achintyarup | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৫০ | 121.241.214.38
ধোবি ঘাট কাল দেখার চেষ্টা করব। যদি টিকিট পাই। বইমেলা থেকে ঠিক সময়ে পৌঁছতে পার আশা করি
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৪৭ | 92.225.144.154
ইয়েস। রাজ বব্বরের ছেলে। আমি প্রোমোগুলো দেখি। দেখে মোটামুটি আন্দাজ করতে পারি আর তার বেসিসে ঠিক করি দেখব কিনা। কাইটস দেখি নি। গুজারিশ কি হতে পারে সেটা আন্দাজ করেও দেখেছি। নিরাশ হই নি, প্রচুর হেঁসেছিঃ-)
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৩৭ | 59.164.96.211
হুম্ @ "ভালো লাগার উপরে তো কথা চলে না'
ফীডব্যাক শুনে সিনেমা দেখা ছেড়ে দিয়েছি। এই ফীডব্যাক শুনেই "কাইটস' দেখতে গিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। অবশ্য পরে জেনেছি সেই ফীডব্যাক প্রদানকারী গুজারিশ দেখে নিজেই কেঁদে ভাসিয়েছে।
প্রতীক, মানে রাজ বব্বরের ছেলে তো?
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৩৬ | 92.225.144.154
ইয়েস। ঐ পেন্টিংগুলো। কয়েকটা শট দেখেছি মাত্র ঐ পেন্টিংগুলো সমেত। এত উঙ্কÄল রঙ অথচ কি জ্যান্ত! খুব ভালো করে দেখতে চাই ওগুলো। জানি না কবে দেখতে পাবঃ-(
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৩২ | 92.225.144.154
মনে হয় ভালই লাগবে। সবাই তো বলছে ভাল টু খুব ভাল। আমার ওটাও দেখা হয় নি এখনো। দেখে এসে ফিডব্যাক দিয়ো তো।
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:৩১ | 59.164.96.211
তারে জমীন পর দেখেছিলিস কি? এটা ওটার থেকে কয়েক নচ লেস কমার্শিয়াল। তবে ব্যাকগ্রাউন্ড স্কোর চোখ বন্ধ করে শুনিস, বিশেষতঃ মেরিন ড্রাইভের রাত্রির শটগুলোয়। আর, আর বৃষ্টি। এভাবে ক্যামেরায় বন্দী বৃষ্টি আর কোত্থাও দেখিনি। সেই একই বৃষ্টি যা আমীর খান স্কচের গ্লাসে ভরে মৌতাত-বেসামাল, শহরের অন্য কোনওখানে ঝুপড়ীর মধ্যে টপটপিয়ে পড়া সেই বৃষ্টি আটকাতে উঠতি-হীরো ঝুপসের চালে ত্রিপল খাটাচ্ছে ... আরেকবার দেখবো, মারাত্মক কিছু পেইন্টিং আর, আর ঐ মেলাঙ্কলি মিউজিকের জন্য।
shrabani | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:২৯ | 59.94.106.113
আমি আগামীকাল অনেক অনেক দিন পরে হলে গিয়ে সিনেমা দেখব, "নো ওয়ান কিলড জেসিকা"। যেতেই হচ্ছে, কী দেখব জানিনা!
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:২৮ | 92.225.144.154
হুম। ভাল লাগার উপরে তো কোন কথা চলে না। না লাগার উপরেওঃ-)
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:২৬ | 92.225.144.154
আরে প্রতীক নামের ছেলেটা কি রে? স্মিতা পাতিলের ছেলে ঃ-) জানে তু ইয়া জানে না তে বেশ ভাল লেগেছিল।
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:২৫ | 59.164.96.211
পিপি, মানলাম। কিন্তু অনেক অনেক অ-বাংলা সিনেমার মত কিছু বাংলা সিনেমার রোমান্টিসিজম গান, কাস্টিং, জানাশোনা ভুলভ্রান্তি, টেকনিকাল ইনকারেক্টনেস (!) ঘিরে, এই সবকিছু মিলেমিশে, এই সব সত্বেও কেমন যেন ভালো লেগে যায়। কেন সেটা জানি না। এটা ঠিক সেইরকম ভালোলাগা। ঠিক বলে বোঝাতে পারবো না। ঃ-)
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:২৫ | 92.225.144.154
ধোবি ঘাট দেখার জন্য হা পিত্যেশ করে বসে আছি। কারণ আপাতত হিন্দীভাষী পরিচিতরা যা আপডেট দিয়েছে তা এইরকম - "আরে বকোয়াস মুভি হ্যায়' "পয়্সা বরবাদ' "আর্ট ফিল্লিম হ্যায়' "বেকার' "ফালতু' "আমীর খান অ্যায়সে মুভিস মে কাম করেগা তো উসকা তো কারিয়ার খাল্লাস!' "এক গানা সানা ভি নহি হ্যায়' "বোরিং' "নিন্দ আনে লাগা থা'
ঃ-))
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:১৭ | 59.164.96.211
ও হ্যাঁ, ধোবি ঘাট দেখলাম। আমীর খান ইঙ্গরাজীতে আড়ষ্ঠ - এটা মিডিয়ার অবদান, কারণ কানে তেমন খারাপ লাগলো না (হতে পারে আমার কান খারাপ)। একজন এনারাই'এর চোখে-দেখা বম্বে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিশে শটগুলো বাদ দিলে আরেকটু ভালো লাগত। প্রতীক (জানে তু ইয়া জানে না'তে পেইন্টার হয়েছিল, বন্ধ দরজার নীচ দিয়ে আসা লম্বা ছায়ার সেই ছবিটা ...) নামের ছেলেটা বেশ, বেশ, বেশ ভালো। একেবারে শেষের দৃশ্যটায় পয়সা উসুল।
যাক, আরেকজন মানছে যে শ্রেয়া ঘোষাল চ-ছ-জ বলতে পারে না।
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:১১ | 61.95.144.122
না আমাদের বিশেষ ঝামেলা নেই। নেহাত ৪০০ ছেলেমেয়ে নাটকটা করছে (সেটা সম্ভবতঃ ওয়ার্ল্ড রেকর্ড) - তাই ফিক্সড ক্যারেক্টারগুলোকে (মানে বাল্মিকী, প্রথম ও দ্বিতীয় দস্যু, সরস্বতী) ওখানেই সাজাবে, বাকি ব্যাধ, বনদেবী, দস্যুদল - এরা বাড়ি থেকে সেজে আসবে। বনদেবীরা সবুজ শাড়ি, ডাকাতরা কালো কুর্তা-লাল ধুতি। নইলে ৪০০ ছেলেমেয়েকে গ্রীণরুমে সাজাতে গেলেই হয়েছিলো আর কি...
চাপটা হল এসবের রিহার্সালের জন্যে কাজের চাপের মধ্যে দুদিন ছুটি নিতে হল।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:১১ | 92.225.144.154
না রে সায়ন, অন্তহীন খুব খারাপ লাগে নি কিন্তু ঐ, বিশ্বাসযোগ্যতার অভাব। তুইই বল না, একজন জাঁদরেল দায়িত্ববান আইপিএস অফিসার সব সময় মুখে পার্সোন্যাল ল্যাপটপ ঠুসে বসে আছে চ্যাট করবে বলে, অফিসে এসেও কাজকম্ম ছেড়ে চ্যাট করছে এটা বিশ্বাস করা যায়? সময় সময় বড্ড স্লো-ও মনে হয়েছে। মানে, গপ্পটাতো দুই লাইনেই ফুরিয়ে যায়। তাকে টেনেটুনে দু ঘন্টা করতে গেলে যা হয় আর কি। গানগুলি ভারী মিঠে অনস্বীকার্য্য (কালকেই শুনছিলাম) কিন্তু শ্রেয়া ঘোষালের - আবছায়া জানালার "কাঁশ্চ" - শুনলেই কুলকুল করে হাসি পেয়ে যায়ঃ-)
সোমনাথঃ-)
omnath | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:০৪ | 188.135.5.198
আসলে ফিল্ম ইনস্টিটিউটগুলোয় "পোস্ট মডার্ন সিনেমার একটা জঁর সিনেমার মধ্যে সিনেমা " এই বলে পড়ানো হয় তো। সেই পড়ে বেড়িয়ে, বা শুনে তার প্র্যাকটিকাল ইমপ্লিমেন্টেশনের ছড়াছড়ি পড়ে গেছে আর কি।
sayan | ২৫ জানুয়ারি ২০১১ ১৮:০০ | 59.164.96.211
আমার আবার অন্তহীন ভালো লেগেছিলো। আবার বো ব্যারাকস ফরএভার'ও ভালো লেগেছিল। মনের মানুষ - ধরে নিয়েছি - ভালোই লাগবে। আর অ্যাতো নিন্দেমন্দ শুনে ঠিক্করেছি অটোগ্রাফ'ও দেখবো। বাকিটা তাঁর ইচ্ছা।
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৫৯ | 59.178.62.241
অরিজিতের বাচ্চার কথা শুনে পুরনো কথা মনে পড়লো। স্কুলের অ্যানুয়াল ডের নাটকে আমার ছেলে সাজলো লক্ষণ।স্কুল থেকে পুরানা দিল্লীর এক দোকানের নাম লিখে দিল,সেই দোকন থেকে ডেরেস কিনে/ভাড়া করে আনতে হবে। তো ড্রাইভারকে নিয়ে যাত্রা করা গেল।চাঁদনী চকের গলি,তার শাখা,উপশাখা,উপ-উপশাখা -সে রাস্তা ভাবা যায় না।আর গলি ক্রমাগত সরু থেকে সরুতর,সরুতম।বহুকষ্টে যখন সেই দোকানে পৌঁছলাম,প্রথম কথা মনে হল,আজ রাতটা এখানেই পড়ে থাকি,কাল সকালে ফেরা যাবে।যাই হোক,দোকানী দেখলাম অভিজ্ঞ মানুষ,লকসমনজীর পোষাক দশ সেকেন্ডে বের করে ফেল্লেন,বুঝিয়ে দিলেন কিভাবে পরাতে হবে। সবে রাস্তায় নেমেছি,ড্রাইভার আশ্বাস দিচ্ছে রাত এগারোটার মধ্যে বাড়ী পৌঁছে যাব,তীরবেগে ছুটে এসে বিশাল চেহারার মহিলা আমাকে প্রায় জড়িয়ে ধরলেন,""আপ লকসমন কা মা হো না?ম্যয় হুঁ রাম কা মা""।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৪৯ | 92.225.144.154
মনের মানুষ দেখা হয় নি। বড়াই দাদার রিভিউ পড়ে অবধি ভয়ে ভয়ে আছি - দেখব কি দেখব নাঃ-)
i | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৪৬ | 124.171.50.154
একটুখানি দেখে অখাদ্য বলাটা ইয়ে। মানে, ব্লার্ব পড়ে মত দেওয়ার মতো। ডি কে বোল্লাম। মানে খোঁচালাম। এখন ঘুমাই।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৪৩ | 92.225.144.154
কি মুশকিল! মাধ্যমটা ইংরাজী হলেও বাকীটা তো আদ্যন্ত বাঙালীঃ-)
sinfaut | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৪১ | 203.91.193.5
আরেকটি প্রেমের গল্প তো বাংলা সিনেমা নয়। ইংরাজি।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৩৯ | 92.225.144.154
না আবহমান বাদ যায় নি তো। লিখেছি তো আগে। ঐ সিনেমার মধ্যে সিনেমা।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৩৭ | 92.225.144.154
দমদিঃ-) ভয়ে ভয়ে বলি, হালের যেসব সিনিমা নিয়ে খুব শোরগোল হয়/হয়েছে, আহা বাহা শুনি এই যেমন অন্তহীন, অনুরণন, ম্যাডলি বেঙ্গলি, চলো লেটস গো, বং কানেকশন, খেলা, তারপর ঐ আবহমান থেকে আরেকটি প্রেমের গল্প - এসবের অধিকাংশই বিরক্তিকর/অখাদ্য লেগেছে। বিশেষ করে বাংলা উচ্চারণ শুনলে কানে আঙ্গুল দিতে ইচ্ছে করে। আর অভিনয়েরও তেমনি ঘটা। আরো যেটা বিরক্তি উদ্রেক করে সেটা হল সব কয়টাতেই সিগারেটের অত্যধিক ব্যবহার। পুরুষ চরিত্র গুলো আহারে-শয়নে-বসনে গল্পে ঝগড়ায় সংলাপে সবসময় হাতে/ঠোঁটে জ্বলন্ত সিগ্রেট। বিশেষত ঋতুপর্নর মুভিগুলোতে এটা অত্যন্ত প্রকট। ব্যাপারটা আমার নজর এড়িয়েই যেত কিন্তু এক অবাঙ্গালী বন্ধুই প্রথম ব্যাপারটার দিকে দৃষ্টি আকর্ষণ করে। সহজ ভাবে জিজ্ঞাসা করেছিল - তোমরা বাঙ্গালীরা খুব সিগ্রেট খাও না? তোমাদের সিনেমাগুলো দেখলেই বোঝা যায়। বোঝোঃ-)
Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:৩০ | 121.244.209.245
আচ্ছা 'আবহমান' যে বাদ গেল। সেও তো ঐ। তায় আবার জাতীয় পুরস্কার। তবে সি-ম-সি-বা যে খুব বোরিং লাগে তা বলব না।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২৭ | 92.225.144.154
না না, তা কেন ভাল লাগবে না। প্রতিটাতেই ঐ সিনেমার মধ্যে সিনেমা ব্যাপারটা একটা কমন থিম, সেটা বোরিং লাগতে শুরু করে একটা সময়। কিন্তু গল্পগুলো তো প্রতিটারই আলাদা। চরিত্র গুলোও। ভাল লাগতেই পারে। বরং সবকটা দেখেই ফেল না ।
Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২৭ | 121.244.209.245
অরিজিতদা, সেদিন বেশ কিছু ছবিটবি তুলো। আমরাও দেখার জন্যে আগ্রহে বসে থাকব, কেমন হল ডাকাত। ঃ-)
d | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২৬ | 14.96.5.193
ডিডিদা দাদাভাইকে শনিবার কাজ করতে হচ্ছে শুনে এমন আনান্দ হল না ......
শ্রাবণী, হ্যাঁ ফোন করে নেবো/নিয়ো।
অটোগ্রাফ এট্টুকখানি ইউটিউবে দেখে এমন অখাদ্য লাগল। যাদবপুরীরা টেনে খেলাবে স্বাভাবিক।
সেক্টর পাঁচে ইনফিনিটি বিল্ডিং আর বার্বিকিউ নেশানের মাঝামাঝি এক জায়গায় একটা লোক সিডি নিয়ে বসে। সেখান থেকে প্রচুর লোক অটোগ্রাফের সিডি কিনে নিয়ে যায়, কারণ হলে টিকিটের দামের তুলনায় ৩০ টাকায় সিডি কিনে দেখে নেওয়া সস্তা পড়ে। সিদি এরপরে আর না চললেও ক্ষতি নাই।
i | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২৪ | 124.171.50.154
বাছা পিপি, কাজু, এত সিনেমা তো দেখি নি। সবে ডিভিডি গুলো নিয়ে এলাম-ঐ যা যা নাম করলে-অংশুমানের ছবি থেকে শুকনো লংকা তক। আগে এগুলো দেখা থাকলে অটোগ্রাফ ভাল্লাগতো না বলছ?
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২৩ | 61.95.144.122
প্রেস্টিজ বলে প্রেস্টিজ। কেউ হেসে ফেল্লেই কেলেংকারি। নিজের চোখ বন্ধ করে সাজাতে হবে (নইলে আমিই হেসে ফেলবো) আর বোরখা পরিয়ে নজরুল মঞ্চে নিয়ে যেতে/আসতে হবে।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২১ | 92.225.144.154
ঠিকঠিক। খেলা, লাস্ট লিয়র এগুলো ভুলে গিয়েছিলাম। কিন্তু সত্যি এবার অসহ্য লাগছে।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২০ | 92.225.144.154
কপালে একটা লাল টকটকে তিলক থাকবে না? তাহলে আর ডাকাত কিসের?
Kaju | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২০ | 121.244.209.245
বাড়িওয়ালি, খেলা, লাস্ট লীয়র...আজকাল রিতুপন্নোর অনেক সিনেমা ওটা নিয়েই।
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৯ | 61.95.144.122
হুঁ - এদের ওই জামার ওপর বেল্টের মতন লাল কাপড়টা বেশ পছন্দ হল। ওইটে লাগাবো - কালো পাঞ্জাবীর ওপর।
i | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৮ | 124.171.50.154
অলকনন্দা রায়ের অসাধারণ কাজ করেছেন কারাবন্দীদের নিয়ে। ডিভিডিও পাওয়া যায়-ইউ টিউবে পেয়ে যাবো ভাবি নি।
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৬ | 59.178.62.241
ত্তবে?সমস্ত এক্কেবারে ঠিক বলিচি।কে বলে কুমুদি গুলিয়ে ফেল্ল?ইনিও সায়ন,তিনিও সায়ন্তন।সায়ন্তনকে চিন্তাম না,আজ আলাপ হল,ভারী চমৎকার মানুষ।
shrabani | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৫ | 124.30.233.86
দম, শনিবার ছুটি?
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৫ | 92.225.144.154
অটোগ্রাফ দেখলাম। একমাত্র যাকে ভাল লাগল সে হল পোসেনজিৎ। এবং এই প্রথম। নন্দনা দেবীর বাংলা উচ্চারণ শুনে পিছলে পড়ে যাই আর কি। উচ্চারণ শুনে সন্দো হয় উনি কলকেতায় না হার্ভার্ড - কোথায় বড় হয়েছেন। আর চোখ মুখ ঘুরিয়ে অ্যাক্টোর কথা তো নাই বললাম। তবে কয়েকটা জায়গায় সত্যি ভাল লেগেছে উনাকে। ভেবে দেখলাম, যতক্ষণ মুখ বন্ধ আছে ততক্ষন ভাল, মুখ খুল্লেই কেলো। ইন্দ্রনীলের ক্ষেত্রেও এক কথা। ভুরু কুঁচকে, মুঠোয় সিগারেট পাকিয়ে, ৩০ ডিগ্রী ঘাড় হেলিয়ে আনমনা হয়ে দূরের দিকে তাকিয়ে আছে - অংশুমানের ছবির অমন চরিত্রেই ওনার ভাল। অটোগ্রাফে উদ্দাম, উচ্ছলতার চরিত্রে বেমানান এসপেশ্যালি নন্দনার সাথে যে সিনগুলো হাসিখুশি উঙ্কÄল উচ্ছল প্রাণশক্তিতে ভরপুর এক তরুণের ছবি দাবী করে সেখানে বিশ্বাসযোগ্য নন বলে মনে হয়।
তবে নায়ক নায়কই। নায়কের ধারপাশে যেতে পারে নি এ ছবি। রে বাবুর কথা তো ছেড়েই দিলাম, উত্তম কুমারের ঐ ব্যাপক স্ক্রিন প্রেসেন্সটাই তো নাই এদের কারোর মধ্যে। নায়কের সাথে এই মুভির তুলনা বাতুলতা।
আর এই সিনেমার মধ্যে সিনেমা ব্যাপারটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি অলরেডি। আবহমান, শুকনো লঙ্কা, অংশুমানের ছবি, অটোগ্রাফ, আরেকটি প্রেমের গল্প - উফ্হ! আর কত?
i | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৫ | 124.171.50.154
অরিজিত, রত্নাকরদের দেখতে হলে-
আরো আছে ইউ টিউবে, দেখে নাও।
kc | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১২ | 194.126.37.76
আর ওইসব খালিগা তেলকালি মাখান ওসব করনা বাপু। এখনকার বাচ্চাদের প্রেস্টিজ জ্ঞান কিন্তু টনটনে। একটা পাগড়ি লাগিয়ে দাও,আর গালে একটা আঁচিল মতন, কপালে একটা লম্বা করে লাল টিপ, ব্যস।
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১১ | 61.95.144.122
ধুর - আর সময় নাই। কিংবদন্তীতে বল্ল তিনদিনে ওদের কালো পাঞ্জাবীর পুরো স্টক খতম, কিন্নর-কিন্নরীতেও এক হাল - সৌজন্য একটা ইস্কুল। আমি শেষ দুটোর একটা কিনেছি। ওতেই চলবে। শুধু তেলকালি চলবে না। কাজল দিয়ে গোঁপ এঁকে দেবো না হয়।
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০৯ | 59.178.62.241
বাচ্চা মেয়েদের লাল সিল্কের শাড়ী পাওয়া যায়,সেই কিনে নিন।অন্য ডাকাতদের বাবামা-দের সাথে কথা বলতে পারেন।।
kc | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০৯ | 194.126.37.76
ফ্ল্যাপওয়ালা কুর্তা রাণীকুঠিতে একটা টেলার আছে, বানিয়ে দেয়। নামটা ভুলে গেছি। ছিটও ওখানেই পাওয়া যায়। ওখানে গিয়ে একটু হাঁকডাক কর, কে আছেন বাচ্চাদের ফ্যান্সি ডেরেস বানান--- পেয়ে যাবে। একদিনেই বানিয়ে দেয়। একটু বেশী পয়সা নেবে। চাপ নিওনা।
sayantan | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০৭ | 59.164.96.211
একটুক্ষণের জন্য খাদ্যখাদক বানাতে গেছিলাম, ফিরে দেখি মম্মপীড়ের স্নেহধন্যের সাথে আমারে গুলাইছে কুমুদি'। আসল সায়ন উর্ফ আরহুতো ছান্দিক-তামসিক-জাগতিক বর্ণময় ওয়ান-অফ-হিজ-কাইন্ড একজন কবি ও মাল্টাইপ্রতিভাধর। অমি সায়ন্তন'এর অপভ্রংশ যে লেজ হারিয়ে সায়ন হয়েছিলাম। ইত্যাদি।
d | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০৭ | 14.96.5.193
বললাম তো মালকোঁচা মেরে হাঁটুর উপরে ধুত। আর গায়ে তেলকালি মাস্ট।
shrabani | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০৪ | 124.30.233.86
হ্যাঁ, মাথায় লাল ফেট্টি টাও মাস্ট। আর তেলকালি।
pipi | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০৩ | 92.225.144.154
অ। তা বাল্মিকীর যুগে ডাকাতরা কিরকম সাজত সে ডিডি ভাল বলতে পারবেন। ধুতির উপরে তাইলে কুর্তা কেন গলায় উত্তরীয়টাও চলতে পারে। আফটার অল রামায়ণের যুগ বলে কতাঃ-)
kumudini | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০১ | 59.178.62.241
নাম?নাম কি সুতোর বরের?হুতো নাম নিয়ে কি তিনি দুনিয়াতে ঘোরেন?পরিষ্কার মনে আছে,ওনার নামও সায়ন।
Arijit | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:০১ | 61.95.144.122
ক্কিক্কেলো। আমার কি মাথায় উকুন হয়েছে যে ডাকাত সাজবো? পাঠভবনের আনন্দমেলায় "বাল্মিকী প্রতিভা' হবে, ২৯ তারিখ, নজরুল মঞ্চে। ডাকাত সাজিয়ে নিয়ে যেতে হবে। টোটাল কলাকুশলীর সংখ্যা ৪০০ (শুধু বাল্মিকী প্রতিভাতেই) - তাই সাজানোটা বাপমায়ের ঘাড়ে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন