরে তুলে রাখত। 'বাংলার ডাকাত'এ ছবি দেখো নাই?
shrabani | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪৯ | 124.30.233.86
ভাংরায় লুঙ্গি পরে, সিল্কের।
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪৭ | 61.95.144.122
সরি সরি। বাল্মিকী কি বাঙালী ছিলো?
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪৭ | 61.95.144.122
বাংলার ডাকাত। মোর স্পেসিফিক্যালি "বাল্মিকী প্রতিভা'-র ডাকাত।
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪৬ | 61.95.144.122
ডাকাতকে ধুতি পরাতে হবে। ভাংরার স্টাইলটা বেশ পছন্দ হল, তাই...
shrabani | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪৬ | 124.30.233.86
কোন জায়গার ডাকাত? বাংলার? ছাব্বিশের ফ্যান্সী ড্রেস নাকি?
kc | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪৫ | 194.126.37.76
হঠাৎ এরকম অশৈরণ কোশ্নো করছ কেনে?
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪২ | 61.95.144.122
(১) ডাকাতেরা কেমন করে ধুতি পরে? (২) ভাংরার সময় পাঞ্জাবীরা ধুতি পরে না লুঙ্গি? কেমন করে পরে?
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৪১ | 59.178.62.241
যিনি সোহাগের বাবা,বৌএর পা ভাঙল কদিন আগে,তিনি-ই তো সায়ন?নাকি ইনি অন্য কোন সায়ন?ইনি কোথা হতে কোথায় এলেন?
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:১৮ | 59.178.62.241
প্রথমে ফাঁদ বানান,তার্পর পেটেন্ট অ্যাপ্লি কইর্যা দ্যান।
আরে ফাঁদ কিনতে না-পাওয়া গেলেও বানিয়ে নিতে কতক্ষণ আর। একটা বেট, ট্র্যাপডোর আর লকিং মেকানিজ্ম - এই দিয়েই তো হয়ে যায়। দেশে-গাঁয়ে দেখেছিলাম গুড়ের বড়ো নাদায় করে ভাম ধরা হত। শুধু ঠিকঠাক পেটেন্ট করে উঠতে পারেনি বলেই না!
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৫:২৬ | 59.164.96.211
কুমুদিনিদি' অনেক ধন্যবাদ। সারিয়ে নেবো আজই। কিন্তু বেড়াল মনে হয় অন্য পথেও ভেতরে ঢোকে। বাড়ির মধ্যে বেড়ালসুলভ কাজকর্মের কিছু প্রমাণ পেলাম। এককালে সতেরোটা ছিলো। তো, মিনিমাম একটা আসে। ওটাকে ধরতে হবে। হোমমেড ফাঁদ যে আগে বানাইনি তা নয়, তবে এই বেড়ালগুলো মহা ত্যাঁদোড়। স্টেট অফ দ্য আর্ট কিছু চাই। দেখি।
কার্ডবোর্ডের বাক্স, স্টীলের গামলা, থার্মোকল, একটা টেবিল ... বাঙ্কে অনেক কিছু ডাঁই করা ছিলো। তার থেকে যেটা সাধ্যে কুলিয়েছে নীচে ছুঁড়ে ফেলেছে এই শীতে একটু জায়গার জন্য। টিভি'র বড় বাক্সটাতেই থাকে বোধহয়। ইউপিএস'এর বাক্সটা মনে হয় প্ল্যান-বি। এখন ওগুলো বাইরে ছুটে বেড়াচ্ছে। দেখি বাক্সটা/গুলো একটু ভদ্রস্থ গোছের করা যায় নাকি।
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৫:১৬ | 59.178.146.224
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৫:০৬ | 59.178.152.131
বাঃ,বাঃ।সায়নের কথা শুনে যে কী-ই-ই-ই খুশী হলাম,তা কি আর বলব।এতদিনে একজন সহমর্মী পেলাম।জানেন এই পাপিষ্ঠ ভাটুরেরা কাঠবেড়ালের কাবাব খেতে চায়! যাক,ঐ ফাঁকটা সারিয়ে ফেলুন দেখি,অন্য কাজ ফেলে।দিল্লী হলে আমি আপনারে মিস্তিরী পাঠিয়ে দিতুম।
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:৫৩ | 59.164.96.211
বলিলে হয়ত পেত্যয় হবে না, আমি এপাড়ায় অতি পুরনো প্রো-কাঠবিড়া৯ ভাটুরে। সেইসব পাতা আর বোধহয় নেই যখন ওই প্রাণীগুলির প্রতি দুর্ব্যবহার দেখে প্রতিবাদ করে খিল্লিত হয়েছিলাম। সে যাক। আমার বাড়ির বাইরের বাদামগাছ ওদের আদিবাস। এখন বাড়ি খালি পেয়ে বাসা বেঁধেছে। এখানে থাকাকালীন ওরা নিয়মিত আমার সঙ্গেই খাওয়াদাওয়া করত। দরজা খোলা পেয়ে তার মাথায় চড়ে বসে পুটপুট করে চেয়ে থাকত। আর, বাকি সব ফেলে ব্রেড-বাটার-জ্যাম'এর প্রতি ওদের আসক্তি দেখে প্রীত হয়েছিলাম। নন্দিনী'এ দুধ অল্প ডাইল্যুট করে ছোটো কুনসী বাটিতে রাখলে তা মায়া হয়ে যেতে দেরী হত না। অল্প স্নানও করে নিত খাবার জন্য জল রাখলে। এদের নিয়ে আমার বহুদিনের সংসার।
অন্য একটা ব্যাপার ভাবাচ্ছে। এইমাত্র বাঙ্কে উঠে দেখলাম অপরপ্রান্তে বৃষ্টি/ঝোড়ো হাওয়ার দাপটে একটা কাঁচ আলগা হয়ে খুলে গেছে। এই পাড়ায় বেশ কয়েকটা কুখ্যাত মিনি এবং হুলো ছিলো। যদি ওগুলো এখনও থেকে থাকে তো ওই ফাঁক দিয়ে অনায়াসে যেতে আসতে পারে। এবং বেচারা কাঠবেড়া৯গুলো ....
তো, একটা শক্তপোক্ত বেড়াল ধরার ফাঁদ চাই।
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:৩৮ | 59.178.55.81
এই রে!কাঠবেড়ালীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার কর্বেন না।নিতান্তই রান্নাঘরে রাখতে না চাইলে আস্তে আস্তে তাড়া দিন, বাইরে চলে যাবে।কাজু/অন্য বাদাম,বিস্কুট ইঃ খেতে দিন,জল দেবেন মনে করে।
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:৩৮ | 59.164.96.211
ভূতো -
তুইই। একমাত্র তুইই। তোর বার্তা দেখে যৎপরোনাস্তি আমোদ পেলাম। দেখা করবি কি? রুবি টিউসডে হতেই পারে। কল্লোলদাকেও বলছি। মেইল করছি একটু পরে।
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:৩৪ | 59.164.96.211
কল্লোলদা',
মেইল দেখেছি। উনত্রিশ তারিখ মনে হয়। পাঁচ তারিখ পর্যন্ত এখানে। আলাদা করে উত্তর দিচ্ছি।
ফেবু-র আঁতেল চিনি ক্যামনে? তাদের কি আলাদা কেলাব আছে? সেইখানে কি বুট পরে ঢোকা যায় না?
sinfaut | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:৫৫ | 203.91.201.55
স্থানীয় সংবাদ দেখেছি। অনেককিছু ভালো। মানে বহু বহু বহুতলের উপর থেকে কলকাতাকে না দেখে পাড়া, বস্তি, পুকুর পাড়, টালির চালের মুদির দোকানের সাথে এক জায়গা থেকে দেখা, সেও তো কেউ দেখেনা আর, মাল্টিপ্লেক্সে চলবে না এই ভয়ে। আর এই সিনেমাতে এসব খুব স্বাভাবিক, ডায়ালগ বেশ ভালো। একটা অটোরিক্সার দৃশ্য আছে যেটা বাংলা সিনেমায় আগে তেমন কেউ তোলেনি। খুব ভালো সিনেমাটোগ্রাফি। কিন্তু কিন্তু কিন্তু, যেই মাত্র মনে হচ্ছিল বাহ বেশ আনপ্রিটেন্শাস, "বক্তব্য"হীন সিনেমা দেখছি, এমন একটা কবিতাখাতা বগলে সিম্বলিক রাতের হাঁটাহঁটি শুরু হয়ে গেল, যে শেষের দিকে যথকিঞ্চিত বোর হয়ে গেলাম। তবে সব মিলিয়ে ভালো, অটোগ্রাফের মত সিনেমা চিরকালই যে পাড়ার গলিতে ঢুকবে না, বা ঢুকলেও এমন ন্যাকা ভাবে ঢুকবে, সেই গলিতে এ সিনেমা স্বচ্ছন্দে ঢুকে পড়েছে। এই আর কি। আর আম্মো ফেবুর আঁতেলদের লিস্টিটে সিনেমাটার নাম দেখে দেখতে গেছিলাম। বাব্বাহ্, সেসব আঁতেলদের ব্যাপার্স্যাপারই আলাদা, প্রোফাইলে কমপ্লিট মুভিলিস্টে শুধু স্থানীয় সংবাদ, আর মিউজিকের জায়গায় মৌভৌ। মানে এই সিজনে এগুলো করছেন আরকি। বেশ একটা স্টেটমেন্ট।
উঃ সে ক্ষীঃ ভয়ানক ভালো এবং প্রচন্ড ভালো রকমের ভয়ানক, সে না দেখলে বিশ্বাস ও কর্তে পার্বেন্না। ডি লা গ্র্যান্ডীর চুড়ান্ত। ল্যাংগুয়েজ কোনো সমস্যাই নয়।
আগামীকাল আবার ছুটী। একটা সিনেমা দেখতেই হবে। হু কিলড জেসিকা/ধোবিঘাট/নাইট অব দি উইচ।
কোন্টা দেখতে পার্বো সে শুধু ভবিতব্যই জানেন।
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:২৪ | 99.53.141.11
আর সু মু'র মহানগর - কেউ দেখেছ? লাস্ট ভালো বাংলা সিনেমা দেখেছি হারবার্ট, এখনও যতবার দেখি, ভালো লাগে।
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:২০ | 99.53.141.11
নন্দনাকে ভালো (মানে চরিত্রে ভালো) লাগলে খুব খারাপ অবোস্তা। সে হলে দেখ আর বাদ্রুমে দেখ।
স্থানীয় সংবাদ বলে একটি সিনেমা ফেসবুকিয় আঁতেলদের পাতায় দেখি। কেউ দেখেছ?
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:১৭ | 99.53.141.11
আগের মানে কি বিষ? লাভ ইন ইন্ডিয়া দেখেছ?
sinfaut | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:১৭ | 203.91.201.55
কেন কেন অবোস্তা খারাপ কেন? আমি যখন এখানকার হল-এ চলা সিনেমা দেখতে যাই, তখন ক্রিটিকাল চোখ দিয়ে কিছু দেখিইনা। মোটামুটি ভালো হলেই হলো। বাড়িতে কম্পু চালিয়ে এমন সিনেমা দেখতে হলে ঘুমিয়ে পড়ি।
Blank | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:০৬ | 170.153.65.102
কৌশিকের আগের মুভি টা ছরানো লেগেছিলো। এটার ইউটিউবিত অংশ গুলো দেখে ইচ্ছে হয়েছে দেখার
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৫৩ | 99.53.141.11
জানা নাই ব্ল্যাংক। তবে আশা রাখি ডিভিডি রিলিজ হবে। খুচখাচ ট্রেলার দেখছি খালি এদিক ওদিক।
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৫২ | 99.53.141.11
এদিকে ইলিনা সেনের এগেইনস্টে কেস দিয়েছে এবার।
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৫০ | 59.178.142.107
দেশে সুবোধ সরকার একটি বড় কবিতা লিখেছেন-বিষয়,ওনার চারমাস দিল্লীবাস,উপসংহার,দিল্লীতে মানুষ বাস করে না(ভাষা মনে নেই,তবে বক্তব্য এই)।
Blank | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৪৯ | 170.153.65.102
কৌশিকের মুভি টা কোথাও পাওয়া যাচ্ছে?
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৪৩ | 59.178.142.107
ঠিকই,একজন পরিচালকের ভাবতেই হবে- সর্বজনের কাছে যেন তাঁর ছবিটি গ্রাহ্য হয়।ঐসব দেখালে ,কেবল ঐ ব্যাপার গুলো নিয়েই এত বেশী প্রচার হোতো,যে সাধারণ দর্শক হয়তো পরিবার নিয়ে দেখতেই যেতো না।
Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৪২ | 121.244.209.245
কল্লোলদা, তা বটে। দেখালে বাঙালী দর্শক আবার কেমন রিয়াক্ট করত কে জানে। এখানে বাউলদের সাধনতঙ্কেÄর বা পদ্ধতির চেয়ে লালনের জীবনকাহিনীই মুখ্য। তাই হয়ত ওদিকে যাবার প্রয়োজন বোধ করেননি গৌঘো। তবে আপনি বললেন বলে জানা গেল, আগে সত্যিই জানতাম না।
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৩২ | 99.53.141.11
করবেনা।
kallol | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৩২ | 220.226.209.2
কুমুদিনী- গান ভালো লেগেছে জেনে বড়ো আনন্দ হলো। দেখা হলে অনেক গান শোনাবো। কাজু - ঐ যে বল্লাম, মনের মানুষ হলো লালন মেড ইজি। বাঙ্গালী মধ্যবিত্তের প্রশ্ন - উত্তরে লালন। ওতে এসবের যায়গা নাই। লালন নিজের হাগু খাচ্ছেন, বা নারীর রজঃ পান কচ্ছেন দেখালে কি লোকে ছবিটা এভাবে দেখতো? সে কেমন ভীষন আঁতেল পাব্লিকেরাই দেখতে যেতো। যেমন লোকে মার্কেজ বা আখারুজ্জমান ইলিয়াস পড়েন।
a x | ২৫ জানুয়ারি ২০১১ ১২:৩০ | 99.53.141.11
কোল্কেতার তারমানে কি হাল! গাওর নিন্দে শুনলে যদি রেগে যায়, সেখানে তো অটোগ্রাফের নিন্দে হলে শূলে চড়াবে ঃ-(
এর চাইতে কৌশিক (অফ গাণ্ডু) অনেক অনেক বেশি প্রমিসিং। এক্সপেরিমেন্ট করার সাহস রাখে, রি-ইনভেন্ট করার ধ্বক রাখে, সর্বোপরি এডিটিং হাজারগুণ ভালো, সিনেমার ভাষা অনেক বেশি পরিণত। কিন্তু জিনিসটে বোধহয় দেশে রিলিজই করবেন।
শিবু, ইউটিউবে ছিল - এখন দেখছি সরিয়ে নিয়েছে। ডিরেক্ট ডাউনলোড লিংক আছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন