এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১১:৪৪ | 216.52.215.232
  • কগনির বাস আছে?
  • d | ১৬ নভেম্বর ২০১০ ১১:৪১ | 14.96.196.46
  • ডি এল এফ ফেজ-২ কোথায়? সেখানে আমাদের কোং ৩-৪ টে ফ্লোর নিয়েছে।
  • Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১১:৪০ | 122.248.182.16
  • হ্যাঁ, বানতলা নিয়ে অনেকের ব্যথা আছে শুনেছি।
  • Arijit | ১৬ নভেম্বর ২০১০ ১১:৩৩ | 61.95.144.122
  • টেক্‌নোর থার্ড ফ্লোরে কগনির বাচ্চাগুলো লিফ্‌টের সামনের করিডরে খবরের কাগজ পেতে বসে থাকে। শুনলাম লটকে লট ধরে বানতলায় নির্বাসন দিচ্ছে বলে অনেকে ছাড়ছে।
  • Samik | ১৬ নভেম্বর ২০১০ ১১:১৬ | 122.162.75.183
  • হুঁউঁউঁ। আপিসে ঠাঁই নাই ঠাঁই নাই। বিকল্প জায়গার সন্ধান চলছে। যদ্দিন না তা খুঁজে পাওয়া যায়, আর যদ্দিন না আমার প্রজেক্ট অ্যালোকেশন হয়, যা কিনা হতে হতে ডিসেম্বর, তদ্দিন ঘরে বসে মাইনে পাও। এ মাসটা এরকমই চলবে।
  • Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১১:০৪ | 122.248.182.16
  • যাতা অফিস তো!! ঃ-))
  • Samik | ১৬ নভেম্বর ২০১০ ১০:৫৬ | 122.162.75.183
  • কমরেড দাগু অত্যন্ত অনৈতিক কাজকম্মো কচ্ছেন। মেহনতী মানুষকে তাঁর প্রগতিশীল লেখাপত্তর থেকে বঞ্চিত করে পোতিক্কিয়াশীল নীরবতায় মগ্ন হয়েছেন। চুপ করে থাকার জন্য কি উনি সিআইয়ের পয়সা পান?

    কমরেড দাগু জবাব চাই জবাব দাও।
  • Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১০:৫২ | 216.52.215.232
  • শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
    মাঝে মাঝে ভাটে তোমার পরশখানি দিয়ো।

    - এই চরণটি কমরেড দাশগুপ্তের উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা দুদিন আগে টইপত্তরে ভুস করে ভেসে উঠে আবার আত্মগোপন করেছেন।
  • Samik | ১৬ নভেম্বর ২০১০ ১০:৪৭ | 122.162.75.183
  • আরে সে-কথা আর বোলো না। আপিস থেকে আমাকে আসতে বারং করে দিয়েছে। আমি এখন ঘরে বসে ছুটি কাটাচ্ছি ঃ-)))
  • Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১০:৩৪ | 122.248.182.16
  • শমীকের নতুন দোকান কেমন? জীবন চাপযুক্ত নাকি চাপমুক্ত?
  • Samik | ১৬ নভেম্বর ২০১০ ১০:৩০ | 122.162.75.183
  • সে আর বলতে!
  • aka | ১৬ নভেম্বর ২০১০ ১০:০৩ | 24.42.203.194
  • নারকোলের জল সব শুকিয়ে গেল বোধহয় এতক্ষণে।
  • Samik | ১৬ নভেম্বর ২০১০ ০৯:৩১ | 122.162.75.183
  • সবাই সেই কাল সন্ধ্যে থেকে হাতে নারকোল নিয়ে দাঁড়িয়ে আছে?

    ক্ষী চাপ !!
  • Arpan | ১৫ নভেম্বর ২০১০ ১৯:১০ | 204.138.240.254
  • যাবার সময় হাতে একটা করে নারকেল ধরিয়ে দেয়।
  • Samik | ১৫ নভেম্বর ২০১০ ১৮:৪১ | 122.162.75.42
  • নিদ্রা মাডি ....
  • de | ১৫ নভেম্বর ২০১০ ১৭:২১ | 59.163.30.4
  • পারমিতা,
    ঘুম ভাঙলে কন্নড়ী বিবরণ দিও ঃ))
  • Netai | ১৫ নভেম্বর ২০১০ ১৪:৫৫ | 121.241.98.225
  • Chromepet চেন্নাই airport থেকে 4-5 km হবে।
    কাছাকাছি Hotel grand palace টা বেশ ভালো। তবে আগে থাকতে booking না থাকলে পাওয়া মুশকিল।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১০ ১৩:৫৯ | 122.248.182.16
  • গেছে গেছে!!!
  • Paramita | ১৫ নভেম্বর ২০১০ ১৩:৫৮ | 202.3.120.9
  • সোম দুকুরে কন্নড বিয়ের পাত খেয়ে এখন চোখ ঘুমে বুয়ে(নট টাইপো, পান মুখে) আসছে। বিশদ পরে পাল্লে দেবো।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১০ ১৩:৫৪ | 122.248.182.16
  • ওদের কি উইকেট পড়বে না?? ঃ-((
  • Arpan | ১৫ নভেম্বর ২০১০ ১৩:১৭ | 204.138.240.254
  • উইকি বলছে ৪ কিমি।
  • Arijit | ১৫ নভেম্বর ২০১০ ১৩:০৭ | 61.95.144.122
  • (১) চেন্নাই এয়ারপোর্ট থেকে Chromepet কত দূর?
    (২) Chromepet-এর আশেপাশে বাসযোগ্য হোটেল কিরকম আছে?
  • I | ১৫ নভেম্বর ২০১০ ১১:২৪ | 14.96.124.183
  • ২৮শে নভেম্বর কখন?
  • Samik | ১৫ নভেম্বর ২০১০ ১০:২৮ | 122.162.75.170
  • হয়ে গেছে।
  • byaang | ১৫ নভেম্বর ২০১০ ০৯:৫৩ | 122.166.163.152
  • শমীক, পাঠাতে একটু দেরি হল, জিমেল চেক করিস।
  • Nina | ১৫ নভেম্বর ২০১০ ০৪:৫৯ | 68.84.239.41
  • ২৮শে নভেম্বর, রবিবার, কাব্লিদার বাড়ীতে কলিভাট ঃ-)) গুরু ও চন্ডাল সব একঘাটে জল(রঙীন) খাবে ও প্রাণখুলে ভাটাবে;-))
  • I | ১৫ নভেম্বর ২০১০ ০০:০৪ | 14.96.67.57
  • ২৮শে কী? নভেম্বর? কী বার?
  • ranjan roy | ১৪ নভেম্বর ২০১০ ২৩:৪৪ | 122.168.21.6
  • মাইরি! আরে একটা রহস্য গল্প লিখবো। নাঃ, আনাড়িদের পর দুটো বলে ক্রিজ ছেড়ে এগিয়ে লিফট্‌ করতে নেই। স্টাম্পড্‌ হওয়ার চান্স একটু বেশি।
  • ranjan roy | ১৪ নভেম্বর ২০১০ ২৩:৪২ | 122.168.21.6
  • স্মিরনফ আসছে? আমি তালে-- নাঃ, এখন রিটায়ার হয়ে গেছি, গম্ভীর হতে হবে।
    ২৮শে আমি কাবলিদার বাড়ি যাচ্ছিই। সামরানের হাতের তৈরি জিনিসের স্বাদই আলাদা। যদি সম্ভব না হয়, তালে সুনীতার
    হাতের রান্না খাবো, কিন্তু ওই দিন কাবলিদার বাড়ি যাবো।
    এর পরে যদি কেউ সেদিন বিকেলে বা ৪ ডিসেম্বরে ডাকেন
    সেখানেও যাবো।
  • I | ১৪ নভেম্বর ২০১০ ২০:০৮ | 14.96.183.32
  • রঞ্জনদা,
    ফার্স্ট শো মনে হয় দেখা হবে না। এমনিতে টিকিট নিশ্চয় পাওয়া যাবে না; আর টিকিট চাইব ভেবে ফোং করে শেষমেশ আমার কেমন টিকিট চাইতে লজ্জা করল। এক্কেরে লরেন দত্ত কেস।
  • Samik | ১৪ নভেম্বর ২০১০ ১৪:৪৭ | 122.162.75.200
  • ব্যাংদি, পারমিতাদি, জলদি জলদি মেল দ্যাখো।
  • Paramita | ১৪ নভেম্বর ২০১০ ১০:৪২ | 122.172.44.142
  • ব্যাং / ঈপ্সিতা, মেল দেখো।
  • sana | ১৪ নভেম্বর ২০১০ ০৫:২৭ | 58.106.156.197
  • til কবে যাচ্ছেন? সাবধানে যাবেন,অনেক আনন্দ করে আসুন!
  • til | ১৪ নভেম্বর ২০১০ ০৪:৩৭ | 220.253.185.165
  • ২৮ শে হবেই হবে, মহামান্য কাবলিদা কথা দিয়েছেন, সামসুমও। রোজ রোজ গোল পোষ্ট পালটালে তো মুশকিল! নিনা তো অলরেডি স্মিরণফ সাহেবকে বগলদাবা করে ফেলেছেন! তবে অপেক্ষা কিসের।
  • Ninaa | ১৪ নভেম্বর ২০১০ ০১:৫২ | 68.84.239.41
  • এ বাবা, প্লিজ্‌জ্‌জ্‌জ্‌জ, আমি 4th চলে যাচ্ছি , 28th হোক, পরে আবার হোক কিন্তু তাই বলে 28th যেন ভোগে না যায়--ভ্যাঁআআআআঅ
  • Samik | ১৪ নভেম্বর ২০১০ ০১:৪৮ | 122.162.75.207
  • সু কি মুক্তি পেলেন।
  • ranjan roy | ১৪ নভেম্বর ২০১০ ০১:৪৪ | 122.168.204.241
  • ইন্দোডাক্তারের বন্ধুভাগ্যে একপেট হিংসে হল। তবে ছারছিনে ডাকতার! প্রথম শো দেখে আমাদের রিভিউ লিখে জানাও, তুমিও অবন ঠাকুরের মত ছবি লেখ।
  • ranjan roy | ১৪ নভেম্বর ২০১০ ০১:৪২ | 122.168.204.241
  • রোববার ছেড়ে অন্য কোন দিন( ৩ ডিসেম্বরের থেকে) করলে আমাদের ছান্দসিক ""সোমনাথ'' কে পাওয়া যাবে। জনগণ, জরা ধ্যান দিজিয়ে। কার্তুজ! কই গ্যালা? একাধিক ছোট ছোট ভাট হোক।

    কারণ আমি ছাড়া সবাই কাজের লোক।
    সুদীপ্ত! তুমিতো হায়দ্রাবাদী ভাটের লোক। শত্রুপক্ষ!
    আচ্ছা, জয়ন্তীমঙ্গলাকালী আর কুমড়োপটাশ একই! এতগুলো অ্যালিয়াস কেন? ক্রাইম করার ইচ্ছে নাকি?
    এখন থেকে জয়ন্তী। ফেব্রুয়ারিতে দিল্লি গেলে তোমাদের সবাইকে দিল্লি ভাটের জন্যি জ্বালাবো।
    আসলে হিন্দিবলয়ে যেমন হনুমানদাস অর্থাৎ শ্রীরামচন্দ্র ডাকার সময় "" আবে হনুমান'' হয়ে যান, তেমনি কুমড়োপটাশ থেকে কুমড়ো!ঃ))))
  • sigma | ১৪ নভেম্বর ২০১০ ০১:৩৪ | 220.253.185.165
  • .৭২ লাখ কোটি টাকা? মানে কটা শূণ্য? উরেব্বাস, এ রাজা তো রাজা নয় ...... রাজা নিশ্চয়!
    ভারতের রত্ন একেবারে!
  • kd | ১৩ নভেম্বর ২০১০ ২৩:৫১ | 59.93.200.121
  • আরে প্রশান্ত যে! এসো এসো, বোসো। জমিয়ে আড্ডা দাও।

    এই রে! তুমি বলে ফেল্লুম, রেগে যেও নি। খারাপ লাগলে জানিও, 'আপনি'তে প্রমোশন দিয়ে দেবো'খন। আসলে বয়সের গাছপাথর নেই, এখানকার পাব্লিক আমায় 'কাব্লিদা' বলে, যদিও মাঝেমধ্যে ক্যাব্‌স্‌, কাব্লেবুড়োও শুনতে পাই।

    কাগুজে গুরু পড়েছো? কোনগুলো? ক্যামন লাগচে?
  • Samik | ১৩ নভেম্বর ২০১০ ২২:৪৬ | 122.162.75.207
  • ভারত ইলেকট্রনিক্স? কোন শহরে?
  • Prosanta | ১৩ নভেম্বর ২০১০ ১৬:১৯ | 59.163.88.180
  • আমর নাম প্রশান্ত দত্ত।
  • sigma | ১৩ নভেম্বর ২০১০ ১৩:১৫ | 220.253.185.165
  • আর ডক্টর দাশগুপ্ত? ওঁর কেস কি? রিয়্যাল তো?
  • Ishan | ১৩ নভেম্বর ২০১০ ১২:১৫ | 122.177.129.149
  • কালীঘাট প্রেস মতে বোধহয় হননি। প্রগতিশীল পাঁজির মতে হয়েছেন।

    আপুনি কোন পাঁজি ফলো করেন তার উপর ডিপেন করছে। ঃ)
  • sigma | ১৩ নভেম্বর ২০১০ ১২:১৩ | 220.253.185.165
  • আচ্ছা পবিত্র সরকার কি শেষ পর্য্যন্ত ডক্টর হয়েছেন? মাঝে অনেক জল ঘোলা হলো, তারপর?
  • Shaherin Arafat | ১৩ নভেম্বর ২০১০ ১১:২১ | 202.134.8.92
  • একটা বিষয়ে আমার জিজ্ঞাস্য ছিল...
    যদি কেউ সাহায্য করতে পারেন, কৃতজ্ঞ থাকব...
    ভারতের কয়টা আই.টি সম্পর্কিত কোম্পানি বাংলাদেশে কাজ করছে, তা সবিস্তারে জানতে চাইছি...
    আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ...
  • pepe | ১৩ নভেম্বর ২০১০ ০০:৪৩ | 165.91.215.134
  • http://www.bartamanpatrika.com/content/spl4.htm

    এসব কি?
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
  • byaang | ১৩ নভেম্বর ২০১০ ০০:৪২ | 122.172.38.11
  • ইস্তাবিবি মেল দেখ।
  • byaang | ১৩ নভেম্বর ২০১০ ০০:৩৯ | 122.172.38.11
  • দাগ্‌তার, দেখেই উত্তর দিয়ে দিয়েছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত