এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ১০:১৪ | 24.42.203.194
  • কানে তালা লাগলে মাথাটা কেমন করতে থাকে।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১০:১০ | 59.93.215.250
  • আর হ্যাঁ যদিও কেউ জিগায় নাই, তবুও দায়িত্ববান নাগরিক হিসাবে জানিয়ে যাই,ঐ মুন্ডের লাইব্রেরীতে মার্কেজ খুঁজে পালাম না,একটা প্রেমাঙ্কুর আতর্থীর লেখা অচল পথের যাত্রী, আর একটা মোপাসাঁ -র ছোট গপ্প নিয়ে খুশী হয়ে চলে এলাম, এসে দেখি আতর্থী সাহাবের নাম আর বই এর নাম দেখে আমি জ্ঞানগর্ভ বই যে ভেবেছিলাম সেখেনে পুরো ফলস খেয়েচি।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১০:০৯ | 122.172.35.33
  • পিপির গপ্পো পড়ে আমি আরো একবার নিশ্চিত হলাম যে পিপিই আমার কুম্ভমেলায় হারিয়ে যাওয়া যমজ বোন। আম্মো লোকজনকে এরকম ভাষায় কড়া করে বকে দিই। তবে কদিন ধরে কুমুর লেখা পড়ে সন্দ জাগিতেছে সেও আমার আরেক কুম্ভমেলায় হারিয়ে যাওয়া যমজ বোন। তাহলে আমরা হলাম তেমজ।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ১০:০৫ | 59.93.215.250
  • কানে চাবি দেওয়ার কি একটা দেয় তো, চেয়ে নিয়ো না হয়।নাকে একটা হোস পাইপ লাগিয়ে নিয়ো, যা বেরোবে সেটা পাইপবাহিত হয়ে যাবে। এত চাপ নেবার কি আছে?
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:৫৬ | 24.42.203.194
  • পিপির গপ্পো পড়ে আমার কান ও মন দুইই ব্যথা করছে। ঃ((
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:৩১ | 122.172.35.33
  • না রে হুচি, সুন্দরম গল্পটা একবার পড়লে আর ভুলতে পারবি না। গল্পের মোড় যে কোথায় গিয়ে থামবে, কিছুতেই আগে থেকে বোঝা যায় না। আরেকটা গাঁয়ে কাঁটা দেওয়া গল্প পড়েছিলাম বনফুলের লেখা, শাজাহান।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:২৩ | 122.172.35.33
  • হুঁ কোচি কোলি লিখেছিল সেই গপ্পো।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:২০ | 151.141.84.194
  • হিন্দি সিনেমাগুলোতে বেশ একটা জোশের ব্যাপার থাকে, শেষে গিয়ে কংসধ্বংস হয়ে রাধাকিষ্টো দুলে দুলে নাচে। খুব ভালো।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১৮ | 151.141.84.194
  • কে একজন খুব সুন্দর গপ্পো লিখতেন এখানে। সেই যে ন্যাকাচৈতন্য চৈতীর গপ্পো, বেটীর বোকামিতে কংসদাদা জিতে গেল। সেই রাগে গপ্পো পড়াই ছেড়ে দিলাম। কোথায় কংসধ্বংস করে মুন্ডু দিয়ে গেন্ডুয়া খেলে শেষ করবে তা না নাকিকান্না।
    রেগে মেগে আমি হিন্দি সিনেমা দেখতে শুরু করে দিলাম। ঃ-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১৭ | 122.172.35.33
  • আমি ওপাড়ার কেউ না। তিনি অন্যজন।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১৬ | 122.172.35.33
  • আর ভাল্লুকের গল্পফল্প আমি জানি না। একটা ভাল্লুক আমাকে হেব্বি অপমান করেছিল একবার। তারপর থেকে আমি ভাল্লুক পছন্দ করি না একদম। দুই বছরের ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় গেছি, ভাল্লুকের খাঁচার কাছাকাছি গিয়ে দেখি ভাল্লুকের খাঁচার চারপাশে খুব ভিড়, তারপর দেখি ভাল্লুকটা কেমন দুলে দুলে নাচছে, খুব আনন্দ করে চেঁচিয়ে ছেলেকে বললাম "শিগ্গির আয়, ভাল্লুকের নাচ দেখবি, আয় আয়, তাড়াতাড়ি আয়"। অমনি বজ্জাত ভাল্লুক কাঁপতে কাঁপতে গিয়ে শুয়ে পড়ল, খাঁচার ভিতর। আর ডেঁপো ছোকরাগুলো দাঁত বার করে বললো, "আপনার চেঁচানি শুনে ভাল্লুকের জ্বর এসে গেছে''। এই অপমানের পর থেকে আমি আর ভাল্লুকের ছায়া মাড়াই না।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১৪ | 151.141.84.194
  • ওপাড়ায় এদের দেখতাম তিলে তিলে তিলোত্তমা রূপে। কিন্তু ওপাড়ার দিদিমণি নাকি চাকরি ছেড়ে হিমালয়ে চলে গেলেন?
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১৩ | 151.141.84.194
  • ব্যাং থাকেন কই? কলিভাটে কি ব্যাং গেলেন নাকি বড়ম? নিনা কি কলিভাটে গেলেন?
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১১ | 71.201.25.54
  • ব্যাঙদির কি দয়া! গল্পের শেষটা আজকাল আর বলে না!
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১১ | 151.141.84.194
  • সুন্দরম হ্যাঁ। শেষে পোস্ট মর্টেম। অসাধারণ লেখার কায়দাটা ছিলো।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:১০ | 122.172.35.33
  • সুন্দরম তো সুবোধ ঘোষেরই লেখা। এই যে সুকুমার বিয়ে করবে না, ব্রহ্মচর্য পালন করবে, বাবা কৈলাসডাক্তার পাত্রী দেখে বেড়ান, শেষে এক ভিখারী মেয়ে....... আর বললে গল্পটার মজা নষ্ট হয়ে যাবে। সেটাই তো?
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৯ | 151.141.84.194
  • হু, তা কি আর জানি না? ব্যাঙের আধুলি নাকি আজকাল আধ বিলিয়নে গিয়ে ঠেকেছে।
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৯ | 71.201.25.54
  • ওমির কেমন কুটিল মন ;-)
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৮ | 71.201.25.54
  • না না, ব্যাঙ মানুষ খারাপ না। ঘরে প্রচুর সোনাদানা।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৮ | 151.141.84.194
  • শুধু টাক, শুধু টাক। আর কিছু না। ঃ-)
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৬ | 71.201.25.54
  • ওমি সৌমিত্রের নিন্দে কল্লে না প্রশংসা? ওনার ওপর আমার কিন্তু একটু ইয়ে আছে।

    আর ইপিস্তা কোথায়? রজিত কাপুরের টাক-ফাক কিসব বলে যাচ্ছে লোকে! আর ইপিস্তার দেখা নাই। আমি একা মানুষ আর কত লড়ি!
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৬ | 151.141.84.194
  • বুইলাম। মানে উল্টোটা। আবহাওয়ার আপিসের মতন। ঃ-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৪ | 122.172.35.33
  • জটিলাকুটিলা, তিলেখচ্চর টাইপের।
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০৪ | 151.141.84.194
  • "রিবন বাঁধা ভাল্লুক" কার লেখা গল্প?
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০২ | 151.141.84.194
  • তোমার সঙ্গে তো বিশেষ আলাপ হয় নি আমার ব্যাঙ। তুমি যখন এসেছ তখন আমি মরে ভুত। তা, বলো তো তুমি মানুষটা কেমন? ঃ-)
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৯:০১ | 151.141.84.194
  • সৌমিত্র সফি সফি টাইপ নায়ক, বেশ একটু পালিশ থাকবে, একটু একটু ফুকো দেরিদা থাকবে, একটু একটু ময়ূরবাহন থাকবে, তবে তো সৌমিত্র।
    তবে অল্পবয়সের চেয়ে বুড়াবয়সে এখন বেশ একটা ভারিক্কী চাল এসে জিনিসগুলো ভালো হচ্ছে। সেই যে সাঁঝবাতির রূপকথারা তে কেমন লাগলো?
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৮ | 122.172.35.33
  • আছে, আছে, পঞ্চভূতে মিশে আছে, আর ফোঁসফোঁস নিঃশ্বাস ফেলছে, টপটপ চোখের জল, তাকে আর তোমরা মনে কর না যে! ডাকলেই এসে যাবে।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৮ | 151.141.84.194
  • সুবোধ ঘোষের লেখা কোনো গল্প কি ছিলো "সুন্দরম" নামে?
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৭ | 151.141.84.194
  • সেই তেকোনা যে কিনা ব্যাঙকুমারীর গল্প লিখতো সে কোথায় গেল?
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৬ | 122.172.35.33
  • আমি কেলাস এইটে পড়ার সময়ে ম্যাপ বইয়ের ভিতরে ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে শিউলিবাড়ি পড়েছিলাম কিনা, তাই মনে আছে। ঃ-) সবচেয়ে পছন্দের জায়গা ছিল, নদীর উৎস সন্ধান করতে গিয়ে পাহাড়ের উপরে এক ভাল্লুকের সাথে মোলাকাৎ এবং রক্তাক্ত লড়াই, অবশেষে মানুষের জয়। তবে পড়তে গিয়েই খালি মনে হত উত্তমকুমারের ফটো সামনে বসিয়ে লেখা। সৌমিত্রর দ্বারা কি আর পাহাড় কেটে শহর বসানো, ভাল্লুকের সঙ্গে লড়াই এইসব হত!
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৫ | 151.141.84.194
  • মাস্টারদা সূর্য সেনের কি টাক ছিলো?????
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৫ | 151.141.84.194
  • সুনীল একটা মজার লেখা লিখেছেন। তাতে এক জায়গায় আছে মানুষেরা কুকুরের ভাষা কিছুই শিখতে পারে নি, বরং কুকুর মানুষের ভাষা খানিকটা শিখে নিয়েছে, বিশেষ করে ইংরেজি ভাষা শেখার ব্যাপারে কুকুরের খুব আগ্রহ। ঃ-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫২ | 122.172.35.33
  • আর হ্যাঁ, কাল রাত্তিরে পুরনো সিডি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখি আমার কাছে ৪২ও আছে আবার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনও অছে। চট্টগ্রামের সিডির কভারে দেখি একজন টাকমাথা ভদ্রলোক আর দীপ্তি রায়ের এর ছবি। এখনো সিডিটা চালিয়ে দেখি নি, দেখা হলে নায়কের নাম বলে দেব। তবে রিসেন্টলি রজিত কাপুরের কী একটা যেন সিনিমা দেখলাম, ওনার মাথায় যেরকম টাক পড়েছে, একদম ঠিক মানিয়ে যেত।
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৫২ | 151.141.84.194
  • তবে????? এই দেখুন এতক্ষণে পাওয়া গেছে। আমি বলছি ছায়াছায়া মালুম দিচ্ছে শিউলিবাড়ি সিনেমা, আর সবাই হি হি হি হি করে বলে রামগোপাল ভার্মার সিনেমা নাকি!
    এতক্ষণে প্লবঙ্গমী সুন্দরী বেঙিমণি এসে আসল কথাটা কইলো। সোনার দাঁত হোক তোমার ব্যাঙিমণি। ঃ-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ০৮:৩৫ | 122.172.35.33
  • এরা শিউলিবাড়ি আর শিউলি ঘেঁটে দিচ্ছে কেন? শিউলিবাড়ি তো সুবোধ ঘোষের লেখা উপন্যাস, সিনেমাটায় যদ্দূর মনে পড়ে উত্তমকুমার আর অরুন্ধতীদেবী ছিল।
  • A | ০২ ডিসেম্বর ২০১০ ০৪:৫৪ | 59.93.246.56
  • আস্তে পারি?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ০৪:৩৮ | 198.82.29.199
  • না সোসিতো হতে গেলাম। ঃ-)
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৪:১১ | 151.141.84.100
  • টিম কি কবিতা লিখতে গেলে?
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:৩৩ | 151.141.84.194
  • শীতে ফফলেষু হয়েছে, আরো শীত পড়লে ফফফফফলেষু হবে।
    টপ্পা তো এইভাবেই এসেছে। ঃ-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:২১ | 198.82.29.199
  • ইন্দোদার অভিশাপে আজকাল আমার বানামগুলো এঁকেবেঁকে যাচ্ছে।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:২১ | 198.82.29.199
  • ফলে লোভ কত্তে নেই। শাস্ত্রে বলেছে, মা ফফলেষু... ইত্যাদি।
  • pipi | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:১২ | 78.52.236.117
  • কি মুশকিল! সিংহপুর আবার ক'টা হবে? একটাই তো। দেখেন নি কি সিংহপুরের মুখ দিয়ে হিসু করা বিখ্যাত সিংহের ফোটোক? মানে ভদ্র ভাষায় যাকে বলে মার লায়ন?
    সেখেনে খাঁটি এবং আসলি সিঙ্গাপুরী কলা মেলে - বেঁটে বেঁটে, চকচকে সবুজ গা, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। মোটেও আমাদের দেশের মতন নয়। আর মেলে টুকটুকে লাল জামরুল। বেড়ে জায়গাখানা।
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:০৭ | 151.141.84.194
  • এখুনি লিখুন হু, এখুনি। লোককথার নাম শুনলেই আমি হেন হাফরোবটেরও কেমন কেমন লাগে।
    শিগগীর টইয়ে গিয়ে লিখুন প্লীজ।
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:০৭ | 12.34.246.72
  • গুরুদেব তুষার নিয়ে কোন কবিতা লেখেন নি?
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:০৫ | 12.34.246.72
  • তুষার নিয়ে চমৎকার কিছু লোককথা পড়লাম। কবে যে সেসব লেখার সময় হবে!! ঃ-(
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:০৫ | 151.141.84.194
  • আঃ, টিম, গুরুদেবের কথা মনে করো, ঠান্ডায় কেঁপেই কেঁপেই তো কবিতা লিখতে হয়, মাভৈ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া বরফে রথ চালিয়ে ঐ পারেতেই যাবে এ রথ তোমার গরম ঘরে গো।
    টপ্পার সুরটা ভালো খেলে তখন।
    ঃ-)
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০৩:০১ | 151.141.84.194
  • সিংহপুর কোনটা? সাংহাই? নাকি নানজিং? নাকি অন্য কিছু?
  • omicron | ০২ ডিসেম্বর ২০১০ ০২:৫৯ | 151.141.84.194
  • ডোরাকাটা জামা আমার ছোটোবেলার স্মৃতিকে অমূল্য করে রেখেছ। পরের জন্মে ভিন গ্রহে জন্মালে ইকুইভ্যালেন্ট জিনিসপত্র থাকতে হবে,ডোরাকাটার ইকুইভ্যালেন্ট থাকতেই হবে, নইলে খেলবো না।
    অবশ্য সে জন্মে কি এ জন্মের কথা মনে থাকবে??????
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ০২:৫৯ | 198.82.29.199
  • ধুস তুষার পড়ে গাড়ি পোস্কার করানোর জন্য, ঠান্ডায় কেঁপে কেঁপে ইশকুল আসার জন্য।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ০২:৫৬ | 151.141.84.194
  • টিম, কবিতা নাই কেন? লেখো লেখো। তুষার পড়ে কেন, তোমাকে দিয়ে কবিতা লেখানোর জন্যই তো!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত