কালকে আত্তির আর কৃষ্ণকলি, পরশুদিন ইপিস্তাবাক্সের জন্মদিন।
সক্কলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। সবার জন্য নিখুঁতি আর হনিডিউ।
টা টা। হ্যাপি খ্রিস্টমাস।
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৬ | 155.136.80.174
ব্যাঙদিদির মতন ইস্তিরি ... কী ভাগ্যিস ... (থাক, আর বল্লাম না। আমার জীবন অতীব সুখে পরিপুন্ন)
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৫ | 59.178.60.200
আম্মো তো ক-অ-বে থেকে কইচি রে বোন,কুম্ভ/বই/পৌষ মেলায় আমি/তুই হারিয়ে গিয়েছিলি/লাম। ও-হো-হো-হো- একন বাড়ী যাচ্চি রে,MERRY CHRISTMAS ভাল করে কলকাতার কেক খাস।
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৫ | 155.136.80.174
বুঝেছি। পটাশম্যামের অ্যাট্টা চাকর চাই। বেশ হট্টাকট্টা লোক। কাঁধে গামছা থাকবে, নাম হবে ভোলা, দেখতে হবে অনেকটা রবি ঘোষের মতন। পটাশম্যামকে দিদিমনি বা মা-জননী বলে ডাকবে।
দিল্লিতে তো অনেক এজেন্সি আছে, দ্যাখেন না, অর্ডারি সন্নেসী পেয়ে যাবেন ঃ-)
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৬ | 59.94.2.207
কিমাশ্চর্য্যম! আমার উইশলিস্টের সব কটা ক্যামোন করে কুমুর প্রত্যেকটার সঙ্গে মিলে গেল! তাইলে কি আমিই কুমু, নাকি কুমুই আমি!!!
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৩ | 59.178.60.200
না,দাদা।গাড়ীর তো ডেরাইভার চাই। আমার গাড়ী চালানো?সে দুঃখের কথা এই উইকেন্ডের প্রাক্কালে নাই শুনলেন!
kc | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:২৭ | 89.203.49.18
বুয়েছি। কুমুদির একটা ভাল গাড়ি চাই যেটার মাইলেজ ভাল হবে, গাড়িটাতে একটা মাইক্রোওয়েভ আভেন থাকতে হবে। তাইতো? কুমুদি?
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:২৩ | 59.178.60.200
আর সে গুরু নয় মোট্টেই।আমার সমান লেভেলের সন্নেসী। ১১।গায়ে যেন বেশ জোর থাকে১২।দুপা হাঁটতে হলেই কেতরে পল্লে চলবে না।
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:১৯ | 59.178.60.200
ব্রতীন, ১।বেশী ঘুমোবে না২।বেশী কথা বলবে না বা ঘ্যান ঘ্যান করবে না৩।খাই খাই করে ঈশ্বরচিন্তায় ব্যাঘাত ঘটাবে না ৪।কাঠ্কুটো জ্বেলে চা,কফি,খিচুড়ি ইঃ বানাতে জানবে৫।খাওয়া হয়ে গেলে বাসন ধুয়ে রাখবে৬।আপিস ইত্যাদির পিছুটান থাকবে না৭।আমার নাক ডাকলে ভয় পাবে না৮।সর্বদা মাথা নীচু করে নম্র ভাবে কথা বলবে৯। ৯।ল্যাপি,সেলফোন ইত্যাদির বায়না থাকবে না১০।tdh হলে ভাল হয়।
Bratin | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:১৭ | 122.248.183.1
bratin.das at gmail.com
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:১২ | 59.94.2.207
ব্রতীন, তোর মেল আইডিটা একবার দিস। একটা মেল করার আছে তোকে।
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৭:১১ | 59.94.2.207
বুঝেছি কুমু, বুঝেছি। না কেঁদে, চাপাতার কৌটো, কফির কৌটো যমুনার জলে ভাসিয়ে এস। বাড়িতে আর রেখো ই না ও পাপ।
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:৩৫ | 59.178.149.169
ধন্যবাদ,ব্যাং।আমি জানতাম গো, একমাত্র তুমি-ই আমার দুঃখু বুজবে ফোঁস,ফোঁ-ও-স,ফোঁ-ও-ও-স।
Bratin | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:৩০ | 122.248.183.1
আমি ও আগে খুব খারপ রাঁধুনি ছিলাম কিন্তু একা একা বিদেশ বাসে এখন পোক্ত হয়ে উঠেছি।
ব্যাঙ তোমর কী কঠিন হৃদয়!!
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:২৩ | 59.93.171.250
ঃ-)) তবে তোমার অবস্থা শুনে বড্ড খারাপ লাগলো কুমু। এ সমস্যার কোনো সমাধানও মাথায় আসছে না।
s | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:২২ | 202.141.148.99
মিশ্টেক!
supriya | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:২২ | 202.141.148.99
IP জানলে কী হয়?
মানুষ আইডেন্টিফাই করা যায়? ঘোড়ার ডিম যায়। যে পোস্টের নীচে "সুচেতনা" লেখা আছে সেটা যে "সর্বমঙ্গলা" লিখছেন না সেটা তো "সুচেতনা" র অপরিচিত কোন "আম পাঠক" এর পক্ষে জানা সম্ভব নয়। আর এখানে যাঁরা লিখছেন/পড়ছেন তারা সবাই পরস্পরের পরিচিত এমন ভাবারও কোন কারণ নাই।
ভৌগোলিক অবস্থান জানা যায়? মুন্ডু যায়। সার্ভিস প্রোভাইডারের ইচ্ছে মত জায়গা দেখাবে।
আপিস চেনা যায়? কচু যায়। এক আপিসের সবার মেশিনের একই আই পি দেখায়, প্রক্সি থাগলে।
সর্বোপরি, ছোট্ট, সফটওয়্যার দিয়ে আইপি লুকিয়ে রাখা যায়।
বিঃ দ্রঃ সুচেতনার নামটা ধার নিলুম, ক্ষেপে যেও না।
সুপ্রিয়
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:১৪ | 59.178.149.169
বিভীষণদাদা নিশ্চয়ই ধরেই নিয়েছিলেন যে চিনির কৌটো বা অন্য কিছু ওনার মাথাতেই ভাঙা হবে।নিজের মাথা,চিনির কৌটো,ভাতের প্লেট-এতগুলো জিনিস বাঁচলো,টুকরো-টাকরা কুড়োতে হোলো না!!এতবড় আনন্দের মুহূর্তে মানুষ কথা কইতে পারে?
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:০৮ | 59.93.171.250
ইন্দ্রাণী, রাত্রি, কৃষ্ণকলি সব্বাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:০২ | 59.93.171.250
আমাকে একবার শুনতে হয়েছিল, মুসুর ডাল নাকি আমি খুব ঝাল করে বানিয়েছি, এমন মন্তব্য শুনেও আমি কোনো কথা না বলে, রান্নাঘরে ঢুকে চিনির কৌটো এনে, ঝালমুসুরডালমাখা ভাতের উপর আধ কৌটো চিনি ঢেলে দিলাম, তারপর আবার রান্নাঘরে চিনির কৌটো রেখে এলাম। ফিরে এসে দেখি, চিনি দিয়েই ডালমাখা ভাত আরো একবার মেখে খাওয়া চলছে, মুখে আর কোনো বাক্যি নেই। আর কোনোদিনও কেউ আমার রান্না ভালো বই মন্দ বলে নি।
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৬:০২ | 59.178.149.169
কেসিদা, আপ্নের কাচে পাটাইয়া দেই,আপ্নেই ঠ্যালাটা দ্যান তবে। ব্যাঙ, গোলমরিচে কিচু হবে নাগো,আমি লংকাগুঁড়ো,মীট মসালা,চানামসালা সব দিয়ে দেখিচি।পুরো চাটা খায়,তাপ্পর বলে পরের বার এই চাপাতাটা এনো না।
kc | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:৫৯ | 89.203.49.18
তার থেকেও ভয়ঙ্কর হল গিয়ে একগাদা সম্মানীয় গেস্টদের সামনে, আজকের চা আর পাঁপড়ভাজা আমার কত্তাটিই করবেন, বলা। পুরো গ্যামাক্সিন কেস।
byaang | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:৫৩ | 59.93.171.250
আহা কুমু দুঃখু কর কেন? একটানা তিনদিন চা/কফিতে আচ্ছাসে গোলমরিচচূর্ণ গুলে দিও, আর কখনো তোমাকে কেউ ভুলেও চা/কফি দিতে বলবে না।
kc | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭ | 89.203.49.18
ঠ্যালার নাম বাবাজী। কত্ত বড় বড় লোককে দ্যাখলাম ঠ্যালায় পড়ে পাকা শেফ হয়ে গেল!! আর এতো সামান্য চা!!!
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩ | 59.178.149.169
তিনি ঘরে নাই,ইন্ডিয়াতেই নাই। তাছাড়া এক্কাপ চা পজ্জন্ত বানাতে জানেনা,অথচ মিনিটে মিনিটে চা/কফি চাই, এমন লোককে পাশে বসিয়ে ঈশ্বরচিন্তা সম্ভব না।
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:২৫ | 155.136.80.174
ক্যানে, ঘরের সন্নেসীটি কি কৌপিন পত্তে রাজি হচ্ছেন না এই ঠান্ডায়?
Raj | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:১৬ | 121.245.1.123
থ্যাংকু পাই ঃ-) তিনদিন ছুটিটা এই সাইটেই কেটে যাবে মনে হইতিসে!
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:১৫ | 59.178.149.169
একপিস নির্ভরযোগ্য সন্নেসী খুঁজে দিন/দাও/দে ,বেশী বকবক না করে।
pi | ২৪ ডিসেম্বর ২০১০ ১৫:০০ | 72.83.86.24
নাঃ শমীক, পটাশম্যাম তো এখনো ঐ পেলে, তবে .. এইসব ঝুলিয়ে রেখেছেন !
হুঁ, এইমাত্র কাফেটেরিয়াতে টিভিতে দেখে এলাম, রায়পুর আদালতের রায়ে বিনায়ক সেন দোষী সাব্যস্ত।
পটাশম্যাম, তাইলে সন্নেসিনীই হয়ে গেলেন? ঐ একই রাস্তা তো? রানাঘাট হয়ে? হত্তুকী নিয়েচেন? টিকিস কাটেন নি তো?
Raj | ২৪ ডিসেম্বর ২০১০ ১৪:৪৫ | 121.245.1.123
ডিডিদা ও অচিন্ত্যবাবুর দেয়া ঐ ডিজিটাল লাইব্রেরীর লিংকটা কারুর কাছে থাকলে আরেকবার দেবেন ; আগাম ধন্যযোগ
pi | ২৪ ডিসেম্বর ২০১০ ১৪:৩৮ | 72.83.86.24
বিনায়ক সেন দোষী সাব্যস্ত !
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১৪:২৯ | 155.136.80.174
চেট্টিনাদ চলেছে গত কয়েক সপ্তাহ। আমি এখন দিল্লির শীত একটু অনুভব করতে চাই। এ গরম আর সহ্য হয় না। ঃ-(
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ১৪:১৫ | 59.178.149.169
শমীক,বাঁধাছাদা শেষ,এবার মনের মত এক পিস সন্নেসী পেলেই সন্নেস নিতে পারি।
tkn | ২৪ ডিসেম্বর ২০১০ ১৩:২৫ | 122.162.42.123
সেই তো! সাধে কি কবি বলেছেন নিগাহে মিলানে কো জী চাহতা হ্যায়! তোমার ও জিমেলের চারিচক্ষুর মিলনে জমিয়ে চিকেন চেট্টিনাদ অ্যাট চেন্নই হোক
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১৩:১৫ | 155.136.80.174
ক্ষী বলব, নিজেকে একখান জম্পেশ করে ট্রিট দিতে ইচ্ছে করছে। আমি মাইরি যা-তা লেভেলের হ্যাকার হয়ে গেলাম।
এমন নিবিড় ফায়ারওয়ালের মধ্যে, এত ঠাসবুনোট সিকিওরিটির কলের মধ্যে আমি আপিসের নেটওয়ার্কে বসে বসে জিমেল খুলে ফেললাম। কেবল মেল দেখতে পাচ্ছি অবশ্য, রিপ্লাই বা ফরোয়ার্ড করার ক্ষমতা পাই নাই, কিন্তু যা পাচ্ছি, তাই বা কম কীসের? ঃ-)
tkn | ২৪ ডিসেম্বর ২০১০ ১২:৪২ | 122.162.42.123
পূবপাড়ার লোকজন কাঁথা, চাদর, শাল, সোয়েটার ভরে রোদ্দুর টানছে যে, তাই দিল্লী দুর-অস্ত্ ঃ-)
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১২:৪০ | 155.136.80.174
অঃ, তাই কও।
দিল্লিতে তো শুনলাম এখুনো রোদ ওঠে নাই।
tkn | ২৪ ডিসেম্বর ২০১০ ১২:২৮ | 122.162.42.123
আছে... রোদ পোয়াচ্ছে
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 155.136.80.174
ক্ষেউ নাই
Bratin | ২৪ ডিসেম্বর ২০১০ ১১:১১ | 122.248.183.1
মিঠু কে আর এ পাড়ায় দেখি না কেন?
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১১:০৭ | 155.136.80.174
তাই দেখছি।
মামী, তোমরা এখন আর হ্যাঙ্গো হ্যাঙ্গো কিঙ্গো কিঙ্গো করে ডাকো না?
m | ২৪ ডিসেম্বর ২০১০ ১১:০৬ | 14.96.135.212
সৈকত, ফোন করো,জলদি।
Bratin | ২৪ ডিসেম্বর ২০১০ ১০:৪২ | 122.248.183.1
ইন্দ্রানী দি কে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
শমীক, মার্কেটে তো কেউ নেই মালুম হচ্ছে!!
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ১০:৩২ | 155.136.80.174
বড়দিনের মার্কেটে তা হলে এই ভাবে ঘুমিয়েই কাটাবে গুরু?
kumudini | ২৪ ডিসেম্বর ২০১০ ০৯:৩৬ | 122.162.244.159
ইন্দ্রাণীকে জন্মদিনের শুভেচ্ছা-অনেকগুলো নাম না জানা ফুল,নলেন গুড়ের সন্দেশ আর পছন্দের বই দিয়ে।
Samik | ২৪ ডিসেম্বর ২০১০ ০৯:২৭ | 155.136.80.174
কট্টর বামপন্থীদের এই রকমই হয়। ডানদিক থেকে বাংলা ছেড়ে চলে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন