এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ০৪:৫১ | 151.141.84.194
  • দে, টু দ্য পয়েন্ট জবাব আপনার মতন কেউ দেন না। সেই যে খড়খড়েগুলো সুতি, হড়হড়েগুলো সিন্থেটিক আর চকচকেগুলো সিল্ক, সেরকম। ঃ-)
    এখন এরকম একটা টু দ্য পয়েন্ট রেসিপি কন তো সংক্ষেপে।
  • sana | ০৪ নভেম্বর ২০১০ ০৪:৪৬ | 58.106.6.63
  • আচ্ছা,শমীক,দেখছি। রান্না-বান্না,ছানা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর একটুও সময় পাই নি দেখার।
    না অর্পন,তা করি নি। আজ দেখলাম My document-এ ডাউনলোড ফোল্ডারে ওটা রয়েছে,ওখান থেকে কাট করে কি c/windowspaste করে দেব? windows-এ font ফোল্ডার-ও রয়েছে দেখলাম। আর একটু বসতে হবে,আমার মতো কম্পু তে 'ক অক্ষর .....' কে,আর কি! সময় মতো জানান,কোনো তাড়া নেই;আর নইলে কাটান দেন,তেমন বড়ো সমিস্যে কিছু নয়।
  • til | ০৪ নভেম্বর ২০১০ ০৩:২৬ | 220.253.185.165
  • "জোরে হাত দিতে মানা করলে আর দেয় না"- কত জোরে? আর হাত দেবেই বা কেন? এরা তো আসলে ঠগ। এয়ারপোর্টে ঢোকেই বা কি করে, তাও তখনও কাস্টমস চেক বাকী!
  • tatin | ০৪ নভেম্বর ২০১০ ০২:৩৮ | 130.39.149.39
  • শুনুন, শোনন ঃ
  • SS | ০৪ নভেম্বর ২০১০ ০১:৩১ | 131.193.196.148
  • দে, গতকাল নিউজে দেখলাম জার্মানির একটা গ্রামে (Schmalkalden) বিশাল এক সিঙ্কহোল তৈরি হয়েছে। কিছু শুনেছেন এটা নিয়ে?
  • Nina | ০৪ নভেম্বর ২০১০ ০১:০৭ | 64.56.33.254
  • এ আরও নোংরা জল রে দেবু
  • de | ০৪ নভেম্বর ২০১০ ০১:০৫ | 134.105.166.235
  • অ তাই কও! এ জল সে জল নয়!
  • Nina | ০৪ নভেম্বর ২০১০ ০০:৫৬ | 64.56.33.254
  • আরে দে, ভেনিসে তো বাড়ী জলের ওপর ভাসে--আম্রিগায় তো loanঅ-জলের তলায়--টেনে তুলতে পার্ছেনাঃ-((
  • de | ০৪ নভেম্বর ২০১০ ০০:৪৮ | 134.105.166.235
  • আম্রিগা কি ভেনিস হইলো! বাড়ি জলেত্তলায় কেং কয়ে?
  • de | ০৪ নভেম্বর ২০১০ ০০:৪৪ | 134.105.166.235
  • এ হপ্তায় তো বেস্পতিবাট্টাই শুক্কুরবার -- সেই হিসাবে আজ শুক্কুর্বারের আগেদ্দিন!
  • aka | ০৪ নভেম্বর ২০১০ ০০:২৩ | 168.26.215.13
  • হাসি পায় যখন এই লোকগুলোই অন্য দেশকে ওপেন ইকনমি নিয়ে জ্ঞান দেয়। সেদিন কোকে চাকরি করা একটি লোককে জিগ্যেস করেছি কোকের রেভিনিউর কত শতাংশ বাইরে থেকে আসে? উত্তর ৮০%, কোকের শেয়ার হোল্ডারদের কত শতাংশ আম্রিগার? উত্তর ৮০%। বেটার কোক আউটসোর্স ইটস আইটি টু ইন্ডিয়া আদারওয়াইজ হু উইল বাই টু কোক এ ডে? আইটি, আউটসোর্সিং ইত্যাদি নিয়ে হেবি ফটর ফটর করতাছিল। করলেই চাপ দেই আজকাল।
  • Arpan | ০৪ নভেম্বর ২০১০ ০০:১৯ | 122.252.231.10
  • হু হু বাওয়া, হেইচ ওয়ান বি ভিসার প্রসেসিং ফি বাড়িয়ে দিল। সবই কর্মফল!
  • Arpan | ০৪ নভেম্বর ২০১০ ০০:১৬ | 122.252.231.10
  • এট্টুস পেটে না পড়লে হাতটা তেমন স্টেডি হয় না।
  • aka | ০৪ নভেম্বর ২০১০ ০০:১২ | 168.26.215.13
  • ন্যাড়াদা ডেমরা তো খুব খারাপ কিছু করে নি। লোকে ভেবেছিল সুনামি আসবে একটা বন্যা এসেছে।

    তা দশজনে একজনের চাকরি নেই, চারটে বাড়ির একটা জলের তলায়, ইরাক যুদ্ধ এখনো চলছে, গুয়ানতানামো বে এখনো বন্ধ হল না। ওবামা ইজ গুড অ্যাজ লং অ্যাজ হি হ্যাজ এ মাইক্রোফোন ইন হ্যান্ড। ডিসপুটেড হেলথ কেয়ার ছাড়া কিসুই করে দেখাতে পারল না। হ্যাঁ শান্তি পুরষ্কারও পেয়েছে বটে। এসব সঙ্কেÄও যা হয়েছে ভালই হয়েছে।

    আই কি ইমেল টিমেল দেখই না? আজি হতে শতবর্ষ পূর্বে একখান ইমেল করেছি।
  • I | ০৪ নভেম্বর ২০১০ ০০:০৭ | 14.96.180.245
  • কী অবস্থা !! আজ তো শুক্রবার নয় !
    হ্যাঁ অপ্পন্দা?
  • de | ০৪ নভেম্বর ২০১০ ০০:০৬ | 134.105.166.235
  • কলকাতা এয়ারপোর্টে ব্যাগে হাত দিতে জোরে মানা করলে আর দ্যায় না -- দেশের অনেক জায়গাতেই তা হয় না!

    স্টুটগার্টে গত কয়েকমাস ধরে ট্রেন-স্টেশান বানানোর কিছু পদ্ধতি নিয়ে লোকজন বিক্ষোভ দেখাচ্ছে -- ঐ ভিড়টা দেখে কলকাতাকে মনে পড়ে যাচ্ছিলো!
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ২৩:৪৩ | 122.252.231.10
  • পড়লাম। ঃ-(
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ২৩:৪২ | 122.252.231.10
  • ধেত্তেরি।

    অনলাইনে। পিনাকী।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ২৩:৪১ | 122.252.231.10
  • সুদীপ্তবাবুর লেখা তো আনলাইনে পাড়লাম।

    পিনাকি, কদ্দিন আছো? নম্বর দিও।
  • nyara | ০৩ নভেম্বর ২০১০ ২৩:২০ | 122.167.249.219
  • ছিঃ, ওরম বলতে নেই। মহর্ষি পাপ দেবেন।
  • I | ০৩ নভেম্বর ২০১০ ২৩:১৮ | 14.96.180.245
  • কেন? হেন কৃপণতা আমি না পারি সহিতে !

    তাইলে কী বোকা বাঙ্গালীর কপালে কেবল মনের মানুষ-ই নাচিতেছে?
  • nyara | ০৩ নভেম্বর ২০১০ ২৩:১৪ | 122.167.249.219
  • হ্যাঁ, দেখলাম। মানে আমায় পাঠিয়েছে, তাই দেখলাম। নইলে তো এখানে প্রতিদিন পাই না।

    তবে মনে হয়না আপাততঃ কলকাতায় Man of te Heart করার কোন প্ল্যান আছে।
  • I | ০৩ নভেম্বর ২০১০ ২৩:০৫ | 14.96.180.245
  • অ ন্যাড়াদা, আপনার বন্ধু সুদীপ্তবাবু একখানা খাসা লেখা লিখেছেন এবারের রবিপ্রতিদিনের লালন সংখ্যায়।
    ওঁয়ার ম্যান অফ দ্য হার্ট কোথায় দেখতে পাওয়া যায়? কলকাতা শহরে হয়?
  • pinaki | ০৩ নভেম্বর ২০১০ ২২:৪৫ | 14.96.5.188
  • সাতদিন চেন্নাইতে কাটিয়ে গত দুদিন ধরে ব্যাঙ্গালোরে আছি। স্বর্গ মনে হচ্ছে। চেন্নাই-এর শকটা নিতে পারি নি। এখানে এসে বুঝলাম।

    ব্যাঙ কই? আমার ফোন হারিয়ে গেছে। সাথে ব্যাঙের নম্বরও। তাই যোগাযোগ করতে পারছি না। সে যেন আমারে ক্ষমা করে দেয়।
  • nyara | ০৩ নভেম্বর ২০১০ ২১:২৯ | 122.167.249.219
  • কিন্তু ওদিকে যে ডেমরা ল্যাজেগোবরে হল, সে সম্বন্ধে কমরেড আকা চুপ কেন?
  • Kartuj | ০৩ নভেম্বর ২০১০ ২০:৪৮ | 59.93.208.180
  • আরে এতো মীরাক্কেলের মৃদুল ভটচাজ...শুধু উনি নন, ওর চরিত্রগুলো-ও বড়ই ফেমাস। দাদু, কার্তিকদা, পাপ্পু, বনি, ঢাক্কান কত কি। চাম্পু হইচিল দু দুবার মীরাক্কেলে। এমনিতে নাকি জিপিও তে কাজ করে।
  • aka | ০৩ নভেম্বর ২০১০ ১৯:৪১ | 168.26.215.13
  • জানতাম না।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৯:৩৫ | 204.138.240.254
  • আরে ইনি তো সায়ং-দীপাংশুর আগে থেকেই ফেমাস।
  • aka | ০৩ নভেম্বর ২০১০ ১৯:৩৩ | 168.26.215.13
  • সায়ন-দীপাংশু ভালো কিন্তু এই লোকটি দিব্যি গোবিন্দা স্টাইল।

  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৮:১৫ | 216.52.215.232
  • জয়ন্তী, উপায় নেই। নিজেকেই আসতে হবে। ড্রাইভার পোষার সাধ্য নেই। ঃ-)
  • aka | ০৩ নভেম্বর ২০১০ ১৮:১০ | 168.26.215.13
  • ভারতে আমি দুটি শহর সম্বন্ধে কিছু বলতে পারি - এক, কলকাতা, দুই, দিল্লি। দু জায়গাতেই লোকজন অভদ্রের মতন ব্যবহার করে। বিশেষত এখন আম্রিগার চিনি মেশানো ভদ্রতায় অভ্যেস হবার পরে আরও বেশি চোখে পড়ে। ওদিকে কানাডার লোকজনও সারাক্ষণ তিরিক্ষে মেজাজে থাকে। বাসে উঠে খুচরো খুঁজছি - আম্রিগান পয়সা আর কানাডিয়ান পয়সা মিলেমিশে একাকার। ৩০ সেকেণ্ড বাদে বাস ড্রাইভার তিরিক্ষে মেজাজে আমাকে বলল পয়সা না নিয়ে বাসে ওঠো কেন। দুর্শালা বলে বাস থেকে নেমে গিয়েছিলাম। ট্রেনের টিকিট কেনার লাইনেও একই এক্সপেরিয়েন্স। আম্রিগায় থাকার ফলে ইরিভার্সিবল চেঞ্জ - খারাপ ব্যবহার সহ্য করতে পারি না। বাঁশ দিলেও মোলায়াম ভাবে দিলেই হয়। বাঁশই যে দিচ্ছে সেতো বুঝতে বিশেষ অসুবিধা হয় না।

    কলকাতা এয়ারপোর্টে অনেক লোক ঘোরাঘুরি করে। বাক্স প্যাঁটরা নিয়ে গাড়িতে তুলে দেয় কিন্তু অভদ্র ব্যবহার করে না। একটু জোর করে খানিকটা অনুনয়ের সুরেই, আমারই মতন বয়সী লোকজন যখন হাতজোড় করে ভিক্ষে চাওয়ার মতন করে টাকা চায় আমার খুব খারাপ লাগে। বিরক্ত লাগে যখন প্রাইভেট ব্যাঙ্কে গেলে লোকে অ্যাটিটুড শো করে।

    আর দিল্লিতে কথা শুরু হয় 'তু' দিয়ে শেষ হয় 'বহেন চো*' দিয়ে। একবার বাসে (৮১ মনে হয়) লেডিজ সীটে বসার জন্য এক জাঠের সাথে ঝগড়া বেঁধেছিল। হেব্বি মারবে বলে ঠিক করছিল কিন্তু আরও কিছু লোকজন আমার পক্ষ নেওয়ায় সে যাত্রা বেঁচে যাই।
  • Samik | ০৩ নভেম্বর ২০১০ ১৮:০৩ | 121.242.177.19
  • ঃ-)
  • aka | ০৩ নভেম্বর ২০১০ ১৭:৫৭ | 168.26.215.13
  • thaw দেখে থ।
  • shrabani | ০৩ নভেম্বর ২০১০ ১৭:৪২ | 124.124.86.38
  • দিল্লীর লোকেদের গুণের কথা বলতে গেলে মহাভারত হয়ে যায়, তবে এ শহরে পথে কোনোদিন ঠিকানা টিকানা জিজ্ঞেস করতে গেলে হাতে প্রচুর সময় রাখা ভালো! মুখ খিঁচিয়ে "জানি না" যে বলে ছেড়ে দিলে সে আসলে লোক ভালো বলে মানা হবে এ শহরে!
    গত শুক্রবারেই আমার দুবাই থেকে আসা ননদের ব্যাগ নিয়ে অটোওয়ালা ভেগেছে, দুটো মোবাইল, একটা ক্যামেরা আরো টুকিটাকি। হোটেল থেকে কাছে কোন এক মন্দিরে গেছিল। বিচ্ছিরি ব্যাপার, আমাদের সব নাম্বার ওদের মোবাইলে, কিছুই আজকাল কেউ মনে বা লিখে রাখেনা। সারাদিন আমরা কোনো যোগাযোগ করতে না পেরে পরেশান!
  • kumropatash | ০৩ নভেম্বর ২০১০ ১৭:১৫ | 122.162.233.156
  • অসংখ্য ধন্যবাদ অর্পণ,আপনি যে নিজে গাড়ী নিয়ে থাকতে চেয়েছেন,এতেই আমি একেবারে অভিভূত হয়ে পল্লাম।

    সাধারণতঃ কেউ এয়ারপোর্টে থাকেই,তাও দৈবাতের কথা বলা যায় না,তাই ইনফর্মেশন -টা নিয়ে রাখলাম।

    আপনার সাহায্য দরকার হলে নিশ্চয়ই জানাব।
  • Raj | ০৩ নভেম্বর ২০১০ ১৭:১২ | 202.79.203.59
  • আগে তো নারিকেল তৈল দিয়া প্রস্তুত ইলিশ-কচুর লতি-শুঁটকী খাইয়া দেখাও তাহার পরে নাহয় তোমার যুক্তি লইয়া বিশদ আলোচনা হইবেক ;-)
  • Sags | ০৩ নভেম্বর ২০১০ ১৭:১১ | 114.143.7.146
  • লুরুতে রাত হয়ে গেলে রিক্সগুলো হেব্বি ঝ্যামেলা করতো। ডবল চাইবে। নামার সময় মিটার বলছে ৬৭। চাইবে ১৫০। কেন? ৬৭ মানেই ৭০ - তার ডবল ১৪০ - আর ১০ টিপ্স। বেশি কথা বল্লেই আর হিন্দি বলবে না - কন্নড় বলে বোর করবে। তবে এর একটা অসুধ আছে - মাঝে মাঝে কাজে দেয় - এসপেসালি দল থাকলে। বাঙ্গলা বলতে শুরু করতে হয় - তখন সে বলবে হিন্দি বল - তার জবাব দিতে হয় "হিন্দিমেহি তো বাত কর রহে হেয়, কিন্তু আমি এক পয়সাও বেশি দেবো না'। সে বেটা বোর হয়ে কাটিয়ে দিতে পারে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৭:১১ | 216.52.215.232
  • এদিকে এমসিজিতে অজিরা ছবির মত হেরেছে।

    কপিল আর কিরমানির রেকর্ড গেল। ঃ(
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৭:০৮ | 216.52.215.232
  • মাছ, ফুটবল, কমুনিস্টি - কত মিল ভেবে দেখুন কমরেড।
  • Raj | ০৩ নভেম্বর ২০১০ ১৭:০৬ | 202.79.203.59
  • উহারা তো নারিকেল তৈল দিয়া প্রস্তুত খাদ্য গলাধঃকরণ করিয়া দিব্য জীবনধারণ করিতেছে তাই বলিয়া কি বঙ্গবাসীদিগকেও সেই পথ অনুসরণ করিতে হইবে ঃ-)
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৭:০২ | 216.52.215.232
  • মেরুতে সাড়ে সাত থেকে আটশো মত উঠবে। আর ওদের তো ছাপানো বিল। যা উঠবে তাই দিতে হবে। বেশিকমের ব্যপার নাই।

    ৬ নং বাস কুন্দনাহাল্লি গেট অব্দি আসে। আগে জানা থাকলে আমি সেখানে গাড়ি নিয়ে থাকতে পারি। বেশি রাত হয়ে গেলে অটোওলারা মুর্গি করবে।
  • kumropatash | ০৩ নভেম্বর ২০১০ ১৭:০০ | 122.162.233.156
  • থাংকু,থাংকু।ঠিকই, বাসই সবচেয়ে সস্তা ও নিরাপদ,মেরু বোধহয় হাজার টাকা মতো চায়।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৬:৫৫ | 216.52.215.232
  • শমীক কি "থ' মানে জেনে লিখল, নাকি না জেনে!? ;-)
  • Samik | ০৩ নভেম্বর ২০১০ ১৬:৫৩ | 121.242.177.19
  • একটা গপ্পো লিখতে ভুলে গেছি।

    কাল একখান গান দ্যাখলাম। ডিডি সেভেনে। ও আকাশ সোনা সোনা, হেমন্তর গানটা গেয়েছে, মনে হল কুমার শানু। স্ক্রিনে ছিল বুম্বাদা, অভিষেক আর মেয়েটা কে যেন! সিনেমার নাম স্বপ্ন।

    গানটা তো ঝঙ্কার বিটে রিমিক্স, সে বাদ দিলাম, ছবিতে দেখি, অনন্ত চা বাগানের মাঝে সাইকেল চালিয়ে তারা চলেছে। হঠাৎ সামনে অনেকগুলো ডাব নিয়ে ভ্যানে একজন ডাবওলা। নায়ক নায়িকা ডাব কিনে খেল চা বাগানের মাঝে।

    চা-বাগান আর ডাবের এমন সহাবস্থান দেখে আমি পুরো thaw ঃ-)
  • Raj | ০৩ নভেম্বর ২০১০ ১৬:৫২ | 202.79.203.59
  • এ ফ্যাসি সে ফ্যাসি নয় তো !
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৬:৫২ | 216.52.215.232
  • ওদের ওয়েবসাইটও আছে বোধহয়। কোন সময়ে কত রুটের বাস ছাড়ে সেসব দেখা যায়। লাগলে বলবেন খুঁজে দেব।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১৬:৫০ | 216.52.215.232
  • নামছেন মানে পেলেনে করে আসছেন? সন্ধ্যার সময়? ৬ নং ভলভো বাস ধরবেন। ঘন্টা দেড়েকের মত লাগবে। এর থেকে সস্তা আর নিরাপদ উপায় আর নাই। সারা রাত্তির বাস সার্ভিস চলে।
  • kumropatash | ০৩ নভেম্বর ২০১০ ১৬:৪৯ | 122.162.233.156
  • লুরু এয়ারপোর্টে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত