বড়াই তো মুকুতা আর ছড়ায় না ঐ বেনাবন টইয়ে????? কুমুর কাষ্ঠমার্জারদের খবর কী? ব্যাঙ ও তো স্বর্ণযুগ নিয়ে কিছু লিখলো না। মাঝখান থেকে তন্ত্রের টই হল্টে পড়েছে।
omi | ১৪ জানুয়ারি ২০১১ ২২:১৪ | 151.141.84.194
অচিন্ত্য কুমু নিনা ব্যাং কাবলিদা আর যারা আছো/আছেন সবাইকে শুভ পিঠাভোগ ইয়ে মানে শুভ পৌষসংক্রান্তি-সন্ধ্যা। কন তো পিঠাভোগ কার গ্রামের নাম ছিলো? ঃ-)
pipi | ১৪ জানুয়ারি ২০১১ ২০:০৮ | 78.52.228.148
১। ফি বছর পোষ সংক্রান্তি মাঠে মারা যায়। এবারে তাই আগেভাগেই পেট পুরে পাটিসাপটা খেয়ে ফিরেছি। এক দশক পর।
২। ইশকিয়া খারাপ লাগে নি তবে অনন্যসাধারণও না। গান টা বড্ড ভাল। দিল তো বাচ্চা হ্যায় জী.. থোড়া কাচ্চা হ্যায় জী... আহা!
৩। @ ব্রতীনঃ সকালে সোমনাথে কাটিয়ে তারপর গীর রওনা দিচ্ছ মানে কি দুপুরের সাফারিটা নিচ্ছ? বেশীরভাগ লোকে কিন্তু সকালের সাফারিটা নেয় বলে শুনেছি কারণ ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙ্গে সবাই (মানে জন্তু জানোয়ারের দল) নাকি সকালের দিকে চরতে বেরোয়। অবশ্য যা শীত পড়েছে শুনছি তাতে বলা যায় না সবাই হয়তো হি হি করে কেঁপে সকালে বিছানাই ছাড়বে না। পরদিন ভোরের সাফারিটা টেরাই করতে পার। আর ঐ দে-দি যা বলল, আগেভাগে বুকিং, একটা নির্দিষ্ট সংখ্যার বেশী সারাদিনে পারমিট দেওয়া হয় না।
আর ইসে, এত কাছে এসে, দিউটা ঘুরে গেলে হত না?
Nina | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:৪০ | 64.56.33.254
আরে বাহ! একেই বলে ঘোর কলিকাল!! (ফোঁস) তিলস্যার---ঠিকাছে ঠিকাছে আমি এলেবেলে তাই আমার সঙ্গে দেখা হওয়ার কথা আর কি করে মনে থাকবে---
achintyarup | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:২৩ | 121.241.214.38
শুক্কুরবারের বিকেল
til | ১৪ জানুয়ারি ২০১১ ১৮:৫৬ | 220.253.65.196
aka, আমারটা উলটো, আপনার ইমেল যখন দেখলাম তখন আমি ব্যাক টু প্যাভিলিয়ন।
aka | ১৪ জানুয়ারি ২০১১ ১৮:৪৭ | 168.26.215.13
তিলস্যারের কাছে অ্যাপোলজি, ইমেল যখন দেখেছি (নিজেরই দোষ) তখন আর ফোং করার উপায় নাই।
til | ১৪ জানুয়ারি ২০১১ ১৮:১৫ | 220.253.65.196
মেগা ক্যাবস সবে্চয়ে সোজা ৪১ চার বার= মোট আট সংখ্যা 41 41 41 41 -- ক্যালকাটা ক্যাবস হলো 4432 2222 4433 2222 শেষেরটা সোজা চার চার তিন তিন দুই দুই দুই দুই --
info@megacabs.com
১৫ টাকা প্রতি কিমি ১।৮৩ প্রতি মিনিট ওয়েটিং এয়ারপোর্টে ড্রপ অফে নো একসট্রা ফর পার্কিং তবে পিক আপে ৬০ টাকা।
de | ১৪ জানুয়ারি ২০১১ ১৭:৪১ | 59.163.30.4
ও হ্যাঁ, আমারে ক্যাল্কাটাবামেগাক্যাবের নাম্বাট্টা দিয়েন এট্টু, যদি সঙ্গে থাকে!
আপিস থেকে গুরু খোলা যাচ্ছে না ঃ(( -- এই এখন এট্টু খুল্লো, এট্টু ছুটি নিলেই যে কি ভীষণ ব্যস্ত হয়ে পড়তে হয়!
ব্রতীন,
ঠিকই আছে তো প্ল্যান, খালি দ্বারকা থেকে সোমনাথ আসার পথে পোরবন্দরটা একটু ঘুরে নিও, গান্ধীজির জন্মস্থান -- ওনার বাড়ি আর একটা খুব ভালো ফটো গ্যালারী আছে!
আর গিরের অ্যাকচুয়াল সাফারী (একটা ডামীও আছে, যেখানে কিছু সিংহ আর হরিণ জঙ্গল থেকে এনে ছেড়ে রেখেছে) কিন্তু একটু আগে থেকে বুক করতে পারলে ভালো, রোজ একটা নির্দিষ্ট সংখ্যার বেশী পারমিট দেওয়া হয় না, ট্রাভেল এজেন্টকে বলে রাখতে পারো, ওরাই বন্দোবস্ত করে দেবে।
হ্যাপ্পিজান্নি!!
y | ১৪ জানুয়ারি ২০১১ ১৬:৫৮ | 61.12.12.83
ওকে।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ১৬:১৯ | 59.178.139.144
তিলস্যার, খুব ভাল লাগছে ফিরে আসতে দেখে।
til | ১৪ জানুয়ারি ২০১১ ১৫:৫৪ | 220.253.65.196
সক্কলকে শুভেচ্ছা। ফিরে এসেছি- এতদিন না কাগজ, না নেট একেবারে তুরীয় অবস্থা মাঝে মধ্যে কেবল রুথলীনের সঙ্গে- মেয়েটি ভাট বকে কিন্তু মিষ্টি গলা! আর যা intonations! রেডিয়োতে বলছে, কবে দেখবো এটাই স্টান্ডার্ড হয়ে গেছে। তা ভাল কথা। -- এই ক্যালকাটা ক্যাবস ও মেগা ক্যাবস সত্যিই চমৎকার, আমি অভিভূত। টিকে থাকলে হয়। এত ভাল ব্যবহার আর ভাড়াও reasonable; ভুল ভাল রাস্তায় ঘুরিয়ে মুরগা বানাবার তাল নেই, নেই বচসা, যাবো না- তিরিশ টাকা বেশী লাগবে ইত্যাদির হ্যাপা নেই। সিঙ্গাপুর থেকে ইমেল করে দিলাম প্লেনে উঠবার আগে, গাড়ী হাজির কলকাতায়। তবে হ্যাঁ, যেহেতু গাড়ী কম , patron কম তাই ঘন্টা দুই আগে বলতে হয়। মোবাইল নম্বর দেখে পরের বার বলতেই হয় না কোন জায়গায় আসতে হবে। -- লুরুভাট মিস করলাম, আক্ষেপ হচ্ছে। তবু কল্লোল ও ভুতোর দর্শন পেলাম এটাই অনেক। আসলে শনি/রবি, রবি/শনির দোটানায় আমি কুপোকাৎ। অবশ্য সবারই সুবিধে অসুবিধে থাকে অস্বীকার করিনে। আমিই বা কোন মক্কার পীর! টুক করে ফাঁকা একদিন পেয়ে তিরুপতি গেলাম যেটা অবশ্য আমার প্ল্যানে ছিল তবে দিনক্ষণ ফিকসড হয়নি। মজার ব্যাপার, আমি যে কোয়াটার্সে থাকতাম সেটাই এখন গেষ্ট হাউস, তারই একটা ঘর আম রাতপ্রতি ভাড়ায় থাকতে হলো। কল্লোল রাতে ফোন করে আসতে চেয়েছিলেন, উনি যে থেকে যেতে বললে রাজী হতেন জানতামই না; কেন মিছিমিছি ওঁকে সেই আলসুর লেক থেকে আসা করানো! -- কুমুদি কি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন? -- মহামান্য কাবলিদা, রঞ্জন রায় অফ ৩৬ গড়, সামসুম, ব্রতীন, করভৌমিক ভ্রাতৃদ্বয়ের দর্শনলাভ হলো। আর একটি শাড়ী পরা মেয়ে কাবলিদার বাড়ী ঘুরঘুর করছিল- মনে হলো একে যেন কোথায় দেখেছি । পরে মনে পড়লো- ও ক্যালেন্ডারে। সেই যে রামপ্রসাদের বেড়া বাঁধায় সাহায্য করছে ছবিটা! আমাদের বিগেম দিদি গো!
bb | ১৪ জানুয়ারি ২০১১ ১৫:৪৭ | 117.195.170.152
@KD আপনি নিশ্চই সৌরভ মণির কথা বলছেন? ছেলেটি খুব ভাল গাইছেন, মনের মানুষে ভাল অভিনয় করেছেন।
Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১৫:২২ | 122.248.183.1
সরি। আমি সোমনাথ ই বলতে চেয়েছিলাম
sinfaut | ১৪ জানুয়ারি ২০১১ ১৫:১৭ | 117.194.230.15
নিশ্চয়। শুধু জায়গাটা বদলে গেছে।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ১৫:১৪ | 59.178.45.177
ব্রতীনের প্ল্যানটা বেশ সুন্দর,দেখলেই বেড়াতে যেতে ইচ্ছে করে!লাইট -সাউন্ড প্রোগ্রামটা খুব ভাল লেগেছিল,ওম পুরীর ভয়েস ওভার।সোমনাথ মন্দিরও অসাধারণ।
y | ১৪ জানুয়ারি ২০১১ ১৪:৪৫ | 61.12.12.83
হুম্ম! আলুর পরোটা।
sinfaut | ১৪ জানুয়ারি ২০১১ ১৪:৩২ | 117.194.230.15
y, তাহলে দিলেই হয়। আর আমি এখন কারাগার্গিয়ান, হুঁ।
siki | ১৪ জানুয়ারি ২০১১ ১৪:০৮ | 155.136.80.174
ঃ-))
kd | ১৪ জানুয়ারি ২০১১ ১৪:০৩ | 59.93.255.130
শমীক, শুনলুম। আরো শুনছি। বেশ গায় তো! আর কী মিষ্টি দরদী গলা! থ্যাঙ্কইউ।
দেখছি এই সব গানের বেশ কিছু 'ব্যান্ড' হয়েছে। কিছুদিন আগে 'দোহার'এর গান শুনলুম - গ্রেট। সৌরভও তো কোন একটা দলে আছে।
y | ১৪ জানুয়ারি ২০১১ ১৩:৫০ | 61.12.12.83
এইযো ছ্যাঁপো, সিকিম পেইচি।
Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১৩:৪১ | 122.248.183.1
দে/অর্পন বা অন্যান্যরা আমার প্ল্যান ট একটু দেখে দিও প্লিজ। সাজেসান থাকলে দিও। অর্পন একট দারুন জায়গার কথা বলেছিল সেটা ঠিক কোথায়?
১। ২১ th গভীর রাতে আহমেদাবাদ।
২। ২২nd সারাদিন আহমেদাবাদ আর আসেপাশে ঘোরা।
৩। ২৩ rd সকালে দ্বারকার জন্যে যাত্রা শুরু। ৩/৩ঃ৩০ সেখানে পৌঁছবো। সেখানে মন্দির ইত্যাদি দেখে রাতে দ্বারকায়।
৪। ২৪ th সকালে ভেট দ্বারকা ঘুরে সোমনাথ। সেখানে সন্ধারতি আর লাইট অ্যান্ড সাউন্ড দেখে রাতে সোমনাথে।
৫। ২৫ th সকালের আরতি দেখে গীর।সাফারি ইত্যাদি নিয়ে রাতে গীরে।
হুঁ, আর সদাপ্রভু তো বলেইছেন, Love thy neighbour ... especially when her husband is not at home
প্রভুর বাক্য মানেই তো ব্যাদবাইক্য।
কাবলিদা, এখানে তো আমার ইউটিউব খুলবে না, দিল্লি ফিরে তোমায় পাঠাব, নয় তো ইউটিউবে POTA দিয়ে সার্চ মেরে নাও,। পেয়ে যাবে।
হুতো ঠিকাছে। মামুকে লুপে রেখো। পাইকেও।
kd | ১৪ জানুয়ারি ২০১১ ১৩:০৪ | 59.93.255.130
কুমুদিদি, কাল কত সাধলুম, এলো না। আজ দেখি রাগিয়ে দিলে যদি আসে। ঃ)
r.h | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৫৯ | 203.99.212.53
শমীক, জিমেল আটকে যাচ্ছে- পরে মেল করছি।
kumudini | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৫৮ | 59.178.45.177
এই পোলাপানগুলি আলোচনাটা কোনদিকে নে যাচ্চে!কথা হছিল ব্রতীন আজ বইমেলা যাবে কি না তাই নিয়ে।বেচারার অভিমান হয়েছে,তাকে এট্টু সাধাসাধি করতে হবে না?
kd | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৫১ | 59.93.255.130
পটা কে?
অজ্ঞানেরে ক্ষমা কোরো। হ্যারি পটার কোনোদিন বাংলা গান গেয়েছে বলে শুনিনি তো, তাই জিগালুম।
r.h | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৪৯ | 203.99.212.53
ঃD
kd | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৪৭ | 59.93.255.130
হুতো, অন্যভাবে দেখলে সব নারীই পরনারী। নিজের বৌও (দ্রষ্টব্যঃ বম্ম-উবাচ 'পরের ছেলে')।
siki | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৪৫ | 155.136.80.174
পটার গান শোনেন নি কাবলিদা? মান সাগরের অপার হতে প্রেম যমুনায় ভেসে যায় / রাই রাখো রাই রাখো বলে ক্যামনে নাগর ধরে পা-য়?
kd | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৪২ | 59.93.255.130
'সুচিত্রা মিত্র'এর টইতে স্বরলিপি ইত্যাদি নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা পড়ে মনে হোলো, বাউল গানের কি স্বরলিপি আছে?
আমি একবার পূর্ণ দাসের পেছন-ব্যাঁকানো নাচ দেখে প্রতিজ্ঞা করেছিলুম, জীবনে আর ওই মালের ধারেকাছে যাবো না। তা এই সেদিন সৌরভ বলে একটি ছেলে (কার্টসিঃ সামসুম) বাড়ী এসে গন্ডাখানেক গান শুনিয়ে গ্যালো - আমি পুরো পেগলে ('পাগলে' আর 'পিঘলে' একসঙ্গে হ'লে যা হয় আরকি) গেলুম। সামসুমকে বলেছি একটা কলিভাটে ওকে জরুর আনতে।
আগের দু'টি প্যারার মধ্যে কোনো সম্পর্ক নেই। ও হ্যাঁ, উপরোক্ত টইটার নাম কেউ ঠিক করে দেবে? একটা ছোট্টো মতন 'এ' দিলেই তো হবে। স্পেয়ার করতে পারবে না?
r.h | ১৪ জানুয়ারি ২০১১ ১২:৩০ | 203.99.212.53
নারী এবং পরনারী। সিম্পুল।
Bratin | ১৪ জানুয়ারি ২০১১ ১২:২৯ | 122.248.183.1
কাবলি দা, আমি কিঞ্চিত রেগে আছি। তাই পাস দিলাম।
kd | ১৪ জানুয়ারি ২০১১ ১২:২৬ | 59.93.255.130
অতি নারীপ্রিয়? 'অতি'? ""অতি''? তা কী করে সম্ভব?
দ্যাকো, দুনিয়ায় দু'রকমের নারী আছে - 'ভালো' আর 'খুব ভালো'। আর আছে হেমা মালিনী।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন