এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৫ নভেম্বর ২০১০ ২৩:৫৫ | 122.252.231.10
  • সবাইকে শুভ দীপাবলীর শুভেচ্ছা।

    ইউটিউব থেকে ডাউনলোড করার কোন উপায় হল?
  • debu | ০৫ নভেম্বর ২০১০ ২৩:৪৬ | 170.213.132.253
  • passiondrink + ভোদ্‌কা কেও কি টেস্ট করেছে?
  • iota | ০৫ নভেম্বর ২০১০ ২৩:২৩ | 151.141.84.194
  • অক্ষদাসুন্দরীরেও ইলুমিনাতি ধইরা লইয়া গেলো???
  • kc | ০৫ নভেম্বর ২০১০ ২৩:০৭ | 89.203.49.18
  • রাবন্দাকে নিয়ে তীর্থংও
  • kc | ০৫ নভেম্বর ২০১০ ২৩:০৬ | 89.203.49.18
  • শুধু দ্রি নাকি? বাইনারি, বোধি, স্যান, রঙ্গণ, বাপ্পাদা কিছুদিন হল অক্ষদাও .... এরম আরও অনেকেই।
  • iota | ০৫ নভেম্বর ২০১০ ২২:৪৭ | 151.141.84.194
  • দ্রিয়ের কথা জানতে ইচ্ছা হয়। তিনি কোথায় গেলেন? তারে কি ইলুমিনাতি ধরে নিলো?????
  • Nina | ০৫ নভেম্বর ২০১০ ২১:১১ | 64.56.33.254
  • ওজনের সঙ্গে ওটি ফাউ আসে তো !তাচ্চেয়ে বেশতো টুয়েগি-লুকটাই ভাল--মামা-মামী অরও আদর যত্ন কব্বে;-))
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ২১:০৭ | 72.83.80.136
  • না না, ভুঁড়ি নাহি মাঙ্গতা।
  • Tim | ০৫ নভেম্বর ২০১০ ২১:০৪ | 198.82.17.87
  • কিসব সরল নিষ্পাপ লোকজন।
  • Nina | ০৫ নভেম্বর ২০১০ ২১:০১ | 64.56.33.254
  • আরে শমীক, পাইরে হেল্পাও। ও তোমাকে গান দেবে আর তুমি ওরে সেক্সি-ভুঁড়ি বাগাবার রেসেপি দাও
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ২১:০০ | 72.83.80.136
  • দাঁড়াও হে দাঁড়াও, দরাদরি পরে হবে। আমি এখন ফোন করে করে বাজির আওয়াজ শুনছি। শমীক আবার বাজির সাথে খোলা হাওয়া ফিরি দিচ্ছে ঃ)
  • Tim | ০৫ নভেম্বর ২০১০ ২০:৫৭ | 198.82.17.87
  • ওটা কিত্তিম ভুঁড়ি। বেথে নির্ঘাৎ প্লাস্টিক সার্জারি করে ভুঁড়ি বানিয়েছে।
  • Nina | ০৫ নভেম্বর ২০১০ ২০:৫৪ | 64.56.33.254
  • একমণের পাই-চার্ট ভাবতেই পারা যচ্ছেনা;-)--অত্ত বড় স্কিন, থুড়ি স্ক্রীন কই?
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ২০:৫৪ | 122.162.75.83
  • আমি আজকাল নিজেকে দেখে নিজেই মুগ্‌ধ হয়ে যাচ্ছি। কী সেক্সি ভুঁড়ি বাগাচ্ছি একটা। জীবনে প্রথম!
  • Tim | ০৫ নভেম্বর ২০১০ ২০:৫১ | 198.82.17.87
  • নীনাদি,
    একমণ? একমনে খেয়ে যেতে পাল্লে হবে। সে কি আর পাই পারবে? ঃ-)
  • Nina | ০৫ নভেম্বর ২০১০ ২০:৪৮ | 64.56.33.254
  • টিম্ভাই (ভাইফোঁটা, তাই ইচ্ছে কল্ল) আড়াইসেরি কি একমণি হবার ধান্দা কচ্চে?
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ২০:৪৭ | 122.162.75.83
  • স্টার জলসা খোলো। এক্ষুনি। একটু পরেই আধুনিক স্টাইলে "তোমার খোলা হাওয়া' হবে। গিটারের সাথে।

    গানের ওপারে।
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ২০:৪০ | 122.162.75.83
  • সেন্ট আইটেম্‌স থেকে আবার পাঠাও। আমি কস্মিনকালেও পাই নি।
  • Tim | ০৫ নভেম্বর ২০১০ ২০:৩৬ | 198.82.17.87
  • ইপিস্তা জানিয়েছে ওর ওজন বেড়েটেড়ে আড়াইসের হয়েছে। বেশ ভালো প্রোগ্রেস, আধসের থেকে এই কদিনেই আড়াই।
  • Nina | ০৫ নভেম্বর ২০১০ ২০:১৯ | 64.56.33.254
  • pi ওজনদর কি বলে;-)
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ১৯:৪৯ | 72.83.80.136
  • ভ্যাট, আমি বাংলা হিন্দি দুটো ই একসাথে করে পাঠিয়েছিলাম।
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ১৯:৩৮ | 122.162.75.83
  • ভ্যাট, কোনওদিনও পাঠায় নি।
  • Nina | ০৫ নভেম্বর ২০১০ ১৯:০৯ | 64.56.33.254
  • ইপিস্তো, ওজন এট্টুও বাড়লো??!! ঃ-))
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ১৮:৪১ | 72.83.80.136
  • কে দি, দু'দিন ভালোমতন খেয়েদেয়ে ঘুমিয়ে খুব হাঁপিয়ে গেছি। এখন আবার কিছুদিনের জন্য ওসবের ছুটি।
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ১৮:৩১ | 72.83.80.136
  • ফুলে ফুলের হিন্দিটা তো শমীককে বহু বহু দিন আগেই পাঠিয়েছিলাম !
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ১৮:২৫ | 122.162.75.83
  • আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও,
    আপনাকে এই লুকিয়ে-রাখা, ধূলার ঢাকা
                                             ধুইয়ে দাও।
  • kumropatash | ০৫ নভেম্বর ২০১০ ১৮:০৩ | 122.161.104.53
  • সবাই সাবধানে বাজি পোড়াবেন,বাচ্চাদের চোখে চোখে রাখবেন।

    আবার বলি,

    শুভ দীপান্বিতা।
  • kumropatash | ০৫ নভেম্বর ২০১০ ১৭:৪৮ | 122.161.104.53
  • পাই,ঐ "রোগা হইবার সহজ উপায়
    '-টইটা হঠাৎ অদৃশ্য হল কেন?এত আগ্রহের সাথে পড়ছিলাম।
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ১৩:৫৩ | 122.162.75.184
  • হুঁ পাইসি। সুনা মন কা অঙ্গন গানের পার্ট।
  • Samik | ০৫ নভেম্বর ২০১০ ১২:২২ | 122.162.75.184
  • হিন্দি পরিণীতা সিনেমায় হিন্দিতে গাওয়া ফুলে ফুলে ঢলে ঢলে গানটা চেয়েছিলাম। কারুর কাছে নেই?
  • bb | ০৫ নভেম্বর ২০১০ ১২:১১ | 117.195.167.61
  • তেন্ডুলা আউট হয়ে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল। এতখেলেও ছেলেটা খালি রেকর্ডের দিকে ছোটে, দেশ বা ম্যাচের কি অবস্থা হল তাতে বয়েই গেল তাঁর, এর থেকে সহবাগ অনেক উপযোগি খেলোয়াড়।
  • dd | ০৫ নভেম্বর ২০১০ ১০:৩১ | 122.167.38.36
  • অজিত,অজ্জিত

    ঘুমাচ্ছো নাকি? অ্যাঁ ?

    তুমি হেথায় আসবে? সেটা কোথায়? ব্যাংগালুরে না মান্দ্রাজে? কবে ? সবিস্তারে জানিও।

    sudipgupta7 অ্যাট জিমেইলে আছি, তাছাড়াও ফোন্নং টুকে নাও ঃ ৯৩৪২৫ ৯৭৬৪৯ আর ৯১৭৬৫ ৫০০১৭
  • til | ০৫ নভেম্বর ২০১০ ০৯:৩৫ | 210.193.178.129
  • কেন দেয় তো, আমাদের বুড়ী রাণীর জন্মদিন উপলক্ষে।
  • d | ০৫ নভেম্বর ২০১০ ০৯:২৪ | 14.96.125.205
  • দীপান্বিতার আলোকোঙ্কÄল শুভেচ্ছা সবাইকে।
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ০৯:১০ | 137.187.177.188
  • থাক, উত্তর আমি নিজেই পেয়ে গেছি। অলরেডি পোড়া দেশ বলে।
  • pi | ০৫ নভেম্বর ২০১০ ০৮:৫৯ | 137.187.177.188
  • সব্বাইকে অনেক অনেক ফুলঝুরি, চরকি, তুবড়ি আর রঙমশাল। বেছে বেছে বালি কম ওয়ালা রঙমশাল। একহাজারি কালীপটকা ও রইলো। ইলেকট্রিক তারগুলো তো ঠিকঠাক জ্বলেই না। ওগুলো অর তাই দিলাম না। দিতে একটু দেরি ই হয়ে গ্যালো। যাগ্গে, বাজিগুলো সকালের রোদ টা অন্তত পাক।
    এদেশে বাজি পোড়াতে দ্যায় না ক্যানো ?
  • Tim | ০৫ নভেম্বর ২০১০ ০৮:১২ | 173.163.204.9
  • ইন্দ্রাণীদি,
    ভারি ভালো লাগলো কথা কটা।

    সবাইকে দীপাবলীর শুভেচ্ছা।
  • i | ০৫ নভেম্বর ২০১০ ০৭:০২ | 137.157.8.253
  • শ্যামাসঙ্গীত প্রসঙ্গেঃ
    বইএর দেশে গায়ত্রী স্পিভাক চক্রবর্তীর সাক্ষাৎকার পড়ছিলাম। ভারি চমৎকার।
    তো, তাতে এক জায়্‌গায় যখ্‌ন চিন্ময় গুহ ওঁকে রামপ্রসাদ সম্বন্ধে জিগ্যেস করছেন, উনি যেভাবে গল্প করছেন, আপনাদের পড়ে শোনাই আজ দীপাবলীতে। শুনুন।

    '... আমি কি নিজে ঢুকেছি? ওটা তো আমার শিশুকালে, জ্ঞান হওয়ার আগে থেকে...আমার বাড়ির ভেতরের ব্যাপার। আমি যে সমস্ত গান জানি বাড়ির দৌলতে, সেগুলো প্রায় অজানা। একটা ওয়র্কশপ হচ্ছিল লন্ডনে, তো আমি দেখিয়েছি ফাঁন হেগেল পড়ছেন... ফাঁন কৃষ্ণকায় বলে আমাদের কত দুঃখ কত কী... তো সেটা থেকে বেরোনোর জন্য উনি black skin, white masks এর শেষ চ্যাপ্টারে -যেটা কেউ পড়ে না-উনি হেগেল পড়ছেন, হেগেলের যে Capital I সেখানে নিজেকে বসাচ্ছেন। তার আগে ঐ বইটা ছিল নেগ্রিত্যুদের সঙ্গে একটু Flirtation' ।একই সময় উনি নিজের থিসিসটা লেখছেন, যে লোক Black skin লিখেছেন, সেই লোকই যে থিসিসটা লিখেছেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। যাঁরা কৃষ্ণকায় তাঁরা আমাকে পছন্দ করছিলেন না, আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছিলেন। অত জ্ঞান দিলে না.. একদিকে বিনয়ী হওয়ার চেষ্টা করি যাঁদের কাছে বিনয়ী হতে হয়। কিন্তু কেউ যদি আমাকে জ্ঞান দেয় প্রাতিষ্ঠানিক পরিপ্রেক্ষিতে, আমার হাত নিশপিশ করে। কিন্তু প্রকাশ্যে আর কী করব? যাই হোক, সব বলে আমি বেরিয়ে এসেছি। একটা গলি দিয়ে হেঁটে যাচ্ছি, গান করতে করতেঃ রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী! ... এভাবে নিজেকে control করেছি! কাজেই রামপ্রসাদের মধ্যে আলাদা করে ঢুকতে হয় না। আমি একেবারেই গানের লোক নই।অবিশ্বাসী...কিন্তু বিশ্বাস কথাটার মানে অন্য তো, যেমন সাহিত্যে হয়, বিশ্বাসেরও ব্যাপার নয়, অবিশ্বাসেরও ব্যাপার নয়!'
  • sana | ০৫ নভেম্বর ২০১০ ০৬:২৩ | 58.106.6.63
  • সকল কে চোদ্দো প্রদীপ,চোদ্দো শাক আর মোম বাতির আলোর মালা জ্বলা দীপাবলীর শুভেচ্ছা।
    কুমড়োপটাশের শুভেচ্ছার শেষ টা মন ভরে নিলাম।
  • kumropatash | ০৪ নভেম্বর ২০১০ ২২:২২ | 122.162.233.252
  • সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা -যে যা চায় সেই মিষ্টি সহযোগে।সকলের জীবন আলোকময় হোক।
  • biskut | ০৪ নভেম্বর ২০১০ ২২:০৮ | 115.187.34.68
  • শুভ দীপাবলী আম্মো সবাইকে লেড়ো বিস্কুট সহযোগে ঃ)
  • nina | ০৪ নভেম্বর ২০১০ ২২:০৮ | 64.56.33.254
  • দীপাবলির শুভেচ্ছা রইল সব্বার জন্য।
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ২২:০৫ | 151.141.84.194
  • আর কটাদিন পরেই এমন সময় বেড়ায় বেড়ায় গাছে গাছে
    আলোর সাজ পরানো শুরু হয়ে গেছে, জ্বলে নেভে টুনিবাতি টুনিবাতি। হরিণ মুখ তোলে মুখ নামায় টুনিবাতির কৌশলে। রঙমশাল তুবড়ি এসব অবশ্য নেই।

    কেবল অনেকদিন আগের কালিপুজোর সন্ধ্যাবেলায় বারান্দা মনে পড়ছে, হঠাৎ মেঝেটা চর্কিবাজি আলোর ঝলকানিতে হয়ে গেল দূর শূন্যলোকের গ্যালাক্সি!

    দীপাবলি শুভেচ্ছা সবার জন্য।
  • biskut | ০৪ নভেম্বর ২০১০ ২২:০৪ | 115.187.34.68
  • চেনা শোনার কোন বাইরে,
    যেখানে পথ নাই নাই রে ঃ)
  • Nina | ০৪ নভেম্বর ২০১০ ২২:০২ | 64.56.33.254
  • হুম্‌ম্‌ম, ডেল্টার কথামালা বড় চেনা চেনা লাগে---
  • biskut | ০৪ নভেম্বর ২০১০ ২১:৫৫ | 115.187.34.68
  • আমাদের বাড়ির পাশে তুবড়ি, চরকি, রং মশাল ইত্যাদি তে ছয় লাপ, ছয় লাফ ও বলা যায় ঃ) পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি বুড়িমা আর শিবকাশী আওয়াজ তুলছে, দুম দাম ধড়াম
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ২১:৫২ | 151.141.84.194
  • আমিও বুঝি না কিছু। মালুম হয় না আঁধারে। বহুদিন কেটে গেল কালোয় কালোয়, আলো আর আসে না। যাক সে যখন আসার তখন আসবে।
    এস বিস্কুট খাই চায়ে ডুবিয়ে। ঃ-)
  • biskut | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৯ | 115.187.34.68
  • বিস্কুট কি আমার গো পাগল? এস সবাই মিলে খাই না হয়; তবে আমি কখনো বিস্কুট, কখনো তকাই, কখনো ব্যাকরণ শিং, আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারি নে;
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৯ | 151.141.84.194
  • আমিও শুনেছি মনে হয় পান্নালালেরই। এখন আবছা আবছা মালুম দিচ্ছে।

    "মায়ের পায়ের জবা হয়ে----
    আহা খুব সুন্দর।

    আমাদের বাংলার শ্যামাসঙ্গীতগুলো অসাধারণ জিনিস।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত