এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:৩৯ | 184.228.134.98
  • ফসিল নিয়ে ক্যুইজ। হোয়াট ইজ বড়াপাসোরাস টেগোরী?
  • achintyarup | ০১ জানুয়ারি ২০১১ ০০:৩৮ | 121.241.214.34
  • মুখপুস্তকে কিছু তোলা আছে
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:৩৩ | 184.228.134.98
  • তাহলে ছবিই হোক। পিকাসা লিং চাই।
  • achintyarup | ০১ জানুয়ারি ২০১১ ০০:৩২ | 121.241.214.34
  • সর্ষে লেখার মত সময় সেই পার্কে কাটাই নি। বান্ধবগড় থেকে কানহা যাওয়ার পথে ঘণ্টা দেড়েক থেমেছিলুম। কিছু ছবি আছে শুদু
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:২৮ | 184.228.134.98
  • ঘুঘুয়া নিয়ে একটা পায়ের তলায় সর্ষে হয়ে যাক।

    এখানে অ্যারিজোনাতে পেট্রিফায়েড ফরেস্ট বলে একটা ন্যাশনাল পার্ক আছে। সেখানে ফসিলাইজড গাছ দিয়ে তৈরী একটা বাড়ী আছে।
  • achintyarup | ০১ জানুয়ারি ২০১১ ০০:২৪ | 121.241.214.34
  • ঃ)

    কার্বন ডেটিং প্রসঙ্গে মনে পড়লঃ নভেম্বর মাসে মধ্য প্রদেশে ঘুঘুয়া নামের এক জায়গায় গিয়েছিলুম। সেখেনে এক ফসিল পার্ক আছে। চাদ্দিকে বড়-ছোট গাছের ফসিল, এমনকি পড়ে থাকা পাথরগুলো-ও প্রায় সবই জীবাশ্ম। এখনেই প্রথম কোনো লোককে দেখলাম ফসিল ছুঁড়ে কুকুর তাড়াতে
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:২২ | 184.228.134.98
  • মামা, আজকের পালায় কতো উঠল?
  • kd | ০১ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 59.93.164.232
  • আমার হাঁটু কিন্তু বেশ বুড়ো। প্রায় আমারই বয়সী ঃ-(
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:১৯ | 184.228.134.98
  • গুড কোয়েশ্চেন ঃ))। কার্বন ডেটিং করতে দিয়েছি।
  • aka | ০১ জানুয়ারি ২০১১ ০০:১৫ | 117.194.8.215
  • হ্যাপি নিউ ইয়ার। শব্দে ঘুম উড়ে গেল।
  • achintyarup | ০১ জানুয়ারি ২০১১ ০০:১৩ | 121.241.214.34
  • শিবুবাবুর হাঁটু কি অনেক বয়স্ক?
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:১২ | 184.228.134.98
  • ৯১-এর ব্যাচ। এঃ। এতো সব হাঁটুর বয়েসী ছোকরা।
  • Du | ০১ জানুয়ারি ২০১১ ০০:০৯ | 70.104.22.221
  • নতুন বছরকে স্বাগতম। ২০১১ ভালো কাটুক সব্বার।
  • achintyarup | ০১ জানুয়ারি ২০১১ ০০:০৯ | 121.241.214.34
  • @ ব্রতীনঃ আম্মো বিদ্যামন্দিরে ছিলুম ৮৭-৯১ ইকো অনার্স। পাখিও ঐ সময়েই ছিল

    @ কুমুদিনী, পাখি, ইন্দোঃ ইস্কিপিং বন্দ করে দিয়েচি লতুন বচরে
  • achintyarup | ০১ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 121.241.214.34
  • আবার সক্কলকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার
    ঃ-))
  • Sibu | ০১ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 184.228.134.98
  • এই নিয়ে বেশ কয়েকটা ১২ঃ০০এএম নিউ ইয়ার উইশ পেলাম। বাজারে এই নিয়ে কোন একটা অ্যাপস চলছে নাকি?
  • kc | ০১ জানুয়ারি ২০১১ ০০:০২ | 89.203.49.18
  • Wish everyone a very happy 2011
  • kc | ০১ জানুয়ারি ২০১১ ০০:০১ | 89.203.49.18
  • গুরুর অর্কুট প্রোফাইলটা এখন তাতিন চালাচ্ছে নাকি?
  • kd | ০১ জানুয়ারি ২০১১ ০০:০০ | 59.93.164.232
  • 2011

    happy new year
  • Baijayanta | ০১ জানুয়ারি ২০১১ ০০:০০ | 14.96.113.244
  • Wish everyone a very happy 2011!!
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:৫৮ | 184.228.134.98
  • ভাল ভাল। নত্তুন বছরে হাঁপানির অ্যান্টিডোট দিয়ে শুরু করা ভাল। আর কাঠবিড়ালীর মাংসটা কি টাটকা! সরাসরি বারান্দা থেকেই ওভেনে মনে হচ্ছে ঃ)।
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 122.162.176.229
  • এই যে পেলেট্টা ধরুন,গরম কাবাব,ভেতরে আর্শোলার ফিলিং-
  • Sibu | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:৫০ | 184.228.134.98
  • কই গো কুমুদিনী, দু'চাট্টে কাবাব দাও। নতুন বচ্ছর বলে কতা।

    মনটা খারাব হয়ে গেল। সক্কালবেলা বোতিন সোসনমুক্ত ২০১১ কামনা করেচে। তা সোসন গেলে খাব কি?
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:৩৩ | 122.162.176.229
  • অচিন্দা হইল পাঁচ -নয়।তা ভাটের পাতায় একদিন কাইন্দা ভাসায়-কয় আরো তিনিঞ্চি লম্বা হমু। ঐ ইন্দোডাক্তার বইয়া বইয়া টপ্পা গাইতাসিল,তারে ডাকা হইল।তিনি আইসা প্রেসক্রিপসন লিইখ্যা দিলেন কা-গুর শ্যাষ পাতায়-রো-ও-ও-জ একশ স্কিপিং।

    সেই থেইকাই স্কিপিং ধরসে।
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:১০ | 72.94.182.10
  • এরকম কিছু লিন্‌ক পেলে স্কিপিং ট এট্টু কম করতে হবে ঃ-)
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:০৮ | 72.94.182.10
  • প্রচুর পিছিয়ে আছি, আস্তে আস্তে ধরার চেষ্টা করছি। আশা আছে retire করার আগেই অনেকটা হয়ে যাবে।
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:০৪ | 122.162.176.229
  • পাখি,হলদে পাখী খুলেছে তালে।তুমিও লীমর ভক্ত?আহা,বেশ,বেশ।
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২৩:০১ | 72.94.182.10
  • কুমু, হলদে পাখির link-এর জন্যে ধন্যবাদ। লীম-এর আর কোনো link পেলে প্লীজ দিন। কি জানি কেন গুগলে আমি লীম -র link পাই না।
    দেখি নতুন বছরে অচিন্ত্য-র মতো স্কিপিং করে যদি পাওয়া যায়! ঃ-)
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৫১ | 122.162.176.229
  • অচিন্দা রোজ বাড়ী গে স্কিপিং করে,এক প্যারা করে নটবর লেখে,দাড়ি কামানো তো তুশ্চু!!
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 117.194.101.232
  • আর ইয়ে আমি কস্মিন কালেও দাড়ি রাখি নি!!
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৪৬ | 72.94.182.10
  • মানে, অচিন্ত্য যে নিয়মিত দাড়ি কামাত সেটা গল্প হলেও সত্যি।
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৪৩ | 72.94.182.10
  • অচিন্ত্য-র দাড়ি-র কথা আমার তো মনে পড়ছে না। এখন ভাবলে ব্যাপ্যরটা গল্পকথা মনে হচ্ছে।
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৪১ | 122.162.176.229
  • ইশ-শ,কি-ই বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে সারাদিন ভাটাই!!
    আমার প্র-নাতির বয়সী সব।অর্পণ তো ফোনে আমার হেঁড়ে গলা শুনে অব্দি আমায় দিদিঠাম্মি ডাকে।

    অচিন্দা-কুমু,কুমুদিনী,জয়ন্তী-যেটা আপ্নের ইচ্ছা।গোলাপকে যে নামে ডাকো ইত্যাদি।
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৩৭ | 72.94.182.10
  • Nina, প্রগতি-তে কেবল এক্বার দুগ্গা পুজোয় গিয়েছিলাম, সেবার হয়েছিল Drexel U তে। কিন্তু সবাই এতো ঝগড়া কর্ছিল আর এতো কম কম ডাল দিল যে সেখানে যাওয়া বন্ধ হল। আমি আবার ডাল ছাড়া খেতে পারি না। ঃ-)
    সরস্বতী পূজোয় যাব Delaware। আপনারা বুঝি বহুদিন প্রগতিপন্থি?
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৩৬ | 117.194.101.232
  • সক্কলকে শুভ নব বর্ষ। সবার মনের ইচ্ছে পুরন হোক।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৩৫ | 117.194.101.232
  • ইয়ে, সুব্রত দা নয় নিত্যু জেঠু। তাও হলে গিয়ে নয়। ঃ-))

    আমি ৮৯-৯১ । উচ্চ মাধ্যমিক।

    অচিন্ত্য বাবু আপনি ও বিদ্যামন্দিরের??
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:৩৩ | 121.241.214.34
  • @ কুমুদিনীঃ তাহলে বোধ হয় জয়ন্তী, নাকি?

    ঠিকই, পাশের লোকেরা চোখ পাকিয়ে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্চে
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 72.94.182.10
  • Happy New Year সক্কল্কে। শরীর গতিক ভাল থাকুক, শান্তিতে ঘুম হউক, আর ঝগড়ঝাটি এট্টু কম কোরো, তাইলেই হবে।
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 122.162.176.229
  • ইয়ে,কুমুদিনী।কুমিদিনী বল্লে ক্যামোন কুমীরের কথা মনে পড়ে।
    অর্পণ দিল্লীর বাসে উঠেছে।
    সত্যি,অচিন্দা কি মন দিয়ে কাজ কচ্চে!!!ঃ-)))
    পরের বছর থেকে আমিও এইরকম কর্ব।
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:২৪ | 121.241.214.34
  • ব্ল্যাঙ্কির মুখে পাটিসাপ্টা আর নারকোল নাড়ু
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:১৭ | 59.93.243.183
  • সব্বাইকে শুভ নতুন বছর। কাল থেকে সব আপিস বন্ধ থাকবে। বাড়ি বসে মাইনে পাবে সবাই। বছরে দুবার স্যালারি হাইক হবে।
    সব ইস্কুল কলেজ বে-আইনি কাল থেকে।
    হ্যাপ্পি ২০১১
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:১২ | 121.241.214.34
  • এরকম কনফিডেন্স আমার নাই ঃ(

    হ্যাঁ সক্কলকে শুভ নতুন বছর। খুব ভাল কাটুক পরের বছরটা। ভাল থাকুন, ভাল খান, ভাল ছবি দেখুন, ভাল গান শুনুন এবং ভাল করে ভাটান।

    আমি আপিসে কুমিদিনী। সন্ন্যাসী হওয়ার জন্যেও ছুটি দিচ্ছে না
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২২:০১ | 122.162.176.229
  • হে,হে আমার দাড়ি চিল না,সিওর।

    অচিন্দা কি আপিস কচ্চেন?
  • kumudini | ৩১ ডিসেম্বর ২০১০ ২১:৫৮ | 122.162.176.229
  • নীনা,এসেছ?কেমন হল celebration?

    সক্কলকে

    VERY VERY HAPPY,BRIGHT AND PROSPEROUS NEW DECADE

    গুরু-চন্ডালির জয় হোক।
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ২১:৩৫ | 121.241.214.34
  • দাড়ি আমারো ছেল কি? মনে পড়চে না
  • Nina | ৩১ ডিসেম্বর ২০১০ ২১:৩৩ | 68.84.239.41
  • ঐ যাঃ ভুলে গেলুম! বলতে--
    শমীক কে 'হ্যাপি সেলিব্রেশন' তর প্রেমের ভার্সারির ও বিরহান্তের ;-))
  • Nina | ৩১ ডিসেম্বর ২০১০ ২১:৩০ | 68.84.239.41
  • হগ্গলেরে জানাই
    HAPPY NEW YEAR
    ২০১১ সকলের জন্য হোক সুখে শান্তিতে ভরপুর। গুরুচন্ডা৯ র হোক জয়জয়কার!

    পাখী আসেন নাকি?? এবার সরস্বতী পুজোতে কি প্রগতির পূজোয় যাবেন?
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২১:২৮ | 72.94.182.10
  • দাড়ি খুব কনফিউজিং ব্যাপার। দিপঙ্করের দাড়ি ছিল, অভিগ্গানের দাড়ি ছিল, মায় পুরোনো ছবি বলছে, আমারো হাফ দাড়ি ছিল।
  • paakhi | ৩১ ডিসেম্বর ২০১০ ২১:২৪ | 72.94.182.10
  • বোতিন হোলো নব্যযুবা, তাকে সুব্রত-দা হলে গিয়ে হিস্ট্রি-র উত্তর লিখে দিয়েছে
  • achintyarup | ৩১ ডিসেম্বর ২০১০ ২০:৫৪ | 121.241.214.34
  • *এক বছর আগের
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত