এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০০:৪৬ | 122.172.18.197
  • কেউ উত্তর দেয় না। ঃ-(( ঘুমোতে যাই।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০০:৩৩ | 122.172.18.197
  • অ, নীনাদি, কোথায় গেলে? তোমাকে অক্কুটে নেমন্তন্ন পাঠাতে পারছি না ক্যানো?
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০০:২৯ | 122.172.18.197
  • ঃ-)
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০০:১৯ | 198.82.30.250
  • কোনজন? ঠিক্করিনা না ভুল করিনা? ঃ-)
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০০:০৮ | 122.252.231.10
  • সেফ বুঝি নির্ভুল হাসে? আর করিনা?
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০০:০৭ | 122.252.231.10
  • এইটা কি মাইক্রোসফট প্রোজেক্টের ওপেন সোর্স ভার্সন? তালে ঠিক ঐরকম জিনিস চাই না।

    প্রোজেক্টে শুধু টাইম আর বাজেট ম্যানেজ করা যায়। আমি চাইছি স্কোপ, রিস্ক, চেঞ্জ রিকোয়েস্ট, টাইম, বাজেট ইত্যাদি সবকিছুর ইন্টেগ্রেটেড একটা সফটওয়্যার।
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০০:০৭ | 198.82.30.250
  • ঃ-))

    ভেবে দেখলাম হাসিতে বানাম্ভুল হবার ভয় নাই। সেফ।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০০:০০ | 122.172.18.197
  • তবে ঋভুটা বাংলা শিখে আমার আজকাল মাঝে মাঝেই হেব্বি বাঁশ যাচ্ছে, ওনার সামনে গুরু খুললেই। আজ বিকেলে যেই না ভাট খুলেছি, উনি এসে উঁকি দিলেন, উঁকি দিয়েই অর্পণের দেওয়া ক্রিকইনফোর লিঙ্কটা খুলে খুব আপসেট হয়ে গেল পাকিস্তানের উইকেটকিপারের জন্য। আমার কাছে বিশেষ সহানুভুতি না পেয়ে কোলকাতায় দিদিমাকে ফোন করল এরম একটা উত্তেজক খবর জানাতে। দিদিমা তখন তাড়াহুড়ো করে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন পুজো দিতে। ঋভু সেই শুনে বলল ""ওর জন্যও প্রেয়ার কর কিন্তু, পাকিস্তান নয়তো হেরে যাবে''। বিচ্ছিন্নতাবাদী দিদিমা খুব খচে গিয়ে বললেন ''আমি তো আর পাগল হয়ে যাই নি যে পাকিস্তানী উইকেটকীপারের জন্য প্রেয়ার করব! ''
  • nyara | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫৯ | 122.167.249.219
  • তাহলে এইটা দেখতে পারো -

    http://openproj.org/openproj
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫৭ | 122.252.231.10
  • অনেকটা।
  • nyara | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫৭ | 122.167.249.219
  • মাইক্রোসফট প্রজেক্ট কি PMIS সফটওয়্যার?
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫৩ | 198.82.30.250
  • আমার শীতঘুমের সময় হয়ে গ্যাছে মনে হয়। কিরম ঝিমঝিম লাগছে।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫৩ | 122.252.231.10
  • আমরাও কিষ্কিন্ধ্যা যাইনি।
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫৩ | 122.172.18.197
  • অর্পণ ঃ-))। আজ ইপিস্তে থাকলে দারুণ খুশি হত তোর মেয়ের বুদ্ধি দেখে।
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫০ | 198.82.30.250
  • ঋভুকে বল্লাম! ব্যাংডিকে না। ;-)
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৫০ | 122.252.231.10
  • তালে আমার মেয়ের গল্প হয়ে যাক। লাস্ট উইকে স্কুল থেকে ক্লাসের সবাইকে রোজ গার্ডেনে নিয়ে গেছিল। বাড়ি ফেরার পরে যথারীতি প্রশ্ন এল কী কালারের রোজ দেখলে? সংক্ষিপ্ত উত্তরঃ এনি কালার।
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৪৯ | 198.82.30.250
  • এইটা ভালো দিয়েছে! ঃ-))
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৪৮ | 122.172.18.197
  • খেলাম। বিভীষণ থালি খেল, আমরা কোল্ড ড্রিঙ্ক খেলাম নদী দেখতে দেখতে। কল্লোলদা বলেছিলেন কিষ্কিন্ধ্যেটাও দেখে আসতে, কিন্তু বাচ্চাবুড়ো নিয়ে ৩০০ সিঁড়ি ভাঙ্গার সাহস হল না।
  • Nina | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৪৭ | 64.56.33.254
  • ঋভুর গালটা টিপে দিলুম---দারুণ, বুদ্ধি হ্যাজ।ঃ-))
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৪৪ | 122.252.231.10
  • ম্যাঙ্গো ট্রিতে খেলে?
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৪২ | 122.172.18.197
  • আমরা এই উইকএন্ডে বেড়াতে গেছিলাম হাম্পি। গাইড বিশাল দুটো পাথর দেখিয়ে বলল, ""এই দুটো পাথর দুই বোন ছিল, হাম্পি আর কোম্পি। এরা দুইজন এই জায়গার নামে খারাপ কথা রটিয়ে বেড়াত, তাই দেবতাদের অভিশাপে পাথর হয়ে গেছে''। ঋভু সাথে সাথে জিজ্ঞেস করল, তাহলে এই জায়গাটার নাম কোম্পি হল না কেন? দুইজনেই তো খারাপ কথা বলত। গাইডকে ঋভুর প্রশ্নটা ট্রানস্লেট করে দিতে তিনি খানিকক্ষণ চুপ থেকে মাথা চুলকে বললেন, ""হাম্পি বড় বোন ছিল, তাই জন্য।'' আমরা হেসে কুটিপাটি।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৪১ | 122.252.231.10
  • version control ইত্যাদিও চাই না।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৩৭ | 122.252.231.10
  • আজ্জো, বিনি পয়সার কোন PMIS সফটওয়্যার জানা আছে যা উইন্ডোজে চলবে? অ্যাডভান্সড Gantt chart না পেলেও চলবে।
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২৩:৩৬ | 198.82.30.250
  • মাসের কনসেপ্টটাই থাকবেনা। সপ্তাহে সপ্তাহে মাইনে। অবইশ্যি তাকে আর সপ্তাহ বলা যাবে না। বলতে হবে পঞ্চাহ। তাতে কি!
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২৩:২৬ | 122.172.18.197
  • এই জন্য, এই জন্য আমার সাম্পানটাকে অ্যাত্তো ভালো লাগে। নিজে যা জানে ঠিক জানে, অন্যের কথা মেনে নিতে বয়েই গ্যাছে।
  • jayanti | ০৮ নভেম্বর ২০১০ ২৩:২১ | 122.163.121.253
  • টিম,কুমড়োদি ডাকলে সামান্য কুপিত হই,বাকি সব ডাকে সাড়া দিই।হ্যাঁ, নিশ্চয়ই, নেমন্তন্ন ডিউ রইল।

    কার্তুজ,১২০৯৭ থেকে ভাইফোঁটা নিয়ে নিন।এই জন্যেই স্মরণ কচ্ছিলুম।

    আমার মতে হপ্তা টপ্তা সব এম্নি থাক,কেবল উইকেন্ড হোক পাঁচ দিনের।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:২০ | 122.252.231.10
  • ঃ-))
  • aka | ০৮ নভেম্বর ২০১০ ২৩:১৭ | 168.26.215.13
  • সেদিন আমরা শীতে কাঁপতে কাঁপতে লোকালয় থেকে অনেক দুরে গিয়ে তারা দেখে এলাম। হিমালয় গিয়ে দেখেছিলাম আকাশে কত তারা, আর এখানে খালি চোখে দেখে এলাম মিল্কিওয়ে। টেলিস্কোপে চোখ লাগিয়ে দেখলাম জুপিটার আর তার চার চাঁদ। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি - পৃথিবী থেকে দু মিলিয়ন আলোকবর্ষ দুরে। ভবিষ্যতে কোন এক সময়ে অ্যাণ্ড্রোমিডা আর মিল্কিওয়ে নাকি একে অপরের সাথে কোলাইড করবে। তখন কি হবে? কেজানে। এই মুহূর্তে নাকি মিল্কিওয়ের অপর ভাগ কোন এক ডোয়ার্ফ গ্যালাক্সির সাথে কোলাইড করছে। আমাদের খুব চিন্তিত হবার নেই। ওদিকে নাকি গ্র্যাভিটি ট্র্যাভিট সব ঘেঁটে গিয়েছে। কে কোন দিকে ঘুরবে, কেমন ভাবে ঘুরবে এই নিয়ে প্রচূর টানামানি চলছে। এসব শুনতে শুনতেই দেখে নিলাম অ্যালব্রিও - জমজ তারা, সিগনাস (বিরাট বড় ক্রস) এর মাথা- একটি কমলা তারা, একটি নীল। তারপর দেখলাম ডাম্বেল গ্যালাক্সি আর হারকিউলিস ক্লাস্টার। এরপরেও আরও কিছু দেখা যেত কিন্তু ততক্ষণে তাপমাত্রা প্রায় -৪ বা -৫ ডিগ্রি সেলসিয়াস, আর জঙ্গলে মনে হয় ফিলস লাইকটা বেশ বেশি। পালিয়ে এলাম। সাম্পান প্রথমে ঘ্যান ঘ্যান করছিল তারপর উত্তেজিত হয়ে বকবক করে কিছু ছাত্রের মাথা খারাপ করে দিয়েছে। আকাশে প্লেন দেখে বলল ওটা নাকি স্যাটেলাইট। আমি বলেছি না ওটা পৃথিবীর মধ্যে রয়েছে। শুনে হাত পা নেড়ে আমাকে বোঝাচ্ছিল পৃথিবীর মধ্যে হলে ল্যান্ডের মধ্যে হতে হবে, আকাশ মানেই পৃথিবীর বাইরে।
  • aka | ০৮ নভেম্বর ২০১০ ২৩:০৫ | 168.26.215.13
  • সহজ সমস্যার এত জটিল সমাধান কেন? সোম্বারটাকে সপ্তাহের মাঝামাঝি নিয়ে এলেই হয়। এমনকি উইকেণ্ডেও করে দেওয়া যায়।
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২৩:০৪ | 122.172.18.197
  • পাঁচ দিনে হপ্তা হলে বছরে কটা মাস থাকবে? একেকটা মাসেই বা কটা করে হপ্তা থাকবে, অ্যাঁ? বছরটাকে আননেসেসারি টেনে লম্বা করতে কে বলেছে তোকে?
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২৩:০২ | 122.172.18.197
  • যাঃ বাবা, ভালোমানুষেরা এট্টু হাসতেও পাবে না!!
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ২৩:০০ | 122.252.231.10
  • খুব কটিন একটা সোংবার গেল আজ।

    এদিকে নীরবে ডে লাইট সেভিং লাগু হয়ে গেছে। ওয়েস্ট কোস্টের প্রোজেক্ট নামাতে গিয়ে বংশ হি বংশ।
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২২:৪০ | 198.82.30.250
  • সোম্বার দিনটা তুলে দেয়া উচিত। মঙ্গলবারও। কে যে এসব বানায়! বুধবার থেকে হপ্তা শুরু করা উচিত। পাঁচদিন হলে দিব্যি ৩৬৫ দিনকে হপ্তায় ভেঙে নেওয়া যায়। তা না, সাদ্দিন। যত্তসব আদিখ্যেতা।
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২২:৩৭ | 198.82.30.250
  • হাসির কি আছে, হ্যাঁ?
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ২২:১৫ | 122.172.18.197
  • হ্যা হ্যা হ্যা হ্যা
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২২:১০ | 198.82.30.250
  • বাহ্‌ চমৎকার বানান হয়েচে। সবই মায়া।
  • Tim | ০৮ নভেম্বর ২০১০ ২২:০৬ | 198.82.30.250
  • জয়ন্তিদীকে বিলেটেড পেন্নাম ও শুভেচ্ছা। নেমন্তন্নটা ডিউ রইলো। ঃ-)
  • Samik | ০৮ নভেম্বর ২০১০ ২০:০৫ | 122.162.75.184
  • হুম্‌ম্‌ ঃ-))
  • stoic | ০৮ নভেম্বর ২০১০ ২০:০৪ | 160.103.2.224
  • অজ্জিতকে কনগ্রা আর অপ্পনকে বোরোলীন।;-)
    এক উইকেন্ডে আর্সেনাল আর চেলসী দুটো আর্চ রাইভ্যাল হেরে যাবে এটা ভাবিনি। আর এদিকে ভাজ্জির সেঞ্চুরি। ক্ষি ক্ষান্ড!!
  • Kartuj | ০৮ নভেম্বর ২০১০ ১৮:২০ | 125.20.3.146
  • এই যে আমি এইখেনে। ক্ষি আর করব, চাপে চাপে চিড়েচ্যাপ্টা হয়ে আছি এসে থেকে। এই প্রথম গুরু খুলতেই দেকি আপুনি আমারে স্মরণ করিয়াছেন। ঃ-D
  • jayanti | ০৮ নভেম্বর ২০১০ ১৬:৪২ | 59.178.157.228
  • আজ কার্তুজ কোথায় গেলেন?ভাল আছেন তো?
  • til | ০৮ নভেম্বর ২০১০ ১৬:১৪ | 220.253.185.165
  • ব্যাঙদি,
    দেখেছি অফিসে কিন্তু আন্দাজে উত্তর লিখতে মন চায় না, ডান কানা বলে এত ভুল হয়! তাই বাড়ী ফিরে লিখছি। অনেক অনেক ধন্যবাদ।
    ব্যাঙ্গালোরে যাবার তো খুব ইচ্ছে, অনেক বছর কাটিয়েছি সেখানে; কত কত সুখ দুঃখের স্মৃতি ঐ শহরে। এক বন্ধু সব ছেড়ে ছুড়ে শিবানাসমুদ্রমে ফার্মহাউস করেছে, আমন্ত্রণ রয়েছে তার থেকেও।
    দেখি কি হয় শেষ অবধি। এদিকে বাড়ী যাবার আগে হাজার কাজ; অফিসেও, বাড়ীতেও। বাগানে কত কত কাজ। ধ্যুস, সবই মায়া, ভাবছি কিছুই করবো না। Just do nothing!
  • jayanti | ০৮ নভেম্বর ২০১০ ১৬:১০ | 59.178.151.253
  • তিলদা,অর্পণ,

    আশীর্বাদ-দুই ছেলের জন্য।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১৬:০০ | 216.52.215.232
  • কুম্পিদি, ফোঁটা পেয়েছি।

    রিটার্ন গিফট না হয় লুরু এলেই দেবো। ঃ-)
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ১৫:৫৩ | 122.172.8.98
  • তিলদা, অটোভাড়ার হিসেব লিখে দিয়েছি, পাতা উল্টে দেখে নেবেন।
  • til | ০৮ নভেম্বর ২০১০ ১৫:৪৬ | 220.253.185.165
  • জয়ন্তীদি,
    ফোঁটা নিলাম। সত্যি বলতে কি ঐ পোষ্টটা দুবার পড়েছি, 'শাঁখ বাজলো'; বেশ সুন্দর একটা দৃশ্যকল্প। ভাল লেগেছিল, ইচ্ছে করছিল একটা আসন টেনে বসে পড়ি।
    এবার বলুন, তিলের নাড়ু, নিমকি, রসমাধুরীর প্রতিদানে কি দিই। কি পছন্দ?
  • Raj | ০৮ নভেম্বর ২০১০ ১৩:৫৮ | 202.79.203.59
  • সঙ্গে এই রেকর্ডটাও Harbhajan is only the 2nd man in the history of Test cricket to score a fifty and a hundred in the same Test match batting at No. 8
  • tatin | ০৮ নভেম্বর ২০১০ ১৩:৫৬ | 70.177.55.6
  • জয় ভাজ্জি! দাদার দূরদর্শিতার প্রমাণ আরও একবার পেলো ক্রিকেটবিশ্ব
  • Raj | ০৮ নভেম্বর ২০১০ ১৩:৫৩ | 202.79.203.59
  • একেই বলে সর্দার !! ছয় মেরে সেঞ্চুরি .... জ্জিও
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত