আমি একদম কঠিন সিনেমা দেখিনা। কোনোদিন আমাকে ঐ যে বালথাজারের গাধা কিম্বা জোয়ান অফ আর্ক নিয়ে কিছু বলতে দেখছ? দেখবেও না!
I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:২৩ | 14.96.154.78
আর্রে ! এ তো ব্যঙ্গ অবধি বোঝে না দেখি! এ কী করে তালে এত কঠিন কঠিন সিনিমা দেখে বুঝতে পারে !
আর বারামখানা মানে আমি জানিনা।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:২৩ | 168.26.215.13
আরে ঠিক করলে তবে পাব্লিক পয়সা দেবে কিন্তু প্রসেনজিত থাকলে ঠিক না করলেও খানিক পয়সা উঠে আসবে। আর ঠিক করলে তো পাব্লিক পয়সা দেবেই। মানে লস মিনিমাইজেশন।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:২১ | 99.50.241.18
ডান্ডা আমি মারবই। যে একটা মধ্যমানের জিনিসকে, তার লেখা দিয়ে এমন জায়গায় নিয়ে যেতে পারে, সে না লিখে ঝগড়া করে বেড়ালে, তাকে ডান্ডা মারব না তো কি করব?
বাউলেরা লালন করতে পারবেন না কেন? ঠিকঠাক করতে/করাতে পারলে পাব্লিক পয়সা দেবে। পাব্লিককে অতটা আকাট ভাবাই বা কেন? আর যদি ভাবাই তাইলে পাব্লিকের হাততালিতে তীর ঠিক জায়গাতে লেগেছে মনে হয় কেন?
I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:১৫ | 14.96.154.78
অক্ষদা , মাইরি, যা তা রকমের চায়। বাউলকে দিয়ে লালন করাবে ! আর পাব্লিক এসে ল্যাল্যা করে পহা দেবে। আর শোনো, এই সিনেমাটাও কিন্তু অত কিছু ভালো না। আমার মত গোলা পাব্লিকের ভালো লেগেছে, তবে তেমন গ্রেট কিছু লাগেনি। শুধু গানগুলি শুনলে পাগলা হয়ে যেতে হয়, তাই যাওয়া। ডাণ্ডা ফাণ্ডা মেরোনি বাপধন আমার !
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:১২ | 168.26.215.13
আরে ভিসিও হল মাইক্রসফটের সেই টুল যা দিয়ে বিশ্বজয় করা যায়। (মানে ছবি আঁকা যায়)
আরে আমার হইব। এই যে মিথিলা থেকে নবদ্বীপ হয়ে শ্যামনগর। এই বিশাল জার্নির একটা রোডম্যাপ আমার জানতে ইচ্ছে হয়েছে। খুব মুশকিল, আমার ছোটদাদু তেরো পুরুষ অবধি বের করেছিলেন। দেখা যাক।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:১১ | 99.50.241.18
বারামখানা মানে কি জিগালাম যে!
I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:০৭ | 14.96.154.78
পঃ বঙ্গ-পুঃ বঙ্গ-কলিঙ্গ-প্রাগজ্যোতিষপুর জানিনা। তুমি একটা লেখা লিখছ বক্কা দিয়ে, আর ভুলভাল তথ্য-দেখলে গা জ্বলে যায়। তা সে যা খুশি নিয়ে যেখানে খুশি বসে লেখো না কেন।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:০৭ | 99.50.241.18
আমি আমার ঠাকুদ্দার নামের আগে আর জানিনা। আমার বংশলতিকা দিয়ে কার কি হইব? আর ভিসিও কি?
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:০৪ | 168.26.215.13
এবারে প্ল্যান আছে আমাদের বংশের ভিসিও আঁকব। দেখি, দাদুর খাতাটা পড়া যায় কিনা।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:০৩ | 168.26.215.13
রবীন্দ্র বিশেষজ্ঞ হতে গেলে এসব জানা দরকার। প্রথমেই একটা ভিসিওতে বংশ লতিকা ফেলে দাও। সুবিধা হয়।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:০১ | 99.50.241.18
আচ্ছা, আরেন্টির খুড়তুতো দাদা বা ঠাকুর পরিবার নিয়ে আমরা পঃবঃর এই আমাদের মত লোকজন যতটা ওয়াকিবহাল, বা যতটা হওয়ার কথা, অন্য বাংলার কাছ থেকেও কি সেটা আশা করা উচিৎ?
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:৫৯ | 168.26.215.13
তাও খারাপ না তো।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:৫৬ | 168.26.215.13
স চ কা তো ভালো সিনেমা। ডিটেলের ভুল আছে, চরিত্রগুলোর কনস্ট্রাকশনে একটু গণ্ডগোল আছে।
kc | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:৪৪ | 89.203.49.18
ইন্দো ডাক্তার যতটা ভালো লেখে, পোসেনজিৎ অত ভাল অভিনয় করলে আর দেখতে হতনা, লোকে বড়ই আনন্দ পেত।
ওকে। গান্ডু মনে হয়না দেশে দেখাবে। ঐ ফেস্টিভাল সার্কেলেই রাউন্ড মারবে।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:৩০ | 168.26.215.13
গাণ্ডুটা মনে হয় প্রবল ছড়াবে। কিন্তু ওদিকে পুপে চিঠিতে কি লিখল না জানলে তো আর চলছে না।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 168.26.215.13
না না গাণ্ডু না, মনে হল সিনেমার নামটাই 'ফালতু'
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 99.50.241.18
সিনেমাটার নাম "ফালতু" না নামটা ফালতু? ;-) মানে "গান্ডু"র কথা বলছ কি?
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:২৬ | 168.26.215.13
নির্জন সৈকতে নামক একটি সিনেমা আছে জানতাম না। দেখতেও পারলাম না, সিডি আটকে গেল।
ফালতু নামের একটি সিনেমার বিজ্ঞাপন দেখলাম, মনে হল ভালো হয়েছে।
এবারে গিয়ে অটোগ্রাফ দেখব। আরও কি কি যেন দেখব, ঠিক মনে নেই।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:২৪ | 99.50.241.18
হ, ইউটিউবে দেখলাম পোসেনজিত বলছে তিনি নাকি বনবাসে গেছিলেন এই চরিত্রটি করার জন্য। আর এই ইন্দোটা মহা ঝামেলায় ফেলে। লেখা পড়ে মনে হয় আহা এ সিনেমা দেখতেই হবে। আর দেখলে মনে হয় দুটো ডান্ডা মারি ইন্দোর মাথায়, কয়লাও না, মাটির ঢেলা কে হীরে বানানোর জন্য।
আসলে আমার আজকাল ভয়ানক রাগ হয়। "আঁতেল" সিনেমা দূরে থাক। হলিউডও তো মেনস্ট্রীম, কিন্তু সেখানেও তো অ্যান অ্যামেরিকান বিউটি, জুনো, প্রেশাসের মত সিনেমা হয়। অনেক অপছন্দের জিনিস থাকা সঙ্কেÄও এরকম মেকাপ করা, আই-লাইনার লাগানো পাওলি দাম, এরকম অতীব ন্যাকা ন্যাকা সংলাপ দেখতে হয়না। এই প্রেশাস সিনেমাটায় একটা কাϾট্র ওয়াইড অডিশন কল করা হয়, যার থেকে এই মেয়েটিকে পাওয়া। জীবনে প্রথম অভিনয় করছে। চরিত্রটা ডার্ক, ডেস্পেয়ার শেষ সীমা থেকে উঠে আসা। সিনেমাটা দেখতে গিয়ে মনে হবে, এই গল্প এর ছাড়া হতেই পারেনা। এটা (চরিত্র) এই মেয়েটিই (অভিনেতা)। হয়ত পরে সেই ফালতু সিনেমাই করবে। কিন্তু একে দিয়ে ডিরেক্টর একটা অবিশ্বাস্য রকমের ভালো লেভেলের কাজ করিয়ে নিয়েছে।
aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 168.26.215.13
উফ ঘুম্পায়।
Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:১১ | 198.82.23.114
কে আর অত খাটবে। তাছাড়া নামের একটা ব্যাপার আছে, পাবলিসিটির ব্যাপার আছে। পোসেনজিত বাউল জীবনযাপন করছেন এইটারো তো একটা পাবলিসিটি ভ্যালু আছে, সেটা অমুকদাস তমুকদাস করলে হবে? সিল্পের দিনও গিয়াছে, এখন শুধুই বেওসা।
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:০৬ | 99.50.241.18
ইন্দো, বারামখানা মানে কি?
a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:০১ | 99.50.241.18
ব্ল্যাহ্! ঃ্ তোমার কাছে আসছি বলছে প্রীতিলতা!
এই সব সিনেমাতে কেন একটু নতুন মুখ দেখা যায়না? সেই বলিউডি টলিউডি নায়ক নায়িকা? সেই অভিষেক আর প্রসেনজিৎ। এত এত বাউল দুই দ্যাশে, একজনকেও লালন করানো যেতনা?
byaang | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:১৬ | 122.172.25.131
না না, প্রীতিলতা আর নির্মল সেনের প্রেম দেখিয়েছে তো। কিন্তু প্রেম বিরহে কাতর হয়ে আত্মহত্যা ঠিক নয়। প্রীতিলতা সায়ানাইড খাওয়ার আগে শুধু বললেন যে নির্মল আমি তোমার কাছে আসছি। কিন্তু সায়ানাইড খেলেন যাতে পুলিশের হাতে ধরা না পড়তে হয়।
Bratin | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:১৪ | 117.194.96.198
তখনকার মেয়ে গুলো ছিল আগুনের শিখার মতন। প্রেম/ট্রেম করতো না। দেশের জন্যে বলিপ্রদত্ত ছিল
byaang | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:১১ | 122.172.25.131
উফ্ফ। ছড়িয়েছি। আমার আগের পোস্টে প্রীতিলতার জায়গায় কল্পনা আর কল্পনার জায়গায় প্রীতিলতা পড়।
byaang | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:১০ | 122.172.25.131
নাঃ, আমি তো দুইবার দেখে এলুম, তাতেও তো প্রীতিলতাকে আত্মহত্যা করতে দেখতে পেলুম না। সূর্য্য সেনের ফাঁসির সময়ে প্রীতিলতা জেলে বসে কাঁদছিলেন, এটুকুই দেখিয়েছে। কল্পনা দত্ত সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছেন দেখিয়েছে, কিন্তু প্রেমবিরহে কাতর হয়ে আত্মহত্যা না, পাহাড়তলি ক্লাবে আক্রমণের পর সায়ানাইড খেয়েছেন দেখিয়েছে।
Bratin | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:০৭ | 117.194.96.198
আহা, সারাদিক ধরে বৃষ্টি হয়েছে। ওয়েদা একেবারে জমে ক্ষীর। একটু পরে খিচুড়ি আর ডিমভাজা সাঁটাবো
যাকগে , প্রিয় বইয়ের একটা টই ছিলো না? সেটা কি লেখকের নাম সহ? থাকলে কেউ তুলে দেবে?
a x | ০৬ ডিসেম্বর ২০১০ ২১:৪৯ | 99.50.241.18
আমারে এক জনতা বলল এখানে দেখিয়েছে, প্রীতিলতা প্রেম-বিরহে কাতর হয়ে আত্মহত্যা করেছে - ইহা কি সত্যি?
a x | ০৬ ডিসেম্বর ২০১০ ২১:৪৩ | 99.50.241.18
প্রীতিলতার দিদি বাসন্তী প্রায় ভিখিরি অবস্থায় রাণাঘাটের ভাড়া বাড়িতে মারা যান এবছর। ইনি চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কাজে গোপনে খবর আর অস্ত্র সরবরাহ করেছিলেন।
stoic | ০৬ ডিসেম্বর ২০১০ ২০:০৬ | 160.103.2.223
অজ্জিত কি বাজারে আছে? হিউটনের চাকরি গেল।
Baijayanta | ০৬ ডিসেম্বর ২০১০ ১৯:৩৯ | 14.96.173.81
অচিন্ত্যরূপ মানে অচিন্ত্যরূপ রায়? টাইম্স অফ ইন্ডিয়া? মরিচঝাঁপি নিয়ে আপনার দু পার্টের ফিচারটা বেশ ভালো লেগেছিল।
kc | ০৬ ডিসেম্বর ২০১০ ১৯:৩৭ | 89.203.49.18
ন্যাড়াদা আর পামিদির জন্য, Everyone is invited to an evening of sheer Hindustani Classical Music by renowned Sarodiya Pt. Rajan Kulkarni accompanied by Tabla Maestro Shri. Nishikant Barodekar
Date : 12th December 2010 (Sunday) Time: 5.00 PM Sharp Place: Prestize Ozone, Villa #60, Behind Forum Value Mall, Whitefield Road, Bangalore
- Donation minimum Rs. 150/person to help us sustain the event cost. - Seating is limited so RSVP will be greatly appreciated. - All the day's proceeds will go to artistes. For any more details you can contact on - botheamit(dot)gmail(dot)com
achintyarup | ০৬ ডিসেম্বর ২০১০ ১৯:১৪ | 121.246.5.156
ফিলিমটা আমি দেখিনি, টিভিতে কিছু টুকরো-টাকরা গান শুনেছি কেবল, কিন্তু টাকহীন সূর্য সেনের ছবি এই প্রথম দেখলুম, সে জন্য পরিচালককে ধন্যবাদ।
SA | ০৬ ডিসেম্বর ২০১০ ১৮:৪০ | 90.200.14.202
Tatin বাবু, dingora তে card details চাইচে। is it safe
shrabani | ০৬ ডিসেম্বর ২০১০ ১৫:৪৪ | 124.124.244.109
কল্পনা দত্ত যে পি সি যোশীর স্ত্রী ছিলেন আমি জানতাম না! মানিনীর শ্বাশুড়ীই বটে। আমার চট্টগ্রামের ব্যাপারটা ছোটোবেলায় বেশ একটা রক্তগরম করা লাগত, মেয়েদের মধ্যে প্রীতিলতাকে নিয়ে বেশী ইন্টারেস্ট ছিল, কল্পনা দত্তকে নিয়ে নয়, হয়ত প্রীতিলতা প্রাণ দিয়েছিলেন তাই। আমার এখন সিনেমাটা দেখার এবং বইটা পড়ার ইচ্ছে হচ্ছে।
de | ০৬ ডিসেম্বর ২০১০ ১৫:১৮ | 203.197.30.2
Ganesh Ghose, Haripad Bhattacharya, Faqir Chandra Sen Gupta, Himangshu Bhowmik, Kali Kinker Dey, Lai Mohan Sen, Phanindra Lai Nandi, Randhir Das Gupta, Sahay Ram Das, Subodh Kumar Choudhari, Subodh Roy, Sudhir Ranjan Choudhari, Kalipada Chakravarty and Sukhdendu Dastidar were deported to the Andamans, in concern with the Chittagong Armoury Raid Case. -- এঁদেরই তো নাম দেখলাম -- কলকাতার কথাটা জানিনা। এর মধ্য সুবোধ রায় বোধহয় ১৯৪০ তে ছাড়া পান -- ওনার বোধহয় চোদ্দ বছর বয়স ছিলো।
de | ০৬ ডিসেম্বর ২০১০ ১৫:১০ | 59.163.30.2
হ্যাঁ, তারকেশ্বর দস্তিদার আর কল্পনা দত্তই বোমার ফর্মূলা থেকে বোমা বানানোর প্ল্যান করেন আর সফলও হন। সূর্য্য সেনের সঙ্গে একই সময়ে ওনারও ফাঁসি হয়!
d | ০৬ ডিসেম্বর ২০১০ ১৫:০৭ | 14.96.151.156
আচ্ছা চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন মামলায় যাদের আন্দামানে দ্বীপান্তরের আদেশ হয়েছিল, তাদের মধ্যে টিবি হয়েছে বলে কে ছাড়া পেয়েছিলেন? মানে টিবির জন্য তাঁকে আন্দামান যেতে হয় নি, কলকাতায় বোধহয় অন্তরীণ ছিলেন। কে তিনি?
de | ০৬ ডিসেম্বর ২০১০ ১৫:০৬ | 59.163.30.2
বিমান ভাড়া বেশ ভালো হারে বাড়তে চলেছে -- এখন দিদির ট্রেনই ভরসা হবে হয়তো!
গণেশ ঘোষ সিপিএম করতেন। ভোটে জিতেছিলেন। আজীবন অকৃতদার ছিলেন। শেষ বয়সটা পিজির উডল্যান্ড ওয়ার্ডে কাটিয়েছিলেন।
অনন্ত সিংহ আজীবন "বিপ্লবী' ছিলেন। চে গুয়েভারা টাইপ। নকশালদের সঙ্গে কিছুদিন আলগোছে ছিলেন। তারপর আলাদা। ব্যাংক ডাকাতি করে অর্থ সংগ্রহ করে অস্ত্র শস্ত্র কিনে বিপ্লব করার প্ল্যান ছিল। তাই ব্যাংক ডাকাতি করেছিলেন।
de | ০৬ ডিসেম্বর ২০১০ ১৪:৪৪ | 59.163.30.2
মানিনী চ্যাটার্জ্জীর বই অনুসারেই এই সিনেমাটা হয়েছে -- সেরকমই লেখা আছে, তবে কল্পনা দত্তের সঙ্গে কোন রিলেশন আছে কিনা জানিনা! ঐ পাহাড় ঘেরা জায়গার নাম জালালাবাদ -- অস্ত্রাগার লুন্ঠনের পর ওখানেই আত্মগোপন করেছিলেন সূর্য্য সেন আর তাঁর সঙ্গীসাথীরা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন