kumudini | ১৫ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 122.162.247.213
হ্যাঁ,সে কি আর তোমায় বলতে হবে!আমরা দুজন ভমা-তে গিয়ে খাব, কেমন!
কিন্তু সরি,লুরু যাওয়া বোধহয় এক্ষুণি হচ্ছে না,
byaang | ১৫ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 122.172.23.145
যাক, তাহলে চিন্টুবাবুও আছেন!
achintyarup | ১৫ জানুয়ারি ২০১১ ০০:০০ | 121.241.214.38
আরে বাঃ, চমৎকার ভাট চলছিল দেখি এতক্ষণ। আর আমি কিনা ঘাড় গুঁজে কাজ করে চলেচি। দ্যাখো দিকি কি কাণ্ড
byaang | ১৫ জানুয়ারি ২০১১ ০০:০০ | 122.172.23.145
আজ শুক্কুরের রাত, আগে কত জমজমাট থাকতো, ডিডিদা কবতে শোনাতেন। আর আজ এ পাড়ায় কুমি-আমি-ওমি ছাড়া জনমনিষ্যি নেই!
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫৯ | 122.162.247.213
দিদিঠাম্মি বিচক্ষণ মানুষ,প্রথমেই জল ভরেছেন।
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫৯ | 122.172.23.145
কারুর দাঁত ফেলতে হবে না। সন্ধ্যেবেলাগুলো তোমার সঙ্গে বসে আড্ডা দিতাম।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫৭ | 122.162.247.213
কেন? কজনের দাঁত ফেলতে হবে? কটা করে?
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫৬ | 122.172.23.145
কুমু, আমি কালকেই দেখলুম পুপে যখন দিদিঠাম্মির বাড়ি থেকে আবার পাপাঙ্গুলের হাঁড়ি ফেরত আনল, তখন হাঁড়ির জল বেড়ে গেছে আগের থেকে।
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫৪ | 122.172.23.145
কুমু, তুমি আবার ব্যাঙ্গালোর আসছ কবে?
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৫০ | 122.162.247.213
হ্যাঁ,ব্যাঙকে সাপোট। রাগ হলে তেড়ে ঝগড়া করো,আরো রাগ হলে খিমচে দাও,ঘুষি মেরে দাঁত ফেলে দাও।কিন্তু,কথা না বলে বেরিয়ে যাওয়া!!!-এ সহ্য করা উচিত না।
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৪৯ | 122.172.23.145
আমারও, কুমু , আমারও ছিল। আজকাল ভাত রাঁধতেও ইচ্ছে করে না। অথচ এই আমিই কিনা, মাকে ফোন করে, বাবাকে ফোন করে, শুধিয়ে শুধিয়ে, ধোঁকার ডালনা অব্দি রেঁধে ফেলেছিলাম একদিন। তখন সে কী উৎসাহ। আপিসে লাঞ্চটাইমে নেট থেকে রেসিপি নামিয়ে প্রিন্ট আউট নিতুম, বাড়ি ফেরার সময়ে ট্রেনে বসে রেসিপিটা পড়ে পড়ে মুখস্থ করতুম।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 122.162.247.213
হায়,নতুন বের পর আমারো এমন উৎসাহ ছিল গো!!
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৪৪ | 122.172.23.145
নীনাদি চলে গেল, তাও বলে যাই, পুপে কার স্বপ্নে বিভোর হয়ে ফোন তোলে নি, সেটা তো আর প্রদীপ্ত দেখতে পাচ্ছিল না। কিন্তু সামনাসামনি দেখা হয়েও কথা না বলে পাশ কাটিয়ে চলে যাওয়াটা খুবই বিতিকিচ্ছিরিরকমের বাজে ব্যবহার।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৪২ | 122.162.247.213
আমিও কত্তো বছর হয়ে গেল একটাও পিঠে খাই নি। এদিকে ডিসেম্বরে যার বিয়ে খেয়ে এলুম, সেই পুঁচকি বোনটা নাকি আজ কোলকাতায় ফোন করে গোকুলপিঠের রেসিপি শিখেছে, নিজে নিজে গোকুলপিঠে বানাবে বলে! সেই মেয়েই নাকি গত পরশু ফোন করে শুধিয়েছিল মুগডালে কীসের ফোড়ন দিতে হয়!
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৩৯ | 64.56.33.254
ধ্যুস! আমার টাইম আপ! টাটা
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৩৮ | 64.56.33.254
এই দাঁড়াও দাঁড়াও ব্যাং---আর পুপে যে পোদীপ্তর ফোন তুল্লই না গোরার স্বপ্নে বিভোর হয়ে--ত্যাখন??
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৩৭ | 64.56.33.254
ও কুমু--কোতায় পিঠে , আমরা সব ঐ দুধের স্বাদ ঘোলে মেটাব গো--ডোনাট খাব আর ভাবব আঃ কি দারুণ বালুশাই খেলুম
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৩৭ | 122.172.23.145
নাঃ, আমি আর ভাটাতে আসাবো না, আমি এলেই সবাই চুপ মেরে যায়, সব্বার ঘুম্পায়। তবে আমি আজ প্রদীপ্তর উপর ভয়ানক রেগে গেছি। এ ক্যামোন ধারা ব্যাভার! মেয়েটার সঙ্গে একটাও কথা না বলে অমন গ্যাঁটম্যাঁট করে হেঁটে চলে যাওয়ায় খুব রেগে গেছি। ওরকম গোঁয়ার-অসভ্যকে যেন কিছুতেই পুপে বিয়ে না করে।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৩৩ | 122.162.247.213
যদিও ঘুম্পাচ্ছে,তাও বলে যাই-আজ গাওতে মিষ্টুর রক্তকরবী বেশ লাগল। আর শেষ ছিনে প্রদীপ্তর মা পুপেকে দেড় কিলো ওজনের গয়না পরিয়ে মুগ্ধ হয়ে দেখছিলেন।
কে কে পিঠে খাচ্চে?কঠিন নজর দিলুম।
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:৩১ | 151.141.84.194
দীনবন্ধু নীলমণি মাইকেল গুরুদাস সব ঘেঁটে তো দেখি পনির পোস্তো মাখানি হয়ে গেছে। ঃ-)
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২৯ | 64.56.33.254
আরে ন্যাড়া, এইমাত্র অদিতির সঙ্গে এই নিয়ে খুব একচোট হাসছি---কিন্তু মামাভাই কি একটা বলেছিলেন--ওঁকে পেলে আবার জিগাব ঃ-))))
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২৮ | 122.172.23.145
হ্যাঁ নীনাদি, ললিতা চ্যাটার্জ্জীকে মনে থাকবে না কেন! তিনি নাকি সিইউয়ের বাঘা ছাত্রীও ছিলেন। তবে মনে হয় না, পুপে ওনার মেয়ে বলে। হয়ে থাকলে কি আর শনিবারের আনন্দবাজার পত্রিকা ছেড়ে কথা বলত! পুরো বংশলতিকা ছাপিয়ে দিত অ্যাদ্দিনে।
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২৬ | 151.141.84.194
ছি ছি, ওমি কে বুলবুলি কইলো! যদিও ওমি পাখি পক্ষী ভালোবাসে, এই ধরো তেজী বুনো টিয়া ট্যাঁ করে ডাকে আর ওড়ে, ধরা দেয় না, এই ধরো দাঁড়কাক গম্ভীর গলায় বলে ক্ক ক্ক এই ধরো বাজপাখি ঝুপ করে জলে পড়ে মাছ নিয়ে উঠে যায় ও ও ঐ দু'মাইল উপরে , কিন্তু তাবলে এই চিক্কু চিক্কু বুলবুলি????? ঃ-)
nyara | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২৫ | 122.172.159.178
না, না নীনাদি, আমাদের ওরকম কোন পেডিগ্রি নেই। আমার বাবার দিক ভয়ানক ইংরেজ ভক্ত ছিলেন, অর্গান বাজিয়ে নাকি 'গড সেভ দ্য কুইন' গাওয়া হত। এই পরিবারে দীনবন্ধু মিত্র জন্মালে আর নীলদর্পণ লেখা হত না।
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২৩ | 64.56.33.254
হা হা হা হা এটা তো ঠিক কইলে ব্যাং। তুমি না হলে চলে---
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 64.56.33.254
ব্যাং, ললিতা চাটার্জীর কথা মনে আছে? আমাকে একজন বল্ল তারই মেয়ে নাকি পুপের রোল করছে--তুমি কি এটা জান?
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 122.172.23.145
দ্দূরদ্দূর নীনাদি, অত ভয় খাও কেন? কিস্যু ভুল বল নি। তিনি ন্যাড়ারও দাদু, তোমারও দাদু। পিঠাভোগ থেকে তাঁর পূর্বপুরুষরা এসেছিলেন।
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২০ | 122.172.23.145
বাংলা সিনেমার স্বর্ণযুগের আমি কী জানি!! তবে হ্যাঁ, বাংলা সিনেমার প্রাচীন প্রস্তরযুগ থেকে আরম্ভ করে সব অভিনেতা-অভিনেত্রীকে চিনি। তা, বসে বসে মানে অধঃক্রমে সাজাওয়ের মত করে তো আর বাঘা বাঘা লোকগুলোর নাম লেখা যায় না।
আজই একটা বই পড়তে পড়তে কেন জানি না তোমার কথা মনে হল, ওমি। পার্থ বসুর বুলবুলি। অনেকদিন আগে পুজোসংখ্যায় বেরিয়েছিল।
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:২০ | 64.56.33.254
লিখে ফেলেই ভয়ে মরছি---এই রে হে ভগবান আজ যেন ন্যাড়া এ পাড়ায় না অসে--কিন্তু ঠিক যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়--ঃ-)) সরি--দীনবন্ধু মিত্র কি? না তাও ভুল? আর মামাভাই গান শোনাবেন না -----ঃ-((
nyara | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:১৭ | 122.172.159.178
পেছনের পাতা উল্টে দেখি নীনাদি আমার দাদুর নাম নীলমণি রেখেছেন। দাদু বলে আমি যে দুজনকে জানি তাঁরা কেউ তো নীলমণি ছিলেন না। তবে কী কোন পারিবারিক গূহ্য কথা আমি মিস করে গেছি?
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:০২ | 151.141.84.194
ব্যাং, আরে বাংলা সিনেমার স্বর্ণযুগ। শুচিমিতে কইলো না সেদিন? শুনেছি তুমি তিন আঁটি করে ব্রাহ্মীশাক খাও ফি হপ্তা? তাইলে মনে রাখলে না এটা? বন্ধুর একটা আবদার?
byaang | ১৪ জানুয়ারি ২০১১ ২৩:০০ | 122.172.23.145
খাইসে! ওমি কয় কী? কার স্বর্ণযুগ? কীসের স্বর্ণযুগ? ব্যাঙেরই বা লেখার কথা ছিল কবে? ব্যাঙ তো এখানে এসে চাট্টি খিল্লি মেরে, লোকজনের পা জোর করে টেনে, চিমটি কেটে, চলে যায়।
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৫৮ | 151.141.84.194
তারপরে পড়ে রেগে চটে ক্ষেপে পুরস্কার স্বরূপ ইট পাটকেল চকোলেট বোম পাঠাবে না তো? ঃ-))))
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৫৬ | 64.56.33.254
বেশ বেশ--আহা এইতো আমার পিঠা খাওয়া হইবে--সোমবারও ছুটি--চুটিয়ে পড়ব--কি আনন্দঃ-))
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৫৪ | 151.141.84.194
শোনো নিনা, তুমি বরম ওমিরে একটা মিস-মেইল দিও dhammilla অ্যাত ইয়াহু ডটে। ধরো এই আজ বিকেলবেলা! সে উত্তর দিবার কালে দুইটা ঊষাই টাচিয়ে দিবে, তখন আর কনফুশন থাকবে না। ঃ-)
সেতো শাস্ত্রীজী। নাহে অচিন্ত্য, এরম কল্লে খেলেবো না। ঃ-( আরে সেই তীক্ষ্ননাসা ছোটো চুল পাখা হাতে বৃদ্ধা ইন্দুমতীর ছবি দেখে আমার ইন্দিরা গান্ধিকে মনে পড়লো। দেখুন কত তফাৎ অবস্থায়, অথচ মনে পড়লো!
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৪৯ | 64.56.33.254
তা কই দাওনা দুটো পড়ি আলাদা করে--আর সেইসব কথামালারা গেল কই??
achintyarup | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৪৯ | 121.241.214.38
সে মনে হয় মারা গেছে
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৪৮ | 64.56.33.254
*মাঝ-রাস্তায়
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৪৮ | 151.141.84.194
আরে ও দুটো আলাদা গপ্পো! ঃ-)
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ২২:৪৭ | 64.56.33.254
তা কি কর্ব--অমন নাঝরাস্তায় আর না পড়ালে সব গুইলে যাবেনা?! বলেচি না সব্বাই কে নিজের মোতোন ভেবোনি--মাথা-পোষ্কার
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন