এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ০২:১১ | 59.93.243.164
  • আরে দুক্কু পেতে নেই। আরও ২৫-২৬টা তো আছে। ঃ)
  • I | ২৪ নভেম্বর ২০১০ ০২:০৮ | 14.96.46.221
  • গুরুচরণাশ্রিত কেডিদাদা,
    পত্র পাইবামাত্র অবিলম্বে বৈদ্যুতিন ডাকযোগে ডাক্তারণীর ঠিকানাসুলুকসন্ধান পাঠাইয়া দিবেন। অন্যথা করিবেন না।
    ইতি,
    দন্তরুচিকৌমুদীবিলাসী সৌন্দর্যানভিজ্ঞ ইন্দো।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ০১:২১ | 122.162.75.205
  • অদ্যাবধি আমি পাঁচ কিংবা ছখানা দাঁত খুইয়েছি। কিন্তু কোনও সুন্দরী সান্নিধ্যে আমার দাঁত খোয়া যায় নাই।

    এখন, এই দুঃখ বুকে চেপে আমি ঘুনু কত্তে গেলাম।
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ০১:১০ | 59.93.243.164
  • ও হ্যাঁ, হয়তো এই ইনফর্মেশনটা দেওয়া উচিত।
    আমার দাঁতের ডাক্তারটি একজন অতি সুন্দরী যুবতী। তিনি আবার দাঁতে এফার্সিএস। সত্যি কিনা জানিনা বা এমন কিছু হয় কিনা তাও জানিনা তবে সুন্দরী যুবতীরা যা বলে তাই বিশ্বাস করি।
    বয়সের দোষ, কী করবো!
  • I | ২৪ নভেম্বর ২০১০ ০০:৪৪ | 14.96.46.221
  • হ্যাঁ, দ্যাখেন দেখি ! সেইটা কে ওদের বুঝায়ে বলে। যত্ত সব বালখিল্য !

    ভাটে শুধু আমি আর ক্যাবসই একমাত্র প্রাজ্ঞ।
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ০০:৩৬ | 59.93.243.164
  • দাঁত তোলানো নিয়ে সকলে এমব বিগ ডীল করছে কেন? আমি তো অপেক্ষা করছি কবে নেক্সট দাঁতটা নড়তে শুরু করবে। মাইরি বলছি।
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ০০:৩১ | 59.93.243.164
  • কে বললো পারা যায় না? অ্যাবসোলিউটলি পারা যায়। নিজের পয়সা দিয়ে কেনা বাঁধানো দাঁত দিয়ে যখন ইচ্ছে নিজের কান কামড়ানো যায়।
  • omega | ২৩ নভেম্বর ২০১০ ২২:১৪ | 151.141.84.194
  • হিন্টঃ দাঁত দিয়া কান কামড়ানো যায়।তবে আলাদা আলাদা ব্যক্তির দাঁত ও কান। ঃ-)
  • omega | ২৩ নভেম্বর ২০১০ ২২:১৩ | 151.141.84.194
  • দাঁত ও কানের মধ্যে সম্বন্ধ কোথায়? বিস্তারিত লিখো। (১০ নম্বর)
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ২১:৩১ | 117.194.96.173
  • এক্ষেত্রে দন্ত্যোষ্ঠ বর্ণ উচ্চারণের জন্যে শুধু সামনের ২টো দাঁত ধরা হচ্ছে ঃ-))
  • kc | ২৩ নভেম্বর ২০১০ ২১:২৭ | 89.203.49.18
  • v v ,     দুটো
  • de | ২৩ নভেম্বর ২০১০ ২১:১৪ | 110.226.34.181
  • কেসির কটা কান?
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৭:২৯ | 59.178.37.227
  • ক্ষমিবে না,ক্ষমিবে না-আ-আ-
    ক্ষমিবে না যে ইন্দোদাদা ওনার লেগ-টানাটা--
  • kc | ২৩ নভেম্বর ২০১০ ১৭:২৬ | 194.126.37.76
  • ব্রতীন, পার দাঁত একটা করে, যে দিকের দাঁত সেদিকেরই কান। দাঁতটা ডাগদারের, কানটা আমার। ঃ)
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৭:১৭ | 59.178.37.227
  • টাকলার হাল্কা করে ডেংগি হোক,এই মুহূর্ত্তে ইহা অপেক্ষা বড় অভিশাপ আমি জানি না।
  • Kartuj | ২৩ নভেম্বর ২০১০ ১৭:১০ | 125.20.3.146
  • কুমুদি, আর দুঃখের কথা কি বলি? আপনার কি শরীল খারাপ ছিল অ্যাদ্দিন আসেন নি?

    একজন তো তিনদিন এলো না, সকালে উঠেই টাকলা ম্যাঞ্জারকে ফোন, কি না ছেলেকে পোকা কামড়েছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর আমি দেখো, একটু বলিচি বে-বাড়ি যাব, কোথায় কি বৃত্তান্ত সব বলো, মুখটা এমন কল্ল যেন, বেশ তো ছিলে একমাস ছুটিটুটি নিচ্ছিলে না, আবার শুরু করলে? তারপর থেকেই ইচ্ছে করে চাপ দিচ্ছে। পিত্ত কি সাধে জ্বলে !
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৭:০০ | 59.178.37.227
  • কার্তুজভাই,ভালো আছেন?
    একমত,জীবনে বড়ই চাপ।
  • til | ২৩ নভেম্বর ২০১০ ১৬:৫৯ | 220.253.185.165
  • শট না নিলে আমার GP র মুখ ভার; এসব তো Health Service কভার করে না, পুরো দাম দিয়ে কিনতে হয়, তো তিনি ভাবলেন আমি কিপটেমি করছি। অতএব!
    গুডনাইটের ফান্ডা কোন এক ইনভেনশানে দেখেছি। ওকে, কিনবো। তবে আমার পছন্দ মশারী, মেকানিক্যাল ব্যারিয়ার, তবে কেউ টাঙিয়ে দিলেই। নতুবা এই কাজটায় আমার অশেষ আপত্তি, বহুযুগ আগে যখন হোস্টেলে থাকতাম সকালে উঠেই আবার গুঁজে দিতাম, work simplification আর কি!
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ১৬:৫৭ | 193.222.161.5
  • এদের কয় ক্রিটিকাল রিসোর্স.....
  • Kartuj | ২৩ নভেম্বর ২০১০ ১৬:৫৫ | 125.20.3.146
  • উফ, একটা দিন মোটে ছুটি নিয়েছি, এমন করছে ম্যাঞ্জার যেন আর "আমি ফিরব না রে ফিরব না আর ফিরব না রে"। সব আজকেই করে যেতে পারলে ভালো হয়। ক্ষি জীবন !
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ১৬:৫০ | 193.222.161.5
  • কোন কান? ঃ-))
  • kc | ২৩ নভেম্বর ২০১০ ১৬:৩১ | 194.126.37.76
  • দুব্বল ন্যাতপেতে ডাগ্‌দারখান ফের কঠিন কঠিন ইনজিরি বই পড়া শুরু করেছে, দুবছরের মধ্যেই সামনের দুটো দাঁত যদি না যায় তাইলে আমার কান তুলে ফেলার বাজী থাগল।
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৬:১০ | 59.178.61.70
  • দুব্বল শরীর ও মাথায় এত কটিন কথা ঢুকতাসে না।
    তবে,ঐ দাঁত তোলাটার একখান ভিডিও থাগলে------ঃ-)))
  • de | ২৩ নভেম্বর ২০১০ ১৫:৫২ | 203.197.30.2
  • ক্যান? ইগনোমিক্সের লগে সম্মন্দো ক্যান? বাঙালীর (/বাঙালের) পেশী অর্থকরী চাপ নিতে পারে না বলে? ঃ))

    যদুপুরেরি বা সম্পক্কো কি? ক্ষী জটিল সমস্‌সা!
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৫:৪৬ | 59.178.61.70
  • আইদাদা, এইটা দেখেন তো-

    http://www.filestube.com/p/pedro+paramo+pdf

    ডিডিদা,ইয়ে,ঐ দাঁত তোলা কি হয়ে গেছে?
  • dd | ২৩ নভেম্বর ২০১০ ১৫:৩৭ | 124.247.203.12
  • আম্মো তো, আইদাকে ফোগলা কয়েছিলাম, কিন্তু সেতো পোস্ট হান্নিয়া। তবে এক দাক্তারের দাঁত টেনে মুচড়ে আর একজন ডাক্তার তুলছে, সেই অশায়তা দেখেও এট্টু হাসি ঠাট্টা কত্তে পাবো না ?

    নিশ্চয়ই অন্যের পাপেই আমার এ অবোস্তা।
  • kc | ২৩ নভেম্বর ২০১০ ১৫:৩৪ | 194.126.37.76
  • হান্নিয়ার সঙ্গে ইকনোমিক্সের কিরম এগটা সম্মন্দ আচে। মানে আপনি ইকনোমিক্স নিয়ে পড়ালেখা করলেই যে হান্নিয়া হবে তা নয়, কিন্তু আপনার হান্নিয়া হলে দেখা যাবে অতীতে আপনার ইকনোমিক্স নিয়ে পড়ার চান্স খুব বেশী ( যদি আপনি বাঙালি হয়ে থাকেন)। যদুপুর হলে তো কথাই নেই।
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৫:৩৩ | 59.178.61.70
  • ক্ষমা,আইদাদা,ক্ষমা-----
    আপ্নের দাঁত তোলা নিয়ে হাসাহাসি করেছিলুম,সেই পাপে মনে হয় এই ডেংগির ভোগান্তিটা হলো।
  • de | ২৩ নভেম্বর ২০১০ ১৫:২১ | 59.163.30.2
  • ডিডিদা,

    ঘানি টানার ফাঁকে ফাঁকে এগ-দু ঢোঁক ইসে নিলেই বা কে দেখতে যাচ্ছে? ঃ)) যদিও হান্নিয়ার লগে ইসের সম্পক্কো কি আমি জানি না!

    যাগ্গে, এসব অসদ্‌পরামশ্য ভুলে ভালো থাগবেন!
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ১৪:৫২ | 117.194.100.250
  • দীপ্তেন দা ঃ-)))
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৪:৫২ | 59.178.61.70
  • সকলের এত সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ।অল-আউট,ধূপের ধোঁয়া (সকাল-বিকেল)সবই ছিল,তাও------
    আজ এক্টা জরুরী মিটিন ছিল,শুধু সেইটে attendকত্তে আপিস এসেচি।
  • dd | ২৩ নভেম্বর ২০১০ ১৪:৪৭ | 124.247.203.12
  • তাথে্‌থকেও খারাপ হলো কোথার থেকে প্রচন্ড কুচুটে,নীচুমনের কিছু আজগুবী লোক এসে চুকলি কেটে গেলো যে হান্নিয়াতে নাকি বেশী ইসে পান কত্তে নেই।

    সে যে ক্ষি অশান্তি।
  • kc | ২৩ নভেম্বর ২০১০ ১৪:৪০ | 194.126.37.76
  • সবের মূলেই আছে কিন্তু টারশিয়ারি স্মোকিং।
  • dd | ২৩ নভেম্বর ২০১০ ১৪:৩২ | 124.247.203.12
  • ডেংগু ? কিস্‌সু না।

    আমি তো হান্নিয়া ভুগে উঠলাম। একেবারে রক্তারক্তি কান্ডো। সাদ্দিন পরেই আবার চেন্নাইতে ফিরে এসে ঘানি টানছি।

    বাকীদের সব কুশল তো ?
  • de | ২৩ নভেম্বর ২০১০ ১৪:৩১ | 59.163.30.2
  • আপ্নেও শট লইয়া দ্যাশে আসেন ঃ))?

    গুড-নাইট মশা-রিপেল্যান্ট, প্লাগ-পয়েন্টে বসিয়ে রাখলে মশা আসে না, লিকুইড ইভ্যাপোরেট করে মশা তাড়ায়, কিংস-মার্কেটে গিয়েই একখান কিনবেন অবশ্যই!
  • til | ২৩ নভেম্বর ২০১০ ১৪:২৭ | 210.193.178.129
  • জয়ন্তী দিদিমণি,
    সেরে উঠেছেন এটাই সুখবর। তাই বলি পাত্তা নেই কেন!
    (দে্‌দি কে জিগাই, গুডনাইত বস্তুটা কি, কছুয়া ছাপ? আমি তো এক সিটিং এ তিনটে ইঞ্জেকশন নিলাম, টিটেনাস, হেপ-A ও তাইফয়েড!)
  • de | ২৩ নভেম্বর ২০১০ ১৪:২২ | 59.163.30.2
  • জয়ন্তী,

    ডেঙ্গী সত্যি খুব খারাপ, রেস্টে থাকো আর জলদি সুস্থ হয়ে যাও। মশারী আর গুড-নাইটকে নিত্যসঙ্গী করো!

    পিসিমণির কোমা কি ভাইরাল?

    কাত্তুজ,

    রাঘব চট্টোপাধ্যায়ের গান তো ভালোই লাগলো ওডাআতে!

    অপ্পনের লজেন্টা দিয়ে গেলাম!
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৪:১৭ | 59.178.61.70
  • হ্যাঁ,ওষুধ, চিকেন সুপ-এইসব খাইয়ে নিজেকে নিজে টেনে তোলার চেষ্টায় আছি।
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ১৪:১২ | 193.222.161.5
  • জয়ন্তী সাবধানে থেকো। ওষুধ খেতে হচ্ছে এখনো?
  • jayanti | ২৩ নভেম্বর ২০১০ ১৪:০১ | 59.178.61.70
  • ডেংগুর মত খারাপ অসুখ আর নেই,বারোদিন ভুগে উঠলাম।
    এদিকে বাড়ীতে পিসিমণি কোমায় চোখ বুজে পড়ে আছেন।
  • M | ২৩ নভেম্বর ২০১০ ১৩:৪৯ | 59.93.169.49
  • ইসে, সেরম কোনো CD তো খুঁজে পেলাম নাঃ(, সবই তো এটার থেকে কপি করা CD, যা কিনা পরে কম্পুকে আবার চালু করতে গেলে মানে কখন ও বিগরোলে লাগবে। তবে আমি সেই কী নাম্বার কোথায় পাই? ভ্যাঁক
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ১২:৪৮ | 204.138.240.254
  • মেরে দিয়েছে।
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ১২:২৩ | 193.222.161.6
  • আর মেরে আনলো তো!!
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ১০:৪০ | 70.64.19.80
  • অ, অভ্যু সবুজ মালাই জানে, বাঃ বাঃ
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ১০:৩৪ | 216.52.215.232
  • সে তো অভ্যু জানে!
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ১০:৩২ | 70.64.19.80
  • সেকি মালাই খা-ও সবুজ ?
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ১০:২৪ | 216.52.215.232
  • নাঃ, আম্পায়াররা কালকের দিনটা ছুটি নেবে ঠিক করেছে।
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ১০:১৮ | 204.138.240.254
  • যাও যাও। আজ জিতবে না। কাল জিতবে।
  • Bratin | ২৩ নভেম্বর ২০১০ ১০:১৫ | 117.194.96.139
  • আজকে আমি WFH। ভারতবর্ষের জেতা টাও দেখা যাবে।
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ১০:১১ | 204.138.240.254
  • যে সে নদ্দমা নয়, এই সবুজ একেবারে কালীঘাটের টালির নালার জলে রঞ্জিত। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত