এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৭:১৯ | 59.178.137.137
  • ব্রতীন,কেয়াকে খুব হ্যাপি বেউ-বেউ।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৭:০৪ | 117.194.99.245
  • ঐ রকম আছে কম বেশী। কালকে ওরা কি সাজেসান দেয় দেখি। পালিতান কভার করা যায় নাকি...
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৭:০২ | 117.194.99.245
  • ইয়ে, আমার এক পিস ডেরাইভার আছে। পরে জেনে নেবো ব্যাপার টা।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১৭:০১ | 216.52.215.232
  • আইটিনারারিটা কী দাঁড়াল?
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৭:০০ | 117.194.99.245
  • সক্কল কে শুভ সপ্তাহ শেষ (??!!)।

    আমি একটু পরেই বেড়ু বেড়ু করতে যাচ্ছি।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১৬:৫৪ | 204.138.240.254
  • দেকে বিনীত অনুরোধ পেঁয়াজ কাটার সময় চিউইংগাম চেবানোর কার্যকারিতা গুগল করে দেখে নিতে।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১৬:৫১ | 204.138.240.254
  • লুরুতে ওর তিনগুণ টাকা লাগে।
  • pipi | ২১ জানুয়ারি ২০১১ ১৬:৪৯ | 78.52.230.45
  • চোখে জলবিহীন পিঁয়াজ কাটাঃ
    পিঁয়াজটিকে দু ফালি করে
    ১। ঠাণ্ডা জলে ১০ মিনিট চুবিয়ে রাখ
    ২। ফিরিজে খানিক্ষণ ভরে রাখ (অবশ্য এতে ফিরিজে এট্টুস গন্ধ হয়)
    ৩। চোখে সানগেলাস পরে কাটো
  • til | ২১ জানুয়ারি ২০১১ ১৬:৪০ | 220.253.65.196
  • কুমুদিদিমণি,
    আমার বন্ধুরা তো দিব্যি রেখেছে দেখি; আজকাল তো ক্যাজুয়াল ড্রাইভারও পাওয়া যায় শুনি। তবে হ্যাঁ, পবঙ্গে সব কিছুই রিস্কি।
    অবশ্য, রোজ কোথায়ই বা যাবো। বেশ টানা পোড়েনের মধ্যে আছি। এক একবার ভাবি এখানে তো দিব্যি আছি, কোন কিছুরই চিন্তা নেই, কেবল বোরিং এই যা!
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৬:১০ | 59.178.32.12
  • বেলকাম, অর্পণ।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১৫:৫৯ | 204.138.240.254
  • কুমুদির ডিউ পারমিশন নিয়ে আমি একটা চ্যাপ্টার তাতে অ্যাড করতে পারি।
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৫:৫৫ | 59.178.131.59
  • তিল স্যার,ড্রাইভার রাখা খুবই রিস্কি প্রোজেক্ট।ড্রাইভার রাখার আশ্চর্য সব অভিজ্ঞতা নিয়ে আমি একখানা বই লিখব ঠিক করেছি।
  • til | ২১ জানুয়ারি ২০১১ ১৫:৪৪ | 220.253.65.196
  • দে, (এটাই আজকালের স্টাইল কি,নো দি?
    কিপ্রসঙ্গেলিখেছিলামভুলেগেছি
    যদিএকটুধরিয়েদেন!

    @Omi, পাকাপাকি যাবার ইচ্ছে তো আছে কিন্তু একটা বিরাট ভুল করে ফেলেছি। গ্যারেজ নিইনি তখন, ভেবেছিলাম কে ঐ ভিড়ে চালাবে! এখন দেখছি ৪০০০ দিলেই একজন সর্বক্ষণের ডেরাইভার মেলে। এই বাসে ট্রামে যাতায়াত ঠিক পেরে উঠছিনে। অভ্যেস গন। বিশেষতঃ রাস্তা পার হতে তো কান্না পায়!
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৫:৪১ | 59.178.39.137
  • হ্যাঁ,হ্যাঁ, ঐ ল্যাপি বিষয়ে আলোচনাটা করেন দেকি সকলে,বয়েস টয়েস ছাড়ান দ্যান।
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৫:৩৮ | 59.178.62.141
  • থাংকু ব্রতীন।মেল খুলে দেখার টাইম পাইনি যদিও।হায়,সময় থাকতে এই পরিশ্রমটা যদি নেকাপড়ার জন্য কত্তুম--
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৫:৩৩ | 59.178.62.141
  • কে পেঁয়াজ কাটল?এঃ,আশি টাকা কেজি পেঁয়াজ,কেটেকুটে নষ্ট করে ফেল্ল?
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১৫:২০ | 155.136.80.174
  • কাজুর বড় হবার কী অদম্য প্রচেষ্টা। ঃ্‌)
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১৫:২০ | 155.136.80.174
  • এক্স্যাক্টলি। ওয়ান্ডুর বিচ থেকে রেড স্কিন আইল্যান্ড যাবার পথে তোলা ছবিটা। এই গাছে আন্দামান ভর্তি। আমাদের লঞ্চে গাইড দেখিয়ে বলেছিল এইটা কেয়াগাছ। আর জঙ্গলটা ম্যানগ্রোভ জঙ্গল।

    তো, জঙ্গলের থেকে কেয়াগাছকে আলাদা করে ভাবি নি।
  • de | ২১ জানুয়ারি ২০১১ ১৫:১৮ | 59.163.30.4
  • *cm
  • de | ২১ জানুয়ারি ২০১১ ১৫:১৮ | 59.163.30.4
  • ছবিটায় কেয়াগাছ আছে, লেফটের কর্নারকে অরিজিন ধরলে কোঅর্ডিনেট (5.5, 3.5) হবে approximately! লম্বা লম্বা পাতাআলা গাছগুলো!
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১৫:১৩ | 59.163.201.173
  • বাঃ কুমুদি, পুরো জিনিসটাকে ফিলোজোফি লাগিয়ে একেবারে অন্যদিকে নিয়ে চলে গেলেন? আর এই যে বদমেজাজী সিকিদাদু আমায় তুইতোকারি কল্ল, নাতিরে কইল শালা, সদ্য অটোবরে পরলোকগত আমার জ্যাঠামশাইকে ঐপার থেকে তুলে আনল, এর কোনো প্রতিকার হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ?

    তবে শুনে রাখো, অদ্য হইতে যিনি বা যাঁহারা আমাকে তুই বলিবার ধৃষ্টতা দেখাইবেন, তাঁহাকে আমি এইরূপ দাদু বা দিদিমা বলিয়া উপযুক্ত সম্মান প্রদর্শন করিব।
  • de | ২১ জানুয়ারি ২০১১ ১৫:১৩ | 59.163.30.4
  • বরম চিউয়িংগামটা চিবিয়ে বের করে নাকের দুফুটোয় আটকালে হয় :))
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১৫:১২ | 155.136.80.174


  • এই ছবিতে যে ঝুপসি ঝুপসি গাছগুলো দেখা যাচ্ছে, এগুলোই কি কেয়া গাছ?
  • de | ২১ জানুয়ারি ২০১১ ১৫:১১ | 59.163.30.2
  • নাকে পেঁয়াজের ঘ্রাণ যাওয়া কি করে বন্ধ হবে তাতে --মুখ দিয়েই তো শ্বাস নিতে হবে, নাক বন্ধ করে!
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১৫:০২ | 204.138.240.254
  • তার চেয়েও সোজা উপায় আছে। পেঁয়াজ কাটার সময় একটা চিউয়িংগাম মুখে পুরে চিবাও।
  • de | ২১ জানুয়ারি ২০১১ ১৪:৫৯ | 59.163.30.2
  • *শ্বাস
  • Arpan | ২১ জানুয়ারি ২০১১ ১৪:৫৯ | 204.138.240.254
  • ব্যাঙের দাবিটা কী? ব্যাঙকে রিতুপন্নো স্টাইলে "ব্যাঙদি, তুই' বলে ডাকতে হবে?
  • de | ২১ জানুয়ারি ২০১১ ১৪:৫৮ | 59.163.30.2
  • কেয়াগাছ ম্যানগ্রোভ নয় -- মূলত: বিচের ধারে যেখান বালি আর মাটির একটা ইন্টারফেস থাকে সেই জায়গাগুলোয় হয় -- কেঠো কান্ড, ওপরে ঝুপসি ঝুপসি ধার আলা পাতা-- আমি ছবি তুলেছিলাম, পরে লিং দেবো!

    ব্যাংয়ের জন্য টিপ্স: পেঁয়াজ কাটার সময় মুখ দিয়ে স্বাস নাও, নাক বন্ধ রাখো -- চোখ দিয়ে জল পড়বে না, এটা আমার মেয়ে আমায় শিখিয়েছে!

    তিলুবাবু, ভাচ্চুয়াল উচ্ছুগ্য আমার বিশেষ ইন্টারেস্ট নাই, রিয়াল হলে বলবেন :))
  • Jhiki | ২১ জানুয়ারি ২০১১ ১৪:৪৪ | 183.91.64.162
  • ল্যাপি কিনতে চাই, কেউ কি নতু ল্যাপি বিষয়ক কোন টই থাকলে তাকে একটু উপরে তুলে দেবেন?
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১৪:৩৪ | 155.136.80.174
  • সিয়েনেন আইবিয়েনও এই খবরটাই দেখাচ্ছে।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৪:২৬ | 117.194.99.245
  • গুজব নয় সত্যই মনে হয়। TOI তে আজকের হেডলাইন
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৪:২২ | 117.194.99.245
  • না এই বার স্নান করতে যাই না হলে লোকজন পেটাবে ধরে!!
  • pipi | ২১ জানুয়ারি ২০১১ ১৪:২১ | 78.52.230.45
  • মানে, কোচি ইন্টারেস্টেড এই গুজবের খবরটা শুনেছি কিন্তু পরে একজায়গায় পড়লাম যে কোচি টিম এই খবরের সত্যতা অস্বীকার করেছে। তাই লেটেস্ট আপডেটটা জানতে চাইছিলাম।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৪:১৯ | 117.194.99.245
  • কোচি সৌরভ কে নিতে আগ্রহী । বাকি ৯ টা দলের আপত্তি না থাকলে সৌরভ কোচি র হয়ে খেলবে।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১১ ১৪:১৮ | 117.194.99.245
  • আরে ব্যাঙের থেকে আমি পাক্কা ২ বছরের বড়। তো দিদি বলতে যাবো কোন দুঃখে?

    কুমু দি কলি ভাটের ফোটো তোমাকে মেলে পাঠালাম।
  • pipi | ২১ জানুয়ারি ২০১১ ১৪:১৩ | 78.52.230.45
  • সৌরভের খবরটা কেউ একটু ডিটেলে জানাবে? কোথাও পাচ্ছি না!
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৩:৫২ | 59.178.42.42
  • হ্যাঁ,ভূতের রাজা,মর্মপীড় সকলেই ঐ মনের বয়েসকে priorityদিয়েচেন।
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১৩:৩৭ | 155.136.80.174
  • পটাশম্যাম, ভূতের রাজা বলে গেছেন।

    তোরা দুখী কেন হোস, কেন হোস
    কেন হোস
    এক কুড়ি বেড়ে গেলে
    দুই কুড়ি বেড়ে গেলে
    ক্ষতি নাই, ক্ষতি নাই
    জ্ঞান যদি বেড়ে থাকে
    মান যদি বেড়ে থাকে
    সেই ভালো, সেই চাই
    সেই চাই, সেই চাই ...
  • r.h | ২১ জানুয়ারি ২০১১ ১৩:৩২ | 203.99.212.54
  • বয়স বাড়ছে তাইতো মোকাম
    সাকিন বদলে থাকছি নতুন
    ভুল ঠিকানায় এবং যাচ্ছি
    লোডশেডিঙের অন্ধকারে পাড়ায়
    যখন সন্ধ্যাপ্রদীপ, লম্ফ জ্বলতো
    গানের রেওয়াজ এবং বালক বেদম চ্যঁচায়
    ডান্ডাগুলির নেশায় কখন সন্ধ্যা হল
    থই থাকেনা এবং যখন পড়শী বাড়ি
    টিভির আলো নীলচে রঙীন কৃষ্ণ ধবল
    জিহ্বা জখন কুষ্টি কালো - বাড়ছে বয়েস
    পাকছে দাড়ি চুল পাকেনা কিন্তু এখন
    বদলে সাকিন মোকাম ছেড়ে বদর বদর
    ভুল ঠিকানায় পানসি ভাসছে
    যাচ্ছি চলে এসপ্লানেডে
    ফ্রিস্কুলস্ট্রীটে জোন বায়েজের
    হলুদ ক্যাসেট
    পানসি চলছে বদলে মোকাম
    নতুন সাকিন
    পাকছে না চুল বয়েস বাড়ছে...
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১৩:৩২ | 59.178.131.64
  • শরীরের বয়েস বাড়ুক,মনের বয়েস বাড়তে দিও না!
    এটা য্যানো কে বলে গেচেন?
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১৩:২৩ | 121.244.209.245
  • ও বাবা জেঠুতেও হবে না? আচ্ছা বেশ, সিকিদাদু। এর ওপরে কিছু জানা নেই। আচ্ছা গেরো তো ! নাম ধরে ডাকলে, দাদা বললে বলে বাচ্চা ছেলে, আমার বয়েস ৭০ হবে। আবার জেঠু বললেও খিস্তি করে। তাও আবার পাব্লিক ফোরামে।

    কুমুদি দেখুন, নাতির সাথে কিরকম কটুকথা বলছে দেখুন। আপনিই বলুন আমি খারাপ কি করিচি।
    নাঃ, সিকিদাদুর মেজাজ ভালো নেই। দাঁড়াও দাদু তোমার জন্যে থিন অ্যারারুট বিস্কুট কিনে আনি। দেখবে মেজাজ ফুরফুরে হয়ে যাবে।
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১৩:১৫ | 155.136.80.174
  • এইশ্‌শালা, আমাকে জেঠু বলছিস কেন বে? তোর জ্যাঠাকে গিয়ে বল্‌গে যা ;-)))
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১২:৫৫ | 59.178.131.64
  • ব্রতীন,আমার অর্কুটে খাতা নাই।তবে কি কলিভাট দেখতে পাবো না?
  • kumudini | ২১ জানুয়ারি ২০১১ ১২:৫১ | 59.178.131.64
  • জীবনে বড় চাপ।রাতে বসে বসে তিরিশ পাতা ভাটিয়েছে এরা,এখন পড়া সম্ভব নয়,রাতে পড়ব।তবে কাজু,তোমার নতুন নামটা খুব ভালো হয়েছে।আমার দেয়া নামগুলো ঠিক যুৎসই হচ্ছিল না,নিজেই টের পাচ্ছিলাম।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১২:৩০ | 121.244.209.245
  • খেপেছ? জেঠুদের ওপর কেউ রাগ করে নাকি? গুরুজন না? এরা আমায় খালি রাগতেই দেখে। নাম যখন 'গুরু', তখন সবাই আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ গুরুজন হবে এখেনে, এটা আমার আগেই বোঝা উচিৎ ছিল। শত ধিক তোরে ওরে কাজু ! ছিছি !

    সিকিজেঠু তুমি ছোট্টো ভাইপোকে সন্মার্জনী দেখিয়ে বকাবকি কল্লে? (ভ্যাঁ-আ-আ-আ)

    কিন্তু...একটা জিনিস...সিকিজেঠুর ৫৪ হবে কদিন বাদে?... ১৯৭৬ শুনেছিলাম যেন...এখন কি তাহলে ২০৩০ সাল? ২০১১ পড়ল সেদিন মনে হল। কি সব্বোনাশ....আমার দিন মাস বছর সব গুলিয়ে যাচ্ছে...যাই এট্টু মুখে জল দে আসি।
  • Tim | ২১ জানুয়ারি ২০১১ ১২:১৪ | 173.163.204.9
  • ওরে কাজু রাগ করিস নি। বয়স অবশ্য আমাদের একটু বেশিই। আমার আর কদিন পরেই তিপ্পান্ন হবে, সিকির হবে চুয়ান্ন। শিবুদা গত অক্টোবরে আটাত্তরে পড়েছে। এইরকম সব। নাহয় এট্টু পা টানলামই বা। ঃ-)

    এবার ফাইনাল গুড নাইট।
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১২:১৩ | 155.136.80.174
  • ঐ মার্জনা করবার গুণটিই যে নেই আমাদের মধ্যে। এক মামী আছে, তার সম্মার্জনীর গুণ আছে।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১১ ১২:০৬ | 121.244.209.245
  • বাপরে ২৭ বছরের ছেলের জন্যে টিমজেঠু চাইল্ডলক লাগাতে বলছে, কাকিমা জেঠিমা বলতে বলছে, বাপরে এখানে সকলের তো তার মানে অনেক বয়েস। এহে অ্যাদ্দিন বড় ভুল হয়ে গেছে। মার্জনা করিবেন নিজগুণে।
  • siki | ২১ জানুয়ারি ২০১১ ১২:০৬ | 155.136.80.174
  • আমায় টাটা স্টিল নিয়ে কেউ কিছু বল্লো না। ঃ(
  • Sibu | ২১ জানুয়ারি ২০১১ ১২:০৪ | 184.225.63.37
  • পারিবেনা ও কথাটি বলিওনা আর,
    একবারে না পারিলে দেখ শতবার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত