এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০১:০৪ | 66.102.14.1
  • ডেমোক্র্যাটরা কি ইল্লীগাল ইমিগ্র্যান্টদের এক্সপ্লয়েট করে না?
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০১:০১ | 99.188.92.190
  • এবার এদের ছেলেপুলে যদি পুরো জীবনটা এদেশে কাটায়, এদেশে পড়াশোনা করে, তাও তারা ইল্লিগাল।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৫৭ | 99.188.92.190
  • আমি যেখানে থাকি, সেখানে অজস্র মেক্সিকান ওয়ার্কার। এখানে স্পিড লিমিটের ফলকে মাইলের সাথে সাথে কিমি ও লেখা থাকে। এরা ন্যানির কাজ, লন মোইং এইসব করে বেশির ভাগ। ইল্লিগাল ওয়ার্কার। ভোর রাত থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, ট্রাকে করে ক¾ট্রাক্টার এসে কাজ করতে নিয়ে যায়। মিনিমাম ওয়েজের বহু নীচে। কোনো রকম ইন্‌জুরি কম্পেন্‌শন কিস্‌সু নাই। এই রিপাব্লিকানদের বাড়িতেই দেখা যাবে এরা ন্যানির কাজ করছে।
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৫৬ | 89.203.49.18
  • এইসব জায়গায় ওসব ভাবাটাও পাপ।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৫৩ | 99.188.92.190
  • সরি করবে না, করে। মানে এটাই হয়। এটাকে বদলানোর চেষ্টা চলছে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৫২ | 99.188.92.190
  • ড্রিম অ্যাক্ট হচ্ছে, যেসব ইমিগ্রান্ট বাচ্চারা বেআইনী ভাবে এদেশে এসেছে বাবা মা-র সাথে, বা অন্যভাবে, কিন্তু এদেশে থেকে হাইস্কুল পাশ করেছে, ভালো পড়াশোনা করছে, বা মিলিটারি সার্ভিস দিয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তো এই সপ্তায় এটা হেরে গেল।

    ডোন'ট আস্ক ডোন'ট টেল হচ্ছে কেউ যদি নিজেকে সমকামী বলে দাবী করে, তাকে ডিসচার্জ করবে আর্মি থেকে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৪৮ | 99.188.92.190
  • কেসি, জনান্তি - কে।

    ড্রিম অ্যাক্ট, ডোন'ট আস্ক, ডোন'ট টেল। যারা এককালে ঐ কালোদের বাসে বসতে দিতনা, দিস আর দ্যা সেম পিপল। গোন আন্ডারগ্রাউন্ড, রিসার্ফেসেস এই সব অ্যাক্ট/ভেটোর মাধ্যমে।
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৪৫ | 89.203.49.18
  • কারে কইলেন? অক্ষদা?
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৪৪ | 198.82.19.2
  • ঃ-)
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৪২ | 99.188.92.190
  • এই ওয়াইট, ওল্ড, কন্সার্ভেটিভ রিপাব্লিকান গুলো কে ধরে ধরে উদোম কেলানো উচিৎ।
  • Nina | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৪২ | 67.133.199.254
  • In transit বলছে , আজ কালে পেয়ে যাবি। UPS TRK # 1Z5567X90351566891
  • Nina | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৩২ | 67.133.199.254
  • এ বাবা, দাঁড়া দেখি তো স্ট্যাটাস কি দেখাচ্ছে---
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৩২ | 99.188.92.190
  • বাকি তিনটে পেলে, মাৎসর্য ফেরত দেবে মনে লয়।
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 89.203.49.18
  • সবথেকে কিউট ফেকটাই দেফুর। কেমং ঝট করে সব পুরনো থ্রেডগুলো হাজির করে দ্যায়। গুরুতেও এরকমই করত।
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 72.83.86.24
  • নহী জী ঃ(
  • Nina | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 67.133.199.254
  • পাই, প্যাকেট মিলা?
  • Nina | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 67.133.199.254
  • যার যার জন্মদিন ---
    জনমদিন মুবারক!
    তারা সবাই এক ঝুড়ি গিফ্‌ট পাক। আর লেহ্য, পেয় মদ ও মাৎসর্য্য (বানান জানিনা)
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 72.83.86.24
  • খুব জানে। ওখানেও তো ফেক থেকেই ঘুরে বেড়ায় ঃ)
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 198.82.19.2
  • দেফু, দেফু*
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 89.203.49.18
  • দীপুর ফেক সম্রাটঙ্কÄ ওপাড়ায় কেই জানেনা বলে মনে হয়।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 198.82.19.2
  • বেশ। আম্মো জানিয়ে রাখি।
    দেফু আর অপ্পনরে হ্যাবাড্ডি। দেখুর জন্য আরো একগাদা ফেক, লোতুন লোতুন আইডিয়া।
    অপ্পনের জন্য আই লীগ। ঃ-)
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২৩ | 72.83.86.24
  • হু, হুম। আমি আবার মাছ টা নিয়েই কোশ্চেন করতে যাচ্চিলুম। ওটা না হলে ঐ কুম্ভকর্ণের মেলায় হারানো মাসতুতো বোন কিম্বা আগের জম্মের মামাতো বোন। আমার এ জন্মের মামাতো দিদির সাথে আবার আমার সমস্ত খাদ্যাভ্যাস ই পরস্পরের পরিপূরক । সে অনেক গল্প । পরে কইবো।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২২ | 66.102.14.1
  • মাছ না খেলে তাকে বাঙালী বলা যাবে না। হরপ্রসাদ শাস্ত্রী বলে গেছেন চর্য্যাপদের কবিদের নামেও মাছের তেলের কথা ছিল। লুইপাদ মানে নাকি মাছের নাড়ী থেকে জম্মো। কিন্তু ব্রাহ্মীশাকের অভাবে কনফার্ম করতে পারছি না। তাতিন কি বলে?
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 198.82.19.2
  • কাল্কের উইশগুলো আজ করছে ক্যানো সবাই? ক্ষি মুশকিল। এরজন্য যে লাকি ড্র থেকে তোমাদের নাম বাদ গ্যালো সে ক্ষি জানো? যাক, ফাস প্রাইজটা আমিই পাবো।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 99.188.92.190
  • জানি জানি আপনারা এসব ভাবতেই পারেন না! তবে আজকাল বয়সের জন্যই জোশ কমে গেছে। সুতোর নূরজাহান-পাঁঠা খেয়ে মাঝে একটু পদস্খলন হয়ে গেছে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 99.188.92.190
  • আমি তো চিকেন দিয়ে মটন চাঁপ বানাই।
  • aka | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 117.194.6.217
  • অপ্পন আর দীপুবাবুকে জন্মদিনে মাছ দিলাম।

    আরও কার কার জানি জন্মদিন গেল সেটা ভুলেঅই গেলাম। কিন্তু তাতে শুভেচ্ছা দেওয়া আটকায় না। অতএব বাকিদের বিলেটেড হ্যাবাডে।
  • hu | ২১ ডিসেম্বর ২০১০ ০০:২০ | 12.34.246.72
  • মাছটা মেলেনি তো! সেই ছোট্টবেলায় যখন আমি লক্ষ্মীমেয়ে ছিলাম না, তখন মাছ খাওয়া নিয়ে ঘ্যানঘ্যান করতাম। আর ঐ মাছের ছাল! ওয়াক!!
    কিন্তু এখন আমি সব স-অ-অ-ব খাই।
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 72.83.86.24
  • ওঃ, শুভ জন্মদিন বলতে ভুলে গেসলুম।
    দীপুবাবুর ও তো বোধহয় আজকে। ওর জন্য উইশ কল্লুম, মামু যেন কিছুদিনের জন্য গুরুকে আইপি বিহীন করে দ্যায়, আর শ্রীল শ্রীযুক্ত দীপঙ্কর কুমার মিত্রমহাশয় ওনার যাবতীয় ফেকবর্গকে নিয়ে এখানে কদিন সুখে রাজত্ব করতে পারেন।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৯ | 198.82.19.2
  • অক্ষদাই সেই দিগ্বিজয়ী মাটন চাঁপের রেসিপি দিসিলো না? সে কী বলতে চায় অন্যের জন্য রাঁধা? ঃ-)
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 89.203.49.18
  • অর্পণকে শুভ জন্মদিন। হ্যাবাড্ডি।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 198.82.19.2
  • পূর্বজন্মের রিস্তা তো এইজন্মে মিল ক্যানো? থিওরিতে বাপু গোঁজামিল আছে। জাতিস্মর থাকুক আর নাই থাকুক।
  • aka | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 117.194.6.217
  • আমি টিমকে সেকেণ্ড করলুম, এত তাড়া তাড়াতাড়ি পোস্ট সামলানো যায় নাকো।
  • aka | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 117.194.6.217
  • আই সেকেণ্ড
  • hu | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৩ | 12.34.246.72
  • ইপিস্তার সাথে আমার নির্ঘাত পূর্বজন্মের রিস্তা ছিল। প্রথমে রজিত কাপুর, তারপর ইউক্যলিপটাস। শেষে কিনা চশমাও!! আমিও প্রচুর নাচন-কোঁদন করে বুদ্ধি খাটিয়ে একখানা চশমা নিয়েছিলাম। সেও কিনা এই বুড়ো বয়েসে। পাওয়ার 0.5। তো তারপরেই বুঝতে পারলাম চশমা জিনিসটা অন্যলোকের চোখে দেখে যতটা কুল মনে হয়, আসলে ব্যাপারটা তেমনটি নয়। বেশ বিরক্তিকরই। অতএব শখ মিটে গেল দুদিনেই। সে তার নিজের মত টেবিলে পড়ে থাকে। আমি বকুনি-টকুনি খেলে মাঝেমধ্যে নাকে গলাই। ফ্যাসাদ বাধল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে। লার্নারসটা যেদিন নিয়েছিলাম সেদিন কি জানি কেন চশমা ছিল চোখে। রোড টেস্টের দিন কি আর সে কথা মনে আছে! তারা তো কিছুতেই টেস্ট নিতে দেবে না। আমি যতই বলি ডাক্তারবাবু বলেছেন আমার চোখ এখন একদম সেরে গেছে, চশমা লাগবে না - তারা মানতে চায় না। শেষ পর্যন্ত রফা হল আমাকে ওখানেই চক্ষু-পরীক্ষা দিতে হবে। চোখ আমার দিব্যি ভালো। সব দেখতে পাই। কিন্তু সেদিন টেনশনে সব অক্ষরই কেমন বাঁকাচোরা দেখছি মনে হল। কি করে যে পাশ করেছিলাম কে জানে!!
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৩ | 99.188.92.190
  • দিয়েছি সবকটার মুখ বন্ধ করে!
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৩ | 72.83.86.24
  • ওহো ! ভাল কথা মনে করিয়ে দিলেন কেসিদা। সেই কবে থেকে আমি অপ্পনের জম্মদিনের উপহার মনস্থ করে রেখেছি। আজ ই না ?
    এই রইলো। রবিন পাখির ডিম। মানে, ঐ ডিম ফ্যাটানো ম্যাগি।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১৩ | 198.82.19.2
  • গুল দিচ্ছে
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 99.188.92.190
  • আমি মাছ খাইনা।
    পাঁঠা খাইনা।
    রাবড়ী খাইনা।
    দুগ্গোপুজোয় যাইনা।

    আর কিছু বলার আছে?
  • Nina | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 67.133.199.254
  • আম্মো তাই--বঙ্গালী আছি কিন্তু মাছ ভালবাসিনা, হাতে গোনা কয়েকটা ছাড়া---
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 72.83.86.24
  • এই ল্যাপিতে কার্সর এমনি নিজের ইচ্ছেমতন বিচরণ করে ক্যান ! কী লিখতে গেলেই আবার বেশি করে হচ্ছে এসব !
  • aka | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 117.194.6.217
  • মাছ বিশেষত বড় পাকা মাছ অতীব উপাদেয়। সেদিন খেলাম মাছের তেলের বড়া।
  • Arpan | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 122.252.231.10
  • এই যে নারদ এয়েছেন। দুই ইবে সাপোর্টারের মধ্যে ঝগড়া বাঁধাবার তাল।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১০ | 198.82.19.2
  • যত বেশি বেশি লোক মাছ খাওয়া ছেড়ে দ্যায় ততই ভালো। দামটাম কমবে একটু
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:১০ | 72.83.86.24
  • ছোটো মাছ ও আমার নো-নো।
    তবে বোয়াল ইয়েস। মানে এক দুবার খেয়ে দেখেছি মন্দ না। বোয়াল, আড় সব মাংসের মতন তো !
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৯ | 89.203.49.18
  • আচ্ছা অপ্পন, পাই, সেই রবিন পাখির ডিমের কন্‌ফুশনটা শেষ অবধি কি হয়েছিল?
  • ranjan roy | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৮ | 122.168.201.32
  • পাই,
    কি ভালো লাগলো আমি বাঙালীদের মধ্যে একা নই জেনে! আমার মাছের ছাল, মুড়ো, তেলের বড়া সব খেলে ওয়াক ওঠে। ছোটবেলায় বাবার হাতের চড় খেয়েছি ওই জন্যে। ইলিশ/বোয়াল/চিতল সব নো-নো।
    তবে ছোট মাছ খাই। আর ডিম আর যে কোনো মাংস।
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৮ | 72.83.86.24
  • উফ , তাই ভাবি, kee লিখছি তো যাচ্ছে কই !
  • Arpan | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 122.252.231.10
  • টিপ্পনী কাটতে হবে বুঝি?

    মৎস্য নিকটে গেলে ইপিস্তা প্রকৃত সারসের ন্যায় উড়ে যায়।
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 89.203.49.18
  • বাঃ। এবার নিজে নিজেই পাইক হয়ে গেছে। আর দুমাস পরে বরকন্দাজ হবেই হবে। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত