এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১০ ১১:১৬ | 122.248.182.16
  • এই মাত্তর একটা রবীন্দ্রসংগীত লিখলাম।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ১০:৫০ | 99.188.92.190
  • হ্যাঁগা ম, এখনও সার্কাস আসে? জেমিনি সার্কাস? কলকাতায় কোথায় হয়, পার্কসার্কাসেই?
  • byaang | ২১ ডিসেম্বর ২০১০ ১০:৪৩ | 59.93.200.121
  • দীপু আর অপ্পনকে জন্মদিনের শুভেচ্ছা।
  • dipu | ২১ ডিসেম্বর ২০১০ ১০:২১ | 61.12.12.83
  • সকলকে থেংকু ঃ)

    অপ্পনদা, সোমনাথদাকে হ্যাবাড্ডে। র-দার এমাসেই কবে একটা জন্মদিন ছিল, অর্কুট দেখায়নি। র-দাকে বিলেটেড হ্যাবাড্ডে ঃ)
  • sayan | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:৪৯ | 12.20.48.10
  • একটা বাচ্চামত পাঠালাম। আবার দ্যাখ। গেলেই ধাড়িটাকে পাঠাবো।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:৪২ | 155.136.80.174
  • এমা, এই মেলবাস্কে তোর কোনও চিঠি আসে নি। আগে একটা টেস্ট মেল কর তো! দেখি আসে কিনা!
  • sayan | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:৪০ | 12.20.48.10
  • ঐ সাইজ নির্বাচন করতে গিয়ে গোড়ায় গলদফেহ্‌মি। তাতে দু'রকম বাঁশ। একটা গলাতেই আটকে গেল। অন্যটার কথা আর বললাম না। ঃ-(((
    ডিম! ডিম! কাঁটাহীন। জড়তাহীন। কুসুম কুসুম। বেঁচে থাক ডিম।
  • sayan | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:৩৫ | 12.20.48.10
  • রব্যাস্ক দেখেই তো লিলখাম। ক্ষী মুক্সিল! লিখছি - অন প্রোগ্রেস।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:২৭ | 155.136.80.174
  • তাপ্পরে তোকে আরেকখানা মেল করেছিলাম। অন্য আইডি থেকে। সেটা লিচ্চই চোখে পড়ে নি? তা পড়বে কেন?
  • sayan | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:২৪ | 12.20.48.10
  • ওই ওই, কাল প্রাপ্তিস্বীকার করে লিখলাম যে উত্তর দিচ্ছি চোখে পড়েনি বুঝি? তা পড়বে কেন?
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:১৯ | 155.136.80.174
  • সায়ন, মেল করেছিলাম, উত্তর পাই নি। ঃ(
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:১৮ | 155.136.80.174
  • অর্পণকে ফোন করে পেলাম না, বোধ হয় ড্রাইভ করছে। দীপুকে উইশ করে দিলাম। ওমনাথের নাংবার নেই আমার কাছে, ওমনাথকে এখানেই।

    হ্যাবাড্ডি সক্কলকে।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ০৯:১৭ | 155.136.80.174
  • ক্ষী বিষণ্ন একটা সকাল হল। আপিসে এসেই গুরুর পাতা পিছিয়ে পড়ে শিউরে উঠলাম। এরা? এরা?? এরাই নাকি আমার বন্ধুস্থানীয়? এদের মেল আমি গাঁটের পয়সা খচ্চা করে নিজের মোবাইলে খুলে খুলে পড়ি? আর উত্তরও দিই? ছিঃ! একটা কেমন আত্মধিক্কারে ভরে গেল মন।

    এত অসম্মান, এত ইয়ে, আমি রিসেন্টলি পড়েছি বলে মনে পড়ছে না। ... ইয়ে, মাছের কথা বলছিলুম। পাপিষ্ঠা পাই, মাছ নিয়ে এমনতরো কথা লিখতে পাল্লো এখানে? একবারও ভাবল না আমি আসি এই পাড়ায়?

    বেশ, তবে আমি আজ আবার, আবার এখানে লিখে দিয়ে যাবো আমার মৎস্যপ্রীতির কথা। কারুর পরোয়া না করেই।

    কাঁচা বাদ দিয়ে সবরকম মাছ ভালোবাসি। ছোটো মাছ না হলে সে মাছের আবার টেস্ট কী? বাটা, পুঁটি, খয়রা, যে মাছে যত কাঁটা সেই মাছের স্বাদ তত ভালো। সেই জন্যেই ইলিশের অমন টেস্ট। বড় রুই কাতলা পাকা মাছে তেমন টেস্ট কোথায়? তলোয়ারের শেপের একেকটা কাঁটা, ও বেছে খাওয়া আবার মাছ খাওয়া নাকি? মাছের কাঁটা হবে প্রায় অদৃশ্য, সবসমেত মুখে পুরে চিবনো, চিবনোর তালে তালে কাঁটাগুলো মাছ থেকে আলগা হয়ে চলে আসবে জিভের ডগায়, তারপরে তাদের একসাথে বের করে নাও, কিংবা সাইজ নির্বাচন করে, জাস্ট গিলে নাও। তব্যে না মাছ খাওয়া!

    আর হ্যাঁ, মাছের ছাল। গেঁড়িও একেবারেই পছন্দ করে না, কিন্তু আমি আবার মাছের ছাল খেতে খুউব ভালোবাসি। তাজ্জন্য অবশ্য আমার চোখ খারাপ হওয়া আটকায় নি, চশমাও পড়েছি প্রায় তিন বছর, কিন্তু সে আলাদা গল্প।
  • sayan | ২১ ডিসেম্বর ২০১০ ০৮:৩১ | 12.20.48.10
  • দীপু, অপ্পন্দা আর সোমনাথ'কে জন্মদিনের শুভেচ্ছা।
  • M | ২১ ডিসেম্বর ২০১০ ০৮:২২ | 59.93.254.145
  • দীপু আর অপ্পনকে হ্যাবাড্ডি
  • mita | ২১ ডিসেম্বর ২০১০ ০৫:৪৮ | 173.73.20.133
  • অপ্পন আর দিপু, হ্যাপি বাড্ডে।
  • m | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৫৮ | 14.99.28.36
  • অপ্পন, জন্মদিনের অনেক শুভেচ্ছার সঙ্গে রইলো সার্কাসের টিকিট-এখন আনন্দের দিন মানেই ছানার হাসিহাসি মুখঃ))
  • m | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৫৫ | 14.99.28.36
  • দীপু,জন্মদিনের অনেক শুভেচ্ছা নিও, সঙ্গে দুঝুড়ি কমলালেবুঃ)
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৫৩ | 59.93.241.167
  • আমি শুদু ঘুমুতে যাওয়ার আগে এগবার উঁকি মাত্তে এসেছিলুম
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৫১ | 59.93.241.167
  • ওঃ, কত লোক নেই রে বাবা
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৫০ | 99.188.92.190
  • আমি ছিলাম, কিন্তু আর নেই।
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৪৭ | 59.93.241.167
  • আমিও না
  • pi | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৪৭ | 128.231.22.87
  • আমি নেই।
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ০৪:৪৫ | 59.93.241.167
  • কৈ হ্যায়?
  • Binary | ২১ ডিসেম্বর ২০১০ ০২:৫৭ | 198.169.6.50
  • অপ্পন আর দীপু-কে হ্যাপি জম্মদিন।
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ০২:৩০ | 59.93.241.167
  • @kc তাড়াতাড়ি লিখতে শুরু করে দিন

    @ যাদের যাদের জন্মদিনঃ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং নলেন গুড়
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০২:০৮ | 198.82.19.2
  • হুঁ, বুয়েচি। ঃ-)
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০২:০৬ | 66.102.14.1
  • এটা একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি তো যে কেউ যে কোন স্টেটে থাকতে চাইবে সেখানেই তাকে সিটিজেনশিপ দেবার পক্ষে। ইল্লিগাল ইমিগ্র্যান্ট আবার কি? ক্যাপিটালের ফ্রী মুভমেন্ট চলবে আর লেবারের ফ্রী মুভমেন্ট চলবে না!! ইয়ার্কি পায়া (আ লা আকা)?

    তবে, সব্বাইকে লিগাল করে দিলেই প্রবলেম সলভ হল না। দ্যাট ইজ মাই পয়েন্ট।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০২:০০ | 198.82.19.2
  • হ্যাঁ কিন্তু সেজন্য তো ইল্লিগাল ইমিগ্রেশন বিরোধী লবিই/আইন কাজ করছে, তাইনা? মানে, বলতে চাইছি, যারা অলরেডি এদেশে এসে শেকড় গেড়ে ফেলেছে, বিশেষ করে ছোটোবেলায়, তাদের কী দোষ?
    এদের সরিয়ে রাখলেও তো আরেকটা রিজার্ভ তৈরী হতে পারে। যারা বেসিকালি এক্সপ্লয়েটেড হতেই থাকবে, নয়ত খুনোখুনি করে জেলে পচবে।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৫৭ | 66.102.14.1
  • অক্ষকে ক (ইন এ রেয়ার ডিসপ্লে অফ বাইপার্টিজানশিপ ঃ))। তবে যুদ্ধে মরার ব্যাপারটা এরা অনেকদিন ধরেই আউটসোর্স করছে। ইরাকে ভারতীয় মার্সেনারিরা প্রচুর মারা গেছেন শুনতে পাই।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 99.188.92.190
  • ড্রিম অ্যাক্ট নিয়ে আমার নিজের কিছু প্রবলেম আছে। যেমন মিলিটারি সার্ভিস - এটা মনে হয়, দিনকে দিন অ্যামেরিকানরা এই জুদ্দু জুদ্দু খেলা নিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট কমে যাচ্ছে, তাই একটা রিসার্ভ রাখার চেষ্টা। প্লাস, সেইসব বাচ্চারা যারা বহু বছর এদেশে থেকেছে কিন্তু অর্থনৈতিক বা সামাজিক কারণে হাইস্কুল পাশ করতে পারেনি, তাদেরকে বাদ দেওয়া নিয়েও আপত্তি আছে। কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ইত্যাদি।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 66.102.14.1
  • তিমি,

    এরা ইল্লিগালদের লিগাল করার বিরুদ্ধে, কারন ইল্লিগালদের এক্সপ্লয়েট করা সোজা। তা এক্সপ্লয়টেশন মোটিভের দিক দিয়ে দেখলে - এভরি সাবসেট অফ পপুলেশন হ্যাজ ইটস ওন গ্রুপ অফ স্কাউন্ড্রেলস। এইটে বলার চেষ্টা করছিলাম। আদারওয়াইজ পোকা-মারা ভাল আইডিয়া।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৪৪ | 198.82.19.2
  • শিবুদা,
    অক্ষদা তো মনে হয় একটা দেশের ইমিগ্রেশান পলিসির কথা বলছে। হোয়াইট, ব্রাউন, এদেশী বা বিদেশী যারা ইমিগ্রেশন ল ভায়োলেট করে তাদের কথা হচ্ছেনা। মানে আমি যা বুঝলাম।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৪৩ | 66.102.14.1
  • আমরা চাঁদা তুলে মারবো যত কীট ঃ))।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৪০ | 198.82.19.2
  • আমি আবার কোত্থেকে এলাম। আমার জন্মদিন এখন নয় তো।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৩৯ | 99.188.92.190
  • লোক বেছে মারা অনেক হ্যাপার। রেটে ক্যালানো অনেক সোজা ঃ-)
  • ranjan roy | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৩৭ | 122.168.201.32
  • অর্পণ ও দীপুকে শুভ জন্মদিন, আর হাট্টিমাটিমকেও ,একদিন আগে। সবাই মিলে গুরুর নরক গুলজার করো।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৩৭ | 66.102.14.1
  • লিবারেল আর ডেমোক্র্যাট ঠিক এক ব্যাপার নয়। রিপাবলিকান ক্যালানো ভাল আইডিয়া। তবে তার সাথে লিবারম্যান, নেলসন, ব্যাকাস অ্যান্ড কোং কে জুড়ে নিলে আরো ভাল হয়।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৩৭ | 198.82.19.2
  • ঠিক। ক।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৩৪ | 99.188.92.190
  • ঠিক। কিন্তু একটা বেসিক তফাৎ আছে। বিভিন্ন দেশের ক্ষমতা সীমিত আরেকটা দেশের অর্থনৈতিক অবস্থা, এবং তার কারণে ইল্লিগাল ইমিগ্রেশন বাড়ানো নিয়ন্ত্রণ করা। বিভিন্ন দেশের আরেকটা দেশকে ভিখিরি বানানোর ক্ষমতা, ম্যানিপুলেট করার ক্ষমতা, এই একটা দেশের থেকে অনেক কম, বা নেই।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০১:৩১ | 198.82.19.2
  • বিভিন্ন দেশেই ইমিগ্রান্তদের জন্য এইরকম চমৎকার সব নিয়মকানুন আছে। ঝুড়ি ঝুড়ি সিনেমা বানানো হলো, বই লেখা হলো, সেগুলোকে প্রাইজ দেয়া হলো.... কিন্তু নিয়ম যেমন ছিলো তেমনই আছে।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০১:২৭ | 198.82.19.2
  • হুঁ সেতো ঠিকি। এম্নিতে রিপাবলিকানদের ক্যালালে আমার তেমন আপত্তি নাই।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০১:২৪ | 99.188.92.190
  • ১০০% ভোট নিশ্চয়ই পড়বেনা, ডেমোক্র্যাটদের মধ্যে থেকে, সেতো রন পল একজন রিপাব্লিকান যে উইকিলিকস্‌কে প্রবল সাপোর্ট করেছে। জেনেরাল ট্রেন্ডের কথা বলা হচ্ছে। ডেমোক্রাটরাই তো ই®¾ট্রাডিউস করেছে বিলটা।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ০১:১৭ | 66.102.14.1
  • আটকালো রিপাবলিকানরা ঠিকই, তবে ডেমোক্র্যাটদের সাহায্যে।

    আর শুধু আম্রিকান হোয়াইটরাই তো নয়, আর ইল্লীগালরাই শুধু নয়। বার্কলেতে লাকিরেড্ডীর কেসটা মনে আছে?

    http://en.wikipedia.org/wiki/Lakireddy_Bali_Reddy
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০১:১৬ | 89.203.49.18
  • আরে অচিন্টি, ঐ কিছু বাংলাদেশী আর কিছু ভারতীয় লরি ড্রাইভার যারা আবার এখান থেকে ইরাকে রেগুলার জিনিসপত্র নিয়ে যায়, তাদের মানবেতর জীবন দেখলে শিউরে উঠতে হয়।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১০ ০১:১৫ | 198.82.19.2
  • শুধু রিপাবলিকানদের গাল দিয়ে কি হবে। পাঁচজন ডেমোক্র্যাট পার্টিলাইন ক্রস করে ড্রিম অ্যাক্টের বিরুদ্ধে ভোট দিয়েছে দেখলাম। সবই ভোটের খেলা।
  • I | ২১ ডিসেম্বর ২০১০ ০১:০৯ | 14.96.56.94
  • অপ্পন আর দীপুর জন্মদিন ? নেমন্ত পেয়েছেন? অথচ গিফট কেনা হয় নি? চিন্তায় মাথার চুল ছিঁড়ছেন? কোনো চিন্তা নেই। দুজনকেই দিন মহামাস তৈলের আচার, জারক লেবু-ভাস্কর লবণ মেশানো। বর্গভীমা ব্র্যান্ড। প্রসিদ্ধ নরকাপালিকের নিজ হস্তে প্রস্তুত স্বপ্নে প্রদত্ত আচার। আম্মো দিলাম।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০১:০৯ | 99.188.92.190
  • শিবু, আরে করে তো। কিন্তু ড্রিম অ্যাক্ট তো আটকালো রিপাব্লিকানরা। বেসিকালি দুটোর মধ্যে তফাৎ উনিশ বিশ। কিন্তু অন দ্য সারফেস অন্তত আলাদা।
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ০১:০৯ | 59.93.244.241
  • ঐ বাংলাদেশীদের নিয়ে কিছু লিখুন না, kc
  • kc | ২১ ডিসেম্বর ২০১০ ০১:০৫ | 89.203.49.18
  • সেম ব্যাপারটা এখানে দেখি কিছু বাংলাদেশী আর আফ্‌গান ওয়ার্কার্দের নিয়ে। অসম্ভব রকমের কন্ডিশন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত