তাই তো! আর ক্ষী আশ্চর্য, দুজনেরই চোখে চশমা। জুটি জমবে ভালো।
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৮:৪৫ | 155.136.80.174
অর্পণ, ঠিক আছে। ... কাজটা আউটসোর্স করা যায় কি? সেটুকু হলেই হবে।
দিল্লির শীত নিয়ে হাইপ কিছু না, রাজধানী বলে মিডিয়ার বেশি নজর পড়ে সবসময়েই। তাই নাচানাচি। দিল্লিতে ট্রেন না চললে, প্লেন না উড়লে অনেক ঝামেলা হয় তো, তাই।
kd | ১২ জানুয়ারি ২০১১ ১৮:৪৪ | 59.93.245.186
@siki, হ্যাঁ। এখনও টুপি, এখনও লাজুক। তবে এবার আমার মাথায়ও টুপি, আর লাজুক তো আমি সদাই।
জুটি জমবে।
Arpan | ১২ জানুয়ারি ২০১১ ১৮:৪১ | 122.252.231.10
দিল্লির শীত নিয়ে অযথা হাইপ তৈরি হয়। ঃ-)
এই সিজনে পঃবঙ্গে বহু জায়গায় দিল্লির সমান তাপমাত্রা ছিল। এমপিতে কয়েক জায়গায় সাব জিরো ছিল। ওড়িশায় এক জায়গায় কয়েকদিন বরফ পড়েছে।
Arpan | ১২ জানুয়ারি ২০১১ ১৮:৩৯ | 122.252.231.10
সিকি, বহুত ঝাড় যাচ্ছে তার উপর শরীর প্রায়ই খারাপ হচ্ছে। তোমার কাজটা নেক্সট উইকে দেখছি।
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৮:৩১ | 155.136.80.174
মৃগাঙ্ক মানে সেই চশমা টুপি পরা লাজুক ছেলেটা তো? হুঁ, দলছুট পত্রিকা নিয়েও এসেছিল।
kd | ১২ জানুয়ারি ২০১১ ১৭:৫৭ | 59.93.246.154
@কুমু, সামরান, সঙ্গে সামরান আর ওদের সাহায্য করতে কখনও সখনও সামরান।
তবে পাশের টেবিলে ইপিস্তার এক বন্ধু, মৃগাঙ্ক 'দলছুট' নিয়ে বসেছে। ছেলেটি খুব ভালো ও উপকারী। ও আর ওর বন্ধুরা পাশে থাকায় সামরানের পেড়ানটা একটু কম হবে।
আমি টিপিকাল মাঞ্জারের মতো কিছু না করেই (মানে শুধু আওয়াজ-টাওয়াজ দিয়েই) সব ক্রেডিট কুড়োচ্ছি। ঃ)
shrabani | ১২ জানুয়ারি ২০১১ ১৭:২৭ | 124.124.244.110
সেটাই তো বললাম, এখানের লোকের কলকাতায় গিয়ে ঠান্ডা লাগছেনা অথচ ওদের কাছে এখনের যা টেম্প তা যথেষ্ট শীত! আট দশ এসব তো বোধহয় ভোর বা অধিক রাতের ব্যাপার, দিনেরবেলা রোদ একুশ বাইশ, আমি যখন যাব ওটা সাতাশ আঠাশে গিয়ে দাঁড়াবে।
kumudini | ১২ জানুয়ারি ২০১১ ১৭:১৪ | 59.178.147.140
ওঃ,তাই কি কলকাতা থেকে কারো সাড়াশব্দ নেই?একমাত্র কেডিদা দুর্গ রক্ষা করছেন!
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৭:১০ | 155.136.80.174
আজ্ঞে না, কলকাতার অবস্থা তেমন কিছু ভালো নয়। কাল কলকাতার টেম্পারেচার দশের নিচে নেমেছিল। হুগলিতে ছিল আট। ওখানকার পক্ষে সেটা যথেষ্ট শীত।
সংক্রান্তি শুক্র বা শনিবার। শুক্রবার তো এখানে পোঙ্গল। ছুটি।
shrabani | ১২ জানুয়ারি ২০১১ ১৭:০৬ | 124.124.244.110
ভালো, এভাবে চললে শীতটা ততদিনে সহনীয় অবস্থায় আসবে। কলকাতায় নাকি দারুন ওয়েদার। আমাকে এইমাত্র একজন কলকাতা ফেরত বলে গেল, সোয়েটারই লাগছেনা। এদিকে কালও বাড়িতে ফোন করে বলাতে সবাই খুব রাগ করল, তাদের ওখানে এত ঠান্ডা অথচ আমরা পাত্তাই দিচ্ছিনা, ইত্যাদি। আমি শেষ সপ্তাহে যাচ্ছি, বিয়েবাড়ী।
kumudini | ১২ জানুয়ারি ২০১১ ১৭:০০ | 59.178.147.140
পৌষ সংক্রান্তি কবে পড়েছে?
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৬:৫৯ | 155.136.80.174
না, নার্সারি আর প্রাইমারিতে শুধু ছুটি।
আমি ২১ বা ২২। টিকিট করতে দিয়েছি, এখনো হাতে পাই নি।
shrabani | ১২ জানুয়ারি ২০১১ ১৬:৫৭ | 124.124.244.110
ডিপি এসে বড় ক্লাসে বোধহয় ছুটি নেই। আমার একজন গ্রে নয়ডা তে পড়ায়। তুমি ফিরছ কবে?
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৬:৫০ | 155.136.80.174
আমার মেয়ের ইস্কুল তো ১৬ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেই দিয়েছে, ঠাণ্ডা চলতে থাকলে ছুটি আরও বাড়বে।
kumudini | ১২ জানুয়ারি ২০১১ ১৬:৪৭ | 59.178.147.140
কেডিদা,বইমেলাতে গুরুর স্টলে কে/কারা ডিউটি দিচ্চে?
shrabani | ১২ জানুয়ারি ২০১১ ১৬:৩৯ | 124.124.244.110
শনি রবিবারে বৃষ্টি হয়ে আর একপ্রস্থ ঠান্ডা পড়ার কথা, আবহাওয়ার পূর্বাভাস! এত তাড়াতাড়ি শীত পালাবে তা কি হয়! তবে রোদটা সত্যি জবর উঠেছে। লাঞ্চে গিয়ে দেখলাম সোস্যাইটীর গ্রাউন্ডে বাচ্চারা ও তাদের মায়েরা মিলে পিকনিক করছে। বড় বড় চাদর বিছিয়ে, মাঝখানে মুঙ্গফলী ডাঁই করা, আমাকে ডাকাডাকি করল! খুব ইচ্ছে করছিল গোল মেরে আড্ডায় গিয়ে বসতেঃ(
kumudini | ১২ জানুয়ারি ২০১১ ১৬:২৭ | 59.178.147.140
দিল্লীতে সুন্দর রোদ উঠেছে,ঠান্ডাও অনেক কম।লোকেরা মাথার টুপী খুলে ফেলছে,কাল থেকে সব ইশকুলও খোলা।
এবারের মতো শীত চলে যাচ্ছে,যেমন যায়।
kumudini | ১২ জানুয়ারি ২০১১ ১৬:২৩ | 59.178.147.140
দিনের বেলা সকলে ডালরোটির জোগাড়ে ব্যস্ত,হয়তো সেই কারণেই ভাটে লোক থাকে না। কেডিদার সমস্যা সমাধান হয়েছে দেখে ভাল লাগল।নন্দন বইমেলায় গুরুচন্ডালীর উপস্থিতি উঙ্কÄল হোক।
সারারাতে পনেরো পাতা ... সারাদিনে পাঁচ পাতাও এগোয় না।
sinfaut | ১২ জানুয়ারি ২০১১ ১৩:৫৯ | 203.91.201.57
শুভ নববর্ষ বোধিদা।
pi | ১২ জানুয়ারি ২০১১ ১৩:৪৫ | 72.83.86.24
নীনাদি, সে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায় ইত্যাদি ঃ(
তবে , যেখানে বরফ পড়লে এখন আমার টোটাল ঝাড়, সেখানে তো তুমুল বেগে পড়ে চলেছে ! ঃ(
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৩:২৪ | 155.136.80.174
*** মামু, একটা ছোট্টো মেল করেছি, যদি সম্ভব হয়, একবার দেখে নিও ***
siki | ১২ জানুয়ারি ২০১১ ১৩:০৭ | 155.136.80.174
হ্যা নি ই, পথভোলা ভাল্লুক ঃ-)
kd | ১২ জানুয়ারি ২০১১ ১২:৫৯ | 59.93.246.154
৯২ না, ৯৩ ঃ)
shrabani | ১২ জানুয়ারি ২০১১ ১২:৫১ | 124.30.233.85
হ্যাঃ নিউ ইয়ার! সেটাই, এরকম রেসপন্স আর কে জানাতে পারে।ঃ)
pi | ১২ জানুয়ারি ২০১১ ১২:৪১ | 72.83.86.24
হুতো, মেইল।
h | ১২ জানুয়ারি ২০১১ ১২:৪১ | 203.99.212.54
না, আমি বোধিসঙ্কÄ, পুরোনো পাপী। ভাবলাম সবাই কে এক্টু হ্যা নি ই জানিয়ে আসি। তো এসেই কাবলি দার পোস্ট দেখে মজা লাগলো।
r.h | ১২ জানুয়ারি ২০১১ ১২:৩৯ | 203.99.212.53
নানা হুতো নয়।
shrabani | ১২ জানুয়ারি ২০১১ ১২:৩৮ | 124.30.233.85
এটা কি "ভুল করে হুতো" না "পথভোলা".......
h | ১২ জানুয়ারি ২০১১ ১২:৩২ | 203.99.212.54
অথবা 'নতিজা না বুঝলে বুড়ো হবেন না।'
h | ১২ জানুয়ারি ২০১১ ১২:২৮ | 203.99.212.54
এটা হেবি দিয়েছেন... পুরো শ্লোগান - 'পরিবর্তনের পক্ষে ম্যাপ দেখা শিখুন অথবা শেখা ম্যাপ (সাইডে) দেখেন নিন!'
kd | ১২ জানুয়ারি ২০১১ ১২:২৫ | 59.93.246.154
আরে! আসল কথাটাই লিখতে ভুলে গেছি - আমাদের নম্বর ৯২, মুক্ত মঞ্চের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে।
r.h | ১২ জানুয়ারি ২০১১ ১২:২৩ | 203.99.212.53
এই জিনিসটা গতবারও প্রচুর লোকের হতে দেখেছি। আমার চোখে বেশিরভাগ লোকের- আমার বন্ধুবর্গের একাংশ সমেত। একজন আবার দেখলাম ব্যাখ্যা করছেন- গুরুচণ্ডা নয়- মানে এটা গুরুচণ্ডা না। তবে তাঁরা সব সুশীল ছিলেন, বোঝালে সহজেই বুঝেছেন।
kd | ১২ জানুয়ারি ২০১১ ১২:২২ | 59.93.246.154
খুব বাজে ব্যাপার ঃ(
ভোরে আমায় যেতে হয়নি। শঙ্কর আর রফিক ট্যাগটীম হয়ে আমাকে ফের বিছানায় পাঠিয়ে ওরাই গেলো। আগেই বলতে পারতো - মাঝখান থেকে আমার সারারাত জাগা হোলো (মানে যখন ঘুমোতে যাই আর যখন উঠতে হবে তার মধ্যে সময়টা এতই কম যে ঘুমিয়ে মিস করার চান্স নিই নি)। ওরা ভালোই কিউ-নং পেয়েছিলো - ২৩ কিন্তু আমি পুরো ছড়িয়েছি। ১১টার আগেই অচিন্ত্যের কনট্যাক্টের সঙ্গে দেখা করলুম - অ্যাকাডেমিতে বিগ সট - ম্যাপ ধরিয়ে বললেন, যেটা ইচ্ছে নিন। আমি তো মহা খুশী - শুধু হিসেবে রাখিনি সিপিএমের লোকেরা ওটা এঁকেছে। দেখে শুনে একটা কর্নার-প্লট নিলুম - বেশী দেওয়াল পাওয়া যায় ফ্লেক্স টাঙানোর জন্যে। পরে দেখলুম একটা বিচ্ছিরি মাঝখানে দেড়-ফুট জায়গায়। রিয়েলি সরি ফোক্স।
বলি ঠেকে শেখো, বুড়োদের ওপর ভরসা করলে এই নতিজাই হবে। ঃ(
pi | ১২ জানুয়ারি ২০১১ ১২:১১ | 72.83.86.24
এটা যা-তা হয়েছে তো ! :D
Bratin | ১২ জানুয়ারি ২০১১ ১১:৫৮ | 122.248.183.1
বোঝো!! রেখেছো বাঙ্গালী করে মানুষ করো নি!! ঃ-))
Samran | ১২ জানুয়ারি ২০১১ ১১:৪৩ | 117.194.102.157
আমার কেমন ধারণা ছিল মেলা আগামীকাল মানে ১৩তারিখ থেকে, এখন কাবলিদা বললেন মেলা আজ থেকে মানে ১২জানু থেকে। টেবিল দখল করে কেডি ফিরছেন বাড়ি, দুপুরে আতর-সুর্মা মেখে আবার যাবেন।
গতকাল বাংলা একাডেমীতে গিয়ে একটা মজা হলো। গতবছর সুমেরু যখন চিঠি লিখে স্টলের বন্দোবস্ত করেছিল তখন ঠিকানা দিয়েছিল আমাদের বাড়ির আর নাম দিয়েছিল সৈকতের। ফলে মেলায় অংশ নেওয়ার যে চিঠি বাংলা একাডেমি পাঠিয়েছিল সেটা এই নামে কাউকে না পেয়ে ঘুরে যায়। সেই চিঠির ডুপ্লি তুলতে একাডেমিতে গিয়ে বলার পর মুক্তি নামের এক ভদ্রলোক, যিনি এই বিষয়গুলো দেখেন, তিনি বললেন, আপনাদের পত্রিকার নাম গুরুচণ্ডা -নয় তো? আমি যতই বলি এটা গুরুচণ্ডা৯ বা গুরুচণ্ডালী তিনি কিছুতেই সেটা মানতে রাজী নন। খাতায় পরিস্কার দেখতে পাওয়া যাচ্ছে গুরুচণ্ডা৯ লেখা আছে, আর মুক্তিবাবু সমানে বলে যাচ্ছেন 'গুরুচণ্ডা-নয়'। উফফফফ। ১৫মিনিট লাগল তাঁকে বোঝাতে যে '৯-লী' বলে একখান অক্ষর আছিল আমাগোঃ-(
siki | ১২ জানুয়ারি ২০১১ ১১:৩৯ | 155.136.80.174
কন্যের দুঃখে কি সব্বাই ডুব দিয়ে বসে রইল?
Bratin | ১২ জানুয়ারি ২০১১ ১১:১৬ | 122.248.183.1
কাবলি দা সকাল পাঁচ টা থেকে নন্দনে লাইন দিয়ে সিরিয়াল নম্বার কালেক্ট করেছেন। এখন আবার টেবিল দখল করতে নন্দন যাচ্ছেন
Nina | ১২ জানুয়ারি ২০১১ ০৯:৩০ | 68.84.239.41
আহারে , তা সেই কন্যে কোতায় চোকের জলে নাকের জলে ভাসছে আর ভাবচে --বর এই এল বলে---অমন ফুটফুটে বর ছেড়ে কি আর দ্বিতীয় বে কত্তে পেরেচে--মনে হয়না--আহা রে!
siki | ১২ জানুয়ারি ২০১১ ০৯:২৬ | 155.136.80.174
ঃ-))
ঐ জন্যেই ঐ বয়েসে বে হয়েছিল।
Nina | ১২ জানুয়ারি ২০১১ ০৯:২৩ | 68.84.239.41
ছবিটা কার--খুব সুইট
siki | ১২ জানুয়ারি ২০১১ ০৯:১৯ | 155.136.80.174
ঃ-)
অভ্যুই গানটা দিয়েছিল।
Nina | ১২ জানুয়ারি ২০১১ ০৯:১৬ | 68.84.239.41
হীরালালের ফোল্ডারখান কিন্তু সরেস ঃ-))
Nina | ১২ জানুয়ারি ২০১১ ০৯:১৩ | 68.84.239.41
ইপিস্তো আছিস নাকি? আমাদের জমকে বরফ পড়ছে, মনে হয়না কাল আপিস যেতে হবে---তোদের দিক কি বলে?
pi | ১২ জানুয়ারি ২০১১ ০৯:০৮ | 72.83.86.24
হুম, তিনি ই বটেক।
siki | ১২ জানুয়ারি ২০১১ ০৮:৪৫ | 155.136.80.174
ইস্নিপ্স খোলে না। "আদ্যোপান্ত বাঙালি'টা কি আমি যাকে সন্দেহ করছি, সে-ই? ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন