এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ২০ জানুয়ারি ২০১১ ০১:৪৮ | 121.241.214.38
  • ওমি, ভূতেশানন্দর গল্পটা সংক্ষেপে লিখেছি
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ০১:৪১ | 151.141.84.194
  • কে যেন সূর্যগ্রহণের সঙ্গে ভূমিকম্পের কী একটা ঈকুয়েশন করছিলেন। আছে নাকি সূর্যগ্রহণ কাছে কোনো বা হয়ে গেছে নিকট সময়ে? (থুতনি চুলকানো ইমো)
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ০১:২৪ | 151.141.84.194
  • আরে ও নাকি ? ধন্যবাদ ধন্যবাদ। ঃ-)
    আছেন কেমন?
  • achintyarup | ২০ জানুয়ারি ২০১১ ০০:২৪ | 121.241.214.38
  • আলরেডি কিছু আফটারশকস হয়েচে না? গুন্নাইট। (দিল্লিতে একবার আপিসে কাজ করার সময় ভূকম্প হল, আর আমার বস বল্ল টেবিলের তলায় ঢুকে যা, টেবিলের তলায় ঢুকে যা)
  • kumudini | ২০ জানুয়ারি ২০১১ ০০:২০ | 122.162.247.218
  • পাঁচ মিনিটের জন্য এসেছিলাম।অজয়বাবুকে এট্টু এগিয়ে দিলাম। চিন্টুবাবু,ওমি-সবাইকে গুডনাইট।
    জনতা বলচে দিল্লীতে আজ রাত্রে আবার ভূমিকম্প হবে!!
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ২৩:৪৮ | 121.241.214.38
  • আমি মিটিনে না, আরো সব খারাপ কাজে ঃ(
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২৩:৩৩ | 151.141.84.194
  • পেয়েছি লাইনটা। আবার পড়ে পেলাম। পুরা ভুলে গেছিলাম। ঃ-) এই জন্যেই দাড়িদাদু আর মৈত্রেয়ীর যগু আর আমাগো বজলু স্যর কইতেন আমরা যে কতবার মরে যাই, কতবার জন্মাই তার ঠিক নাই। আজকের আমি গত বছরের আমি আর দশ/উড়ি/তিরিশ/চল্লিশ/পঞ্চাশ বছর আগের আমি তো এক না, তবু লোকে বিশ্বাস করে না।ঃ-)
    ভালো থেকো শুভ মিটিং।
    আজ কুমু অচিন আর ব্যাং ও বোধ করি মিটিং এ। ঃ-)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ২৩:০৯ | 64.56.33.254
  • আজ পলাইলাম, টেম নাই! মিটীং এর নিকুচি--রাগ-রাগ স্মাইলি এখানে
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ২৩:০৮ | 64.56.33.254
  • একটা শর্ট স্টোরি, অন্যটা বড় গল্প। খুব সুন্দর ভাবে থেমেছ---বেশ স্বপ্নের ফেরিওয়ালা স্টাইলে! লাইনটা মুখস্ত হয়নি এখনো---তবে ঐ কবিতর ছদ্মবেশ বিজ্ঞান খোলে--এইরকম কিছু।
    নামগুলো আমার খুব ভাল লেগেছে, বিশেষকরে "ত" দিয়ে সবকটা!
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২৩:০৪ | 151.141.84.194
  • কিন্তু কবিতা আর বিজ্ঞান ছিলো কি? মনে তো পড়ে না। (থুতনি চুলকানোর ইমো ঃ-))
    লাইনটা কও তো!
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২৩:০২ | 151.141.84.194
  • নিনা, থ্যাংক্স। আসলে একটা বেশ বড়ো, ওটাকে উপন্যাস করার ইচ্ছে ছিলো কিন্তু গল্পটা ফুরিয়ে গেল না কলমের দম ফুরিয়ে গেল কেজানে! কিছু একটা হয়েছিলো। ঃ-)
    অন্যটা কিন্তু কমপ্লীট শর্ট স্টোরি। ঃ-)
  • Nina | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৫৪ | 64.56.33.254
  • ওমি, অপূর্ব্ব! তবে দুটো তো নয়--একই! এ বেশ কয়েকবার পড়ব--এত সুন্দর নামগুলো কোথা থেকে পাও--আর কবিতা ও বিজ্ঞান এর লাইনটা --খুব ভাল লাগল--আরও দিও তোমার কথামালা।
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৫৩ | 151.141.84.194
  • আচ্ছা আভ্যুদয়িক আর নিয়মভঙ্গ বিষয়ে কেউ কিছু জানেন? জানলে জানাবেন?
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৪৯ | 151.141.84.194
  • অ। সে অজয় তো লিখে গেলো আর আসবে না। শ্রদ্ধাভাজন গুরুদের বিষয়ে অসম্মান দেখে মনে ব্যথিত।
    কিন্তু অচিন্ত্য, তোমার লেখা????
  • byaang | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৪৯ | 122.172.42.42
  • ওনার আবার আমার উপর সবচেয়ে বেশি রাগ! আজও ব্যাঙ নামে উনি নিজেই একটা অর্থহীন পোস্ট করেছেন।
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৪৭ | 121.241.214.38
  • না, লোকনাথ টইয়ের অজয়বাবু
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৪৫ | 151.141.84.194
  • কোন অজয়? দেবগণ?
  • achintyarup | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৩৯ | 121.241.214.38
  • অজয়বাবু এসেছিলেন
  • omi | ১৯ জানুয়ারি ২০১১ ২২:৩৬ | 151.141.84.194
  • এতকাল আমি ছিলেম যেন গহন ঘুমে! কাল টইয়ে বসন্তের গান এ ঢুকবো কি ঢুকবো না কিন্তু কিন্তু করে ঢুকে পল্লাম। আহা দেখি সেখানে কহিপ্তাশার রাধিকা!
    তা হুতো লামা বা যেই হোন কহিপ্তাশা, "কত রাধিকা ফুরালো" বই করে ফেলুন। ঃ-)
    আপাতত এই হিপ্ত আশা। ঃ-)
  • Samran | ১৯ জানুয়ারি ২০১১ ২২:১৮ | 117.194.98.34
  • অ বম্মা, কোনো ফটুতে তোমারে ট্যাগিয়েছি তো বলে মনে পড়ে না, কি ফটু এট্টু কবা?
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ২১:৫৬ | 59.93.247.223
  • এই যে কলকাতার লোকজন, কাল সন্ধেবেলার কলিভাটের কথা মনে আছে তো? মেন ইভেন্ট - কল্লোলের গান।
  • pipi | ১৯ জানুয়ারি ২০১১ ২১:৫৪ | 78.52.238.32
  • না এটা FB স্পেশাল। বিটিডব্লিউ, শুনলাম মার্চে নাকি ফেসবুক উঠে যাচ্ছে, কেউ জান খবরটা সঠিক না গুল্প?
  • Kartuj | ১৯ জানুয়ারি ২০১১ ২১:১৮ | 59.93.214.4
  • অর্কুটে বোধায় এ জিনিস হয় না। এখনো তো দেখিনি।
  • pipi | ১৯ জানুয়ারি ২০১১ ২১:১৩ | 78.52.238.32
  • কি মুশকিল! ঐ ফোটোতে নিশচয়ই তোমাদের ট্যাগ করা হয়েছে তাই দেখাচ্ছে। ফলে ঐ ফোটোতে যা কমেন্ট করবে লোকজন তা সোজা তোমার/তোমাদের কাছে তো আসবেই। না চাইলে, সোজা ফোটোটাতে গিয়ে ফোটোর নীচে নিজের নামটা খুঁজে বার কর। দেখ তার পাশে remove/untag বলে লেখা থাকবে। সেটিতে ক্লিক করে নিজের নামটা ফোটো থেকে আনট্যাগ করে দাও। ল্যাঠা চুকে যাবে।
  • Kartuj | ১৯ জানুয়ারি ২০১১ ২১:০৮ | 59.93.214.4
  • ঠিক এরকম জিনিস আমারও হয়েছিল এই ২৫শে ডিসে গেল তখন। যদুপুরে যে স্যার আমাদের মোবাইল কমুনিকেশান পড়াতেন তিনি এখন আমার ফেসবুকে ফেরেন্ড লিস্টিতে আছেন। কি একটা যেন খ্রিসমাস ট্রি বানিয়েছিলেন, তাতে আমি ছাড়াও ওনার বেশ কয়েকজন কোলিগ ও আমার কয়েকজন সহপাঠীর প্রোফাইলের ছবি ছিল ঐ ট্রিয়ের বিভিন্ন শাখায়। লোকে কমেন্ট করলে সে কমেন্ট দেখাচ্ছিল জিমেলে, যেন আমার ছবিতে কমেন্ট করেছে। দেখেটেখে আমিও ওরম বোমকে গিছিলুম। এখনো বুঝিনি যদিও কি ব্যাপার। মাথাও ঘামাইনি বিশেষ। তবে বেশ লেগেছিল ঐ ট্রিয়ের ব্যাপারটা।
  • M | ১৯ জানুয়ারি ২০১১ ২০:৪৩ | 59.93.241.228
  • এই ঘোড়ার মাথা ফেসবুকটা কিছুতেই মাথায় ঢুকছে না, সামুর একটা ফটোক কি করে আমার ফটোক হয়ে গ্যাচে, আর তাতে লোকে গুচ্ছ কমেন্ট দিচ্ছে, সেগুলো আমার জিমেলে এভাবে আসছে যে জনগন আমার ফটোকে কমেন্ট করছে।

    আর তাত্থেকেও ক্যাচাল আজ এক গুরুগম্ভীর কালিদাস সংগ্রহ নাকি এক নিয়ে এলুম, ভাবলাম অনুবাদ গপ্প টপ্প হবে, তা কালিদাস অনেক কিসব কিসব লিখে টিখে গ্যাচেন, এদিকে সে বইয়ে প্রথমে বাংলায় সং শ্লোক, তাপ্পরে বঙ্গানুবাদ, তাপ্পরে তাৎপর্য্য। আমি যাই কোথায়........ঃ(
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৫০ | 122.248.183.1
  • হুমম প্রচুর বয়েস বেড়ে যাচ্ছে ঃ-(((
  • shrabani | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৪৯ | 124.124.86.85
  • না ডি ইউর অধ্যাপিকা নয়। শুনেছি বিভিন্ন স্কুলে পড়িয়ে থাকে যখন যেখানে খালি পায়,এখন ঠিক কোথায় পড়াচ্ছে জানিনা।
    ছুটির দিন ছাড়া রবীন্দ্র জন্মদিনে, মৃত্যুদিনেও সারাদিন ঐ একইভাবে গান বাজিয়ে থাকে। গান বাজাতেই পারে (আমরাও বাজাই) কিন্তু তা যে কতটা জোরে কল্পনা করতে পারা যায়না, গেট থেকেও শোনা যায়। তবে আমার কত্তা বলে আসলে ওদের মিউজিক সিস্টেমটা হয়ত বাজে, তাই একটু জোরে করলেই গাঁক গাঁক আওয়াজ করে, ওর খুব দোষ নেই।
  • siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৪৮ | 155.136.80.174
  • তা ব্রতীনের কালকের মাইলস্টোনটা খেয়াল আছে তো??
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৪৩ | 122.248.183.1
  • আহা কানের ব্যাপার টা আগে কনফার্ম করো না শ্রাবনী!!
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৪২ | 59.178.51.61
  • মানে,ইসে,ডি ইউ-র অধ্যাপিকারা কি কথাবার্তা অন্যরকম বলেন?অবশ্য বলতেই পারেন,ওঁদের সে হক রয়েচে।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩৯ | 122.248.183.1
  • তা অবশ্য ঠিক শমীক, আমি এই বাড়ি তে ১৯৮১ থেকে। তাই এই বাড়ি ছেড়ে যাব ভাবলে চাপ লাগে....
  • shrabani | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩৭ | 124.124.86.85
  • তাতো জানিনা, কথাবার্তা তো ঠিকই বলে মানে যখন দয়া করে আমাদের মত intellectually challenged লোকেদের সঙ্গে বলে আর কী!
    একদিন সে তার শততম কাজের লোকটির ওপর খুব চটে গিয়েছিল, সে তার ঘরের দেওয়ালে বিভিন্ন যামিনী রায়ের প্রিন্ট যত্রতত্র টাঙানো দেখে ভালো লাগছেনা এমন ধরনের কমেন্ট করেছিল বলে। আমাকে দেখা হলে বলল -জান এত অর্বাচীন যে যামিনী রায়ের পেন্টিং দেখে বলে, "দুসরা কুছ কিঁউ নহী টাঙতে, সব এক জ্যায়সা, মজা নহী আ রহা!" -যামিনী রায় দেখে ওর ভালো লাগছে না, ভাবা যায়?
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩৭ | 122.248.183.1
  • হ্যাঁ । ঝগড়া ছাড়া জমে নাকি?
    দাম্পত্য কলহ সম্পর্কে মান্না বাবু বলে গেছেন ' ইচ্ছা করেই বেসুরে গাই মাঝে মাঝে , যাতে ও ই পুরোনো চাঁদ নতুন করে বুকে বাজে' ইত্যাদি,প্রভৃতি
  • siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩৬ | 155.136.80.174
  • ব্রতীন, ছোটো থেকে বড় হওয়া, সেই পরিবেশ ইত্যাদি তো আমার মেয়ের ক্ষেত্রেও একইভাবে খাটবে। তার কাছে তো এটাই বাড়ি।

    আমার অবিশ্যি ছোটো থেকে বড় হওয়া সবই আলাদা আলাদা জায়গায়, সেই অর্থে দিল্লি আমার জীবনের প্রথম জায়গা, যেখানে আমি জীবনের আটটা বছর একসাথে কাটিয়েছি, অ্যান্ড স্টিল কাউন্টিং। এর আগে কোত্থাও আমি একসাথে এতদিন থাকি নি।
  • kd | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩৫ | 59.93.247.223
  • এই ভাটে সিউডোনিমগুলো সবই ছোটো ছোটো। ব্যতিক্রম দেখছি একমাত্র শ্রাবণী আর কুমুদিনীকে।

    প্রঃ ওটা একমাত্র হবে না দু'মাত্র?
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩২ | 59.178.51.61
  • বাই এনি রিমোট চান্স,এই জয়ন্তী কি ডিইউ-র অধ্যাপিকা?
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:৩০ | 59.178.51.61
  • মচৎকার,মচৎকার ,মচৎকার টু দি পাওয়ার ইনফিনিটী।
    এইসব ঝগড়াঝাটি না থাকলে জমে নাকি?আমি আবার ঝগড়া দেখতে অসম্ভব ভালোবাসি।সব যদি কেবল মিষ্টি-ই হয় তবে তো "নষ্ট জীবন"।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:২৬ | 122.248.183.1
  • সেই জয়ন্তী কি কানে খাটো??
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:২৩ | 122.248.183.1
  • হুমম আমরা এত মাইলস্টোন পেইরি যাচ্ছি আর মনে থাকে না!!
  • shrabani | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:২৩ | 124.124.86.85
  • তা বলে ঝগড়াঝাঁটি মন কষাকষি এসবও নেই তা যেন কেউ না ভাবে। মাঝে সাঝেই এর সাথে ওর ঝগড়া, ওর সাথে এর বেশী ভাব এসবও দেখা যায়। বিভিন্ন ইস্যুতে চাপানউতোর চলে, ওর রান্নাঘর ধোয়া জল আমার জানালায়, কাপড়ের জল আমার ব্যালকনিতে। পড়শীর ভাঙাচোরা বাতিল, সদর দরজার সামনে পথ জুড়ে।

    আমার ওপরের এক বঙ্গ, যার নামও জয়ন্তী, শনি রবি ও প্রতি ছুটীর দিন ফুল ভল্যুমে সারাবেলা রবীন্দ্রসঙ্গীত চালায়। সে নিজে ছাড়া বোধহয় সারা পাড়াকে মুড না হলেও শুনতে হয়।
    এছাড়া প্রায় প্রতি শনিবারে কোথাও না কোথাও সতসঙ্গীরা তারস্বরে কীর্তন শোনায়, "রাধে তুনে অ্যায়সা ক্যা পুণ্য কিয়ে, শ্যাম রোজ তেরে ঘর আতেঁ হ্যায়....." ইত্যাদি! ঃ(
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • তার থেকে ও বড় তুমি যেখানে ছোটো থেকে বড় হয়েছে সেই লোকজন, সেই পরিবেশ।
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:২১ | 59.178.51.61
  • আর ভাটের সংখ্যা ১৩০০০ পেরোলো নিঃশব্দে!১২০০০ পেরোনোর সময় বেশ হৈচৈ হয়েছিল।
  • siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:১৯ | 155.136.80.174
  • বুইলাম না। বাড়ি কী সেন্সে বাড়িই? ফ্ল্যাট কী সেন্সে বাড়ি নয়?

    শূন্যে ঘর বলে? জমি নিজের নয় বলে?
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:১৭ | 59.178.51.61
  • সকালে যেখান থেকে শুরু হয়েছিল, সেখানে ফিরে আসি।
    আজ রাতে ভূমিকম্প হবে কিনা,কেউ কিছু জানেন/নো??
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:১৬ | 122.248.183.1
  • তা বটে। তবে বাড়ি বাড়ি ই। অনেক প্রলোভন সত্বে ও ফ্ল্যাট কিনি নি।
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:১৪ | 59.178.51.61
  • প্লাম্বার,কার্পেন্টার ডাকতে নাকেজ্জলেচোখেজ্জলে হতে হবে না।
  • siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:০২ | 155.136.80.174
  • আরো অনেক মচৎকার আছে সোসাইটিজীবনে।

    সিকিওরিটি, জল, ইলেকট্রিসিটি, পাওয়ার ব্যাকাপ, এসব নিয়ে নিজেকে মাথা ঘামাতে হয় না। গারবেজ ফেলা নিয়ে মাথা ঘামাতে হয় না, পার্কিং নিয়ে মাথা ঘামাতে হয় না ...
  • kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:০০ | 59.178.51.61
  • বাঃ,বাঃ,মচৎকার(চমৎকারের বড় ভাই)!!!!!
  • shrabani | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:৫৮ | 124.124.86.85
  • তবে এখানে আড্ডা মারার ব্যাপারস্যাপারগুলো বেশ ফ্লেক্সিবল, চাইলে ভিড়ে যাও নাহলে কাটিয়ে দাও। আমাদের এখানে ছোটখাটো পার্টী লোকে ঘনিষ্ঠদের নিয়ে করলেও বাড়ির পূজো উপলক্ষ্যে অনেককে ডাকে। প্রায় প্রতিমাসে দুতিনমাসে একটা পূজোর নেমন্তন্ন থাকে। খাওয়াদাওয়ার ব্যবস্থা নীচে কমিউনিটী সেন্টারে থাকে। ছুটির দিনে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেলে আমাদের মত চাকুরেরা অনেকক্ষন আড্ডা মারতে পারে।
    ইন ফ্যাক্ট স্যোসাইটীতে পার্মানেন্ট পুজো উপলক্ষ্যে রান্নার বাসনপত্র কেনা আছে, রান্নাঘরও আছে কমিউনিটী রুম লাগোয়া,ভালই ব্যবস্থা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত