এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০২:২৬ | 59.93.247.180
  • যাঃ, গেল কোথায় সব
  • Sibu | ১১ জানুয়ারি ২০১১ ০২:০৩ | 66.102.14.1
  • নাঃ, নোয়াকে মানি না। তবে মনুদাদামশায় কি করেছিলেন সে পুঁথি প্রলয়পয়োধিজলে ভেসে গেছে। তার খোঁজ আমার সাধ্যের বাইরে।
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৯ | 59.93.247.180
  • তাহলে বৃত্তান্ত-টা কি?
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৮ | 151.141.84.194
  • শিবু, বাবা আদমের পরে নোয়াদাদার ব্যাপারটা সন্ধান করে দেখেছিলেন কি?
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৭ | 151.141.84.194
  • বৃত্তের আর শুরুই বা কি শেষই বা কী! নাতির প্রথম প্রেম ঠাউদ্দার শেষ প্রেম সবই বৃত্তের মধ্যে ঃ-)
  • Sibu | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৬ | 66.102.14.1
  • মামার কাছ থেকে নোবেল বের করা সহজ ব্যাপার নয়। বলে কালীঘাটের পাঁটা, তাই এই বিশ বচরে বের কত্তে পারলুম না ঃ((।

    আমি আর শিবাংশু তো আত্মীয় বটেই, সকলেই যখন আদম-সন্তান। কিন্তু বাবা আদমের পরের কোন কমন অ্যানসেস্টার আমার জানা নেই ঃ)।

    শোষিত তিমি কেমন দেখতে হয়?
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৫ | 151.141.84.194
  • কেন উইকিলিক্সের লোকটা যে কিনা নোবেলটা কিনলো, তার কাছে! নাকি ওরকম সরাসরি বিনিময় হয় নি? নোবেল অন্য লোক কিনে টাকা দিলো?
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৫ | 59.93.247.180
  • ওঃ, এ তো জলের মত সোজা ব্যাপার, নিশ্চই অ্যাসেঞ্জের কাছে
  • Tim | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫৩ | 198.82.19.41
  • কাব্লিদা নোবেলটা বেচে উইকিলিকস কিনেচে। এখন নোবেলটা কার কাছে আছে জানা গেলেই হয়।
  • Tim | ১১ জানুয়ারি ২০১১ ০১:৫১ | 198.82.19.41
  • হাওয়া হই নাই, এট্টু চাপে আছি। নতুন বছর কিনা, সোসন আবার এসেছে ফিরিয়া। ঃ-(
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪৬ | 59.93.247.180
  • তাহলে বৃত্তটার শুরু কোত্থেকে হচ্চে?
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪৫ | 59.93.247.180
  • দুদ্দুর। আমি মাঝে মাঝে বাংলাদেশ যাওয়ার ভয় দেখাই শুধু। আজ গিয়ে তাদের নানা রকম সেক্রেটারিদের সঙ্গে গল্প করে চা খেয়ে চলে এলুম। ময়মনসিঙ্গি ভাষার স্যাম্পলও কিছু শোনাইতে হল। তারপর আরও একরাশ কাগজপত্তর নিয়ে আরেকদিন যেতে বল্ল। পত্রকারদের বাং কি পাক ভিসা পাওয়া যে সে ব্যাপার নয়, হুঁ হুঁ
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪৫ | 151.141.84.194
  • আচ্ছা এই শিবু আর শিবাংশু কি আত্মীয়?
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪৪ | 151.141.84.194
  • টিম আবার কোথায় হাপিস হয়ে গেলো? ঃ-?
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 151.141.84.194
  • বুইলে অচিন্ত্য, এ হোলো বৃত্তরহস্য। ঃ-)
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪২ | 59.93.247.180
  • কিন্তু শুরু তো শেষ থেকেই হচ্চে দেখা যাচ্চে
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪১ | 151.141.84.194
  • আরে অচিন্টি যে! লাইন দেওয়া হোলো? বাংলাদেশের কোন অঞ্চলে যাচ্ছো?
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪০ | 151.141.84.194
  • নার্সারি থেকে কিন্ডারগার্টেন থেকে প্লে স্কুল থেকে ডে কেয়ার থেকে ।
    বাপু হে শুরু বোঝা নয় সোজা। ঃ-)
  • achintyarup | ১১ জানুয়ারি ২০১১ ০১:৪০ | 59.93.247.180
  • ইয়ে, তা দাও, কিন্তু নোবেলটা এখন কাবলিদার কাছে আছে না? মানে দিতে হলে উনিই তো দেবেন, নাকি? (যদি রাজি হন অবশ্য হাতছাড়া করতে)
  • Tim | ১১ জানুয়ারি ২০১১ ০১:২৬ | 198.82.19.41
  • সে তো প্রথম প্রেম ধত্তে গেলে নার্সারি থেকে কাউন্ট কত্তে হয়! সবই প্রথম প্রেম- এই থিওরিটার জন্য শিবুদাকে নোবেল দেয়া উচিত। ঃ-)
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০০:৪৭ | 151.141.84.194
  • কুনুডিনি বেয়াইন, বাঃ, তোমাদের বাগানওয়ালা বাড়ী ছিলো? তারপরে কি তোমরা অন্য কোথাও চলে যাও?
    পুরাকালে আমাদের বিস্টীর্ণ পাড়াটিতে ছিলো চোদ্দোটি কুটির আর বাকী সব মাঠ, পুকুর ধানক্ষেত আর খেজুর গাছের ছোটো ছোটো গ্রুপ। কুটিরগুলি ঘিরে ঘিরে গাছপালাদের কুঞ্জবীথি।ক্রমে এত বেশী নারকেল গাছ লোকে বাড়ী বাড়ী লাগালো যে ছোটোখাটো কেরালা হয়ে গেল সেই বোসপুকুর পশ্চিম(তৎকালীন নাম, এখন বদলে গেছে) আহা সেই সব খোলামেলা দিন ছিলো একেবারে বেহেস্ত হামিনস্ত।
    ঃ-)
    আরে এখানে ভাগিরথীর পুব পশ্চিম সব দিক থেকেই সোনার ছেলেপিলেরা আসে। এই তো সোদপুর থেকে আছে আমাদের বড়াই।
  • omi | ১১ জানুয়ারি ২০১১ ০০:৪২ | 151.141.84.194
  • খুবই ক্যালোরি খরচ হয় বলে এগুলির ক্যালোরি ভ্যালু মাইনাস।
    মানে কেডিদা একটা কথা কইতে কইতে কইলেন না, সেটা আমি বুইঝা ফেলাইছি। ঃ-)
  • Sibu | ১১ জানুয়ারি ২০১১ ০০:১০ | 66.102.14.1
  • এই জন্যই তো বলি, সব প্রেমই প্রথম প্রেম। আগেরগুলো মনে থাকে না তো, তাই।
  • Abhyu | ১১ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 97.80.156.230
  • চাপ বলে চাপ। মাধ্যমিক দিয়ে নরেন্দ্রপুর যাবার আগে পারলে আমি রেজিস্ট্রি করেই যেতাম। হালার সরকার বলে বয়স হয় নি। তারপর দু বছর পর আবার কল্যাণীতে ফিরে এসে দেখি কিছুতেই তার নাম মনে পড়ছে না - কী যে চাপ সে তোমায় বোঝাই কি করে?
  • Bratin | ১১ জানুয়ারি ২০১১ ০০:০২ | 117.194.96.158
  • আমি কেটে পড়লাম। গুড নাইট সব্বাই কে
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৯ | 117.194.96.158
  • ঃ-))) টোটাল চাপ তো!!
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৬ | 97.80.156.230
  • আছে তো, দ্বিতীয় প্রেম মোটে দুটো ছিলো। তৃতীয় থেকে তো খুবই সিরিয়াস অবস্থা - মোটে একটার বেশি না। তাতে আমার আবার পুরোনো সিকোয়েন্সের লোকে রিপীটও করতো - sampling with replacement
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৬ | 117.194.96.158
  • তোমার ৪/৫ প্রেম ক্লাস সিক্সে। ফ্রাস্টু খেয়ে গেলাম বস!!
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৪ | 117.194.96.158
  • ধ্যাত!! একটা ম্যাথেমেটিক্যাল সিকোয়েন্স থাকবে না ঃ-))
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৪ | 97.80.156.230
  • দেড়টা বাজে। খিদে পাচ্ছে - লেপ থেকে বেরুই।
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৩ | 97.80.156.230
  • কি জানি বাবা আজকালকার ছেলেপুলেরা। আমার তো কোএড স্কুলের এক্ষপিরিয়েন্স - ৪/৫টা প্রথম প্রেম ছিল। ক্লাস সিক্স থেকে শুরু।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫৩ | 117.194.96.158
  • দারুন মজা তো!! বাড়ি তে বসে বসে কফি কাপ হাতে বরফ পড়া দেখবে। চাইলে ২/১ পিস কবিতা লিখতে পারো!!
  • Sibu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫২ | 66.102.14.1
  • এই মাস্টারেরা কেন যে এত ছুটি পায় কে জানে।

    শমীকের একটা প্রথম প্রেম হতে যাবে কোন দুঃখে? সব প্রেমই তো প্রথম প্রেম ঃ)।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৫০ | 117.194.96.158
  • আহা । প্রথম একটা। তরপরে দ্বিতীয় ,তৃতীয় ইত্যাদি
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৯ | 97.80.156.230
  • বরফ পড়ছে ও পড়বে বলে।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৮ | 117.194.96.158
  • ২ দিন ছুটি কেন??
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৮ | 97.80.156.230
  • শমীকের মোটে একটা প্রথম প্রেম?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৮ | 117.194.96.158
  • হুঁ হুঁ বাবা!! প্রথম প্রেম কি বাদ দেওয়া যায় নাকি? শোনো নি
    ' যদি পুরাতন প্রেম চাপা পড়ে নতুন প্রেমের ও মাঝে , তবু মনে রেখো" ঃ-))
  • Abhyu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৭ | 97.80.156.230
  • পরপর দুদিন স্কুল ছুটি আমাদের !
  • kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৫ | 122.162.148.160
  • আবার কেউ নেই,তাই রাগ করে শুতে গেলুম।

    গুন্নাইট।হুঁঃ।
  • Sibu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৪৪ | 66.102.14.1
  • মনে হচ্ছে আর কেউ নেই ঃ(।
  • kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২৩:৩৭ | 122.162.148.160
  • সরি,সোতর ব্র্যন্ডনেম।

    বা বা,বোতীনের কি মেমরি!!তবে সেই প্রথম কদম ফুল্কে কি বউএর হেডে এ¾ট্রী করা চলবে?মতামত সংগ্রহ কর।এই নাও কাগজ,পেন্সিল।

    শিবু,না না কম কেন?বরং বেশী।
  • kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২৩:২৫ | 122.162.148.160
  • ভাগ্যিস নীনা বল্লো,দৌড়ে গা-ও দেখে এলুম।মনেই ছিল না,আজ থেকে ১০-৩০-এ।
    ১।পুপের ঘর-পুপে গোরাকে পোবোল ঝাড় দিল-তুমি কুমুর কতা শুনে শুনে চলচ,কুমুর কথা শুনে আমাকে মাছের গামলা দিয়েচ,কেন শুনি।গোরা ছাড়বে কেন,সেও শুনিয়ে দিল-তুমি সেই যে ""বিশেষ বন্ধু""কে জড়িয়ে ধরেছিলে,তকোন আমি কিচু বলিনিকো!!
    ২।চার ভাই জেঠুর ঘরে মিটিন কচ্চে,ধান্দা-বিশ্রীর অ্যাওয়ার্ড পাওয়া,অন্যান্য achievementসোনার তরীর ওয়েবসাইটে ঢোকাবে।বিশ্রী তাতে মহাচটে বল্ল,আম্মো সোতর ব্রান্ড ব্যবহার করিনি,সোতকেও দোবনা আমাকে ব্যবহার কত্তে।

    চটেমটে বিশ্রী গটগট করে করিডোর ধরে যাচ্চে,পেচনে জেঠু,হটাৎ ডানদিক থেকে গোরার এ¾ট্রী।

    শেষে দেখাল সবাই মিলে গোরাকে পুলুশে দিতে চাইচে,ক্যানো জানিনা।

    মানে,ইসে,যতটুকু দেখতে পেলাম,লিখে দিলাম।
  • Sibu | ১০ জানুয়ারি ২০১১ ২৩:২৪ | 66.102.14.1
  • এইত্তো, খড়দ থেকে আমি আছি, র‌্যাটাস আছেন, রিমি আছে, ইঁদুরছানারা আছে (এখুনো শিশুটকের মত বড় হন নি)। কোন্নগরের চেয়ে কম কি হল?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১১ ২৩:০০ | 117.194.96.158
  • শমীক এমন হ্যান্ডু ছেলে ওর প্রেমে কি আর মেয়ে রা পড়বে না??

    শমীক, জয়ন্তী নামে ওর প্রথম প্রেমের কথা বলেছে এখানেই।
  • Nina | ১০ জানুয়ারি ২০১১ ২২:৪৩ | 64.56.33.254
  • গেঁড়ি যে তার পেজেন্ট বৌ, তা জানি আর শমীক বল্ল হুগলী টইতে যে শিশুকালে কার যেন দাদু তার ছোট্ট নাতনীর সঙ্গে তুলসীতলায় শমীকের বে দেছেল--তা এই দুটি আমি জানি--তিন নম্বর ব্রতীনের সৃষ্টি, ওরে জিগাও
  • kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২২:৪০ | 122.162.148.160
  • আর ইয়ে,শমীকের তিনটে বউ,না কি যেন দেখলাম!কেউ এট্টু ঘটনাটা বলে দাও না বাবা।
  • Nina | ১০ জানুয়ারি ২০১১ ২২:৩৯ | 64.56.33.254
  • এ বাবা এত নাগ কোরোনি--পেশার বেড়ে যাবে--আজ গানের ওপারে তে কি চমক দিল গো? ও কুমু
  • kumudini | ১০ জানুয়ারি ২০১১ ২২:৩৫ | 122.162.148.160
  • না না,এত তাড়াতাড়ি নেপের নীচে যাব,সে কপাল কি করেচি।একটা PPবানাচ্চি,আর মাঝে মাঝে ভাটে আসচি,কাউকে না দেখে রেগেমেগে চলে গেছিলাম।
  • Nina | ১০ জানুয়ারি ২০১১ ২২:২৪ | 64.56.33.254
  • রাগের চোটে ভুল বানান
    *রবীন্দ্রনাথ
    *বুঝেছ
    *তাঁর
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত