রাজারহাটেই ৪ বছরে দাম তিনগুণ হয়ে গেছে, তাও পড়তে পায় না।
kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:৩৯ | 59.178.51.61
সরি।৩-৪৬ এর লেখায় নামের জায়গায় শ্রাবণী হয়ে গেছে।তবে বোঝাই যাচ্ছে ওটা আমার লেখা।
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:৩৮ | 155.136.80.174
হে হে, আমারও তাই কেস। যখন কিনেছি তখনকার দাম শুনলে লোকে এখন চেয়ার থেকে পড়ে যাবে।
অবশ্য তখন সেটাই বিশাআআল দাম ছিল।
shrabani | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:২৯ | 124.124.86.85
শমীক মোটামুটি ঠিকই কইছে। তা বলে কেউ যেন না ভাবে আমি ঐ অত টাকা দামের ফ্ল্যাট কিনে থাকি। আমি যখন কিনেছি এসব জায়গায় শেয়াল চরত,সিকি দামে কেনা। আমাদের পাড়াতে শেষ দুটো প্লট ছিল তাতে প্রতীক আর মার্ভেল হোমের কনস্ট্রাকশন চলছে। খালি আছে কিনা খোঁজ করে দেখতে পারো।
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:১৬ | 155.136.80.174
শ্রাবণী কইতে পারবে। মোটামুটি ১২০০-১৬০০ স্কোঃ-ফিঃ।
১০০০ স্কো-ফি-এর মধ্যে ৫০-৬০ লাখে পেয়ে যাবে।
kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:১৫ | 59.178.51.61
সিকি,৬০-৮০ লাখের এরিয়া কত হতে পারে?
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:০৯ | 155.136.80.174
শ্রাবণী যে জায়গায় থাকে সেখানে বোধ হয় এখন দাম যাচ্ছে ষাট-সত্তর-আশি লাখ।
আর নয়ডার নতুন যে-সব পাড়া গজাচ্ছে, এক্ষপ্রেসওয়ের দুধারে আর নয়ডা এক্ষটেনশনে, সেখানে পঁচিশ থেকে পঞ্চাশ দামের মধ্যে সব রকমের ফেল্যাটই পাওয়া যাবে।
kumudini | ১৯ জানুয়ারি ২০১১ ১৬:০৭ | 59.178.51.61
ছেলেরা কে কোথায় থাকব ঠিক নাই,শেষ অব্দি তো বুড়োবুড়ি।কোঠি দিয়া কি হইব?তার চেয়ে সোসাইটির ফ্ল্যাট অনেক ভাল। (ক্যামোন কায়দা করে বল্লুম।য্যানো আমার ঐ কোঠির একখানা ইঁট কেনারও পয়সা আচে!)
Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৫৯ | 122.248.183.1
না আমার তেমন চিন্তা নেই ওখান থেকে সরিয়ে ফেলেছি!!
dd | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৫৫ | 124.247.203.12
য়ুইকিলিকে না ক্ষি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সব কয়ে দেবে ? সেই শুনে অব্দি খুব দুশ্চিন্তায় আছি।
আপুনেরা?
til | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৫২ | 220.253.65.196
সিকি, ঐসব জায়গায় ফ্ল্যাটের কেমন দাম? জাষ্ট কৌতূহল আর কি। কোঠি বোধহয় কোটিতে। মাদ্রাজে শুনি, ১.৬, ১. ৯ এভাবে বলে। এত টাকা লোকে কোথা থেকে পায়!
til | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৪৯ | 220.253.65.196
কুমুদি, মেল চেক করুন, পাঠিয়ে দিয়েছি।
dd | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৪৭ | 124.247.203.12
হ্যা, চেন্নাইতে টেবিল বুক করার কোনো ব্যাপারই নেই। বাসের সীটের মতন সবাই বসে পরে। একটা টেবিলে দুটো বা তিনটে আলাদা ফেমিলি দিব্বি খায়। আসলে লোকে খেতেই যায়। অনেকক্ষন ধরে গল্প গাছা করে সময় নষ্টো তো করে না। তাই প্রাইভেসীর অতো ব্যাপার নেই।
নয়ডা গাজিয়াবাদ এগুলো বিশেষ করে নয়ডা এখনো মধ্যবিত্ত চাকুরীজীবিদের এলাকা, এখানে মেলামেশা অনেক বেশী বিশেষ করে স্যোসাইটী গুলোতে, পুজোপার্বণ, নিউ ইয়ার, কিটি পার্টী। তবে সিঙ্গল বাড়ী বা কোঠীবাড়ী (এদিককার ভাষায়) যে পাড়ায় সেখানে সব জায়গায় এর চল নেই বিশেষ করে একটু বেশী পশ এরিয়ায়। নয়ডায় অনেক নতুন ফ্ল্যাট বাড়ী হচ্ছে, জয়ন্তী এক পীস কিনে ফেলতে পারো।
pipi | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৩৮ | 78.52.238.32
উপায় কি? একতরফা তো কিচিরমিচির করা যায় না।
Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৩৭ | 122.248.183.1
আর বলো না কুমু দি, রাত ২ টো অবধি খেলা দেখে এখন বেজায় ঘুম পাচ্ছে!!
মহিলা রা কথা বলতে ভালোবাসে, তাদের মুখ সেলাই করে দেওয়া কি ঠিক?
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:৩৭ | 155.136.80.174
চেন্নাইতে এসেই এই একটা অদ্ভূত ব্যাপার দেখলাম।
ধরো, আমি খেতে গেছি কোনও রেস্তোরাঁয়, আমি একা, তো, ম্যাক্সিমাম রেস্তোরাঁয় একটা টেবিলে চারটে করে চেয়ার লাগানো থাকে। সাধারণত আমি কোনও খালি টেবিল থাকলে সেখানে গিয়ে বসি, বা না থাকলে খানিক অপেক্ষা করি, অথবা লাস্ট কেসে কোনও আধাভর্তি টেবিলের অকুপ্যান্টদের গিয়ে জিজ্ঞেস করি, আমি ওখানে অন্য চেয়ারে বসতে পারি কিনা।
এইবার ধরো, আমি একটা টেবিলে একা বসেছি, বাকি তিনটে চেয়ার খালিই রয়েছে। হঠাৎ করে দুজন কোথা থেকে চলে আসবে, এসে বেসিক ভদ্রতা বলতে যেটুকু বুঝি, সেই জিজ্ঞেস টিগ্যেস না-করেই মুখের সামনে বসে পড়ে নিজেদের খাবারের অর্ডার দেবে। তারপরে কেমনধারাভাবে আমার থালার খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প করে যাবে নিজেদের মধ্যে। ক্ষী অস্বস্তিকর।
আমি লোকজনের সাথে গল্পগাছা ,হইচই করা,এমন কি চুপ্চাপ পাশাপাশি বসে থাকাও খুব ভালোবাসি।এই মুখেসেলাই লোকেদের পাড়ায় থেকে তাই হাঁপিয়ে গেছি।
shrabani | ১৯ জানুয়ারি ২০১১ ১৫:০০ | 124.124.86.85
স্যোসাইটী তো অনেক জায়গাতেই এমন হয়, আমাদেরও একই ব্যাপার। কাল অনেকেই নেমেছিল নীচে। আজ আবার এখন সব রোদে মাঠে বসে দুতিনটে ফ্লাস্কে কফি ভরে গিন্নীরা রোদ পোহাতে পোহাতে কালকের ভূকম্প নিয়ে গপ্পগাছা করছে। অবশ্য আমরা কেউই খোদ দিল্লীর বাসিন্দা নই!
বাঃ,বাঃ,এত ভাল লাগছে শুনে যে কি বলব।খুব চমৎকার পাড়া তোমাদের।এরকম পাড়া দিল্লীতে আছে ভেবে বড় আনন্দ হল।
til | ১৯ জানুয়ারি ২০১১ ১৪:২৪ | 210.193.178.129
একটা অদ্ভূত ছবি। বন্যায় সাপের পিঠে ব্যাঙ (নট অফ ব্যাঙ্গালোর) বসে hitch hike করছে। আমার তো পিকাসা নেই, দেখি কাউকে মেল করে দেব। কুমুদি কে দেব? গাঁজাখুরী ছবি নয় কিন্তু।
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৪:২১ | 155.136.80.174
না, আপনাদের মতন পাড়া কেস তো নয় আমাদের। আমাদের সোসাইটি অ্যাপার্টমেন্ট। আমার ফ্লোরে মোটামুটি মিনি ভারতবর্ষ, প্রথমে মালয়ালি স্বামী-তামিল স্ত্রী, তারপরে পঞ্জাবী কাপ্ল, তারপরে হিমাচলি কাপ্ল, তারপরে কাশ্মীরি কাপ্ল, একদম শেষের দিকে আছে মিজোরামি কাপ্ল। তো যেহেতু সবাইই নিজের নিজের বাড়িছাড়া হয়ে এখানে এসে আছে তাই প্রত্যেকের সঙ্গেই এই বণ্ডিংটা খুব বেশি। একে অন্যের প্রয়োজনে এরা যা করেন টরেন, অনেক নিকট আত্মীয় তা করে ওঠেন না।
আমার কেমন মনে হয়,কলকাতা হলে সবাই নীচে /রাস্তায় নেমে আসতো,বাচ্চারা উত্তেজিত,বড়রা ভীত/উত্তেজিত,কেউ বৃদ্ধ,বৃদ্ধাদের সামলাচ্ছেন।কিছুক্ষণ পর শুরু হত ভুমিকম্পের গল্প,শেষে এক রাউন্ড চা খেয়ে শুতে যাওয়া।
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৩:০৯ | 155.136.80.174
গেঁড়ি ভূতোও টের পায় নি। সকালে উঠে প্রতিবেশিদের কাছে শুনেছে।
Bratin | ১৯ জানুয়ারি ২০১১ ১৩:০৯ | 122.248.183.1
হয় হয় । Z আনতি পারো না!!
siki | ১৯ জানুয়ারি ২০১১ ১৩:০৯ | 155.136.80.174
শাঁখ বাজানোটা সবাইকে সাবধান করে দেবার জন্যেই মেইনলি। শাঁখের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়।
আমি ঘুমিয়ে পড়েছিলাম,ভুমিকম্প একদম টের পাইনি।ছেলের ফোন পেয়ে উঠে দেখি,চারদিক নিস্তব্ধ,শুন্শান,যেমন থাকে রাত দুটোর সময়।কারো সাড়াশব্দ নেই।তক্ষুনি এক বন্ধুর ফোন এলো,সেও কাছেই থাকে,জেগে ছিল বলে দোলানি টের পেয়েছে।নীচে নামা উচিত হবে কিনা,এই নিয়ে দুজনে খানিকক্ষণ গবেষণা করলুম ,তারপর ঠিক হল নির্জন,নিস্তব্ধ রাস্তায় মধ্যরাতে না যাওয়াই ভাল। অথচ আমার প্রতিবেশীদের বাড়ীর সাম্নে আপনি তিরিশ সেকেন্ডের জন্য গাড়ী রাখুন,যত রাত হোক ,বাড়ী শুদ্ধু লোক রে রে করে দৌড়ে আসবে।
রাতে হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি, ভাবলাম স্বপ্ন দেখছি। সেকেন্ডের মধ্যে হইচই, সিঁড়িতে দুড়দাড় পায়ের শব্দ, নীচ থেকে অজস্র মানুষের কোলাহল। বুঝলাম ব্যাপারটা, কিন্তু লেপের মধ্যে থেকে উঠতেও ইচ্ছে করছেনা। পাশের মানুষও অঘোরে ঘুমিয়ে যাচ্ছে, ডাকব ডাকব করেও ডাকলাম না। বসে রইলাম আরেকবার হলে বেরোব। তারপর কোলাহলও থেমে গেল, বসে বসে কখন ঘুমিয়ে পড়েছি আবার। তবে ঝাঁকুনিটা মোক্ষম মালুম হয়েছিল আমার সাততলায়।
siki | ১৯ জানুয়ারি ২০১১ ০৯:৪৬ | 155.136.80.174
কাল পাকিস্তানের দক্ষিণ পশ্চিমপ্রান্তে বিশাল বড় ভূমিকম্প হয়ে গেছে। বালুচিস্তানে। দিল্লিতেও টের পওয়া গেছিল। রাত দুটোর সময়ে প্রায় সবাই ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল।
প-ফ-ব-ভ-ম -- এখানে যে ব-টা আছে, সেটা বর্গীয় ব। মানে হিন্দিতে পেটকাটা ব যেটা। আর য-র-ল-ব-শ এই সেটে যেটা আছে, সেটাকে বলে অন্তস্থ্য ব। ইংরেজি w-র মত উচ্চারণ হয়, হিন্দিতে পেট-না-কাটা ব যেটা আর কি।
দেবনাগরী আর বাংলার হরফবিন্যাস তো একই। হিন্দিতেও যা, বাংলাতেও তা। কেবল উচ্চারণে কোনও তফাত নেই বাংলায়, সব ব-ই পেট কাটা ব।
amit | ১৯ জানুয়ারি ২০১১ ০৩:১০ | 128.103.93.180
বুঝলুম দিদি। তাই হোক।
Nina | ১৯ জানুয়ারি ২০১১ ০৩:০৩ | 64.56.33.254
আরে অমিত, জান তো আমি একেবারে 'অ্যাপলিটিকাল" মানুষ। মানে আমার মানুষের মধ্যে রাজনীতি না খুঁজে রাজনীতির মধ্যে মানুষ খুঁজতে ভাল লাগে। আর কলকাতার ভাল হলেই হাম খুশ--সে যেই করুক। তবে নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে বঙ্গললনা দেখে বেশ লাগল। ঃ-))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন