এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ৩০ জানুয়ারি ২০১১ ১১:৩৮ | 220.253.65.196
  • ভাই অপ্পন,
    এমন কিপটে মজনু আমি জীবনে দেখিনি।
    অঙ্ক টুকতো? তুমি বইটাই দিয়ে দিতে পারতে উইথ
    "সির্ফ তুমহারে লিয়ে"।
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১১ ১১:২৪ | 112.133.206.2
  • ইয়েস, সারিন এন সারিন। বড় ভালো ভালো অংক থাকত বইটায়। কোচিং ক্লাসে একটা মেয়ে আমার দেখে অংকগুলো টুকত। সে যাক, কে আর হৃদয় খুঁড়ে হায় ...
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১১ ১১:২১ | 112.133.206.2
  • কাব্লিদা, ভোদাফোনের অফিসে গেলেই সঙ্গে সঙ্গে ওরা একই নম্বরঅলা একটা নতুন সিম ইস্যু করবে আর পুরনোটা ব্লক করে দেবে। একশো টাকা নিয়েছিল আমার থেকে আর একটা ফর্ম ফিলআপ করতে বলেছিল। একটা ছবিঅলা পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন।
  • Bratin | ৩০ জানুয়ারি ২০১১ ১১:১২ | 117.194.99.245
  • আমি আস্তে আস্তে পাকা বাজুরে হয়ে উঠছি। আগে লোকে যা দাম বলতো আমি সেই দামে নিয়ে চলে আসতাম চোখ বন্ধ করে।

    ১। আজকে র ঘটনা

    আমি ঃ পেয়ারা কত করে?

    পেয়ারওয়ালা ঃ ৪০ টাকা কেজি

    আমি ঃ ১ কেজি নিলে?

    পেয়ারওয়ালা ঃ ২ টাকা কম দেবেন।

    আমিঃ আরে ২ টাকা কম দিলে আমি ৪০ টাকাই দেবো। ৩৫ দেবো । হয়তো দাও।

    পেয়ারওয়ালা ঃ ( নিমরাজি হয়ে) আচ্ছা নিন।

    ২। মাছের বাজারে।

    ছেলেটি আমার পরিচিত।।

    আমিঃ হ্যাঁ রে তোর চিংড়ি কত করে?

    ছেলেটি ঃ ৩৫০ টাকা অপু দা।

    আমি ঃ ১ কেজি নিলে কত করে দিবি?

    ছেলে টিঃ ১০ টাকা কম দিও

    আমিঃ ৩২৫ দেবো।

    শেষে ৩৩০ এ। ঃ-))
  • Bratin | ৩০ জানুয়ারি ২০১১ ১১:০৪ | 117.194.99.245
  • সিঁফো, কোন আইডিয়া নেই এ ব্যাপারে!!
  • sinfaut | ৩০ জানুয়ারি ২০১১ ১০:৪৬ | 117.194.224.16
  • আমার পরিচিত একজনের মায়ের বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে সত্বর চেন্নাই নিয়ে যেতে হচ্ছে। তো, প্রশ্ন ঃ

    ১। কী কী করতে হবে?
    ২। কোন এয়ারলাইন্সে নিয়ে যাওয়া ভালো? যদি এমন কোনো প্রেফারেন্স থেকে থাকে?
    ৩। এক্সট্রা কত খরচা পড়ে?
    ৪। প্লেনে স্ট্রেচার নিয়ে যেতে গেলে কি কোনো ডাক্তার কে সঙ্গে নিয়ে যেতে হয়?

    আরো কিছু জানা থাকলে জানান দয়া করে।
  • til | ৩০ জানুয়ারি ২০১১ ১০:২৫ | 220.253.65.196
  • আরে চয়েস ইজ ইয়োরস। এবং সেটাই তোমার কমিশন। আমি পেলে সব পড়ি!
  • Bratin | ৩০ জানুয়ারি ২০১১ ০৯:৫৯ | 117.194.99.245
  • তিল দা, কোন সমস্যা নেই । বই র নাম আর প্রকাশকের নাম আমাকে bratin.das অ্যাট gmail.com এ মেলিয়ে দিন ।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০৮:৪৯ | 122.172.44.107
  • আকা, আবার ফরোয়ার্ড করেছি।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০৮:৪৮ | 122.172.44.107
  • অমিত, রাত বারোটার পর ঘুমচোখে কে কাপুর আর কে ঠাকুর ঠাওর করা যায় নাকি?
    সিউড়ি কোন পাড়া? জেলা স্কুল? কোন ব্যাচ?
  • aka | ৩০ জানুয়ারি ২০১১ ০৭:৫৮ | 24.42.203.194
  • ব্যাং রিমি কইল তোর কোন মেইল নাই।
  • aka | ৩০ জানুয়ারি ২০১১ ০৭:০৮ | 24.42.203.194


  • দ্যাখেন দ্যাখেন।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১১ ০৬:৫৮ | 97.81.82.161
  • ব্যতিচারের একটা কাছাকাছি কথা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার হয় - অবশ্য না হওয়াই ভালো।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১১ ০৬:৫৬ | 97.81.82.161
  • বা বলছে আজ এই ধাঁধাটা দ্রি এই ভাবে করলেন ঃ)
  • omi | ৩০ জানুয়ারি ২০১১ ০৩:২৭ | 151.141.84.194
  • এ কী রে বাপা! আজকে কি অচিন্ত্য পর্যন্ত অনুপস্থিত? কুমুই বা কোথা? কাঠবেড়ালিসেবায় বুঝি গেছে। নিনা তো ঝাল তরকারি রাঁধতে ব্যস্ত, তার মধ্যে আর ব্যস্তানুপাত না ঢোকানোই ভালো। ঃ-)
    আচ্ছা, কেউ অচিন্ত্যভেদাভেদতত্ব জানেন? জানলে তত্বের টই খুলে লিখে দিতে পারেন?
  • omi | ৩০ জানুয়ারি ২০১১ ০২:৫৫ | 151.141.84.194
  • সবাই প্রতিসরণ প্রতিফলন বলে পালালো, এদিকে ব্যবর্তন, ব্যতিচার, গোলকাপেরণ, বিষমাপেরণ এসব? এসব জীবনেও আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার হয়?
  • omi | ৩০ জানুয়ারি ২০১১ ০২:৪৫ | 151.141.84.194
  • হি হি হি। পার্কে বসে বসে প্রেমিক প্রেমিকা আলাপ করছে অঙ্ক নিয়ে। ধরো একটা এলিপ্টিকাল গ্যালাক্সিতে x সংখ্যক স্টার আর yপরিমাণ ডাস্ট, তাহলে তার দশগুণ বড়ো স্পাইরাল গ্যালাক্সিতে -----

    হি হি হি।
  • amit | ৩০ জানুয়ারি ২০১১ ০২:১৭ | 128.103.93.169
  • ব্যাং, রাম ঠাকুর নয়, রাম কপুর।
  • SS | ৩০ জানুয়ারি ২০১১ ০১:১৬ | 99.120.125.223
  • কাব্লিদা, সধারণত একই নম্বর ফেরত পাওয়া যায়। এরকম দুটো কেস দেখেছি, তবে তারা ভোডফোন নয়।
    ল্যান্ডলাইনের নম্বর দেওয়ার কায়দাটা বেশ লাগলো ঃ)
  • achintyarup | ৩০ জানুয়ারি ২০১১ ০১:০৮ | 121.241.214.38
  • পাই অবাক হয়ে গেছে!
  • pi | ৩০ জানুয়ারি ২০১১ ০১:০৫ | 59.93.197.173
  • kd | ৩০ জানুয়ারি ২০১১ ০০:৫৭ | 59.93.244.77
  • তোমরা কি কেউ ""গান্ডু'' সিনেমাটি দেখেছো? আমার এক বন্ধুর ছেলের তাতে মেন পার্ট (ও ""ম্যাডলি বেঙ্গলি''তেও নাকি ছিলো)। বন্ধুর বউএর সঙ্গে কথা বলছিলুম, তখন জানালো (আমার বন্ধু ২০০৫এ মারা গেছে)।
    কেমন হয়েছে জানলে সাহস করে দেখতে পারি (নামটা শুনে একটু ভয় ভয় করছে)।

    আমার মোবাইল হারিয়েছে। ওই নম্বর ফেরত পাবো কিনা জানিনা - সোমবার ভোডাফোনের আপিসে গিয়ে জানতে পারবো। যদি কেউ ফোনে আমায় চাও, ল্যান্ডলাইনে চেষ্টা করো (BILL-SKIL)।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০০:৪৪ | 122.172.43.189
  • ঘুমোতে যাই।
    আকা, রিমিকে মেল চেক করতে বলিস।
  • aka | ৩০ জানুয়ারি ২০১১ ০০:৩৬ | 24.42.203.194
  • মনে পড়েছে, কেমিস্ট্রির বইটা ছিল সারিন অ্যান্ড সারিন।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০০:১৭ | 122.172.43.189
  • হ্যাঁ।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০০:১৬ | 122.172.43.189
  • সিরিয়ালের লোকজন বলতে শুধু দুইজন - রাম ঠাকুর আর রনিত রয়।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১১ ০০:১৫ | 184.214.56.91
  • এইটে?

  • amit | ৩০ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 128.103.93.169
  • উড়ান আমার বেশ ভালো লেগেছিল। খুব শান্ত ধীর একটা সিনেমা। কোন উচ্চকিত ব্যাপার নেই। সিরিয়ালের লোক জন ছিল প্রধানত।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০০:১১ | 122.172.43.189
  • সিনেমাটার শেষ দৃশ্যটা খুব সুন্দর ছিল, ছেলেটি তার বাবার কাছ থেকে পালাচ্ছে তার ছোট্ট সৎ ভাইকে সাথে নিয়ে।
  • SS | ৩০ জানুয়ারি ২০১১ ০০:১০ | 99.120.125.223
  • রবিবার সন্ধ্যে ৭ টায় (ইস্টার্ন টাইম) CBS চ্যানেলে জুলিয়ান অ্যাসাঞ্জের একটা ইন্টারভিউ আছে, কারো ইন্টারেস্ট থাকলে দেখবেন।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১১ ০০:০০ | 122.172.43.189
  • বেশ কয়েক মাস আগে লুরুতে একটা সিনেমা দেখেছিলাম - উড়ান। খুব কম বাজেটের সিনেমা ছিল। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া একটা ছেলে, তার অত্যাচারী বাবার গল্প। খুব নতুনত্ব কিছু ছিল না সিনেমাটায়, কিন্তু ভালো লাগার রেশ থেকে গেছিল। এক্ষুনি দেখলাম সিনেমাটা ৬টা ক্যাটেগরিতে ফিল্মফেয়ার পেয়েছে।
  • Sibu | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৫৩ | 184.214.56.91
  • আম্মো পাইনি। যাগ্গে, আরো একটা অগা পাওয়া গেল।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৯ | 122.172.43.189
  • নাঃ।
  • Sibu | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৮ | 184.214.56.91
  • মেয়ে কি জয়েন্টে পেয়েছিল?
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৭ | 99.172.119.232
  • ব্রতীন ভুলভাল কোয়ো না। আমার পাঁচটা প্রথম প্রেম। প্রথমটা মিস করে গেলে কিভাবে??
  • byaang | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৭ | 122.172.43.189
  • গুন্নাইট
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৩ | 117.194.99.245
  • আমি কাটলাম। বেজায় ঘুম পাচ্ছে।

    সক্কল কে শুভ রাত্রি/ দিন।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৯ | 122.172.43.189
  • আরিব্বাস! ২৫% তো ওদের কলেজ স্ট্রিটের দোকানেও দেয় না!
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৬ | 117.194.99.245
  • হ্যাঁ। ২৫% দিয়েছে। ঃ-))
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৬ | 117.194.99.245
  • কালকে 'থোড় বড়ি খাড়া' কিনেছি।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৫ | 122.172.43.189
  • এশিয়া থেকে কিনলি?
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৪ | 117.194.99.245
  • আজকে আমি হেমেন্দ্র কুমার রায়ের ২৫ খন্ড কিনেছি।

    আর সিগমুন্ড ফ্রয়েডে র 'স্বপ্ন বিশ্লেষন'
  • byaang | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৪ | 122.172.43.189
  • আহা, পড়তে যাব কেন? বাবা ভেবেছিল, বাড়িতে কলেজ স্ট্রীটটা তুলে আনতে পারলে মেয়ে জয়েন্টে পাবে।
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:৩২ | 117.194.99.245
  • ধুর ধুর!! একটা করে বই পড়তেই চোখে সর্ষে ফুল!!
  • Sibu | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:২৯ | 184.214.56.91
  • জ্যানাগ্যান এত্তো বই পড়ত মাইরি? আমি কি একই হায়ার সেকেন্ডারী পড়েছিলাম?
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:২৯ | 117.194.99.245
  • না না ১০ টাকা দাম। বাচ্ছারা নেবে বলে বায়না করছে আর বাবা মা রা কাটিয়ে দিচ্ছে!! ঃ-((

    ক্যালেন্ডার ও আছে। আজকে পড়ন্ত বেলায় নতুন গুরু মার্কেটে এল।
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:২৭ | 117.194.99.245
  • পিপি। অভ্যু র প্রেম নরেন্দ্রপুরের আগে !! মোট ৫ পিস প্রেম!!
  • byaang | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:২৭ | 122.172.43.189
  • অ্যাঁ, মুখোশ বিক্রী হচ্ছে নাকি? আমি ভাবলুম চটির সাথে মুখোশ ফ্রী।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:২৬ | 112.133.206.2
  • কেসিকে গোটাকয়েক এফসি।

    ইয়েস, কেমিস্ট্রিতে রণজিৎ দাশই পড়তাম। মাইতি-গাঙ্গুলী না কী যেন কোনদিন ছুঁইনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত