দে। অনধিকার চর্চার কিছু নেই। কেস টা হল, আমি আমার ঠিকানায় কালও একটা বই পেয়েছি। পোস্টাপিস কোনো কারণে মাখিয়ে সব "টু' অ্যাড্রেস গুলো গুলিয়ে ফেলেছে। সবই প্রেস/প্রকাশকের ঘরে পাঠিয়েছে। দোষটা কার/কি হয়েছে জানা নেই। সেই জন্যই এবার অন্য মেকানিজম করা হয়েছে। কাবলিদা নিজের হাতে পুরোটা করছেন। প্রসেস স্মুদ করার এই চেষ্টাটা হয়েছে। এবার দেখা যাক কি হয়।
আর দুই হল, গুরু কক্ষনো আবাপকে উঠতে বসতে গাল দেয়না। ব্যক্তিগত ভাবে আমি নিজেও মনে করি, আবাপর মার্কেটিং স্কিল, পত্রিকার লে-আউট, ইত্যাদি নানাবিধ বিষয়ে অনেক কিছু শিক্ষনীয় জিনিস আছে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গীর ক্ষেত্রে নিশ্চয়ই সমালোচনা করি, ঠাট্টাও করি। সে, গুরুকে নিয়েও সেরকম ঠাট্টা করলে ভালই লাগবে। খারাপ না। ঃ)
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৪:০০ | 122.248.183.1
আরে টাকে গোঁফ নয় গোঁফে টাক ঃ-))
lcm | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৫৯ | 69.236.163.206
দে-র ডিস্ট্রিবিউশন কোশ্চেন নিয়ে অনেক কথা বলতে চাই। আবার, এদিকে টাকে গোঁফ গজানো নিয়েও অনেক কথা বলতে চাই। আবার, এত উই-কি-লিক নিয়েও কথা বলতে চাই। নাহ্, প্রায়োরিটি-ই ঠিক করতে পারলাম না। ধুর!
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৫৫ | 122.248.183.1
ঃ-))
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৫৪ | 59.163.30.3
আর প্রফেশনাল কথাটা বলেছিলাম অন্য একটা কারণে --
আমরা তো এখানে উঠতে-বসতে গাল দি আবাপকে -- ওদের দুটি পাক্ষিক আমাদের কাছে (বাড়ির ঠিকানায়) বাই পোস্ট আসে, কাগজওয়ালা খুব গড়বড় করে বলে বেশী খরচ হলেও এই ব্যবস্থা! আজ অব্দি কোনদিনও মিস হয়নি।
আমি কোন অবস্থাতেই আবাপ-গ্রুপের সাথে কোন তুলনায় যাচ্ছি না, তবে ডিস্ট্রিবিউশানটাকে আরেকটু স্মুথ কি করে করা যায় সেটাই ভাবছি!
Ishan | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৫১ | 122.248.182.16
দাদুর নোবেল নাই কেডিদার ঝোলা ব্রতীনের গোঁফে টাক দৃশ্যটি গোলা।
ক্ল্যাপ ক্ল্যাপ। জ্জয় গ্গুরু।
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৪৮ | 122.248.183.1
কুমু দি দেখি আমার দেখে ও বাজে পদ্য লেখে । আমি তাও চার লাইনের লিখতাম ঃ-))
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৪৭ | 59.163.30.3
আরে না না কাবলিদা! আপনাকে কেন বলবো? আমি এই মেকানিজমটাকে নিয়েই বলছি -- এই ডিস্ট্রিবিউশানটা কি ক্যালকাটা ওয়েব বা অন্য-কোন সংস্থার মাধ্যমে করা যেতো না? আপনি একা কেনই বা করবেন? আর কা-গুর দামও বা এতো কম কেন হবে? এতো কম দামে কিছুই হওয়া সম্ভব নয় -- এইভবে ভল্যান্টারি সাপোর্ট দিয়ে কতদিন বাঁচানো যাবে এই পত্রিকাকে?
আমি খুব দুঃখিত, যদি অনধিকার প্রবেশ করে থাকি এই ব্যাপারগুলোয়!
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৪৭ | 122.248.183.1
ও টি কোথায় মিসপ্লেসিত হয়েছে। রিপ্লেসমেন্ট দিলে চলবে?
কেন গোঁফ আবার কেন ? আমার দিব্যি আছে তো একপিস
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৪৪ | 59.178.139.25
কেডিদার সেই যে ঝোলা, আজ প্রাতে হৈল খোলা, দ্যাখা গেল ভর্তি ছোলা-
আর কিচু নাই রে ভাই।
জ্জয় গুরু!!
kd | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৪৩ | 59.93.245.41
ব্রতীনের নামে এফ্আইআর করতে হবে দেখছি। কিছুদিন আগে কার গোঁফ চুরি করেছিলো, এবার আমার ঝোলা চুরি! ছেলেটা গোল্লায় গ্যাছে। ঃ-(
ঝোলা না পেলে তো বড়ই মুশ্কিল! ওর মধ্যেই তো নোবেল আছে। আর ওটা বেচেই তো উইকিলীক্স কেনার প্ল্যান।
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩৭ | 122.248.183.1
আমার দুই বন্ধু র ( গুরু গ্রাহক) 'পাশবিক' সংখ্যা খুব ভালো লেগেছে। আমি সবে হাতে পেয়েছি। কয়েক ট পড়েছি। দীপ্তেন দা আর সুমেরু র লেখা গুলো ভালো লেগেছে।
kd | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩৬ | 59.93.245.41
দেখ্লে দেখ্লে? তোমরা সব্বাই দেখ্লে তো? 'দে' আমায় 'আনপ্রফেশানাল' বল্লো! এদের কি কেউ শেখায় নি, কানাকে কানা বলতে নেই, এট্সেটেরা। তাও দোষ কল্লো এদেশের পোস্টাপিস, আর গালাগালি খাচ্ছি আমি? আনফেয়ার, মোস্ট আনফেয়ার ঃ-(
দে, উপরিউক্ত প্যারাগ্রাফ পুরোটাই মস্করা - সেই ভাবেই নিও, প্লীজ! সোমবার পার্সেল পোস্টে কয়েকটি কপি বম্বে পাঠিয়েছি - সেখান থেকে তোমায় পাঠাবে। অনেক আগেই এটা করা উচিৎ ছিলো, শরীরটা ভালো না থাকায় পোস্টাপিস যেতে পারিনি।
Ishan | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩৩ | 122.248.182.16
দাদুর ঐ নোবেলখানা হয়ে যাবে কেল্টেপানা গুরু চন্ডালে খানা
এক ঘাটে খাবেনা। স্বাভাব তো সহজে যাবেনা।
জয় গুরু। ঃ)
Ishan | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:২১ | 122.248.182.16
কিনুন কিনুন। নইলে যা মিস করবেন সে আর কহতব্য না। ঃ)
আমাকে একজন মারকাটারি পরিচালক ফোং করে গুরু হেবি লেগেছে বলে জানিয়েছেন। কিকরে গ্রাহক হওয়া যায় বলে সুলুকসন্ধানও নিলেন (চোখে কালো চশমা ইমোটাইকন)।
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:১৯ | 59.178.139.25
কাব্লীদাদা উইকিলীক কিন্তে গ্যালো?শিবুর পোস্টে তো তাই লিখচে। ইদিকে ওনার সেই হারিয়ে যাওয়া ঝোলা?তাতে ছিল দাদুর নোবেলখানা। ক্ষি বর্ণময় জীবন!!!
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:০৫ | 59.178.139.25
১।সিনিমা দেখার সময় নাই। ২।মিষ্টি খাই না। ৩।কাগু কেনার জন্য তেল পোড়াতে কোন আপত্তি নাই। শুধু বাজে প্যাচাল বন্ধ কইরা কেউ মিমুর ঠিকানাটা দ্যান দেখি।
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:০০ | 122.248.183.1
আজকাল আর রাধারা নাচে না ঃ-((। নাচায় ঃ-))
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৫৯ | 59.163.30.3
হুঁ -- তেল পোড়াতে হবে, নইলে রাধা নাচবে ক্যানো!
r.h | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৫৭ | 203.99.212.54
আহা তেল পুড়বে কেন, মেট্রো চেপে গেলেই তো হয় ঃ) অথবা ধরেন, পাশের সিনেমাঘরে(কি যেন নাম?) একটা সিনেমা দেখার ছুতোয় এসে টুক করে কাগু কিনে নিয়ে গেলেন। অথবা মিষ্টিমুখে মিষ্টি কিনতে এলেন। তবেই আর কাগু কিনতে তেল পোড়ানোর ব্যাপারটা রইলো না।
পুজোসংখ্যা-ই তো এখন অব্দি শেষ, তার পর আর বেরোয়নি তো। ওটাই বোধয় ৮/৯
shrabani | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৫১ | 124.30.233.102
কাগুরু ৮/৯ কি নতুন? পুজোসংখ্যার পরের?
r.h | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৪৯ | 203.99.212.54
নানা ধন্যবাদ কিসের। চন্দ্রমল্লিকা ফুলের বড়াভাজার স্বাদ তো এখনো জিহ্বায় লেগে আছে।
হ্যাঁ, পীড় লীলাময়।
shrabani | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৪৭ | 124.30.233.102
কুমুদিনী নয়ডা আসবে তেল পুড়িয়ে মিষ্টিমুখ থেকে একখান কাগুরু নিতে, হুতো এটা কি সাজেস্ট করল!
এই পাঠানো ব্যাপারটাকেই যদি আরেকটু প্রফেশনালি হ্যান্ডল করা যেতো? দুবারে ঠিকানা বদলিয়েও (একবার অফিসের আরেকবার বাড়ির) না এসে পৌঁছানোটাকে ঠিক বোঝা যায় না ঃ)) --
পীড়ের যে কি লীলা তা তিনিই জানেন!
kumuni | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৪২ | 59.178.139.25
আমি বোধায় ঠিক বোঝাতে পারি নাই। আমি ভাবছিলাম ,ধরো,একটা সংকলন ,নাম পায়ের তলায় সর্ষে,তাতে শমীকের, ও আরো সকলের সমস্ত লেখাটা একসাথে পড়া যাবে।একইভাবে গল্প,রহস্য কহিনী,রান্নাবান্না ইত্যাদির সংকলন।
বুড়োবয়েসে বেশ রোদে পিঠ দিয়ে পড়ব।
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৪২ | 122.248.183.1
বুলবুলভাজা লিখলাম তো!!
r.h | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৩৮ | 203.132.214.11
আরে ক্ষী আশ্চজ্জ। লা জবাব দিল্লী টইতে ন, বুবুভা তে লেখা। ধারাবাহিক বেরিয়েছিল, এক সংখ্যায় ধরানোও সম্ভব নয়, তো পর্বে পর্বে বেরুলো। কথা তো হচ্ছিল টইয়ের লেখা সংরক্ষন নিয়ে। লেখা এক ভল্যুমের মত আয়তন হলে একবারে বেরোয়, নাহলে পর্বে পর্বে - ত্রৈরাশিকের চে'ও সোজা হিসেব।
শুধু টইয়ের আর বুবুভার লেখা তুলে কাগু হয়না হয়না হয়না, মানে এদ্দিন অন্তত হয়নি।
কুমুদি, প্রচারে বিভ্রান্ত না হয়ে এক পিস সংগ্রহ করে নেন না, নয়ডার মিষ্টিমুখ থেকে। নয়তো শমীক যদি নিতান্ত অপারগ হয় না হলে আমিই না হয় আপ্নাকে কয়েক সংখ্যা কাগু জানুয়ারীর শুরুতে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা নেবো।
পীড় বলেছেন কাগুর প্রচারে সদাসচেষ্ট থাকলে পরকালে কাজ দেবে।
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৩২ | 59.163.30.3
আম্মো শুধু কা-গু পাঁচ দেখিচি ঃ(( -- তাপ্পর আর কিছু দেখিনি -- টইয়ের আর বুবুভার লেখা তুলেই যদি গুরু হয় তাইলে কিছু মিসও করিনি!
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:৩২ | 59.163.30.3
আম্মো শুধু কা-গু পাঁচ দেখিচি ঃ(( -- তাপ্পর আর কিছু দেখিনি -- টইয়ের আর বুবুভার লেখা তুলেই যদি গুরু হয় তাইলে কিছু মিসও করিনি!
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২৮ | 59.163.30.3
রাজকন্যে গুলিসুতো খেলে রাজকন্যের টয়লেটের সামনে কলিভাট হবে ঃ)) -- অথবা রাক্কোসের বাড়ি যেতে হবে!
যাও যাও! চাট্টি চিঁড়ে-মুড়ি ছড়িয়ে তোতাপাখীরে খাওয়াও -- তাপ্পর খেলা নে' বলতে এসো!
অপ্পন্টা যে কোতায় হারালো?
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২৬ | 122.248.183.1
না এক একটা পর্বে। যেমন শমীকের দিল্লী নিয়ে লেখা গুলো
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২৬ | 59.178.139.25
"পর্বে" বাদ্দিন।
shrabani | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২৬ | 124.30.233.102
মোটেই নেই, আমি খুব নির্ভেজাল খাঁটি ঘটি, তাই এখানের ঘটি বাঙাল নিয়ে চালাচালিতে থাকিনা, কিন্তু বকফুল ভালোবাসি!
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২৫ | 59.178.139.25
সরি,আমার সৌভাগ্য হয় নি কাগুজে গুরু দেখার(হ্যাঁ,মনে পড়ল,শমীক দেবে বলেছিল,দ্যায় নাই)।ওখানে কি পর্বে পুরো লেখাটা একসাথে বেরোয়?
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২৩ | 122.248.183.1
ঠিক ই বলেছো। এছাড়া ও অন্যান্য লেখা ও থাকে। তবে পারমিশন টা অবশ্য ই নেওয়া হয়।
r.h | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 203.132.214.11
আমি যদ্দুর জানি, 'সেগুলো থেকে বেছে নিয়েই' কাগুজে গুরু হয়না, সেগুলো থেকেও কিছু কিছু, লেখকের অনুমতি সাপেক্ষে নেওয়া হয়। ভুলও জানতে পারি, আমি সম্পাদনার সঙ্গে যুক্ত নই।
গুচ্ছের অসাধারণ লেখা হারিয়ে তো যায় সত্যিই। লেখকরা লিখে উড়ো খই করে দেন, আমরা পড়ে গোবিন্দায় নমঃ করি ঃ)
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:১৩ | 122.248.183.1
আর কিচ্ছু জানে না। ফুলটসে কেউ খোঁচা দেয় না 'ড্যান্সিং ডাউন দ্য ট্রাক ' করে চার বা ছয় মারে ঃ-))
Raj | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:১৩ | 202.79.203.59
আচে আচে সব ব্যাদে আচে !
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:১০ | 122.248.183.1
মানে আমি বুলবুলভাজা,খবরনয় এই সব বলছিলাম। এছাড়া কিছু ভ্রমণ কাহিনী ও আছে।
shrabani | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:১০ | 124.30.233.102
ঘটিরা বকফুল খায় না এটা আবার কোন বইয়ে আছে!
r.h | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০৮ | 203.132.214.11
রাজকন্যে যদি গুলিসুতো খেয়ে ফেলে?
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০৮ | 122.248.183.1
না না সত্যি বলছি । আমি ঐ রকম কুকর্ম করি নি। ফুল আমার বড় ই প্রিয়। সবথেকে প্রিয় বেল ফুল।
r.h | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০৭ | 203.132.214.11
ব্রতীন্দা Date :08 Dec 2010 -- 12:02 PM
আট্টু আলোকপাত হোক। ধন্দ জাগছে।
de | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০৪ | 59.163.30.2
কুমু, পরের্বার থেকে করবী পাঠিও আর টিকিতে সেটি বাঁধার জন্য গুলিসুতোও পাঠিও!
নাঃ, গুচর ভাটুরেগণ বুড়ো হচ্ছে, নইলে এমন একখান ফুলটসেও কেউ খোঁচাটুকও দিলো না!!
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০৩ | 59.178.139.25
আর ব্রতীন, তুমিও ছিলে ঐ মল্লিকা ভেজে খাওয়ার দলে!!!!!!! তুমসে মুঝে ইয়ে উমিদ নেহী থী।
Bratin | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০২ | 122.248.183.1
কুমু দি, এই সব টইপত্তরে যে সব লেখা বেরোয় সে গুলো থেকে বেছে নিয়েই আমাদের ছাপা গুরু বার করা হয়।
kumudini | ০৮ ডিসেম্বর ২০১০ ১২:০০ | 59.178.139.25
আমার একটা প্রস্তাব আছে-
এখন অচিন্ত্যরূপ টইতে একটি অসাধারণ গল্প লিখছেন,এর আগেও অনেক অসাধারণ গল্প/স্মৃতিচারণ/রহস্য কাহিনী আরও অনেক লেখা হয়েছে টইয়ের পাতায়। এগুলো হারিয়ে যেতে না দিয়ে একত্র করে একটা সংকলন প্রকাশ করলে কেমন হয়? অনেক পুরনো সদস্য,গুণীব্যক্তিরা আছেন,তাঁরা কি বলেন?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন