এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 151.141.84.194
  • বড়াই আজ নাই নাকি? রুট ক্যানেল কত্তে গেছে?
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 121.241.214.34
  • কিন্তু সে যে মানুষ নয় এই সত্য আমিই প্রথম প্রকাশ করি
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৫০ | 64.56.33.254
  • যার শিল যর নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া ;-) kc রে পিটাইতে তারই ছাতা, না কি আমি গুলাইসি ওতা রসোগোলা ব্রান্ড শুদু
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৯ | 151.141.84.194
  • রঞ্জন্দা আর অচিন্ত্য একসাথে যখন আসেন তখন আমার শ্রী শ্রী চন্ডী মনে পড়ে। ঃ-)
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৯ | 117.194.99.169
  • তাও ভালো পিংপং বলতো না ঃ-))
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৯ | 122.172.42.198
  • ডাগ্‌তার যে মানুষ নয়, সে আমি কবে থেকেই জানি। মানুষরা কখনো অমন কঠিন করে ভাবতে পারে না। নয়তো সব চরিত্তির কাল্পনিক দেখে কেউ অমন সুন্দর কঠিন একটা লেখা লিখতে পারে!
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 117.194.99.169
  • এমন কি , আমি ও আছি।
  • ranjan roy | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 122.168.226.13
  • দেবযানী,
    প্লীজ, আন্দামানে যাওয়া আসায় একটা সাইড কিন্তু ওই লাক্সারি লাইনারে যেও। নির্মল আনন্দ পাবে।
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৮ | 151.141.84.194
  • ভাইয়ের ক্লাসে এক ছেলের নাম ছিলো সিঞ্চন। সে বেচারাকে সবাই চিংচং বলে ডাকতো। ঃ-)
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 64.56.33.254
  • হায় রে ওমি আমারে কইলি? সারা ইশকুল কলেজ তো ঐনামেই ডাকল ---খোট্টার দেশে জম্ম-কম্ম তো ঃ-(
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 59.93.217.60
  • ইন্দো কি বিচ্ছিরি রকম কঠিন লোক,লেখা গুলো পড়তে পড়তে পুরো নাকানি চোবানি খেলুম, ইদিকে শেষ না করে ছাড়াও গেলো না।লোকে কেন যে কঠিন করে কথা বলে ভেবেই পাই না।ইসে ডাগতার তো আবার লোক নয়।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 122.172.42.198
  • এয়েচেন, ভালো কথা। চুপ করে বসুন। আপনার নামটা শুনলেই কেন জানি না আপনাকে ছাতা দিয়ে পেটাতে ইচ্ছে করে।
    কেসিকে বললাম।
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৬ | 64.56.33.254
  • চিনি করে দে বেশ মিষ্টি লাগবেক ;-))
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৬ | 121.241.214.34
  • ছোটবেলায় রেডিওর শিশুমহলে ইন্দিরা দেবী এসেই জিগ্যেস করতেন, "ভাল আছ তো তোমরা সবাই?' আর উপস্থিত সকলে কোরাসে বলত "হ্যাঁ-অ্যা-অ্যা-অ্যা'। ঐটে শোনার জন্যে বসে থাকতাম
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৫ | 151.141.84.194
  • আমি ডাকনাম দিলাম, নানি। ঃ-)
  • kc | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৫ | 89.203.49.18
  • আম্মো আইসি।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৫ | 122.172.42.198
  • অচিন্টি নামটা মোটেই তেমন একটা জুতের নাম হয় নি। নামটাকে পাল্টে অন্য কিছু বলে ডাকা যায় না? কী বলিস হুচিমিতে?
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৪ | 64.56.33.254
  • ব্যাং নামটা পাল্টিওনা ----বেশ লাগে ! আর ও হুচে সারাজীবন আমার দুক্কু আমার কুনো ডাকনাম লাই ঃ-(( ঘরের বাইরের সব্বাই একই নামে ডাকে ধ্যুস!!পোশকি নাম কি আর আদরের ডাক হয়?
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪৪ | 59.93.217.60
  • তোমার মতো মিষ্টি মেয়ের নাম না মনে রেখে উপায় কি?

    ব্যাঙ আবার ঐ নামেই ফিরে এলে যে?
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪১ | 122.172.42.198
  • আমি তো সেই কবে থেকেই আছি।
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪১ | 121.241.214.34
  • থ্যাঙ্কু, কিন্তু কবিতা-গল্প আমার কিছুতেই সহজে আসতে চায় না। চেষ্টা করব
  • hu | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪১ | 12.34.246.72
  • বিগেম, তুমি তো ভারি ভালো মেয়ে! আমার এমন সুন্দর নামটা তুমি একা মনে রেখেছ!
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪১ | 198.82.23.14
  • আমি নেই, এইটা বলতে এলাম। ঃ-)
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪০ | 64.56.33.254
  • ক্ষী অনন্দ! হুচে, কিকিয়া, অচিনভায়া ----সব কেমন আচ?
  • hu | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪০ | 12.34.246.72
  • সবাই খালি প্রেজেন্ট প্লিজ করে গেলে চলবে?

    অচিন্টি, পর্বে পর্বে কবিতায় আপনার কবিতাটা খুব ভালো লেগেছে। আরো দিন ওখানে।
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৪০ | 59.93.217.60
  • মদ্দিখান থেকে দিদিয়া হাওয়া।
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৩৯ | 59.93.217.60
  • বেশ আছি, তুমি কেমন শুচিস্মিতা?
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৩৭ | 121.241.214.34
  • আমিও হুঁ
  • hu | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৩৩ | 12.34.246.72
  • কেমন আছেন বিগেম?
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:৩২ | 59.93.217.60
  • আম্মো আছি, তবে কিনা ইয়া ইয়া হাই উঠছে।
  • hu | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 12.34.246.72
  • ম্যায় হুঁ না!
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২২:১৮ | 64.56.33.254
  • ধ্যুস! আমি যখন আসি সব ভোঁ ভাঁ ঃ-((
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২১:৪৩ | 117.194.96.193
  • অর্পন ধন্যবাদ।

    ২০০৭ এ হাম্পি ঘুরে এসেছি।সত্যি খুব সুন্দর। আবার যাবার ইচ্ছে আছে।

    গুজরাট আমার প্রথম বার। গিন্নী র পুরো ঘোরা।( ভৌগলিক ট্যুরে গিয়েছিল আর কি!!)। জানি পাঁচ দিন যথেষ্ট নয়। তবে সোমনাথ আর দ্বারকা দেখার ইচ্ছে আছে। বাকি কতোটা হয় দেখি।

    আমেদাবাদ থেকে এগুলো কাছে হবে বলছো?

    এখন ও ভ্রমন সঙ্গী দেখে উঠতে পারি নি।
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২১:২৯ | 121.241.214.34
  • অ্যাসাঞ্জ বেল পেয়ে গেছে
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১০ ২০:১৬ | 122.252.231.10
  • ব্রতীনের জন্য।

    গুজরাট হলে আমেদাবাদ যাও। গান্ধীনগরে অক্ষরধাম মন্দির দেখতে পারো (আগে না দেখা থাকলে)। তারপরে যাও পালিতানা - ডোন্ট মিস ইট। পাহাড়ে জৈনদের মন্দিরের কারুকার্য দেখে তাক লেগে যাবে। সেখান থেকে সোমনাথ, দ্বারকা আর ভেটদ্বারকা। মাঝখানে সাসাঙ্গীর (যেমনটি দে বলল)। সময় থাকলে কচ্ছ অ্যাড করতে পারে (আমরা গরমে গেছিলাম বলে যাইনি)। আর বরোদা গেলে কাছে মনে হয় লোথাল পড়বে (হরপ্পাসভ্যতার এক্সটেনশন)।

    শীতের ঘোরার জন্য ভালো। তবে তিনটি বিশাল প্রবলেম সামলাতে হবেঃ

    ১) নন-ভেজ পাওয়া যায় না প্রায়। কট্টর নিরামিষাশী।
    ২) মাল পাওয় যায় না।
    ৩) লোকজন ঘরের দরজায় জয় শ্রীরাম স্টিকার লাগিয়ে রাখে।

    অন্য অপশন হল কর্ণাটকে এসে ঘুরে যাও। হাম্পি একবার দেখলে বারবার যেতে ইচ্ছে করবে। অতীতে একসময় রোমনগরীর সাথে পাল্লা দিত। তাছাড়া মাইসোর, বন্দিপুর, হাসান, বেলুর, উটি ইত্যাদি তো আছেই।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৯:৫৫ | 122.172.42.198
  • কেডিদা, আসছি আমি, দৌড়াদোড়ি করার লোক কম পড়লে বলবেন।
  • kd | ১৪ ডিসেম্বর ২০১০ ১৯:৩১ | 59.93.205.101
  • এই 'তিলদা' ডাকটা কেমন কেমন লাগচে। ওখানে ঐ ব্র্যান্ডের আটা কিনতুম না? ওদের মনে হয় চালের প্যাকেটও আছে। ওটা বরং 'তিলুদা' করে দাও। ঃ-)
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ১৮:১২ | 121.241.214.34
  • মিনিবাসের পেছনে লেখা দেখলুমঃ

    আতা গাছে তোতাপাখি
    ডালিমগাছে টিয়া
    তোমার দাদুর টাকে লেখা
    ম্যায়নে প্যার কিয়া
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ১৮:০৩ | 122.172.42.198
  • তিলদা, সেদিন স্টেশনে আসা সম্ভব ছিল না অত রাত্তিরে। ভাবছি কোলকাতায় যদি দেখা হয়! আপনি কবে যাচ্ছেন কোলকাতা?
  • sobuj dweeper raja | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৫৮ | 115.248.4.217
  • ঃ*((
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৫৩ | 59.163.30.2
  • তিলুবাবু ঃ))
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৫০ | 59.163.30.2
  • ধন্যযোগ রাজামশাই! আপনার লেখা "আন্দামানের ব্যাদ" এর এককপি অবশ্যই সঙ্গে রাখলাম ঃ)) --

    চেন্নাইয়ে দৃশ্য ও খাদ্য দুইসুখেই বঞ্চিত হয়ে আপনার মর্মপীড়ার খবর পড়ে অত্যন্ত ব্যথিত বোধ কচ্ছি!

    জলদি কাজ সেরে রাজকন্যের কাছে ফিরুন!
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৯ | 117.198.255.85
  • কুমুদি, রাইট অন দ্য ডত। সেখানেই এখন।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৭ | 59.178.51.45
  • shivanasamudramএ আমি গিয়েছি,লুরু থেকে।ওখানে একটা সুন্দর জলপ্রপাত তৈরী করেছে কাবেরী নদী,অনেক পুরনো মন্দির-ও আছে ,যতদূর মনে পড়ছে।
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৫ | 117.198.255.85
  • দেদির গলা ফোনে শুনে মনে হলো- সেই ছোট্ট মেয়েটি যেন, রিকশাকাকুর সঙ্গে স্কুলে যাচ্ছে, স্কেল দিয়ে নৌকা বাইতে বাইতে!
  • til | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪৩ | 117.198.255.85
  • দেদি, বীরাপ্পান এই জঙ্গলেই তার কাজকর্ম করতেন। আমার host ওয়াইল্ড boar এর মাংস অফার করাতে সবিনয়ে প্রত্যাখান করেছি। জাত খোয়ালাম না। তবে হ্যাঁ, মুরগীর মাংস বটে!তুলনায় ব্রয়লার ভেজা খবরের কাগজ!
  • sobuj dweeper raja | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪০ | 115.248.4.217
  • দেবযানী, ভালো করে ঘুরে এসো। অপরিসীম শুভেচ্ছা রইল।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৪০ | 59.178.51.45
  • তিলদা,কুমুদি খুব ভাল চলবে।এখানে লোকজন কুমড়ো,পটাশ, পটাশিয়াম কত কী ডাকে,কুমুদি তো স্বর্গীয় ডাক।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৯ | 122.248.183.1
  • যে ক পিস ছিল সে গুলো ধরে নিয়ে গেচে তো!!
  • de | ১৪ ডিসেম্বর ২০১০ ১৭:৩৭ | 59.163.30.2
  • ও পোশ্নের উত্তর আগেই দিয়ে রেকেছেন --
    অ্যাতো কিছু আছে -- দুয়েকটা বীরাপ্পান নাই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত