এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ১০:০৭ | 70.64.19.80
  • সবুজ মালাই কেন যে সুদু নদ্দমাজ্জল দিয়েই তৈরি হত কে জানে ? বয়স কম ছ্যাল তো তাই বোদয়।
  • M | ২৩ নভেম্বর ২০১০ ০৯:৪২ | 59.93.209.114
  • টিম্ভাই,
    থ্যাঙ্কু....... খুঁজিগে........
  • Tim | ২৩ নভেম্বর ২০১০ ০৯:৪১ | 173.163.204.9
  • সবুজ মালাই? নদ্দমাজ্জল মেশানো?
  • M | ২৩ নভেম্বর ২০১০ ০৯:৪১ | 59.93.209.114
  • আর দে ক্যামন পিছিয়ে আছে? আমি তো জানতাম ঠিক ঠাক কোন কাজ করে ফেললে ওয়েল ডান বলা হয়, সেটা যে একটা সিনিমা এই প্রথম শুনলাম।

    আরো কত কিছু বলার ছিলো, নেহাত সব বিষয় গুলো অনেক দুরে সরে গ্যাছে।
  • Tim | ২৩ নভেম্বর ২০১০ ০৯:৪০ | 173.163.204.9
  • বম্মা,
    অ্যাক্টিভেশন কোড নাকি? মাইক্রোসফ্‌ট অফিসের সিডি কভারে পেতে পারো।
  • M | ২৩ নভেম্বর ২০১০ ০৯:৩৮ | 59.93.209.114
  • আমারে এট্টু সোজা ভাষায় কেউ কইবা, আমার নতুন ল্যাপীটাতে পাওয়ার পয়েন্ট খুলতে গ্যালেই ২৫ টা ডিজিট এর একটা কি চাইছে অ্যাক্টিভেট করার জন্য, এটা কোথায় পাব?

    কি নিষ্পাপ সরল প্রশ্ন!
  • nyara | ২৩ নভেম্বর ২০১০ ০৯:২৭ | 203.83.248.37
  • শুভজিৎ, ঠিকই লিখেছ। আমি ক্যাজুয়ালি এক্সপ্লেন করেছি। Array object reference তুমি Object-এ assign করতে পার। কিন্তু array notation-এ element access করতে পারবে না। Practically এই জানি। হয়তো প্যাঁচ-পয়জার করে তাও করা যায়, কিন্তু এতই কর্নার কেস যে প্রয়োজন না হলে এগুলো শেখার কোন দরকার আছে বলে মনে হয় না।
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ০৯:২২ | 70.64.19.80
  • আজ্জো হলে নিঘ্‌ঘাত কু কইত, আমি খেয়েই নিলুম .....
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ০৯:১৯ | 122.252.231.10
  • পরিবর্তনের ঠ্যালায় হ্যাও সবুজ হইয়া গ্যাসে।
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ০৯:১৬ | 122.252.231.10
  • মালাই-খা।

    (সাহেবি অ্যাক্সেন্টে উচ্চারণ)
  • Tim | ২৩ নভেম্বর ২০১০ ০৯:০২ | 173.163.204.9
  • দা টা পড়েনি বাইনারিদা।

    নিম্নোল্লিখিত কারুরই বয়সের গাছ-পাথর নেই। ঃ-)
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ০৮:৫২ | 70.64.19.80
  • আরে না বয়স কম ক্ষেন হবে ? তবে কার সেটাই .... টীমে-র না অম্‌ক সিংহ নাকি মালাই কি যেন .... তার
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ০৮:৪৯ | 70.64.19.80
  • অপ্পন কি কইল ? মালাইচাকি ?
  • Tim | ২৩ নভেম্বর ২০১০ ০৮:৩৮ | 173.163.204.9
  • কমরেড অপ্পনরে নীল সেলাম। ;-)
  • Tim | ২৩ নভেম্বর ২০১০ ০৮:৩৬ | 173.163.204.9
  • বাইনারি যে ক্ষি ভাবে! বয়স ক্ষি কম হলো? আর কদিনইবা .... ইত্যাদি।
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ০৭:৫৭ | 70.64.19.80
  • অম্‌ক সিংহ যকন গান গাইতো, তকন টিম জম্মেছিলো ?
  • Arpan | ২৩ নভেম্বর ২০১০ ০৭:৫৫ | 122.252.231.10
  • পাখা গজানে সে সির্ফ অমৃক কিঁউ, বহুত সারে নাজুক চিজ (য্যায়সে মালাইকা এট অল) দিখাই দেতা হ্যায়।
  • Tim | ২৩ নভেম্বর ২০১০ ০৭:৪৩ | 173.163.204.9
  • পাখনল্যান্ড যাকে অভ্যুকা পাখা গজায়া হ্যায়। চারো তরফ অরোরা হি অরোরা (কহিঁ ইয়ে অমৃক সিং তো নেহি?!) দিখ রাহা হ্যায়।
  • Binary | ২৩ নভেম্বর ২০১০ ০৬:০৫ | 70.64.19.80
  • অভ্যু অরোরা কোতায় দেখলো ? আমার এখেনে -২০সেঃ চলছে, তবে এখোনো অরোরা দেখা যায় নি
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১০ ০১:৪৮ | 80.221.2.104
  • চাদ্দিকে বিয়াপ্পক ঠাণ্ডা, তবে কাল আমরা অল্প করে aurora borealis দেখলাম। সবুজ রংয়ের ঃ)
  • sinfaut | ২৩ নভেম্বর ২০১০ ০১:৪৬ | 8.7.228.252
  • ওহ্‌, কেসি অনেক ধন্যবাদ।
  • I | ২৩ নভেম্বর ২০১০ ০০:৫১ | 14.96.198.193
  • আমাকে কেউ পেদ্রো পারামো খুঁজে দিলেন না তো !
    নেহাত কলেজ স্ট্রীটে যাওয়া হচ্ছে না, তাই। নইলে আপনাদের পিছন পিছন এত তেল মারি ?
  • Suvajit | ২৩ নভেম্বর ২০১০ ০০:৩৯ | 59.177.192.252
  • ন্যাড়াস্যারের 21 Nov 2010 -- 11:02 PM এর পোস্টের পরিপ্রেক্ষিতে ছোট্ট সংশোধন।
    arrayকে non-array object এ দিব্ব্যি assign করা যায়। এক্ষেত্রে শমীকের ভূল হয়েছে objectassign করার পরে সেই object কে array র মত ব্যবহার করা।
    কিন্তু যদি এইরকম কোড লিখত তাহলে আরামসে চলত।
    Object m = new String[] {"a", "b", "c"};
    or
    String [] s = new String[3];
    s[0] = "a";
    s[1] = "b";
    s[2] = "c";
    Object m = s;

    তারপর value গুলো পাবার জন্য,
    String [] a = (String[]) m;
    System.out.println(a[0]+a[1]+a[2]);

    অথবা একটু স্টাইল মারতে চাইলে,
    System.out.println((String)Array.get(m,0)+(String)Array.get(m,1)+(String)Array.get(m,2));
    এখানে Array ক্লাস java.lang.reflect.Array ক্লাস।
  • sinfaut | ২৩ নভেম্বর ২০১০ ০০:১৫ | 8.7.228.252
  • ব্ল্যাঙ্কির শিকাগো ভ্রমণটা কেউ খুঁজে দিতে পারবেন?
  • Kartuj | ২২ নভেম্বর ২০১০ ২১:২১ | 59.93.196.119
  • এটা শ্যামবাবুর তো? রাঘব মানে আমাদের নৈহাটির রাঘু চাটুজ্যের গান কেমন লাগল?
  • Arpan | ২২ নভেম্বর ২০১০ ১৯:১১ | 204.138.240.254
  • আমি একবার করেছিলাম।
  • de | ২২ নভেম্বর ২০১০ ১৬:৪৬ | 59.163.30.2
  • আমি চিরকালই এট্টু পিছিয়ে থাকি -- ওয়েল-ডান আব্বা দেখলাম, খুব ভাল্লাগলো! কে য্যানো এটা রেকমেন্ড করেছিলো? তারে ঝাল্লজেন!
  • Kartuj | ২২ নভেম্বর ২০১০ ১৫:৩৯ | 125.20.3.146
  • রাহুল সেই ডবল মিস করল। চিরকালের স্বভাব। এতক্ষণ ঠুক ঠুক করে শেষে এই।
  • Sags | ২২ নভেম্বর ২০১০ ১৫:৩৭ | 114.143.7.146
  • @হঃ অ্যারেস্ট করবে কেনো?
  • Arpan | ২২ নভেম্বর ২০১০ ১৫:৩০ | 204.138.240.254
  • অত জানি না। চেলসিকে এমন বেকায়দায় ঘরের মাঠে আর পাবে না।
  • Arijit | ২২ নভেম্বর ২০১০ ১৪:৪২ | 61.95.144.122
  • নিউক্যাসলের ফ্যান হওয়া আর রোলারকোস্টারে চড়ার মধ্যে বিশেষ ফারাক নাই। ফার্স্ট টিমের বাইরেরগুলো কতটা ফালতু এই ম্যাচটা তার প্রমাণ - যে স্কোয়াড ডেপ্‌থ বলে কিসু নাই।
  • stoic | ২২ নভেম্বর ২০১০ ১৪:৩৮ | 160.103.2.224
  • ক্যান্টোনার খবর দেখি নাই। লিং দ্যান।
    তবে এই আইরিশ রেসকিউ নিয়ে ই ইউ তে এখন বেশ একটা সলিডারিটি ওয়েভ চলছে। ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি টাইপ। আনটিল দ্য নেক্সট ডোমেসটিক অ্যাজেন্ডা কিকস্‌ ইন। ঃ-)

    নর্থ লনডন ডার্বি আর সিটি ভার্সেস ফুলহ্যাম দুটো ম্যাচই বেশ অবাক করে দিল। ওহ, আর নিউক্যাসল হঠাৎ বোল্টনের কাছে পাঁচ গোল খেল কেন কে জানে।
  • Arijit | ২২ নভেম্বর ২০১০ ১৪:২৩ | 61.95.144.122
  • কোন কাঁতোনা? ম্যানিউ-এর?
  • Bratin | ২২ নভেম্বর ২০১০ ১৩:৫০ | 122.248.182.16
  • কেউ ভাটায় না কেন??
  • h | ২২ নভেম্বর ২০১০ ১২:৫৮ | 203.99.212.54
  • এরিক কাঁতোনা, ব্যাংক্‌গুলির বিরুদ্ধে বিদ্রোহের (direct action টাইপের) ডাক দিয়েছে, খবরটা দেখলা? কইতাছে, যার যা টাকা তুলে নিন, এদের কাছে টাকা রাহার কুনো মানে নাই। পোচুর রেসপন্স পাইসে। arrest অব্দি গড়ায় কিনা দেখার।
  • Arijit | ২২ নভেম্বর ২০১০ ১১:৩২ | 61.95.144.122
  • Je vous salue, Marie - এই সিনেমাটা কারো কাছে আছে? সাবটাইটেলসহ? ওপেনসাবটাইটেল থেকে যেগুলো পাচ্ছি, একটাও ম্যাচ করছে না। মানে দেখচি লোকে চুপ করে খাচ্ছে, বা জলের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ছে, ভয়েস নেই কোনো - অথচ সাবটাইটেলে কথা চলছেঃ-(
  • de | ২২ নভেম্বর ২০১০ ১০:৩৯ | 59.163.30.3
  • ব্যা-টা ভালো ঃ))
  • kc | ২২ নভেম্বর ২০১০ ১০:৩১ | 194.126.37.76
  • আজ্জোকে ক্যালাও।
  • Samik | ২২ নভেম্বর ২০১০ ১০:২৬ | 122.162.75.113
  • ওখানে রাস্তার ধারে এইসবের অনেক পোস্টার পড়ে তো! আপিস থেকেও খোঁজখবর পাওয়া যায়।

    আমি চিংড়িঘাটার মোড়ে সুকান্তনগরে একসময়ে পেইং গেস্ট থাকতাম। সে বহুযুগ আগেকার কথা।
  • til | ২২ নভেম্বর ২০১০ ১০:১৫ | 210.193.178.129
  • জনগণ,
    সাহায্য চাই, খোঁজখবর চাই।

    আমার একটি চেনাশোনা ছেলে (২০-২২, ব্যা) সল্টলেক-৫ এ BPOতে চাকরী পেয়েছে। থাকার জায়গা চাই। হোস্টেল, মেস, বোর্ডিং, শেয়ারড অ্যাকো ইত্যাদি। আপাতত আমার কাছেই উঠবে।
    কেউ এক্টু টিপস দিলে বাধিত হবো (স্কচ, প্রমিস, সারা ইন্টারনেট সাক্ষী!)।
    চাই এক্ষুনি, ১ লা ডিসে থেকে।
  • Tim | ২২ নভেম্বর ২০১০ ১০:১১ | 173.163.204.9
  • আমি এখন মোটেই এসব শুনবোনা। কাল সোংবার। দিব্যি পুরোনো বাংলা গানটান শুনে মেজাজটা ভালো হয়ে এসেছে। ঃ-)
  • Samik | ২২ নভেম্বর ২০১০ ০৯:২৬ | 122.162.75.113
  • ন্যাড়াদা থ্যাঙ্কু। ফান্ডাটা বুঝেছি। এইবার দেখি, অন্যভাবে নামানো যায় কিনা,। ওটাকে Object array ডিক্লেয়ার করলে অন্যদিকে ঘেঁটে যাবার চান্স। তবে এনিওয়ে, তার রেমিডি আমি জানি।

    থ্যাংকু আবার ঃ-))
  • aka | ২২ নভেম্বর ২০১০ ০৯:১৮ | 24.42.203.194
  • এই নাও গান শোনো -


    কেসি এটা নতুন। মাইরি বলছি।
  • Tim | ২২ নভেম্বর ২০১০ ০৯:১২ | 173.163.204.9
  • গামছা-লুঙ্গিকেই ছাড়লোনা, আকাদা কি আর পাজামাকে ছেড়ে কথা কইবে? মনে হয়না। ঃ-)
  • Binary | ২২ নভেম্বর ২০১০ ০৯:০৮ | 198.169.6.50
  • এঃ খালি কুকথা ..... আচ্ছা, তবে পাজামা।
  • aka | ২২ নভেম্বর ২০১০ ০৮:৪৯ | 24.42.203.194
  • লুঙ্গি আর গামছা তোলার মধ্যে পার্থক্য লিখ - ২০। ঃ))
  • Binary | ২২ নভেম্বর ২০১০ ০৬:৪৬ | 198.169.6.50
  • আচ্ছা তাই সই, গামছা নয়, তবে একটা লুঙ্গি তো দেবে রে বাবা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত