এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১১ ০২:৫৪ | 97.81.104.75
  • আরে টিম আলাদীন উঠে যায় নি, মিতাদির পাড়ায় গেছে ঃ(
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১১ ০২:৫৩ | 97.81.104.75
  • এই আজ্জোটার কোনো রসকষ নেই, এখন মিতাদি কেমন আহ্লাদ করে আলাদীনের মিষ্টি খাচ্ছে আর আজ্জো বলে কি না উঠে গেছে ভালোই হয়েছে ঃ(
  • TikTiki | ২২ জানুয়ারি ২০১১ ০২:৫২ | 117.194.193.206
  • ঠিক ঠিক।
  • Tim | ২২ জানুয়ারি ২০১১ ০২:৫০ | 198.82.26.130
  • আমি খাওয়ার আগেই আলাদীন উঠে গ্যালো। ঃ-(
  • Tim | ২২ জানুয়ারি ২০১১ ০২:৪৬ | 198.82.26.130
  • উফ্‌ফ এট্টু ঝিমোতেও দেবেনা। ভাটে ছিলেনা তো কি, লিটল ম্যাগ মেলায় ছিলেতো। কাব্লিদার বাড়িতেও তো গেছিলে।
    লিং আমার কাছে নেই। ব্রতীনদা আর সামরানদির প্রোফাইলে দেখলাম মনে হলো।
  • achintyarup | ২২ জানুয়ারি ২০১১ ০২:৩৪ | 59.93.192.89
  • চাকা কি ওল্টানো যায়? (জনান্তিকে)
  • aka | ২২ জানুয়ারি ২০১১ ০২:২২ | 168.26.215.13
  • হ্যাঁ পাল্টে দাও, উল্টে দাও। কাল চাকা বন্ধ। (কর্ণাটকের)
  • achintyarup | ২২ জানুয়ারি ২০১১ ০২:১৯ | 59.93.192.89
  • দুনিয়ার সোসিত মানুস এক হও। সোসকদের সোসন করার জন্য জোট বাঁধো। এই ঝেমন আমি আজ আপিস যাইনি
  • aka | ২২ জানুয়ারি ২০১১ ০২:১৮ | 168.26.215.13
  • ওটা বুনান এস্টাইল ছাঢ়। আলাদীন ভালো ছিল না, ভালই হয়েছে।
  • achintyarup | ২২ জানুয়ারি ২০১১ ০২:১৫ | 59.93.192.89
  • কিন্তু আমি তো ভাটে ছেলুম না! ছবির লিং দেবে?
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১১ ০২:১৩ | 97.81.104.75
  • ছাঢ় তো পাবেই না। ছাড় পাওয়ার চেষ্টা কর।
    ওদিকে আলাদিন নাকি উঠে গেছে ঃ(
  • aka | ২২ জানুয়ারি ২০১১ ০২:০৬ | 168.26.215.13
  • ইল্লি আর কি। খাটতে খাটতে ঘুম্পেয়ে গেল তাও ছাঢ় নেই।
  • Tim | ২২ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 198.82.26.130
  • কি আবার করবে, বাজার করে, উইকেন্ডের ভাটের আয়োজন করে, এইসব যত অপকর্ম। আমাদেরি খালি সোসন।

    ভাটের ছবি দেখলাম। অচিন্ত্যদাকে বেশ পুলিশ পুলিশ দেখতে। :P
  • achintyarup | ২২ জানুয়ারি ২০১১ ০১:৩৪ | 59.93.192.89
  • শুক্কুরবারের বিকেলে লোকে করে কি?
  • bb | ২১ জানুয়ারি ২০১১ ২৩:২৬ | 117.195.188.245
  • আজ খবর পেলাম আমার এক পুরানো সহকর্মী পারিজাত ব্যানার্জি ৭ই জানুয়ারী ব্যাংগালোরে তার বাড়ী থেকে পড়ে গিয়ে মারা গেছে। খুব খারাপ লাগছে এই মৃত্যুতে

    আবার পুলিশ নাকি মনে করছে এই মৃত্যু সন্দেহজনক। TOI দেখলাম খবরটা দুদিন কভার করেছে।
  • nyara | ২১ জানুয়ারি ২০১১ ২৩:১৭ | 122.172.34.231
  • কাল নাকি কর্নাটক বন্ধ। শনিবার যে কেন বন্ধ ডাকে!
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ২৩:১৩ | 64.56.33.254
  • জান তো ওমি আমার ঠাকুমা যখন মারা যন বাবা তকহ্ন দেউলি জেলে। জেলের সাহেবরা বলেছিল হিন্দুমতে যা করার তার ব্যাবস্থা করে দেয়া হবে---বাবা বলেছিলেন একদিন জেলের সমস্ত কয়েদিদের "বড়াখানা' খাইয়ে দাও--ওটাই হবে আমার মায়ের কাজ।
    এই বাবাকেই আমি জিগিয়েছিলাম এইসব শ্রাদ্ধ ফ্রাদ্ধ কেন যে এখনও লোকে করে--পিন্ডি খাওয়ায়--ধ্যুস! বাবা বলেছিলেন--এটা একটা ইন্ডাস্ট্রি তো--কত লোকের এটা প্রফেসন বলতো--তারা তো না খেয়ে মরবে রে এগুলো না হলে--হুম্ম!!তাও তো বটে আমি ভাবলুম।
    আর আজকাল সত্যিই এইসব অনেক উঠে গেছে--স্মরণসভা আকছার হয়--আর সে তুমি যখনই যাই কর কিছু লোকে বলবে ভাল কিছু লোকে খারাপ---এগুলো খুব নিজস্ব ব্যাপার হয়ে যায়। আমি তো যা যা লোকে করতে বল্ল সব করে গেলাম ঘোরের মধ্যে---ভাল মন্দ বিচার করার বোধটাই নাম্ব ছিল--শুধু মানতে বাধ্য হলাম যে তারা আর নেই!
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২৩:০৩ | 151.141.84.194
  • আমাদের পড়শী এক পরিবারে নূতন প্রজন্মের ছেলেপুলেরা প্রাচীন পদ্ধতিতে ১৩ দিনের শোকপালন না করে এমনি স্মরণসভা করেছিলো। সেটাও বেশ সভ্য লাগলো। তবে কোনো কোনো লোক বেশ আপত্তি করেছিলো, "উপযুক্ত ছেলে থাকতে আহা লোকটার শ্রদ্ধা হলো না,কী কপাল," এরকম বলেছিলো। ওরা গ্রাহ্য করেনি, শোকের বিজ্ঞাপণে তাদের আপত্তি ছিলো।
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:৫৭ | 151.141.84.194
  • নিনা,
    আত্মীয়স্বজনের বিয়েতে আমিও বৃদ্ধি করতে দেখেছি, বিয়ের সময় শ্রাদ্ধের ব্যাপার কেন,খুবই কনফিউজ্‌ড হয়ে গেছিলাম।
    পরে একজন কালের সমুদ্রে ভাসছি ভেলা ব্যাপার বুঝিয়ে দিয়ে আরো কনফিউজ্‌ড করে দিলেন।
  • Nina | ২১ জানুয়ারি ২০১১ ২২:৫৩ | 64.56.33.254
  • ইক্কিরে! একটু সময় পেয়ে এলুম--তো দেখি যত্ত ডিপ্রেসিং কথাবার্তা --
    অভ্যুদায়িক--কে আভ্যুতিক বলে তো চলিত ভাষায়? পূর্ব্বপুরুষদের জল দেয়া--তাঁদের কথা স্মরণ করা!

    ঐ একটা সেতু মতন পাস্ট আর প্রেজেন্টের।

    সেটা তো বিয়ের সময়ও হয়, মানে সকালে তাঁদেরও বিয়েতে নেমন্তন্ন ও জালটল দেয়া---নিয়মভঙ্গ --যারা শোকার্ত আত্মীয় , শোক পালন করছিলেন--তাঁদের শোকপালন শেষ হল--আত্মীয় বন্ধু দের সঙ্গে আমিষ খেলেন। ননবেঙ্গলিরা তো এমনিতেই সব নিরামিষ খায় আর এইসব ব্যাপারে তো আমিষাশিরাও(দূর বব কি বানান) নিরামিষই খায়।
    এবারে আমি নিজের (জেন আমি কে হনু) কথায় বলতে পারি---বাবা মা এরকম নিকটজন চলে গেলে --কেমন একটা ডিনায়েল অসে, কিছুতেই বোঝা যায়না যে ব্যাপারটা ঘটে গেছে--তখন এই নিয়মগুলো যেন মাথার মধ্যে ঢোকাবার প্রচেষ্টা--যে বোঝ কি হল--আমার দুবারই তাই মনে হয়েছে---কি সব আবোল-তাবোল বকলাম--তা জ্ঞানীগুণিরা এখনও উত্তর দেননি তাই
    ঃ-))
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:৫১ | 151.141.84.194
  • তিল, আহা গ্যারেজওলা আরেকটা নয় নিয়ে নেবেন।
    ভালো থাকুন।
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:৩১ | 151.141.84.194
  • আরে এখেনে কত বামুন, তবু কেউ আমারে আভ্যুদয়িক আর নিয়মভঙ্গ জানালো না। আভ্যুদয়িক মানে কী? কিসের অভ্যুদয়? কোথায় অভ্যুদয়? নিয়মভঙ্গ মানে কাদের জন্য নিয়ম ভঙ্গ, যারা সংযমপালন করছিলো তাদের? মৎস্যমুখী কি সেটাই? অবাঙালি হিন্দুদের ক্ষেত্রে নিশ্চয় মৎস্যমুখী হয় না? তারা কী করে?
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:২২ | 151.141.84.194
  • আফিমের ঘোরে কৃষ্ণকান্ত দেখতেন মহাদেব বিশ্বব্রহ্মান্ড বিষ্ণুকে বন্ধক দিয়ে গাঁজার ঘোরে ফোরক্লোজ করতে ভুলে গেছেন। ফিটফাট সাজগোজ করা কার্তিক এসে ঝিমাতে থাকা মহাদেবকে বলছে -জ্যাঠামহাশয়!
    কৃষ্ণকান্ত অবাক হয়ে ভাবেন কার্তিক কোন সম্পর্কে মহাদেবকে জ্যাঠা ডাকছে?
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:১৭ | 151.141.84.194
  • হ্যাঁ। ভারভারিক্কী ভাশুড় আর ন্যালাখ্যাপা পাতলামতন দেওর। কেন এই বিভেদ?
  • aka | ২১ জানুয়ারি ২০১১ ২২:১৭ | 168.26.215.13
  • শ্রাদ্ধ নিয়ে বিশেষ কিছু বলার নেই, নিয়মভঙ্গের কার্ড পৌঁছলেই চলবে।
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:১৫ | 151.141.84.194
  • শ্রাদ্ধ হয়েছে হিমালয় সন্নিহিত গঙ্গাস্তীরে। মুখাগ্নি অন্তেষ্টি শ্রাদ্ধকার্য ও নিয়মভঙ্গ সবই একত্রে। তাই ভূতভোজনের আর কোনো পাট ছিলো না। ঃ-)
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ২২:১৫ | 198.82.26.130
  • কেউ কি খ্যাল করেচেন, ইন-ল দের নামে এই ডিসক্রিমিনেশন ক্যানো? একজনের ব্যালায় ছ্যাবলামতন র, আরেকজনের ব্যালায় গম্ভীর ড়। র-ত্ববিধানে কি কয়?
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ২২:১১ | 198.82.26.130
  • শ্রাদ্ধ হলো কবে? আমরা কেউ খপর পেলাম না তো! পোস্টাপিসের গোলমালে কার্ড আসেনি হয়ত। ঃ-)
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:০২ | 151.141.84.194
  • আর অভ্যু, শোনে হে বাপু, ট্যান মরে ভুত হয়ে গেছে, শ্রদ্ধশান্তি সব হয়ে গেছে, সে কেন ঝগড়া করতে আসবে? আর, সে বুঝি শুধু ঝগড়া কত্তো? ????
  • omi | ২১ জানুয়ারি ২০১১ ২২:০০ | 151.141.84.194
  • এইভাবে লজিক যেদিকে যাচ্ছে তাতে তো ডাকা উচিত শাশুড়ী, শ্বশুর, শালা, শালি, মেসো, পিসি, ভাশুর দেওর । এই যে শাশুড়ী, শুনছেন? এই ব্যাটা শ্বশুর, সাপের পাঁচ পা দেখেছিস নাকি? শালা, অ্যাই শালা, দুটো দিন আলগা দিয়েছি আর পাখা হয়েছে তোর?
    মাসী গো, ও মাসী, তুমি কী মিষ্টি!

    উফ। ঃ-)

    এর চেয়ে বাপু নাম ধরে ডাকা অনেক কম রিস্কি। সেই এক গল্পে ছিলো বিলেতে জন্মানো নাতি দাদুর কাছে বেড়াতে গিয়ে ডাকে প্রিয়নাথ, এই প্রিয়নাথ, আমায় বেড়াতে নিয়ে চলো। ঃ-)
  • mita | ২১ জানুয়ারি ২০১১ ২১:৪৯ | 173.73.20.133
  • প্র-বৈ-চ বাবু, একবার মেইল চেক করেন।
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৮:১৮ | 121.241.98.225
  • ও হ্যাঁ, দাশগুপ্তও চেনে দাশগুপ্তদের
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৮:১৭ | 121.241.98.225
  • এতদিনে দাশগুপ্ত লুপ্ত করে দেছেন লিচ্চয়।
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১১ ১৮:১৭ | 97.81.87.34
  • আরেক দাশগুপ্ত এখানে লিখতেন। ব্যাঙাদি নবীনেরা আসার পরে উনি গুপ্ত হয়ে যান।
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৮:১১ | 59.178.141.200
  • ইয়ে,আমিও বিয়ের আগে দাশগুপ্ত ছিলাম।
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৮:০৯ | 59.178.141.200
  • পড়েছি,তাই তো বল্লাম,কেউ চেনে লেখায়।
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৮:০৪ | 121.241.98.225
  • নন্দীবাবু অভ্যূদার ইয়ারমেট। দাশগুপ্তদের মনেহয় কবি ও সাংবাদিকরাই চিনতে পারবেন। কবি ও সাংবাদিকদের কেমং করে চিনবেন সেইটা অবশ্য বলা মুশকিল
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১৮:০৪ | 121.244.209.245
  • নবপত্রিকায় মৃদুল দাশগুপ্তের একটা কবিতাও ছিল।

    সেই, "শাদা হয়ে গেছে কাক।...
    সূর্যাস্তের দেশে জালেজটে
    কবিদের পোড়া জামা ওড়ে' ইত্যাদি।

    পড়েছেন কুমুদি?
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৮:০০ | 121.241.98.225
  • এদিকে গাঙ্গুলিকে নিয়ে লোকজন ডাংগুলি খেলছে। কোচি মনেহয় কচি করে ডিগবাজি খেল।
  • kumu | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৫৮ | 59.178.141.200
  • খুব সরি,কিন্তু নন্দীবাবু কে?
    দাশগুপ্তদের কে চিনিতে পারে?
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৫৬ | 121.241.98.225
  • আমি নন্দীবাবুকে চিনি। দাশগুপ্তবাবুর পরিচয় গুপ্তই থেকে গেছে আমার কাছে এখোনো
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৫৩ | 121.241.98.225
  • পেঁয়াজ কেটে চোখে জল না এলে, দুঃখগুলো জমে বুকের ভেতরটা ভারী হয়ে যাবে।
  • kumu | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৫৩ | 59.178.57.6
  • বাঃ,এই যে বল্লেন আপনি ওনার আত্মীয় হন-জামাইবাবু বোধহয়,নাকি সেটা অন্য কেউ?
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৪৯ | 121.241.98.225
  • আমিই শুধু চিনতাম না। ঃ(
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৪৯ | 59.178.57.6
  • ""বিনা অশ্রুপাতে পেঁয়াজ কাটা""-কেউ একখানা রিপোর্ট বানিয়ে ফেলুক,সব মেথড্‌গুলো এক এক করে ট্রাই করে,আর চোখের জলের ভল্যুম মেপে।
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৪৪ | 59.178.57.6
  • মৃদুল দাশগুপ্ত,কবি ও সাংবাদিক-তাঁকে কে না চেনে?কেউ চেনে মুখোমুখি,কেউ চেনে লেখার মাধ্যমে।
  • MKM | ২১ জানুয়ারি ২০১১ ১৭:৪১ | 59.90.135.107
  • বটিতে পেঁয়াজ কাটার সময়, বটির আগায় একটা পেঁয়াজ গেথে দিন তারপর পেঁয়াজ কাটুন। গ্যারান্টি, নো চোখে জল।

    কিন্তু ছুরি/চাকুর বেলায় এ ফান্ডা চলবেক নাই।
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৭:২৬ | 59.178.63.44
  • তিলস্যারকে,গুরু ও চন্ডালদের পক্ষ থেকে-
    ""ফিরে এসো ঘরে পরবাসী---আকাশে আমন্ত্রণ,বাতাসে নিমন্ত্রণ ।""
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৭:২৪ | 121.241.98.225
  • ব্রতীনদা ও দেখছি মৃদুলদাকে চেনো। অদ্ভুত।
  • Netai | ২১ জানুয়ারি ২০১১ ১৭:২০ | 121.241.98.225
  • সম্পক্কের ব্যাপারটা শেষমেশ কি দাঁড়াল? দাদা, দিদি, মাসি নাকি মেসো কে কাকে কি জুড়ে ডাকবে তার জন্যে বাসভাড়া চার্টের অনুরূপ একখানা চার্ট এখানেও বানানো হউক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত