এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২১ ডিসেম্বর ২০১০ ১৯:৪৪ | 122.173.184.61
  • আমি পরি। তাতেই বা কি? বাংলা আসে না তবু কেমন বাংলা লিখছি!
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:২৩ | 121.241.214.34
  • আম্মো চশমা পরি না। তাতে কি?
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:২০ | 155.136.80.174
  • আজকের মত গুডবাই।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:১৯ | 155.136.80.174
  • হ্যাঁ, কেউ যখন নেইই, মন দিয়ে লিখে ফ্যালেন তো নটবর! আর কদিন হেদিয়ে রাখবেন বলেন তো? অ্যাঁ? চশমা পরি না বলে কি মানুষ লই?
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:১৭ | 155.136.80.174
  • কোন্‌ ব্যাটা নেই? কার বুকের এত পাটা?

    তবে ইয়ে, আমিও প্রায় নেই আর কি। এইবার গেস্টহাউস ফিরব। দেওয়াল দেখতে হবে। সাড়ে আট্টায় গাঃ ওঃ।
  • kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:১৭ | 59.178.155.179
  • আপনি কি চান?আপিসেই পড়ে থাকি আর সারা রাত ধরে ভাটাই?
    তাও যদি নটবর বড় হত!
    হুঁঃঃ ঃ-((
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:১২ | 121.241.214.34
  • আমি এলেই সবাই নেই হয়ে যাচ্চে কেন বল দিকি?
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৫০ | 121.241.214.34
  • অতীব চমৎকার। শুরু কল্লে আর থামা যাচ্চে না। দেখনি দু দিন ধরে উত্তরবঙ্গ পড়তে পারছি না করে কান্নাকাটি কর্ছিলুম
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৪৮ | 155.136.80.174
  • ঠিকাছে, ঠিকাছে। তুমি সেনাপতি নয়, তুমি শুধুই নেতাই। হল'? ঃ-)

    অচিন্ত্য, পরেট্টা পরের রোব্বার। ভালো লাগছে? (এট্টু ভালো ভালো কথা শুনলে বিগলিত হই আর কি ...)

    আজ বউ ফোং করে বলল, কে একজন সিং নাকি একটা বই লিখেছে, ওকে ওর কোলিগ পড়তে দিয়েছিল। I too have a love story। নাকি ইনফোসিস ভুবনেশ্বরের ওপর লেখা লাভ স্টোরি। লেখক ইনফি ভুবনেশ্বরের ২০০৫-২০০৬-এর ব্যাচ।

    ভাবো, আমি তিন বছর ওখানে থেকে বিয়ে করে দিল্লি চলে এলাম, লাভ স্টোরি নামাতে পাল্লুম না, আঃক্কঃবাঃ
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৪৫ | 121.241.214.34
  • *আসচে
  • Netai | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৪৩ | 121.241.98.225
  • ইয়ে, একটু ছড়িয়েছি। আমি পরিষ্কারে দন্ত্য স খুঁজছিলাম ঃ(।
    আর আমি সেনাপতি না। সেনাপতি আমার থেকে আরো এক বছরের সিনিয়ার। ঃ)
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৪৩ | 121.241.214.34
  • শমীক, উত্তরবঙ্গ-৯ শেষ কল্লাম কালকে রাত জেগে। পরেট্টা কবে অসচে?
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৩৬ | 155.136.80.174
  • বাবা সেনাপতি, কীসের বিভ্রান্তি? চেক করলাম তোমার লিংকেই। নমস্কার, পরিষ্কার, পুরস্কার। একদম ঠিক ঠিক আছে।

    আজ যদি স্যান্দিদিমণি থাকত, হুঁঃ।
  • shrabani | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৩৫ | 124.124.86.102
  • পুরোটা শুনেছ কোনোদিন কি কয়? আমারও এগুলো এমন ব্যস্ত সময়ে আসে যে ইচ্ছে থাকলেও শোনা হয়না।
    টিপ (দরকার পড়লে), কানের দুল, মোজা এগুলো তো গাড়ীতে বা অফিসে সীটে বসে পরার জিনিস!
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৩১ | 155.136.80.174
  • পটাশম্যাম, লিং আছে জিমেলে। কিন্তু জিমেল খোলা এখানে বড় ব্যথা। মোবাইলে দিনে দুবার চেক করি। পাইদিদি জানবে, পাইদিদিরে খোঁচান।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৩১ | 155.136.80.174
  • এমা! আমি কোনওদিন এই রকম ফোন পাই নি তো! বোমান ইরানীর আমি বড় পাখা। সেই কবে যেন ... হ্যাঁ, ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ি আমাকে ফোন করেছিলেন, ভোটের আগে। তারপরে প্রপার্টি কেনার এসেমেস আসে প্রচুর, কিন্তু বোমান ইরানীর ফোন ... ন্নাঃ।

    তোমাদের কীসের কানেকশন গো? বাই এনি চান্স আইডিয়া নয় তো?
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 121.241.214.34
  • শুভ জন্মদিন সকলকে
  • kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:২৮ | 59.178.159.187
  • শমীক,ধন্যবাদ, কিন্তু লিং-ও দিও।তোমাকে কতবার বিরক্ত----
  • kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:২৫ | 59.178.159.187
  • শ্রাবণী,আমিও ঐ ফোন পাই,আপিস যাবার সময় যখন আমি একহাতে টিপিনবাক্স ভরছি,অন্যহাতে আন্দাজে টিপ পড়ছি,আর চোখের কোণে চশমা ও চটি খুঁজছি,তখনি এই ফোন আসে।
  • Raj | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:২৩ | 202.79.203.59
  • হ্যাবাড্ডে দীপু

    হ্যাবাড্ডে অর্পণ
  • shrabani | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:১৬ | 124.124.86.102
  • আচ্ছা মাঝে মাঝেই যে আমার দোস্ত "অমিতাভ বচ্চন" বা বোমান ঈরানী" সময় অসময়ে মোবাইলে ফোন করে ("আপকা দোস্ত .." এরপর কি বলে কোনোদিন শোনা হয় নি!) থাকে একি শুধু এই এলাকার সমস্যা না সারা দেশেই এদের দোস্তদের এরা ফোন করে থাকেন?ঃ(
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:০৯ | 155.136.80.174
  • আরে হ্যাঁ, আমাকেও তো একখান কোর্স করতে হবে। এ বছরের মধ্যেই। নইলে আবার এসকালেটরে চাপতে হবে।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:০৮ | 155.136.80.174
  • আমি থাকতে আবার ডিকশনারি কেন?

    ওটা নমস্কার হবে। দন্ত্য স। পরিষ্কার হলে মূর্ধণ্য ষ, পুরস্কার হলে দন্ত্য স।
  • kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ১৬:৩৫ | 59.178.159.187
  • কেউ আমায় একটা ভাল অনলাইন বাংলা ডিকশনারীর লিং দেবেন?থাংকু।
    নমস্কার না নমষ্কার?কিছুতেই মনে পড়ছে না।
  • Arya | ২১ ডিসেম্বর ২০১০ ১৬:১৭ | 125.16.82.195
  • চুকলি কেটেছে....
  • kd | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:৫০ | 59.93.246.44
  • 'এসকালেট' ব্যাপারটা কী? ভালো ব্যাপার না খারাপ?

    মানে এমনি মানে তো জানি, কিন্তু এই কেসে ঠিক কী বুঝলুম না।
  • Bratin | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:৩৯ | 122.248.183.1
  • এদিকে আমি অনলাইন এক পিস কোর্স করি নি বলে আমার ম্যানেজার কে এসকালেট করেছে। তাই আমি এখন বেজার মুখে পড়শোনা করছি ঃ-((
  • M | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:২৪ | 59.93.254.155
  • তেকোনা বলল যে ঘুম ভাঙেনি, পাশ ফিরেছে, তাই পুরো ঘুম ভাঙানোর জন্য।
  • Bratin | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:২৩ | 122.248.183.1
  • আহা । কী জেনেরিক উইশ ঃ-))
  • tkn | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:২২ | 122.173.184.61
  • কি জানি! মনেই করতে পারছি না। ঃ(
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:২০ | 155.136.80.174
  • তেকোনা কী শুনতে এল? ঃ)
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:২০ | 72.83.86.24
  • আচ্ছা, এবারের গুরুর প্রচ্ছদের পাতাটা অন্য বারের গুলোর থেকে কম গ্লসি লাগছে না ?
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:১৭ | 72.83.86.24
  • ওহো, নিনাদি , ডাক এসেছে ! একটা বি-শা-ল বড় করে থ্যাংকু ! ঃ)

    মিতাদি, কাগুজে গুরু পদার্পণ করেছেন, আপাতত মদীয় গৃহে অধিষ্ঠান করিতেছেন। সাক্ষাতে হস্তান্তর হইবে।
  • M | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:১৬ | 59.93.254.155
  • ক্ষী ক্ষান্ড!

    যাউকগা যাদের জম্মদিন চলে গেলো, যাদের আসছে, যাদের আসবে ইত্যাদি সব্বাইকে হ্যাবাড্ডি।
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:০৭ | 72.83.86.24
  • ista.pb@gmail.com
  • Bratin | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:০৫ | 122.248.183.1
  • M, tkn র মাথায় এক বালতি জল ঢালার প্রস্তাব দিয়েছে। কেন জানি না!!
  • tkn | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:০৩ | 122.173.184.61
  • :-o হল কি আমার? ধুত
  • tkn | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:০২ | 122.173.184.61
  • শুনি
  • Bratin | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:০১ | 122.248.183.1
  • আমার একটা প্রশ্ন আছে। পাই কখন ঘুমোয়??
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৫:০০ | 155.136.80.174
  • না ঠিক আছে। তেমন জরুরি কিছু নয়। পরে মেল করে দেব।

    এখান থেকেও মেল করতে পারি, কিন্তু তোমার সঠিক মেলাইডি মুখস্ত নাই।
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৯ | 72.83.86.24
  • শমীক, জরুরি কিছু কী ? তাহলে ফোনাতে পারি।
  • kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৮ | 59.178.128.136
  • বা বা,একঘন্টায় দু দুটো অ্যাসাইনমেন্ট!!আর আমি কিনা ফালতু দুপয়সার চাগ্রি করে মরচি!!
  • kd | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৬ | 59.93.246.44
  • শিবুর নাম কেন? না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বেচারা না হয় কমুনিস, তো কী হয়েচে? ভাগনের একটু-আধটু পদস্খলন অ্যালাউ করতেই হয়, নাহ'লে আর মামা হ'লুম কেন?
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৫ | 155.136.80.174
  • পাইকে একটা মেল করার ছিল। কিন্তু এখান থেকে জিমেলে অ্যাক্সেস নাই। হায়। বেলা বয়ে যায়।
  • kumudini | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৪ | 59.178.128.136
  • হ্যাঁ,আরেকটা কথা বলতে ভুলে যাচ্চি কাল থেকে।পড়ার সময় ছাড়া অন্য সময় আমারো চশমা নেই।
    আর পড়া মানে তো ভাটিয়ালী-
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৪ | 155.136.80.174
  • সেই। কাব্লিদার মত বোহেমিয়ান বাচ্চা ছেলের আবার শরীল খারাপ কী হে? অ্যাঁ?
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫৪ | 72.83.86.24
  • আর কুমুদিকে আমি সুপুরি দিলাম। কাব্লিদার নামে। নিজের নামে সত্যিকারের আজেবাঅজে গুজব ছড়ানোর দায়ে।
  • kd | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৫১ | 59.93.246.44
  • ব্রতীন ফাল্‌তু, পুরো আনাড়ি! সুপুরি আনকন্ডিশনালি নিতে হয়, এটাও জানে না! ছ্যা!!

    কুমুদিনী, তুমিই নাও। খানেওয়ালা হ্যায় সামরান। তবে বইমেলা হয়ে গেলে তারপর খাইও।
    বিনা কারণে না। আজকাল আমার নামে আজেবাজে গুজব ছড়াচ্ছে। ঃ-(
  • kumu | ২১ ডিসেম্বর ২০১০ ১৪:৪৮ | 59.178.128.136
  • ঠিকাছে,পাই।
    কেডিদা, বলেন কারে সুপুরি দিতে হইব।শিবুর নাম আমার লিষ্টে অলরেডি আছে।
    যাদের বাড্ডে,তারা কেউ কিচু কয় না ক্যানো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত