এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:৩০ | 124.247.203.12
  • বেশ। তাইলে কিছু ময়ুরপুচ্ছ কিনে ফেলি।
    খালি ওগুনো পরে চুপটি করে বসে থাকতে হবে। তাই তো ?
  • kumu | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:২২ | 59.178.41.149
  • এতগুলো মহিলা আপ্নেরে দেখতে চায়,কোথায় নাচতে নাচতে শর্বরীর পান্‌জাবি কিনতে ছুটবেন,না যত নেগেটিভ কথাবার্তা।
    দাদা, আপনি তো চিরতরুণ,চিরসবুজ,পেখম মেলে ছুটে আসুন।
  • dd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:১১ | 124.247.203.12
  • হ্যাঃ, তারপরে কইবে আপ্নেরে ঝুলিয়ে দিচ্ছি, অ্যাকবার কার্ণিশের উপর ঝুলতে ঝুলতে সিগ্রেট ফুঁকে দেখায়ে দ্যান্তো পুরো মেথডটা।

    উদিকেই কেউ যায় ?
    ফাগোল।
  • kd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:০৯ | 59.93.213.197
  • GNO - Dec 16 এসে গ্যাছে!!!!
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:০৩ | 59.178.41.149
  • ডিডিদা,আপ্নের সেই গত সপ্তাহে দেয়া হেঁটমুন্ড উর্দ্ধপদ-মেথডটা আমাদের বাঙালী ক্লাবে গিয়ে শোনালুম।মহিলারা অত্যাশ্চর্য্য হয়ে আপনাকে দেখতে চাইচেন।
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩ | 59.178.41.149
  • ব্যাঙ,বোন খুব খুশীতে,সুখে নিশ্চয়ই।
  • byaang | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:০৬ | 59.93.193.200
  • কুমু, ট্রে সাজানো তো আগেই শেষ হয়ে গেছিল। ভোরবেলায় গিয়ে দিয়েও আসা হয়েছে। এবার বৌভাতে যাব, এখন চুল শুকোচ্ছি।
    রাজ, থ্যান্‌কু। ঃ-))
  • lcm | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:০৪ | 69.236.170.156
  • ডিডিদা,
    থিরুভাল্লুভর পড়ুন। ২০০০ বছরের পুরোনো কবি। ইংলিশ ট্রানস্লেশন পেয়ে যাবেন। সে সময় এক ভদ্রলোক বাংলা অনুবাদ শুরু করেছিলেন।
  • byaang | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:০৪ | 59.93.193.200
  • হ্যাঁ, ওটাই পক্ষীতীর্থম ।
  • lcm | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৫৬ | 69.236.170.156
  • ৯১-এ এসব কোথায়। নারকেল মাছ, নারকেল চিকেন...
    তবে ওভারঅল চেন্নাই বেশ জায়গা। কাছাকাছির মধ্যে একটা জয়গা ছিল যেখানে পাহাড়ের মাথায় মন্দিরে দুপুরে ঠাকুরের ভোগ রাখা হত, আর একটা ঈগল এসে সেটা নিয়ে যেত - পক্ষীতীর্থম বোধহয়...
  • dd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৫৬ | 124.247.203.12
  • অতো পরিশ্রম সহ্য হয় না।
    একা একা বেড়াতে যেতেও ভাল্লাগে না।

    প্যাঁচা মুখে বিরস দিন বিরল কাজ ,গুট গুটিয়ে হেঁটে যাই পাড়ার শপিং মলে।
    হিন্দি বা ইংরাজী সিনিমা হলেই আর কথা নেই,তক্ষুনি দেখে ফেলি।
    তারপর ম্যাক ডি খাই,এট্টু বাজার করি,ফ্যা ফ্যা করি। তাপ্পর আরেট্টু হাঁটা হাঁটি করি। অহৈতুকী। তারপর ঘরে গিয়ে ঝিমিয়ে পরি।

    তবে পরের হপ্তাটা ভালো।
  • Raj | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৫৪ | 202.79.203.59
  • ব্যাং কে বিলেটেড হ্যা বা

    প্রাক্তন গুগাঁনিবাসীনির জন্য রইল ওম সুইটসের মিষ্টি, করিমসের মটন চাপ আর সাহারা মলের অষ্ট্রেলিয়ান কুকিজ ঃ-)
  • Raj | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৪৮ | 202.79.203.59
  • আলওয়ারপেটে বে লিফ বলে একটা হাইফাই "বাঙালি" রেস্তোরা আছে - টেরাই করতে পারেন আর ভেল্লাচেরিতেও একটা পাইস হোটেল টাইপের হয়েছে বলে শুনিচি কিন্তুক নামটা মনে করতে পারছি না ঃ-(
  • byaang | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৪৭ | 59.93.193.200
  • মহাবলীপুরম যেতে চেন্নাই থেকে এক-দেড় ঘন্টার বেশি লাগে না। সমুদ্রের ধারে গাদাগুচ্ছের ঝুপ্স আছে, বোতল খুলে, স্কুইডভাজা খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে সময় কোথা দিয়ে কেটে যায়, টের পাওয়া যায় না।
  • dd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৪৩ | 124.247.203.12
  • আর নয়তো বাড়ীতে বসে কম্পুটারে পেশেন্স খেলা (তা ও যদি জিত্তে পার্তাম)। এদানী একটা ডেটা কার্ড বাগিয়ে অচিন্তোরুপের দেওয়া লিং - একটা ডিজিটাল লাইব্রেরী,হোথায় সাঁটিয়ে নগেন বসুর বিশ্ব কোষ পড়ছি। সে এক বেজায় মজার খনি।
  • lcm | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৪১ | 69.236.170.156
  • চেন্নাই নিয়ে কথা হচ্ছে বুঝি!
    ঠেলাগাড়িতে বাদাম মিল্কের বোতল ১ টাকা... পরোটা-কোর্মা ৪ টাকা... সকালবেলায় সবুজ কলাপাতায় দুটো ইডলি একটা বড়া, সাথে গোল স্টিলের বাটিতে সাদা নারকেলের চাটনি.... ভর্তি কফির কাপ উল্টে দিয়ে বাটিতে করে পরিবেশন.... রাস্তার ধারে দোকানের ছেলেটার কফির প্যারাবোলা, ডান হাতের জাগ থেকে বা হাতের কাপে... মেরিনা বীচে সন্ধেবেলায় কালো তেলে গরম গরম মাছ ভাজা... সপ্তাহান্তে সারাভানা ভবনে ১৭ টাকার নর্থ ইন্ডিয়ান থালি... বাস কন্ডাক্টারের দাপট, পো, পো, পোডা....
    মেয়েদের মাথায় সাদা ফুল... কমল হাসান-এর পোস্টারে ঢেকে যাওয়া তিনতলা হোটেল বাড়ি.... জেমিনি সার্কেলে পায়রাদের (তামিলে) বকম্‌বকম্‌...
  • dd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৩৯ | 124.247.203.12
  • এগমোরে অন্নপুন্নায় খেইচি। খুব স্ট্যান্দার্ড ফল করেছে। অথচ এক্কালে বিখ্যাতো ছিলো।

    আসলে, প্রবাসে এখন বালীগঞ্জ প্লেস,ভজহরি মান্না,ওহ কলেতা এই ধরনের ঈটারীর রমরমা। পাইস হোটেল গোছের চ্যাহারা নিয়ে কেউ আর কাস্টোমার ধত্তে পারে না।

    এল অ্যান্ড টি? দেখছি খোঁজ করে।
  • Raj | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:১৯ | 202.79.203.59
  • এগমোর ইষ্টিশানের কাছে অন্নপুর্ণায় গিয়ে পাবদা মাছের ঝাল আর কষা মাংস সাঁটিয়ে আসুন
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:১৮ | 89.203.49.18
  • ডিডিদা, এবার ট্রাই নিন, মানাপক্কমে এল অ্যান্ড টি ইসিসির ক্যাম্পাসে ঢোকার। কোনও নন-আইটি কোম্পানির ওরকম সুন্দর হেড আপিস হতে পারে তা ভাবা যায়না, পুরো দুনিয়াতেই খুব কম আছে ওরম ক্যাম্পাস। ওর ভেতরে একটা ব্যাপক পুরোনো দিনের বইএর লাইব্রেরী আছে। বসে পড়তে হয়। ধান্দা লাগান। চেন্নাইতেই থেকে যেতে মন করবে।
  • dd | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:০৬ | 124.247.203.12
  • আমি কিন্তু হেঁটেছি। অম্নি বাড়ী দেখতে দেখতে। চমৎকৃত হয়ে। হোঁচট খেয়েও।

    ঐ টাস্ক শেষ।

    এবার ক্ষি করবো? সামনে অনন্ত উইকেন্ড।
    যদি কেউ বাৎলান।
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:০০ | 89.203.49.18
  • শমীক, চেন্নাইতে কিন্তু ব্রিটিশ রাজ ঘরানার খুব সুন্দর সুন্দর বাড়ি আছে। বিশেষ করে চেন্নাই সে¾ট্রাল স্টেশনের আশেপাশে। সবথেকে ভাল লাগে বাড়িগুলোর দেওয়ালে বিচ্ছিরি পোস্টারের অনাধিক্য। বাড়িগুলো দেখতে দেখতে হাঁটতে থাক। ভাল লাগবেই।
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১৩:৪১ | 155.136.80.174
  • আমার ছুটি নাই। আপিসে। ওদিকে বৌ বাচ্চা সবার ছুটি।

    পটাশম্যাম, দিল্লি বড় মিস্‌ করছি ঃ(
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১৩:২৮ | 59.178.41.149
  • ব্যাঙ,বোনের ফুলশয্যার তঙ্কÄ সাজাচ্ছ?
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১৩:১৩ | 59.178.41.149
  • আর আমার কিনা উইকেন্ড-ই নাই এইবার।
  • Bratin | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৫৭ | 117.194.96.159
  • আমাদের ও ছুটি কিন্তু। ইউটিলাইজেসানের গপ্পো র জন্যে WFH
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৪৭ | 59.178.41.149
  • শমীক,তোমারো ছুটি?
    দিল্লীর রোদ এখন বড় সুন্দর।কাল বাবা খড়ক সিং মার্গের দিকে গেছিলাম।প্রচুর ট্যুরিষ্ট হাসিমুখে ঘুরছে।
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৩৮ | 155.136.80.174
  • আজ মহরম।
  • kumudini | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৩৬ | 59.178.41.149
  • এই যে আছি ভাই।
    অনেকদিন দেখিনি তোমায়, তাই চিন্তা করছিলাম।সব খবর ভাল তো?
    আজ কিসের ছুটি?কলকাতায় শীত এল,তাই?
  • Kartuj | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:৩১ | 59.93.217.251
  • কুমুদি, আছেন নাকি? দীর্ঘদিন অসম্ভব চাপে জেরবার হয়ে ছিলাম। এখন তিন দিন টানা ছুটি।
  • tatin | ১৭ ডিসেম্বর ২০১০ ১২:০৬ | 70.177.55.6
  • আরে পরিবর্তনের খবর তো বাঁপাশ দিয়েই আসবে!
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:৫৯ | 14.96.169.7
  • সে মেলবাক্সে না এলেও বাঁদিকে দেখাতে থাকে তো অমুক গ্রুপ ১১১ টা নতুন, তমুক গ্রুপ সাড়ে সাতান্নটা নতুন।
    ওফ!
  • tatin | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:৫০ | 70.177.55.6
  • আরে গ্রুপগুলো ছাড়ছেন কেন? মেল, নোটিফিকেশন এগুলো বন্ধ করা যায় তো, ডান্দিকে এডিট সেটিং-সে কিল্কালেই!
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:৪০ | 14.96.169.7
  • ফেসবুকে লোকে খুব মন দিয়ে চাষবাস করে দেখি। সেই আদ্যিকালে আমাকে এক জলদস্যু একটা গোলাপী শুয়োর নাকি বাদামী মোষ কি যে দিতে চেয়েছিল খামার বাড়ীর জন্য। তখন একটু নেড়েঘেঁটে দেখে কাটিয়ে দিলাম। আমার আর খামার বানানো হল নি।

    ব্ল্যাঙ্কিও তো নাকি সারাদিন ফেসবুকে কিসব খেলে। তাইজন্যি দিনেরাতে নাকি টাইম পায় না।

    আর একটা খুব খতরনাক হল আমাকে না জানিয়েই লোকে আমাকে কিসব গ্রুপে যুক্ত করে নেয়। কেউ একটা কবিতার গ্রুপে ঢুকিয়েছিল, সেখান থেকে দেখি আর একটা কি গ্রুপে গেছি। মানে আমি জানতামও না। এক প্রচন্ড টেনশানসমৃদ্ধ দিনের শেষে বাড়ী ফিরে মেলবাক্স খুলে দেখি ৬৫ টা কবিতা!!!!!

    বাপরে খুঁজে খুঁজে সেইস্‌সব অজানা অচেনা গ্রুপ থেকে দৌড়ে পালালাম।
  • byaang | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:৩৫ | 59.93.223.70
  • লামা, আপিসে যখন গুচ খুলতে পেরেছিস, এক মাস আগে থেকে যে কাজটা দেওয়া আছে, আগে সেটা শেষ কর।
  • tatin | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 70.177.55.6
  • চর্যা নিয়ে বসলে, মাইরি বলছি, গাম্বাট লেভেলের বৈরাগ্য আসছে, মামণিদের চ্যাটের রিপ্লাই দিতে অবধি ইচ্ছে করছেনা। :(
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:২৮ | 155.136.80.174
  • আমার ফিরতে ফিরতে হয় তো জানু-র কুড়ি বাইশ হবে।

    কন্যাকুমারী বহুউউউদূর। প্রায় চোদ্দ ঘণ্টার বাসজার্নি। তামিলনাড়ুর পুরো উল্টোকর্নারে। দেখি, ১৪ই জানু পোঙ্গলের ছুটিতে যদি কিছু করা যায়, তবে সেই সময়ে এত রাশ থাকবে, ও নিয়ে আর কিছু না ভাবাই ভালো। এমন হুট করে চলে এলাম।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:১৯ | 173.163.204.9
  • ও, আর ফেসবুকটা কি জালি হয়েছে কি বলবো। একটা অ্যাপ্লিকেশনে ঢুকতে না ডউকতেই একগাদায় ট্যাগ করে দেয়। আদ্দেক বুজে্‌হ্‌তই পারিনা। উদোর কুইজে বুধোর অপশন দি। দুদ্দুর। সব ঝুটা হ্যায়।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:১৮ | 72.83.86.24
  • লামাদা, মেইল টাও একটু খোলা হউক ঃ)
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:১৭ | 173.163.204.9
  • তাতিনের চর্যাপদ কি হলো? বেশ তো হচ্চিলো।

    আজ বাড়ি থেকে না বেরিয়েই এত ক্লান্ত কেন কেজানে! বয়স হচ্চে। ঘুমোই।
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:১৭ | 14.96.169.7
  • *যাব ঃ)
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:১৬ | 14.96.169.7
  • কদ্দিন থাকবে ওখানে? আমি জানুর মাঝামাঝি দিল্লী জব। তবে মত্তর একদিনের জন্য। তখন ফোনাবো নে।

    কন্যাকুমারী যাবে না?
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১১:০৪ | 155.136.80.174
  • সে বড়ি দুখভরি কহানি হ্যায়, শুন্‌কর তুম্‌হারি দিল পিঘল জায়েগি, তুম্‌হারি আঁসু নিকল আয়েগি।

    ল্যাপি সম্ভবত মিলবে না। এই প্রথম আপিসের কাজে বাইরে এলাম ল্যাপি ছাড়া। নিদেন পক্ষে একটা ওয়াই ফাই হলেও কাজ চলে যেত, মোবাইল দিয়ে। তাও নেই। গেস্টহাউস চেঞ্জ করার দাবি তুলেছি, অন্য একটা গে-হা নাকি আছে চেন্নাই শহরের ভেতরে, আপিস থেকে অনেকটা দূর, তবে সেখানে ওয়্যারলেস আছে।

    চাইলেও বেড়াতে যেতে পারি না, কারণ এটা ক্লায়েন্টের আপিস, আর কাজের নেচারটা এবারে এট্টুস আলাদা। সে যাক, আজ রাতের বাসে চেপে যাচ্ছি কোয়েম্বাটুর, আমার এক বহু পুরনো বান্ধবী থাকে সেখানে, তার সাথে দেখা কত্তে যাচ্ছি। রোব্বার কাটিয়ে ফিরব। পরের উইকেন্ডে মহাবলীপুরম কাঞ্চীপুরম। কোদাইকানাল যাবো ভেবেছিলাম কিন্তু কোনও বাসে সীট খালি নেই। সব বুক্‌ড।

    তবে আপাতত আমার লগিন ইত্যাদি তৈরি হয়েছে, তাই সারাদিন ধরে গুচ করতে পারছি।
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৫৬ | 14.96.169.7
  • তা আমি কি জানি!
    তোমাকে এখনও ল্যাপী দেয় নি? কাজ নেই তো বেড়িয়ে বেড়াও না কেন? আপিসে কাজ বা সিস্টেম কিছুই না থাকা পর্যায়টা তো টোটাল মস্তির।

    আমার আজ আড়াইটে নাগাদ একটা মিটিন আছে আর দুচারখান রিপোর্ট পাঠাতে হবে। ব্যাস! এবচ্ছরের মত কাজ শেষ।
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৪৭ | 155.136.80.174
  • রাত নটা দশেও কনফারেন্স চলছিল?
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৪০ | 14.96.169.7
  • কনফারেন্স টনফারেন্সে তো লোকে স্যুইচ অফ করেই রাখে।

    বেশ ঠান্ডা আবার কি!! একটা খদ্দরের পাঞ্জাবী কিম্বা বেশী স্টাইলিশ হলে কটন সোয়েটার হলেই চলে যায়।
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৩৭ | 155.136.80.174
  • হে হে, কলকাতায় তো শুনেছি অনেকে ক্যালেন্ডার দেখে সোয়েটার মাফলার পড়ে।

    তবে কলকাতায় নাকি কাল থেকে বেশ ঠান্ডা পড়েছে শুনলাম?
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৩৬ | 155.136.80.174
  • আজ কি মেজরিটি জনতার ছুটি?

    বিটিডব্লু, কাল সন্ধ্যেয় অরিজিৎকে ফোন করলাম, সে দেখি ফোন সুইচ অফ করে বসে রয়েছে। কথাই বলা গেল না।
  • d | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৩৪ | 14.96.169.7
  • অপিসে একটা মেয়ে স্নো-বুট পরে এসেছে :-O
    জিগ্যেস করায় বলল 'আমার আসলে ঠান্ডার ধাত ধাত তো'
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:৩০ | 155.136.80.174
  • কায়দাগুলো লিখে দাও বস, অন্যদের কাজে দেবে ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত