এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৪ ডিসেম্বর ২০১০ ০০:১৭ | 89.203.49.18
  • থ্যাঙ্কু,
    ভমাতে লাঞ্চ ডিউ থাকল।
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 14.96.219.234
  • শেষ।
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 14.96.219.234
  • আপনারা নতুন পয়ঃপ্রণালী পরিকল্পনা নিয়ে
    জল্পনা কল্পনা করছেন,
    কারাগার পরিচালনার পদ্ধতি শোধরাবার
    কথা ভাবছেন(তখনো থাকবে কারাগার)
    নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, মাটি কাটছে ট্রাক্টর,
    ফ্যাক্টরি ছড়াচ্ছে ধোঁয়া, কাজ হচ্ছে,
    কাজ হচ্ছে,
    কাজ করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কাজ করছি।

    মধ্যে মধ্যে আমার মগজ বাগানের সেই পাখি
    গান গেয়ে ওঠে,আমার চোখের সামনে
    হঠাৎ কোনো রূপালি শহরের উদ্ভাসন।
    দোহাই আপনাদের, সেই পাখির
    টুঁটি চেপে ধরবেন না, হত্যা করবেন না বেচারীকে।

    কাজ করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কাজ করছি,
    খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দু'বেলা
    পার্কে যাচ্ছি, মাইক্রোফোনী কথা শুনছি,
    ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি।
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 14.96.219.234
  • বাকি টুকরোগুলি আসছে
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 14.96.219.234
  • আচ্ছা এই নিন। এখানেই দিলাম-

    দুঃস্বপ্নের একদিন

    চাল পাচ্ছি, ডাল পাচ্ছি, তেল নুন লকড়িও পাচ্ছি,
    ভাগ করা পিঠে পাচ্ছি, মদির রাত্তিরে কাউকে নিয়ে
    শোবার ঘর পাচ্ছি, মুখ দেখবার
    ঝকঝকে আয়না পাচ্ছি, হেঁটে বেড়ানোর
    তকতকে হাসপাতালী করিডর পাচ্ছি।
    কিউতে দাঁড়িয়ে খাদ্য কিনছি,
    বাদ্য শুনছি।
    সরকারী বাসে চড়ছি,
    সরকারী কাগজ পড়ছি,
    কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি,
    খাচ্ছি দাচ্ছি , চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দু'বেলা
    পার্কে যাচ্ছি, মাইক্রোফোনী কথা শুনছি,
    ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি।
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ২৩:৫৫ | 89.203.49.18
  • কালকে দিয়ো তাইলে।
  • omi | ১৩ ডিসেম্বর ২০১০ ২৩:৫৪ | 151.141.84.194
  • কী হয়েছে বড়াই?
  • I | ১৩ ডিসেম্বর ২০১০ ২৩:৫২ | 14.96.219.234
  • আমার কাছে আছে, কিন্তু আজকে দিতে ইচ্ছে করছে না। মনমেজাজ ভালো নেই।
  • omi | ১৩ ডিসেম্বর ২০১০ ২৩:৫২ | 151.141.84.194
  • টিনটিনের কোন অ্যাডভেঞ্চারে ছিলো সে তেলের কুয়া পেয়ে গেছে, আর সেই কুয়া সে পেতে না পেতেই এক বিরাট মোটা আমেরিকান ব্যবসায়ী এসে তার কাছে ওটা কিনতে চাইছে অনেক টাকা দিয়ে? টিনটিন বলে আপনি জানলেন কী করে, সে লোক বলে খোকা এ হলো নিখুঁত আমেরিকান প্র্যাকটিকাল জ্ঞান? কয়েক ঘন্টার মধ্যে শহর তৈরী হয়ে গেল আদিবাসীদের খেদিয়ে দিয়ে? কোন গল্পে এটা ছিলো?
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ২৩:৩৪ | 89.203.49.18
  • ভালমানুষেরা,
    শামসুর রহমানের একটা কবিতা, ''..... ঝাঁকের কই, ঝাঁকেই মিশে যাচ্ছি।'' এরকম করে প্রতিটা প্যারা শেষ হচ্ছে, কেউ দিতে পারবেন? বড়ই অশান্তিতে আছি, কতগুলো লাইন মনে আসছে, মাথায় ঘুরপাক কাচ্ছে কেবলই ''... খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি.... ঝাঁকের কই...''
    দ্যান না কেউ!!
  • debu | ১৩ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 72.130.151.116
  • চান্যক / কৌটিল্যএর উপর বই এর লিস্ট দিতে পারবেন?
    kolkata300@gmail.com
  • achintya | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:৪৯ | 59.93.192.153
  • aka-র মোজার দামে দু টাকা ছাড়ের কথা শুনে এক গল্প মনে পড়ল। মিথ্যে হতেই পারে না, রামকেষ্ট মেশোনের সন্নিসির কাছে শোনা। তবে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা কিনা তা জানা যায় নি।

    বিয়ের পরে জামাই গেছে শ্বশুরবাড়ি। রাতে খাওয়ার সময় শাউড়ি যত্ন করে নানা ব্যঞ্জন সমেত ৫০টা লুচি জামাইকে খেতে দিয়েছেন। এদিকে এতগুলো লুচি দেখে জামাই বেদম চটিতং। ভদ্দরলোক নাকি বলেছিলেন, "ভেবেছেন কি আপনারা? আমি কি রাক্ষস? ৫০ টা লুচি দিয়েছেন! এক্ষুনি দুটো তুলে নিয়ে যেতে বলুন।'
  • aka | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:৩৩ | 117.194.5.175
  • উঁচে লোগ ...

    হামারে ঘর মে একতলা নেহি আতা।
  • Sudipta | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:৩২ | 202.78.237.253
  • আকা দোতালায় ক্যানো?
  • aka | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:২৯ | 117.194.5.175
  • strange! not even english

    জাভা বাওয়া বাঙ্‌লা, হিন্দি, এংরিজি, স্প্যানিশ কোনো ভেদাভেদ নেই। সাম্যবাদী ল্যাঙ্গুয়েজ।
  • aka | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:২৮ | 117.194.5.175
  • হামারা ডানদিক মে বান্‌ঙলা নেহি দেখতা ইস লিয়ে হিন্দি লিখকে দেখ রঁহা হুঁ।
  • aka | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:২৬ | 117.194.5.175
  • এর পরের দিন সেই জিনিষটা কিনতে গেলেঅই বিখ্যাত জোকটা লিখে দিতে পারব, আবার নতুন করে।
  • aka | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:২৫ | 117.194.5.175
  • হুঁহ হুঁউ বাওয়া, বল্লে হবে এলিট মোজা।
  • Sudipta | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:২৪ | 202.78.237.253
  • বোঝো! মোজার এমন গন্ধ ছেড়েছে সবাই একে একে এসে মোজার মজা দেখছে!!
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:২১ | 122.252.231.10
  • হাম ভি ঘাপটি মেরে মোজা দেখছি।
  • Sudipta | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:১৪ | 202.78.237.253
  • সেট মানে কি জোড়া বোঝাচ্ছো? গড়িয়া বাজার বেশ সস্তা হয়ে উঠেচে দেখছি! মোজার সর্বনিম্ন দাম বোধ হয় জোড়া প্রতি দশ, ট্রেনে, তারপর বিগ বাজারে দেয় ২০ করে, ঐ পাঁচ জোড়া ৯৯ ইত্যাদি; গড়িয়া বাজারেও পাওয়া যাচ্ছে শুনে প্রীত হলুম
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:০৭ | 89.203.49.18
  • ছয়সেট মোজা, সাদা রং, বাঙলাদেশী কটন। ১৫০ টাকা। গড়িয়া বাজার। আজকাল দোকানিরাও আম্রিকার কাস্টোমার চিনতে পারে। ঃ)))
  • Sudipta | ১৩ ডিসেম্বর ২০১০ ২২:০৬ | 202.78.237.253
  • মোজা পরে ছাতে 'গে উল্কাপাত দেখে এসো গো আকা!

    ব্রতীন্দা খপর্কি?
  • aka | ১৩ ডিসেম্বর ২০১০ ২১:৫৬ | 117.194.5.175
  • দুই সেট মোজার দাম ১০২ টাকা, চেনাজানা বলে ২ টাকা ছাঢ় দিল।
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ২১:৫৩ | 89.203.49.18
  • হেব্বি ঠান্ডা পড়েছে রে ভাই। ধূধূ মরুভূমি, নাইট ডিউটি। তোমার খপর কী?
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ২১:৪৩ | 117.194.96.180
  • হ্যাঁ । কিছুদিন হল আমেরিকার জনগনের সাথে ঠিক ব্যাটেবলে হচ্ছে না। অফিস থেকে ফিরে আর বসা হয় না। kc খবর কি? দিন কাল কেমন কাটছে?
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ২১:৪১ | 89.203.49.18
  • আমি আছি। একটু পরেই অক্ষদা আসবে। তার পরে আসবে অমি। আধ ঘণ্টা পর আসবে অচিন্টি। আর প্রায় মাঝরাতে সব রোগীরা ঘুমালে পর 'উটের গ্রীবা' নিয়ে যিনি আসবেন তিনি মানুষ নন, ডাগদার। 'ব্যাঙদেবী' আমায় দেখে আর এপাড়ায় ভিড়বেন না। দমদি আসবে। কাবলিদা এখানেই আছে। দীপ্তেনদা একটা পোস্ট করবেনই। কুম্পিদিও,শমীকও,। আজ্জো সসুর্বাড়ির আদর খাচ্ছে, তাই ব্যস্ত। ন্যাড়াদা কি আসবে? বাকীরা সবাই ঘাপটি মেরে থাকবে। মামুও।
  • Bratin | ১৩ ডিসেম্বর ২০১০ ২১:২৯ | 117.194.96.180
  • ভাটুরে রা সব গেল কই?
  • Sudipta | ১৩ ডিসেম্বর ২০১০ ২১:০৯ | 202.78.237.253
  • http://www.iopb.res.in/]somen/ লোকগীতি (লালন সহ) র বেশ ভালো কালেকশন
  • kc | ১৩ ডিসেম্বর ২০১০ ২০:৪৩ | 89.203.49.18
  • বাঃ!! ভাসুর পর্বটা অনেকক্ষণ টেনেছে তো। কেয়াবাৎ।
  • aps | ১৩ ডিসেম্বর ২০১০ ২০:৩৬ | 59.93.199.8
  • এক ঘন্টা
  • aps | ১৩ ডিসেম্বর ২০১০ ২০:৩৪ | 59.93.199.8
  • দাদা
  • aps | ১৩ ডিসেম্বর ২০১০ ২০:৩৩ | 59.93.199.8
  • দদ, এক ঘন্ত লাগ্লো হরি নাম নিতে।
  • kd | ১৩ ডিসেম্বর ২০১০ ২০:২৪ | 59.93.241.170
  • 'তো' আবার কী? 'বলো হরি হরি বোল' বলো!
  • sda | ১৩ ডিসেম্বর ২০১০ ১৯:২৯ | 117.194.195.171
  • তো?
  • Santosh Kumar Mandal | ১৩ ডিসেম্বর ২০১০ ১৯:১১ | 112.79.139.200
  • গত ২রা ডিসেম্বর শ্রদ্ধেয় অঞ্জন কুমর গিরি দেহত্যগ করেন। ১২ই ডিসেম্বর কামারদায় তার বাসভবনে শ্রাদ্ধানুষ্ঠান হয়। তাঁর অসংখ্য গুনমুগ্‌ধ বিদ্বজন উপস্থিত ছিলেন।
  • Santosh | ১৩ ডিসেম্বর ২০১০ ১৮:২৭ | 112.79.139.200
  • আমি তোমায় ভালবসি ।
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:৫২ | 122.172.37.172
  • ঃ-)
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:৪৯ | 59.178.59.2
  • ভাগ্যিস।গেলেই তো ডিমোশন হয়ে যেত!
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:৪৪ | 203.132.214.11
  • বিই কলেজে মিসেস লামা কখনো যান নাই
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:৩৮ | 59.178.59.2
  • থিওরি প্রুভড।
  • Lama | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:৩৫ | 203.132.214.11
  • মিসেস লামা ইংরিজির ছাত্রী
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:৩০ | 59.178.59.2
  • ঠিকাছে,সুকন্যা একটু সুস্থ হলে আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনায় বসব।
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:২৭ | 122.172.37.172
  • কিন্তু ব্যাঙ যে মিসেস লামাকে চেনে না, শুধু অক্কুটে মিসেস লামার ফটো দেখেছে।
  • kumu | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:২৫ | 59.178.59.2
  • ব্যাং এর থিওরি অনুযায়ী,মিসেস লামা বি ই কলেজের ছাত্রী নন,বাস্তব কি বলে?
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:২১ | 122.172.37.172
  • তবে আমার আবার ওনাকে বড্ড বেয়াইমশাই ডাকার শখ, যবে থেকে ওনার কন্যের ভিডিওগুলো দেখেছি, আর ওনার কন্যের গল্প পড়েছি।
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:২১ | 59.178.59.2
  • আঠারো মিনিট,টু বি প্রিসাইজ।আমি তো তাও রা কেড়িচি,বাকীরা তো এখনো অ-বাক।
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:১৭ | 122.172.37.172
  • চিরভাসুরের জৈবনকালটা কি সত্যিই এতটা শকিং লাগলো আপনাদের কাছে যে রা কাড়তে পাক্কা চোদ্দোটা মিনিট লাগিয়ে দিলেন!!
  • kumudini | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:১৪ | 59.178.59.2
  • অসাধারণ,অপূর্ব---
    আরেকটা হোক।
  • byaang | ১৩ ডিসেম্বর ২০১০ ১৭:০১ | 122.172.37.172
  • **চড়বো
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত